২২ বছর পর আজ আবার টেস্ট ক্রিকেটে মুখোমুখি হতে যাচ্ছে ইংল্যান্ড ও জিম্বাবুয়ে। রাতে পিএসএলের এলিমিনেটরে সাকিব-মিরাজের লাহোরের প্রতিপক্ষ করাচি।
ট্রেন্ট ব্রিজ টেস্ট-১ম দিনইংল্যান্ড-জিম্বাবুয়ে
বিকেল ৪টা, সনি স্পোর্টস ৫
হামবুর্গ ওপেন
বিকেল ৪টা, ইউরোস্পোর্ট
গুজরাট-লক্ষ্ণৌ
রাত ৮টা, টি স্পোর্টস
লাহোর-করাচি
রাত ৯টা, নাগরিক টিভি
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
পাকিস্তান সফরে তিন ম্যাচ খেলবে বাংলাদেশ, ভেন্যু লাহোর
পাকিস্তান সফরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে লাহোরে, টুইটারে এমনটাই জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
এফটিপি অনুসারে মে মাসে পাকিস্তান সফরে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলার পরিকল্পনা ছিল বাংলাদেশের। পরবর্তীতে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির কথা মাথায় রেখে দুই বোর্ড সম্মত হয় ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ আয়োজনের বিষয়ে। তবে শেষ পর্যন্ত সেই সংখ্যাও কমে তিন ম্যাচে এসে ঠেকেছে।
পিএসএলের সূচি ও ভারত-পাকিস্তানের রাজনৈতিক টানাপোড়েনের কারণে সফরটি নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছিল। পিএসএল স্থগিত হওয়ার পর তা পুনরায় শুরুর সময়সূচি বাংলাদেশ সিরিজের সঙ্গে সাংঘর্ষিক হয়ে পড়ে। ফলে পাকিস্তান সফর আদৌ হবে কিনা, তা নিয়ে দ্বিধা তৈরি হয়।
শেষমেশ দুবাইয়ে বিসিবি ও পিসিবির কর্মকর্তাদের মধ্যে আলোচনার মাধ্যমে বিষয়টির সমাধান হয়। আলোচনায় অংশ নেন পিসিবি চেয়ারম্যান মোহসিন নাকভি, বিসিবি সভাপতি ফারুক আহমেদ এবং ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম। সফল আলোচনার পর দুই বোর্ড নিশ্চিত করেছে, বাংলাদেশ দল পাকিস্তান সফরে যাবে এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে।
সিরিজের ম্যাচ তিনটি হবে যথাক্রমে ২৭ মে, ২৯ মে এবং ১ জুন। এর আগে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে তিন ম্যাচের আরেকটি টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। সফরের আনুষ্ঠানিক সূচি ও বিস্তারিত দুই-এক দিনের মধ্যেই প্রকাশ করবে বিসিবি ও পিসিবি।