শাকিবের ‘তাণ্ডব’-এ কী আছে, কী নেই
Published: 11th, June 2025 GMT
‘পরাণ’, ‘সুড়ঙ্গ’, ‘তুফান’ থেকে ‘তাণ্ডব’—টানা চার বছর ধরে ঈদুল আজহায় সিনেমা নিয়ে আসছেন রায়হান রাফী, সবই আলোচিত। গত বছর আলোচিত তুফান-এর পর এবার তাণ্ডব নিয়ে হাজির শাকিব–রায়হান জুটি। রাফীর অনেক কাজ সত্য ঘটনা অবলম্বনে (‘পরাণ’), অনেক কাজ কেবল প্রধান চরিত্রের জার্নি (‘সুড়ঙ্গ’ ও ‘তুফান’) কিন্তু ‘তাণ্ডব’ কেবল শাকিব খানের একার সিনেমা নয়; বরং এখানে মূল নায়ক গল্প। ঢাকাই ছবির সবচেয়ে বড় তারকা, সঙ্গে একঝাঁক দক্ষ অভিনয়শিল্পীকে সঙ্গে নিয়ে বাণিজ্যিক সিনেমার মোড়কে শক্তিশালী রাজনৈতিক বার্তা দিতে চেয়েছেন তিনি।
একনজরেসিনেমা: ‘তাণ্ডব’
ধরন: অ্যাকশন, থ্রিলার
রানটাইম: ২ ঘণ্টা ৯ মিনিট
পরিচালক: রায়হান রাফী
চিত্রনাট্যকার: রায়হান রাফী ও আদনান আদিব খান
অভিনয়: শাকিব খান, সাবিলা নূর, জয়া আহসান, আফজাল হোসেন, শহীদুজ্জামান সেলিম, গাজী রাকায়াত
জিম্মি করে মুক্তিপণ আদায়—এই থিমের সিনেমা আগে অনেক হয়েছে; দু-একটি হয়তো আপনিও দেখেছেন। তবে ‘তাণ্ডব’-এর প্রধান আকর্ষণ এর ব্যাপ্তি। জিম্মি দশা নিয়ে বানানো সিনেমা একের পর এক চমক রেখে যায়, মুক্তির পর সিনেমাটির দর্শকপ্রিয়তার কারণ হয়তো এটাই। তাই সিনেমা শেষ হওয়ার পরেও এর রেশ রয়ে যায়। মনে হয়, অনেকটা ধীরগতিতে এগোনো এ সিনেমা যে সত্যিকারের ‘তাণ্ডব’-এর সূচনা করে গেল, এর শেষ কোথায়? পরিচালক হিসেবে হয়তো এটাই চেয়েছিলেন রাফী।
‘তাণ্ডব’–এর গানের দৃশ্যে শাকিব ও সাবিলা। শাকিব খানের ফেসবুক থেকে.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
জামিনে মুক্ত গানবাংলার তাপস
সাত মাসের বেশি সময় কারাবন্দী থাকার পর জামিনে মুক্তি পেয়েছেন বেসরকারি টেলিভিশন চ্যানেল গানবাংলার চেয়ারম্যান কৌশিক হোসেন তাপস। আজ বুধবার কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি ছাড়া পেয়েছেন।
প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ কারা তত্ত্বাবধায়ক (সিনিয়র জেল সুপার) সুরাইয়া আক্তার।
সুরাইয়া আক্তার প্রথম আলোকে বলেন, উচ্চ আদালত থেকে পাওয়া জামিনের কাগজপত্র যাচাই করার পর কৌশিক হোসেন তাপসকে সন্ধ্যায় ছেড়ে দেওয়া হয়েছে।
আদালতসংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, গুলশান থানার পৃথক দুটি মামলায় উচ্চ আদালত থেকে জামিন পান কৌশিক হোসেন। পরে জামিননামা আজ ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে জমা দেওয়া হয়। আদালত থেকে পরে কারাগারে জামিনের কাগজ পাঠানো হয়।
এর আগে গত বছরের ৩ নভেম্বর তাপস গ্রেপ্তার হন। এরপর বৈষম্যবিরোধী ছাত্র–জনতার আন্দোলনে হত্যার কয়েকটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।