দুই দাবিতে পোশাক কারখানায় শ্রমিক বিক্ষোভ
Published: 19th, May 2025 GMT
গাজীপুরের কালিয়াকৈরে একটি পোশাক কারখানার শ্রমিকরা ঈদের আগে অতিরিক্ত কাজ না করাসহ দুটি দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন।
উপজেলার ভান্নারা এলাকায় গতকাল সোমবার সকালে এ ঘটনা ঘটে। এ এলাকার জালো নিটওয়্যার লিমিটেড নামে পোশাক কারখানার শ্রমিকরা সকালে কারখানায় ঢুকে ঈদের আগে অতিরিক্ত কাজ না করা ও অংশগ্রহণকারী কমিটি (পিসি) বিলুপ্ত করার দাবিতে কর্মবিরতি শুরু করে। পরে উত্তেজিত শ্রমিকরা কারখানার বাইরে গিয়ে মৌচাক-ফুলবাড়িয়া আঞ্চলিক সড়ক অবরোধ করার চেষ্টা করে। এ সময় শিল্প-পুলিশ ঘটনাস্থলে গিয়ে আঞ্চলিক সড়ক থেকে শ্রমিকদের সরিয়ে দিতে গেলে শ্রমিকরা উত্তেজিত হয়ে পুলিশের ওপর হামলার চেষ্টা করে। পুলিশ কয়েক রাউন্ড সাউন্ড গ্রেনেড ছুড়লে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে যায়। এ সময় শ্রমিকরা সড়কের পাশের দোকানপাটে অবস্থান নিয়ে একত্র হওয়ার চেষ্টা করলে সেখানে যৌথ বাহিনীর সদস্যরা উপস্থিত হয়ে আন্দোলনরত শ্রমিকদের সরিয়ে দেন।
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন শ্রমিক বলেন, কারখানা কর্তৃপক্ষ ঈদে যে কয়দিন ছুটি দিবে তা পুষিয়ে নিতে ঈদের আগেই বন্ধের দুই দিন সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কাজ করানোর সিদ্ধান্ত নেয়। তারা (শ্রমিক) বন্ধের দিনগুলোতে কাজ না করার মতামত জানিয়ে কারখানার অংশগ্রহণকারী কমিটি বিলুপ্তির দাবি জানান। তাদের দাবিগুলো না মানলে তারা আবারও আন্দোলন করবেন বলে হুঁশিয়ারি দেন।
‘জালো নীটওয়্যার লিমিটেড’ নামক কারখানার কর্মকর্তাদের সঙ্গে কথা বলতে চাইলে তারা গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলতে রাজি হননি।
কালিয়াকৈর থানার ওসি রিয়াদ মাহমুদ বলেন, ভান্নারা এলাকার একটি পোশাক কারখানার শ্রমিকরা কয়েকটি দাবি নিয়ে বিক্ষোভ করেছেন। পুলিশ তাদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কারখানার আশপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে।
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
পাট খাতের উন্নয়নে টেকসই বাজার প্রবেশ প্রশিক্ষণ কর্মসূচি
বাংলাদেশের পাট খাতকে টেকসই ও বৈচিত্র্যময় করে আন্তর্জাতিক বাজারে প্রবেশাধিকার সহজতর করতে শুরু হলো ‘টেকসই বাজার প্রবেশ প্রশিক্ষণ কর্মসূচি’।
বুধবার (২ জুলাই) ঢাকায় বাণিজ্য মন্ত্রণালয়ের উদ্যোগে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের জেনেভা-ভিত্তিক বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) উন্নত সমন্বিত কাঠামো (ইআইএফ) এবং আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্রের (আইটিসি) সহযোগিতায় এ কর্মসূচির উদ্বোধন হয়।
ইআইএফ ও আইটিসির যৌথ কারিগরি সহায়তায় বাস্তবায়িত এ কর্মসূচিতে জাতীয় বাস্তবায়ন ইউনিট হিসেবে দায়িত্ব পালন করছে বাণিজ্য মন্ত্রণালয়ের ডব্লিউটিও অনুবিভাগ।
আরো পড়ুন:
জুলাই আন্দোলন নিয়ে ছাত্রশিবিরের ৩৬ দিনব্যাপী কর্মসূচি
দাবি না মানলে এনবিআরের সব দপ্তর হবে ‘কমপ্লিট শাটডাউন’
পাটখাতভিত্তিক ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের রপ্তানি সক্ষমতা বৃদ্ধি, পাটজাত পণ্যের বৈচিত্র্য আনয়ন, মানের টেকসই রক্ষা, পণ্যের পরিচিতি ও বিপণন কৌশল বিষয়ে দক্ষতা বৃদ্ধি- এই তিন মাসব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির মূল লক্ষ্য।
জুলাই থেকে সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত চলমান এ কর্মসূচির মধ্যে রয়েছে ধারাবাহিক অনলাইন প্রশিক্ষণ, একক পরামর্শ প্রদান সেশন এবং একটি তিন দিনব্যাপী সরাসরি ও ব্যবহারিক কর্মশালা।
কর্মসূচির অংশ হিসেবে ‘শিল্পের বর্তমান অবস্থা’ শীর্ষক প্রথম সেমিনারটি পাটজাত পণ্য বৈচিত্র্যকরণ প্রচার কেন্দ্রের (জেডিপিসি) অডিটরিয়ামে সরাসরি এবং অনলাইন প্ল্যাটফর্মে একযোগে অনুষ্ঠিত হয়। সরাসরি ১০০ জন এবং অনলাইনে ১৪৫ জন অংশগ্রহণকারী এতে যুক্ত হন।
অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন উদ্যোক্তা, রপ্তানিকারক ও আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানের প্রতিনিধি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের ডব্লিউটিও অনুবিভাগের প্রধান ও ইআইএফ এর বাংলাদেশ ফোকাল পয়েন্ট ড. নাজনীন কাউসার চৌধুরী। স্বাগত বক্তব্য দেন বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং ইআইএফ এর প্রতিনিধিরা।
প্রশিক্ষণ কর্মসূচি সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্রের প্রকল্প সমন্বয়কারী মি. ডুক ড্যাং। পাট খাতের বর্তমান চিত্র এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে মূল উপস্থাপনা দেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যবসা কৌশল বিশেষজ্ঞ মিস টারা মুলহেয়ার।
আয়োজকরা আশা করছেন, এই প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে বাংলাদেশের পাটখাতভিত্তিক উদ্যোক্তারা আন্তর্জাতিক প্রতিযোগিতায় টিকতে আরো বেশি সক্ষম হবেন এবং দেশের রপ্তানি সম্ভাবনা আরো বাড়বে।
ঢাকা/এএএম/মেহেদী