পাঁচ ম্যাচ নয়, সিরিজ হবে তিন ম্যাচের—এমনটা চূড়ান্ত হয়েছিল গতকালই। আজ পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ঘোষণা করেছে বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজের সেই তিন ম্যাচের দিনক্ষণ।

পিসিবির সংবাদবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সিরিজের সব ম্যাচই হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। সিরিজ শুরু হবে ২৮মে বুধবার। পরের দুটি ম্যাচ ৩০ মে শুক্রবার ও পয়লা জুন রোববার। সব কটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় রাত নয়টায়।

আগের সূচি অনুযায়ী বাংলাদেশ-পাকিস্তান সিরিজে পাঁচ টি-টোয়েন্টি হওয়ার কথা ছিল লাহোর ও ফয়সালাবাদে। তবে ভারত-পাকিস্তান পাল্টাপাল্টি হামলার মধ্যে সিরিজই অনিশ্চয়তাই পড়ে যায়। এরপর পরিস্থিতি শান্ত হয়ে এলে সরকারের সবুজ সংকেতে দেরিতে হলেও সিরিজটি খেলার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ।

তবে বাংলাদেশের ক্রিকেটাররা অনুরোধ জানান, যেন দ্রুত সময়ে সফর শেষ করা যায়। ঈদুল আজহার আগেই দেশে ফেরার চিন্তা থেকে শেষ পর্যন্ত সিরিজের ব্যাপ্তি ৫ থেকে ৩ ম্যাচে নামিয়ে আনা হয়েছে। ভেন্যু তালিকা বাদ পড়েছে ফয়সালাবাদও।

সফরটি নিয়ে গতকাল দুবাইয়ে পিসিবি প্রধান মহসিন নাকভীর সঙ্গে বৈঠকে বসেছিলেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ ও ক্রিকেট পরিচালনা কমিটির চেয়ারম্যান নাজমূল আবেদীন। বিসিবি ম্যাচ তিনটি আয়োজনের প্রস্তাব দেয় ২৭, ২৯ ও ৩১ মে। কিন্তু পিসিবির প্রস্তাব ছিল ২৮ ও ৩০ মে এবং ১ জুন। শেষ পর্যন্ত তাঁদের ইচ্ছেতেই সিরিজের সূচি নির্ধারিত হয়েছে।

আরব আমিরাতের বিপক্ষে এখন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলছে বাংলাদেশ। প্রথম ম্যাচে জিতলেও পরের ম্যাচে দুই উইকেটে হেরে গেছে বাংলাদেশ। সিরিজ নির্ধারণী তৃতীয় ম্যাচে আজ শারজায় মাঠে নামবে বাংলাদেশ ও আরব আমিরাত।
এই ম্যাচের পর কাল বিশ্রাম নেবেন বাংলাদেশের ক্রিকেটাররা। এরপর দুবাইয়ে দুই দিন অনুশীলন করার কথা রয়েছে তাঁদের। ২৫ মে তিন ম্যাচের পাকিস্তানের উদ্দেশে উড়াল দেবেন লিটন দাসরা। প্রথম টি-টোয়েন্টিতে নামার আগে ২৬ ও ২৭ মে লাহোরেও দুই দিন অনুশীলন করবে বাংলাদেশ।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

হান্নান মাসউদের জিম্মায় ছাড়া পেলেন তিন সমন্বয়ক

হাক্কানী পাবলিশার্সের চেয়ারম্যান গোলাম মোস্তফার বাসায় মধ্যরাতে ঢোকার চেষ্টার সময় আটক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিন নেতাকে মুচলেকা নিয়ে ছেড়ে দিয়েছে ধানমন্ডি থানা পুলিশ।

প্রায় ১৩ ঘণ্টা থানায় আটক থাকার পর মঙ্গলবার বিকাল ৩টার দিকে তাদের ছেড়ে দেওয়া হয় বলে জানান ধানমন্ডি থানার ওসি ক্যশৈনু।

ওসি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ ও তাদের পরিবারের জিম্মায় তাদের ছেড়ে দেওয়া হয়।

তিনি আরও বলেন, ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেই তাদের ছেড়ে দেওয়া হয়।

