আইইএলটিএস রিডিং পরীক্ষায় এক ঘণ্টায় সব প্রশ্নের উত্তর করার উপায়
Published: 25th, May 2025 GMT
ইংরেজি ভাষায় দক্ষতার প্রচলিত নিরীক্ষণপদ্ধতি ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম বা আইইএলটিএসের লিসেনিং, রিডিং, রাইটিং ও স্পিকিং অংশের মধ্যে রিডিং অংশ অনেকের কাছে তুলনামূলক কঠিন মনে হয়। রিডিং অংশের পরীক্ষা এক ঘণ্টার মধ্যে শেষ করতে পারেন না অনেকে। ফলে রিডিংয়ের তিনটি প্যাসেজের মধ্যে সবগুলোর উত্তর না দিয়ে অনেককে মন খারাপ করে পরীক্ষার হল থেকে বের হতে হয়। রিডিং পরীক্ষার ৪০ নম্বরের সঠিক উত্তর কীভাবে এক ঘণ্টার মধ্যে করা যাবে, আজ সে বিষয়ে আলোচনা করা হলো। আশা করি এসব পরামর্শ অনুসরণ করলে রিডিং পরীক্ষা নিয়ে আর সমস্যা থাকবে না।
পরামর্শ নয়, দক্ষতা দরকারআপনি যদি ইউটিউব বা বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে রিডিং পরীক্ষা নিয়ে পরামর্শগুলো দেখেন তাহলে খেয়াল করবেন, বেশির ভাগ ক্ষেত্রে পরামর্শ দেওয়া হয়। শিক্ষার্থীরাও এ রকম টোটকা পরামর্শ খুব পছন্দ করেন। রিডিংয়ে ভালো করার দক্ষতা নিয়ে আলোচনা না হওয়ায় শিক্ষার্থীরা তেমন উপকৃত হন না।
আইএলটিএস টিপস বেজড পরীক্ষা নয় বরং এটি একটি স্কিল বেজড পরীক্ষা। কাজেই আপনাকে রিডিং মডিউলে ভালো করার জন্য সেই স্কিলগুলো জানতে হবে, যে স্কিলের টেস্ট হয় এক্সামে। যেমন আইইএলটিএস পরীক্ষার কিছু সাধারণ স্কিল হচ্ছে স্ক্যানিং, স্কিমিং, ইনটেনসিভ রিডিং, সামারাইজ মেইন আইডিয়া, আইডেন্টিফাই দ্য মেইন আইডিয়া ইত্যাদি।
আরও পড়ুনযে ১০ বিদেশি ভাষা শিক্ষা উন্নত ক্যারিয়ার গঠনে এগিয়ে রাখবে আপনাকে১৬ এপ্রিল ২০২৪স্ক্যানিংস্ক্যানিং হচ্ছে একটি নির্দিষ্ট বিষয় খোঁজা। অধিকাংশ পরীক্ষার্থীকে নির্দিষ্ট বিষয় খুঁজতে বললে তাঁরা প্যাসেজ পড়া শুরু করেন। আপনি যদি খোঁজার পরিবর্তে পড়া শুরু করেন তাহলে সময় নষ্ট হবে। কাজেই যে কোয়েশ্চন টাইপে স্ক্যানিং করতে বলে সেই প্রশ্নের উত্তর করতে হলে আপনাকে আপনার স্ক্যানিং স্কিল ডেভেলপ করতে হবে।
যেমন ধরুন প্রশ্নে আপনাকে যদি একটি রোগের নাম খুঁজতে বলে, আপনি প্যাসেজে গিয়ে পড়া শুরু করলে তবে কি আপনি আপনার সময় অপচয় করছেন না! আপনাকে যা করতে হতো তা হলো, আপনি দ্রুত প্যাসেজে গিয়ে রোগের নামটি খুঁজে ফেলবেন।
ইনটেনসিভ রিডিংছোটবেলা থেকে আমরা যে রিডিং পড়েছি তাকেই ইনটেনসিভ রিডিং বোঝানো হয়। ওয়ার্ড বাই ওয়ার্ড এবং লাইন বাই লাইন বুঝে বুঝে ট্রান্সলেট করা বা এর অর্থ বুঝে পড়া। আর রিডিং বলতে আমরা শুধু এই ইনটেনসিভ রিডিং স্কিলই বুঝি। অন্য কোনো ধরনের রিডিং যে থাকতে পারে, তা আমরা মাথায় আনতে চাই না।
প্রথম আলো ফাইল ছবি.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
ইতালির বিশ্ববিদ্যালয়ে আইইএলটিএস ছাড়াই ডিএসইউ স্কলারশিপ
ইতালির অন্যতম সরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব মিলান। আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য এই বিশ্ববিদ্যালয়ে ডিএসইউ স্কলারশিপ ২০২৫–২৬–এর আবেদনের প্রক্রিয়া শুরু হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা শিক্ষার্থীরা এই স্কলারশিপের মাধ্যমে ইতালিতে উচ্চশিক্ষার সুযোগ পাবেন।
ডিএসইউ স্কলারশিপের মাধ্যমে শিক্ষার্থীরা স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি প্রোগ্রামে ভর্তি হতে পারবেন। স্কলারশিপের মূল উদ্দেশ্য হলো আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ইতালিতে পড়াশোনা সহজ ও সাশ্রয়ী করা।
আইইএলটিএস ছাড়াই ভর্তি ও স্কলারশিপএই স্কলারশিপের অন্যতম বড় সুবিধা হলো আইইএলটিএস বাধ্যতামূলক নয়। শিক্ষার্থীরা কেবল ইংরেজি ভাষায় দক্ষতার প্রমাণপত্র দিয়ে ভর্তি ও স্কলারশিপ উভয়ই নিশ্চিত করতে পারবেন।
আরও পড়ুনকেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে এমবিএ স্কলারশিপ, জেনে নিন বিস্তারিত০৫ আগস্ট ২০২৫যেসব বিষয়ে পড়াশোনার সুযোগ থাকবেইউনিভার্সিটি অব মিলান বিভিন্ন বিষয়ে পড়াশোনার সুযোগ দিচ্ছে। এর মধ্যে রয়েছে—
স্কুল অব এক্সারসাইজ অ্যান্ড স্পোর্ট সায়েন্সেস
মেডিসিন অনুষদ
ভেটেরিনারি মেডিসিন অনুষদ
সায়েন্স অ্যান্ড টেকনোলজি অনুষদ
আইন অনুষদ
স্কুল অব ল্যাঙ্গুয়েজ মেডিয়েশন অ্যান্ড ইন্টারকালচারাল কমিউনিকেশন
হিউম্যানিটিজ অনুষদ
রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক বিজ্ঞান অনুষদ
ইঞ্জিনিয়ারিং
কম্পিউটারবিজ্ঞান
ফার্মেসি অনুষদ
কৃষি ও খাদ্যবিজ্ঞান অনুষদ
বাংলাদেশ বিমানে ইন্টার্নশিপ, দৈনিক হাজিরায় সম্মানী ৬০০ টাকাছবি: প্রথম আলো ফাইল ছবি