রাকিব হোসেন প্রথমার্ধে পাওয়া একাধিক সুযোগ নষ্ট না করলে কী হতো?
যোগ করা সময়ের তৃতীয় মিনিটে ফয়সাল আহমেদ ফাহিমকে বক্সে ফাউল করা হলেও কেন পেনাল্টির বাঁশি বাজানো হলো না?
ম্যাচের শেষ মুহূর্তে তারিক কাজী হেড সিঙ্গাপুরের গোলকিপার ঠেকিয়ে না দিলে কী হতো?
এখন আর এসব প্রশ্ন করে লাভ নেই। যে ম্যাচ নিয়ে এত উন্মাদনা, বাংলাদেশ সেই ম্যাচ হেরে গেছে ২-১ ব্যবধানে।
তবে সিঙ্গাপুরের কাছে এই হারের পরও ভারতের ওপরেই আছে বাংলাদেশ। ভারত যে হংকংয়ের কাছে ১-০ গোলে হেরে গেছে।
হংকংয়ের কাছে হারের পর ভারতের সুনীল ছেত্রীর হতাশা.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
বিদেশী গণমাধ্যমে বিজ্ঞাপন বিল পাঠাতে নতুন নির্দেশনা
বিদেশী গণমাধ্যমে বাংলাদেশের পণ্যের বিজ্ঞাপন বিল পাঠাতে বৈদেশিক মুদ্রা ছাড়ের নতুন নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
মঙ্গলবার (১৭ জুন) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ থেকে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্ধারিত নীতিমালার নিয়ম মেনে অনুমোদিত ডিলার ব্যাংকগুলো বিজ্ঞাপন বিলের সমপরিমাণ বৈদেশিক মুদ্রা পাঠাতে পারবে। বিল পাঠাতে বিজ্ঞাপনের বৈধ চুক্তিপত্রের কপি, ইস্যুকৃত ইনভয়েসের কপি এবং আয়-ব্যয়ের বিবরণী (যেখানে প্রেরণযোগ্য অর্থ, কর ও অন্যান্য খরচ বাদ দিয়ে উদ্বৃত্ত অর্থ দেখানো হবে) এবং প্রযোজ্য ক্ষেত্রে সব ধরনের কর পরিশোধ সংক্রান্ত কাগজপত্র জমা দিতে হবে।
একইসঙ্গে বিজ্ঞাপন বিল প্রেরক কোনো ভুল বা অতিরিক্ত অর্থ প্রেরণ করলে তা চাহিদা অনুযায়ী অবিলম্বে দেশে ফেরত আনা হবে মর্মেও অঙ্গীকার দিতে হবে। প্রতিটি বিজ্ঞাপন সংস্থাকে বিল পাঠাতে ব্যাংকের একটি নির্দিষ্টি অথরাইজড ডিলার শাখা মনোনয়ন করতে হবে। প্রয়োজনে শাখা পরিবর্তন করতে পারবে।
আরো পড়ুন:
দেশে ১৪ দিনে এল ১১৪ কোটি ডলার রেমিট্যান্স
খেলাপি ঋণ ৪ লাখ ২০ হাজার কোটি টাকা ছাড়িয়েছে
বৈদেশি মুদ্রা পাঠাতে বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইন, ১৯৪৭-এর ধারা ৩(৪) অনুযায়ী কার্যক্রম পরিচালনা, কেওয়াইসি, মানি লন্ডারিং প্রতিরোধ ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিধিমালা অনুসরণ এবং বাংলাদেশ ব্যাংকে সময়মতো প্রতিবেদন দাখিল ও দলিল বাধ্যতামূলকভাবে সংরক্ষণ করতে ব্যাংকগুলোকে নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
নতুন নির্দেশনার ফলে বিজ্ঞাপন সংস্থাগুলোর পক্ষে বৈদেশিক গণমাধ্যমে বিজ্ঞাপন প্রচারের ব্যয় ও বিল মেটানোর ক্ষেত্রে লেনদেন প্রক্রিয়া আরো সহজ ও কার্যকর করবে। একইসঙ্গে আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করতে সহায়তা করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
ঢাকা/এনএফ/মেহেদী