আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের মাঠের খেলাই নয়, আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠেন দলের মালকিন কাব্য মারানও। ম্যাচের সময় তার রাগ, উচ্ছ্বাস কিংবা হতাশা সবই ধরা পড়ে টিভি ক্যামেরায়, আর সেখান থেকেই তৈরি হয় অসংখ্য মিম। দলের প্রতি নিজের এই আবেগ নিয়ে সংবাদমাধ্যমে কথা বলেছেন কাব্য। জানিয়েছেন, ক্যামেরাম্যানই তাঁকে খুঁজে বের করেন।

২০২৩ সালের আইপিএল নিলামে প্রথমবার সবার নজরে আসেন সান গ্রুপ চেয়ারম্যান কলানিধি মারানের কন্যা কাব্য। এরপর থেকে হায়দরাবাদের প্রতিটি ম্যাচেই স্টেডিয়ামে দেখা যায় তাকে। ক্যামেরায় তার আবেগী প্রতিক্রিয়াগুলিই মিমের উৎস। কাব্য নিজেই বললেন, ‘আমি খুব আবেগ দিয়ে খেলা দেখি। তাই হয়তো আমার প্রতিক্রিয়াগুলো এতটা নজরে আসে। হায়দরাবাদে আমি সব সময় এক জায়গায় বসি, অন্য শহরে বক্সে একটু আড়ালে থাকার চেষ্টা করি। তবুও ক্যামেরাম্যান আমাকে খুঁজে বের করে ফেলে!’

শুধু মালকিন হিসেবে নয়, হায়দরাবাদ দলের সঙ্গে গভীরভাবে জড়িয়েও গেছেন কাব্য। ম্যাচের জয়-পরাজয়ে আবেগে ভেসে যান তিনি। ২০২৪ সালের আইপিএল ফাইনাল হেরে সরাসরি ড্রেসিংরুমে গিয়ে খেলোয়াড়দের উজ্জীবিত করেন তিনি। আর যখন মাঠে ব্যর্থ হয় দল, তখন সোশ্যাল মিডিয়া মিমে ভরে যায়।

সম্প্রতি সংগীত পরিচালক অনিরুদ্ধ রবিচন্দরের সঙ্গে তার প্রেমের গুঞ্জনও চাউর হয়েছে। বলা হয়, তারা নাকি একসঙ্গে বিদেশে ঘুরতে গেছেন এবং বিয়ের পরিকল্পনাও রয়েছে। তবে অনিরুদ্ধ সেই খবর নাকচ করে সামাজিক যোগাযোগমাধ্যমে স্পষ্টভাবে লিখেছেন, ‘বিয়ে? বন্ধুরা শান্ত হোন। গুজব ছড়াবেন না, প্লিজ।’

আইপিএল ছাড়াও কাব্য মারান এবং তার পরিবারের মালিকানাধীন সানরাইজার্স ফ্র্যাঞ্চাইজির একটি দল রয়েছে দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি লিগে। সেখানকার সানরাইজার্স ইস্টার্ন কেপ ২০২৩ ও ২০২৪—দুই মৌসুমেই শিরোপা জিতেছে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: হ য়দর ব দ

এছাড়াও পড়ুন:

রিজার্ভ ৩১.৩১ বিলিয়ন ডলার

দেশের বৈদেশিক মুদ্রার গ্রস রিজার্ভ আরও বেড়ে ৩১ দশমিক ৩১ বিলিয়ন ডলারে ঠেকেছে। গত ২৮ মাসের মধ্যে যা সর্বোচ্চ। সর্বশেষ ২০২৩ সালের মার্চের শুরুতে রিজার্ভ ৩২ বিলিয়ন ডলারের নিচে নেমেছিল। এরপর ওই মাসের ১৫ তারিখ সর্বোচ্চ ৩১ দশমিক ২৯ বিলিয়ন ডলার হয়। এছাড়া সব সময়ই এখনকার চেয়ে রিজার্ভ কম ছিল বলে জানা গেছে।

গ্রস রিজার্ভ বৃদ্ধির পাশাপাশি আইএমএফের হিসাব পদ্ধতি বিপিএম৬ অনুযায়ী রিজার্ভ বেড়ে ২৬ দশমিক ৩৩ বিলিয়ন ডলার হয়েছে। আইএমএফের হিসাব পদ্ধতি মেনে হিসাব প্রকাশের পর থেকে যা সর্বোচ্চ। ২০২৩ সালের জুন মাস থেকে গ্রস রিজার্ভের পাশাপাশি বিপিএম৬ অনুযায়ী রিজার্ভের তথ্য প্রকাশ শুরু করে কেন্দ্রীয় ব্যাংক।

২০২৩ সালের জুনে আইএমএফের হিসাব পদ্ধতিতে রিজার্ভ ছিল ২৪ দশমিক ৭৫ বিলিয়ন ডলার। আর গ্রস রিজার্ভ ছিল ৩১ দশমিক ২০ বিলিয়ন ডলার। এর আগে ২০২১ সালের আগস্টে প্রথমবারের মতো ৪৮ বিলিয়ন ডলারের মাইলফলক অতিক্রম করে। সেখান থেকে ধারাবাহিকভাবে কমে আওয়ামী লীগ সরকার পতনের আগে গত জুলাই শেষে নেমে যায় ২০ দশমিক ৪৮ বিলিয়ন ডলার। সেখান থেকে এখন বাড়ছে।

সংশ্লিষ্টরা জানান. রিজার্ভ বৃদ্ধির মূল কারণ অর্থ পাচারে কঠোর নিয়ন্ত্রণ। যে কারণে চলতি অর্থবছরের দুই দিন বাকি থাকতেই প্রথমবারের মতো রেমিট্যান্স ৩০ বিলিয়ন ডলারের মাইলফলক ছাড়িয়েছে। আবার আইএমএফ, বিশ্বব্যাংক, এডিবিসহ বিভিন্ন উৎস থেকে সরকার ৫ বিলিয়ন ডলারের মতো ঋণ পেয়েছে।

সম্পর্কিত নিবন্ধ

  • কনটেইনার পরিবহনে ৪৮ বছরের রেকর্ড ভাঙল চট্টগ্রাম বন্দর
  • ইইউর বাইরের দেশে নতুন ৫ লাখ কর্মভিসা দেবে ইতালি
  • বেরোবিতে নোটিশ ছাড়াই ভর্তি ফি দ্বিগুণ, ভোগান্তিতে শিক্ষার্থীরা
  • ইসরায়েলি হামলায় গাজায় মৃত্যুর সংখ্যা ৫৬,৫০০ ছুঁয়েছে
  • প্রথমবারের মতাে ৩০ বিলিয়ন ডলার ছাড়াল রেমিট্যান্স
  • রিজার্ভ ৩১.৩১ বিলিয়ন ডলার
  • গল্পের প্রয়োজনে অন্তরঙ্গ দৃশ্য করেছি: রাজ রিপা
  • ইসরায়েলি হামলায় গাজায় নিহত আরো ৮১ ফিলিস্তিনি
  • সিলিকন ভ্যালিতে চাকরি পেলেন ইরফান, বেতন বছরে সাড়ে তিন কোটি