ছাড়া পাওয়া তিনজন হলেন- মোহাম্মদপুর থানা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক সাইফুল ইসলাম রাব্বি, ঢাকা মহানগর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম সদস্য সচিব ফারহান সরকার ডিনার ও মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা ও ট্রাফিক সহায়ক মোহাম্মদ জিসান উল্লাহ।

ডিএমপির রমনা বিভাগের উপ-কমিশনার ডিসি মাসুদ আলম সমকালকে বলেন, আটক তিন সমন্বয়ককে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। এরপর যদি আর কখনও এ ধরনের কাজে জড়িত হয় তাহলে তাদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ জানায়, সোমবার রাত ১১টার পর সিভিল পোশাক পরিহিত একদল লোক ধানমন্ডির ৪ নম্বর সড়কের ৩৬/১ এর হাক্কানী পাবলিশার্সের চেয়ারম্যান গোলাম মোস্তফার বাসার সামনে অবস্থান নিয়ে ‘আওয়ামী দোসরদের ঠাঁই নাই’ বলে নানা স্লোগান দেন। এরপর বাসার দারোয়ানকে ধাক্কা দিয়ে চতুর্থ তলার বাসায় ঢোকার চেষ্টা করেন তারা।

পরে ৯৯৯-এ কল করে পরিস্থিতি জানিয়ে অভিযোগ করার পর ঘটনাস্থলে আসে ধানমন্ডি থানা পুলিশ। ঘটনাস্থলে উপস্থিত বৈষম্যবিরোধী নেতারা সুনির্দিষ্ট অভিযোগ ছাড়াই গোলাম মোস্তফাকে গ্রেপ্তার করতে বলে। কিন্তু পুলিশের কাছে গোলাম মোস্তফা নিজেকে অসুস্থ দাবি করেন এবং রাতে দরজা খুলতে রাজি হননি। এছাড়া মামলা না থাকায় পুলিশ তাকে গ্রেপ্তার না করতে চাইলে পুলিশের সঙ্গে বিতর্কে জড়ান সেখানে থাকা উপস্থিত নেতারা। এক পর্যায়ে তারা পুলিশের সঙ্গে দুর্ব্যবহার করেন। পরে পরিস্থিতি বেগতিক দেখে ঘটনাস্থলে নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ওই তিন নেতাকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ।

এদিকে হাক্কানী পাবলিশার্সের চেয়ারম্যান গোলাম মোস্তফা বলছেন, ‘আমি আওয়ামী লীগের কেউ নই। আমার জানামতে আমার বিরুদ্ধে কোনো মামলাও নেই। তবে আমি একজন পাবলিশার হিসেবে বিভিন্ন রাজনৈতিক দলের বা মতাদর্শের বই প্রকাশ করেছি। এর মধ্যে আওয়ামী লীগেরও অনেক বই আমি প্রকাশ করেছি। শুধু আওয়ামী লীগ নয় বিএনপি, জাতীয় পার্টি এবং জামায়াতে ইসলামীর বইও আমি প্রকাশ করেছি।’

তিনি বলেন, এটা তো আমার ব্যবসা। এজন্য আমাকে আওয়ামী লীগের দোসর বানিয়ে মধ্যরাতে বাসায় এসে দরজা ভাঙার চেষ্টা, দারোয়ানকে মারধর কিংবা মব সৃষ্টির চেষ্টা কেউ করতে পারে না।

সম্পর্কিত নিবন্ধ

  • দেশে স্টারলিংকের পার্টনার কারা, গ্রাহক হবেন কীভাবে
  • নুসরাতের সঙ্গে সংসার ভাঙার গুঞ্জন, নীরবতা ভাঙলেন যশ
  • ইশরাককে শপথ না পড়ানোর রিট আবেদনের আদেশ আবারো পেছাল
  • রাজনীতিতে ব্যয় কমাবেন ইলন মাস্ক, থাকবেন টেসলার দায়িত্বে
  • সারাদিন সুস্থ থাকতে সকালে যে সাতটি কাজ করতে পারেন
  • চাকসু নীতিমালা প্রকাশ হবে বৃহস্পতিবার
  • অবৈধ আর্থিক লেনদেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক ডেপুটি রেজিস্ট্রার সাময়িক বরখাস্ত
  • এবার এক দফা আন্দোলনে যাওয়ার ইঙ্গিত কুয়েট শিক্ষকদের
  • হান্নান মাসউদের জিম্মায় ছাড়া পেলেন তিন সমন্বয়ক