পাঁচ ম্যাচ নয়, সিরিজ হবে তিন ম্যাচের—এমনটা চূড়ান্ত হয়েছিল গতকালই। আজ পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ঘোষণা করেছে বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজের সেই তিন ম্যাচের দিনক্ষণ।

পিসিবির সংবাদবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সিরিজের সব ম্যাচই হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। সিরিজ শুরু হবে ২৮মে বুধবার। পরের দুটি ম্যাচ ৩০ মে শুক্রবার ও পয়লা জুন রোববার। সব কটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় রাত নয়টায়।

আগের সূচি অনুযায়ী বাংলাদেশ-পাকিস্তান সিরিজে পাঁচ টি-টোয়েন্টি হওয়ার কথা ছিল লাহোর ও ফয়সালাবাদে। তবে ভারত-পাকিস্তান পাল্টাপাল্টি হামলার মধ্যে সিরিজই অনিশ্চয়তাই পড়ে যায়। এরপর পরিস্থিতি শান্ত হয়ে এলে সরকারের সবুজ সংকেতে দেরিতে হলেও সিরিজটি খেলার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ।

তবে বাংলাদেশের ক্রিকেটাররা অনুরোধ জানান, যেন দ্রুত সময়ে সফর শেষ করা যায়। ঈদুল আজহার আগেই দেশে ফেরার চিন্তা থেকে শেষ পর্যন্ত সিরিজের ব্যাপ্তি ৫ থেকে ৩ ম্যাচে নামিয়ে আনা হয়েছে। ভেন্যু তালিকা বাদ পড়েছে ফয়সালাবাদও।

সফরটি নিয়ে গতকাল দুবাইয়ে পিসিবি প্রধান মহসিন নাকভীর সঙ্গে বৈঠকে বসেছিলেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ ও ক্রিকেট পরিচালনা কমিটির চেয়ারম্যান নাজমূল আবেদীন। বিসিবি ম্যাচ তিনটি আয়োজনের প্রস্তাব দেয় ২৭, ২৯ ও ৩১ মে। কিন্তু পিসিবির প্রস্তাব ছিল ২৮ ও ৩০ মে এবং ১ জুন। শেষ পর্যন্ত তাঁদের ইচ্ছেতেই সিরিজের সূচি নির্ধারিত হয়েছে।

আরব আমিরাতের বিপক্ষে এখন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলছে বাংলাদেশ। প্রথম ম্যাচে জিতলেও পরের ম্যাচে দুই উইকেটে হেরে গেছে বাংলাদেশ। সিরিজ নির্ধারণী তৃতীয় ম্যাচে আজ শারজায় মাঠে নামবে বাংলাদেশ ও আরব আমিরাত।
এই ম্যাচের পর কাল বিশ্রাম নেবেন বাংলাদেশের ক্রিকেটাররা। এরপর দুবাইয়ে দুই দিন অনুশীলন করার কথা রয়েছে তাঁদের। ২৫ মে তিন ম্যাচের পাকিস্তানের উদ্দেশে উড়াল দেবেন লিটন দাসরা। প্রথম টি-টোয়েন্টিতে নামার আগে ২৬ ও ২৭ মে লাহোরেও দুই দিন অনুশীলন করবে বাংলাদেশ।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

যাত্রাবাড়ীতে বিদ্যুৎমিস্ত্রিকে পিটিয়ে হত্যা

রাজধানীতে হাত ও পা বেঁধে রড দিয়ে পিটিয়ে আনোয়ার হোসেন (৪৩) নামের এক ব্যক্তিকে হত্যা করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে যাত্রাবাড়ীর কাউন্সিল শরিফ পাড়ায় বাসের অবকাঠামো তৈরির একটি কারখানায় এ ঘটনা ঘটে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) বিদ্যুৎমিস্ত্রি ছিলেন আনোয়ার হোসেন। তাঁর কর্মস্থল ছিল পুরান ঢাকার সদরঘাটে। পারিবারিক সূত্র জানায়, আনোয়ার হোসেন স্ত্রী ও দুই মেয়ে নিয়ে রাজধানীর মাতুয়াইলের মৃধাবাড়ি এলাকায় থাকতেন।

আনোয়ারের ভাই দেলোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, গতকাল ভোরে আনোয়ার বাসা থেকে নামাজ পড়ার উদ্দেশ্যে বের হন। পরে খবর পান, তাঁর ভাইকে কাউন্সিল উত্তর শরিফ পাড়ায় বাসের অবকাঠামো তৈরির গ্যারেজে নিয়ে হাত–পা বেঁধে রাখা হয়েছে। এরপর সেখানে গিয়ে আনোয়ারের হাত–পা বাঁধা ও রক্তাক্ত মুমূর্ষু অবস্থায় দেখতে পান তাঁর মা।

লোহার রড দিয়ে পেটানো হয়েছে বলে মৃত্যুর আগের তাঁর মাকে জানিয়েছিলেন আনোয়ার। তাঁর ভাই এ কথা জানিয়ে বলেন, এর কিছুক্ষণ পরই ঘটনাস্থলেই আনোয়ারের মৃত্যু হয়। এরপর যাত্রাবাড়ীর থানা-পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠায়।

গতকাল সন্ধ্যায় যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান প্রথম আলোকে বলেন, ভোরে সঙ্গী সুমনকে নিয়ে আনোয়ার বাসের কাঠামো তৈরির কারখানায় চুরি করতে যান। এ সময় সেখানে থাকা লোকজন তাঁকে পিটিয়ে হত্যা করে। তাঁর সঙ্গী সুমন পালিয়ে যান।

সম্পর্কিত নিবন্ধ

  • ফাইনালে দ. আফ্রিকাকে ২৯৯ রানের টার্গেট দিল ভারত
  • শাহরুখকে ‘কুৎসিত’ বলেছিলেন হেমা মালিনী, এরপর...
  • প্রথম দেখায় প্রেম নাকি ঝগড়া? আসছে ইয়াশ–তটিনীর ‘তোমার জন্য মন’
  • জেমিনিতে যুক্ত হলো গুগল স্লাইডস তৈরির সুবিধা, করবেন যেভাবে
  • নড়াইলে ৩ দিন ধরে স্কুলছাত্রী নিখোঁজ
  • রোহিতের পর কোহলির রেকর্ডও কাড়লেন বাবর, পাকিস্তানের সিরিজ জয়
  • নাজমুলই থাকছেন টেস্ট অধিনায়ক
  • বন্দীদের ফুল দিয়ে বরণ, চালু হলো ফেনীর দ্বিতীয় কারাগার
  • সিলেটে বাসদ কার্যালয়ে পুলিশের অভিযান, আটক ২২
  • যাত্রাবাড়ীতে বিদ্যুৎমিস্ত্রিকে পিটিয়ে হত্যা