ইংরেজি ভাষায় দক্ষতার প্রচলিত নিরীক্ষণপদ্ধতি ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম বা আইইএলটিএসের লিসেনিং, রিডিং, রাইটিং ও স্পিকিং অংশের মধ্যে রিডিং অংশ অনেকের কাছে তুলনামূলক কঠিন মনে হয়। রিডিং অংশের পরীক্ষা এক ঘণ্টার মধ্যে শেষ করতে পারেন না অনেকে। ফলে রিডিংয়ের তিনটি প্যাসেজের মধ্যে সবগুলোর উত্তর না দিয়ে অনেককে মন খারাপ করে পরীক্ষার হল থেকে বের হতে হয়। রিডিং পরীক্ষার ৪০ নম্বরের সঠিক উত্তর কীভাবে এক ঘণ্টার মধ্যে করা যাবে, আজ সে বিষয়ে আলোচনা করা হলো। আশা করি এসব পরামর্শ অনুসরণ করলে রিডিং পরীক্ষা নিয়ে আর সমস্যা থাকবে না।

পরামর্শ নয়, দক্ষতা দরকার

আপনি যদি ইউটিউব বা বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে রিডিং পরীক্ষা নিয়ে পরামর্শগুলো দেখেন তাহলে খেয়াল করবেন, বেশির ভাগ ক্ষেত্রে পরামর্শ দেওয়া হয়। শিক্ষার্থীরাও এ রকম টোটকা পরামর্শ খুব পছন্দ করেন। রিডিংয়ে ভালো করার দক্ষতা নিয়ে আলোচনা না হওয়ায় শিক্ষার্থীরা তেমন উপকৃত হন না।

আইএলটিএস টিপস বেজড পরীক্ষা নয় বরং এটি একটি স্কিল বেজড পরীক্ষা। কাজেই আপনাকে রিডিং মডিউলে ভালো করার জন্য সেই স্কিলগুলো জানতে হবে, যে স্কিলের টেস্ট হয় এক্সামে। যেমন আইইএলটিএস পরীক্ষার কিছু সাধারণ স্কিল হচ্ছে স্ক্যানিং, স্কিমিং, ইনটেনসিভ রিডিং, সামারাইজ মেইন আইডিয়া, আইডেন্টিফাই দ্য মেইন আইডিয়া ইত্যাদি।

আরও পড়ুনযে ১০ বিদেশি ভাষা শিক্ষা উন্নত ক্যারিয়ার গঠনে এগিয়ে রাখবে আপনাকে১৬ এপ্রিল ২০২৪স্ক্যানিং

স্ক্যানিং হচ্ছে একটি নির্দিষ্ট বিষয় খোঁজা। অধিকাংশ পরীক্ষার্থীকে নির্দিষ্ট বিষয় খুঁজতে বললে তাঁরা প্যাসেজ পড়া শুরু করেন। আপনি যদি খোঁজার পরিবর্তে পড়া শুরু করেন তাহলে সময় নষ্ট হবে। কাজেই যে কোয়েশ্চন টাইপে স্ক্যানিং করতে বলে সেই প্রশ্নের উত্তর করতে হলে আপনাকে আপনার স্ক্যানিং স্কিল ডেভেলপ করতে হবে।

যেমন ধরুন প্রশ্নে আপনাকে যদি একটি রোগের নাম খুঁজতে বলে, আপনি প্যাসেজে গিয়ে পড়া শুরু করলে তবে কি আপনি আপনার সময় অপচয় করছেন না! আপনাকে যা করতে হতো তা হলো, আপনি দ্রুত প্যাসেজে গিয়ে রোগের নামটি খুঁজে ফেলবেন।

ইনটেনসিভ রিডিং

ছোটবেলা থেকে আমরা যে রিডিং পড়েছি তাকেই ইনটেনসিভ রিডিং বোঝানো হয়। ওয়ার্ড বাই ওয়ার্ড এবং লাইন বাই লাইন বুঝে বুঝে ট্রান্সলেট করা বা এর অর্থ বুঝে পড়া। আর রিডিং বলতে আমরা শুধু এই ইনটেনসিভ রিডিং স্কিলই বুঝি। অন্য কোনো ধরনের রিডিং যে থাকতে পারে, তা আমরা মাথায় আনতে চাই না।

প্রথম আলো ফাইল ছবি.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: পর ক ষ র আপন ক

এছাড়াও পড়ুন:

বেরোবিতে আইইএলটিএস কোর্স চালু

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) শিক্ষার্থীদের বিদেশে উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণে ‘ইনট্রোডাক্টরি কোর্স অন আইইএলটিএস’ শীর্ষক একটি বিশেষ কোর্সের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ মে) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-৩-এর এমআইএস গ্যালারিতে কোর্সটির উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. শওকত আলী।

বিশ্ববিদ্যালয়ের স্কলারশিপ সাপোর্ট অফিসের উদ্যোগে শিক্ষার্থীদের ভাষাগত দক্ষতা উন্নয়নের পাশাপাশি বৈশ্বিক প্রতিযোগিতায় অংশগ্রহণের উপযোগী করে তুলতে এই কার্যক্রম শুরু করা হয়েছে।

আরো পড়ুন:

চবিসাসের নেতৃত্বে জানে আলম-মাহফুজ

৩ দাবিতে রাবির ফোকলোর বিভাগের শিক্ষার্থীদের অনশন

কোর্সটিতে বাছাই করা প্রতিশ্রুতিশীল শিক্ষার্থীদের আইইএলটিএস পরীক্ষার লিসেনিং, রিডিং, রাইটিং ও স্পিকিং- এই চারটি বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হবে। থাকবে নিয়মিত ক্লাস, মক টেস্ট ও ব্যক্তিগত দিকনির্দেশনার সুবিধা।

আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা জিআইজেট ও জার্মান বাণিজ্যিক প্রতিষ্ঠান কেআইকে এর কারিগরি ও আর্থিক সহায়তায় পরিচালিত এই উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীরা কেবল ভাষাগত দক্ষতা অর্জনই নয়, বরং বিদেশি বিশ্ববিদ্যালয়ে আবেদন, গবেষণা প্রপোজাল রচনা ও স্কলারশিপ প্রাপ্তির ক্ষেত্রে প্রয়োজনীয় জ্ঞান লাভ করবে।

সংশ্লিষ্টরা মনে করছেন, উদ্যোগটির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক পরিবেশে এক নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। শিক্ষার্থীরা যেমন উপকৃত হবে, তেমনি এটি বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক র‌্যাংকিং ও পরিচিতি বৃদ্ধিতেও কার্যকর ভূমিকা রাখবে।

এ সময় উপাচার্য অধ্যাপক মো. শওকত আলী বলেন, “আমরা চাই, আমাদের মেধাবী শিক্ষার্থীরা শুধু দেশেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও উচ্চশিক্ষা গ্রহণের যোগ্যতা অর্জন করুক। আইইএলটিএস কোর্স সেই লক্ষ্য পূরণের এক গুরুত্বপূর্ণ ভিত্তি।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মো. ইলিয়াছ প্রামানিক।

ঢাকা/সাজ্জাদ/মেহেদী

সম্পর্কিত নিবন্ধ

  • বেরোবিতে আইইএলটিএস কোর্স চালু