বিটিভিতে মেহজাবিন মৌশির রঙিন পৃথিবী
Published: 24th, May 2025 GMT
আজ বিটিভিতে প্রচারিত হবে শিশুতোষ ম্যাগাজিন অনুষ্ঠান রঙিন পৃথিবী। শনিবার দুপুর ১২;২০ মিনিটে।
মেহজাবিন মৌশি বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ এলাকার একজন প্রতিভাবান ও অনুপ্রেরণাদায়ক কনটেন্ট ক্রিয়েটর। মাত্র ১০ বছর বয়সে, তিনি ইতোমধ্যে নিজেকে একজন আত্মপ্রত্যয়ী ও উৎসাহী ইংরেজি শিক্ষার্থী এবং শিক্ষক হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।
মেহজাবিন ১৪ জানুয়ারি ২০১২ সালে জন্মগ্রহণ করেন। বর্তমানে তিনি স্থানীয় একটি বাংলা মাধ্যম বিদ্যালয়ে ৭ম শ্রেণিতে অধ্যয়ন করছেন। ছোটবেলা থেকেই তার ইংরেজি ভাষার প্রতি অদম্য আগ্রহ লক্ষ্য করা যায়। স্কুলে পড়াশোনার পাশাপাশি তিনি নিজ উদ্যোগে ইংরেজি শেখার জন্য সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করছেন।
মেহজাবিনের একটি ইউটিউব চ্যানেল রয়েছে যেখানে তিনি তার ইংরেজি শেখার যাত্রা ও অভিজ্ঞতা ভাগ করে নেন। তার ভিডিওগুলোতে ইংরেজি কথোপকথন, শব্দভান্ডার শেখা, উচ্চারণ অনুশীলন এবং আত্মউন্নয়নের নানা দিক উঠে আসে। তার সহজ, আন্তরিক এবং প্রাণবন্ত উপস্থাপনায় অনেক ছোট ও বড় শিক্ষার্থীর অনুপ্রেরণা জাগে।
এছাড়াও, তিনি ফেসবুক প্ল্যাটফর্মেও সক্রিয়, যেখানে তিনি ইংরেজি শিক্ষা এবং মোটিভেশনাল পোস্ট শেয়ার করেন।
তিনি নিজেই বলেন, “নিজেকে ভালোবাসো, প্রতিটি ছোট প্রাণ থেকে প্রতিটি মুহূর্তে শেখার চেষ্টা করো।”
মেহজাবিনের লক্ষ্য নিজেকে একজন দক্ষ মস্তিষ্কবিজ্ঞানী হিসেবে দেখতে চায়। তার প্রচেষ্টা দেখিয়ে দেয়, শেখার জন্য বয়স বা ব্যয়বহুল কোচিংয়ের দরকার নেই – দরকার কেবল ইচ্ছাশক্তি, উৎসাহ ও প্রযুক্তির সঠিক ব্যবহার।
তার গল্প আমাদের শেখায় – একজন শিশুও নিজের প্রচেষ্টায় কতদূর যেতে পারে এবং কিভাবে সে অন্যদের অনুপ্রাণিত করতে পারে।
ইতিমধ্যে মস্তিষ্ক বিজ্ঞান এর কোর্স করছেন সম্পূর্ণ বিনামুল্যে। তাকে এনে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, " ইচ্ছে থাকলে, ঘরে থাকা ইন্টারনেট বিশ্বকোষের মাধ্যমে সব কিছু জানা সম্ভব"।
তিনি "Inkitt" নামক একটি platform এ তার "Laila's Magical Life Story" নামক একটি বই প্রকাশ আছে। সেখানে তিনি তার জীবনের বাধা বিপত্তি অতিক্রম করে কিভাবে ইংরেজি শিখলো সে কথা বলা আছে। তার একটি রচনা প্রতিদিনের বাংলাদেশ নামক একটি পত্রিকায় ছাপা হয়েছে।
পাশাপাশি তিনি বিটিভিতে কবিতা আবৃত্তি ও উপস্থাপনা করছেন। ঈদ আনন্দ, রঙিন পৃথিবী, কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে বিশেষ শিশুতোষ অনুষ্ঠান, বিজয় দিবস উপলক্ষে বিশেষ শিশুদের অনুষ্ঠান এ উপস্থাপনা ও রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষে বিশেষ শিশুতোষ অনুষ্ঠান এ দলীয় আবৃত্তিতে অংশ নিয়েছেন। এছাড়াও তিনি শিল্পকলা মঞ্চ এবং মঞ্চে উপস্থাপনা ও আবৃত্তি করেছেন।
তিনি অমর একুশে উপলক্ষে কিড্স জোনে প্রথম পুরস্কার এবং বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামে তৃতীয় স্থান অধিকার করেছেন। তিনি নিউইয়র্কের nrbnews24.
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ ম হজ ব ন অন ষ ঠ ন উপলক ষ কর ছ ন করছ ন
এছাড়াও পড়ুন:
আশুরা উপলক্ষে পুরান ঢাকায় বের হয়েছে তাজিয়া মিছিল
আজ ১০ মহররম, পবিত্র আশুরা। ইসলাম ধর্মাবলম্বীদের কাছে দিনটি শোকের। ৬১ হিজরির এই দিনে ফোরাত নদী-তীরবর্তী কারবালার ময়দানে শহীদ হন মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর প্রিয় দৌহিত্র ইমাম হোসেন (রা.)। শোকের দিন পবিত্র আশুরা উপলক্ষে রাজধানীর পুরান ঢাকায় তাজিয়া মিছিল বের করেছেন শিয়া মুসলিমরা। আজ রোববার সকাল ১০টায় হোসাইনী দালান ইমামবাড়া থেকে ১০ মহররমের প্রধান তাজিয়া মিছিল বের হয়েছে।
হোসাইনী দালান ইমামবাড়ার সুপারিনটেনডেন্ট এম.এম. ফিরোজ হোসেন জানান, তাজিয়া মিছিলটি সাজানো হয়েছে সামনে কালো ব্যানার, বেহেস্তা (লাল-সবুজ নিশান), পাঞ্জা আলম মাতম, দুলদুল ঘোড়া, খুনি ঘোড়া ও একটি জারি তাজিয়া দিয়ে।
মিছিলটি হোসাইনী দালান ইমামবাড়া উত্তর গেট থেকে বের হয়ে হোসাইনী দালান রোড, বকশীবাজার লেন, আলিয়া মাদ্রাসা রোড, বকশীবাজার (কলপাড়) মোড়, উমেশ দত্ত রোড, উর্দু রোড মোড়, হরনাথ ঘোষ রোড, লালবাড় চৌরাস্তা মোড়, গোর-এ-শহীদ মাজার মোড়, এতিমখানা মোড়, আজিমপুর চৌরাস্তা মোড়, ইডেন কলেজ, নীলক্ষেত মোড়, মিরপুর রোড, ঢাকা কলেজ, সায়েন্সল্যাব মোড়, ধানমন্ডি আবাসিক এলাকার ২নং রোড, বিজিবি ৪নং গেট, সাত মসজিদ রোড (ঝিগাতলা বাসস্ট্যান্ড) হয়ে দুপুর আড়াইটার দিকে ধানমন্ডি লেকে (অস্থায়ী কারবালা) গিয়ে শেষ হবে।
পবিত্র আশুরা উপলক্ষে পুরান ঢাকার হোসনে দালান থেকে গতকাল শনিবার সন্ধ্যা মূল আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। শনিবার মাগরিবের নামাজের পর থেকে খুতবা পাঠ ও আশুরার তাৎপর্য নিয়ে বয়ান করা হয়েছে। এদিন দিনব্যাপী দোয়া মোনাজাত, মহানবী হযরত মুহাম্মদ (স.) এর দৌহিত্র ইমাম হোসাইন (রা.) গিলাবে (প্রতীকী) সম্মান প্রদর্শন করেন ভক্ত অনুরাগীরা। এছাড়া বিশেষ ফজিলতের আশায় অনেক ধর্মপ্রাণ মুসলমান রোজা পালন করেছেন।
এর আগে, গত শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় প্রথম মিছিল বের হয়। আর শনিবার রাত ২টায় হোসাইনী দালান থেকে দ্বিতীয় মিছিল বের হয়।
এদিকে, রাজধানীর হোসাইনী দালান ইমামবাড়া ছাড়াও বড় কাটরা, মোহাম্মদপুর বিহারী ক্যাম্প, শিয়া মসজিদ, বিবিকা রওজা, মিরপুর পল্লবী বিহারী ক্যাম্পসহ অন্যান্য স্থান যেখানে ধর্মীয় ভাব-গাম্ভীর্যের সাথে পবিত্র আশুরা পালিত হচ্ছে।