Prothomalo:
2025-11-24@12:51:29 GMT

আজ ‘ধন্যবাদ’ জানানোর দিন

Published: 11th, January 2025 GMT

এমন একটি শব্দ ভাবুন, যেটিকে প্রায় সব অনুভূতির একক প্রকাশ বলা যেতে পারে। না, ‘ভালোবাসি’ কিংবা ‘দুঃখিত’ নয়। বরং প্রেম, ভালোবাসা, শ্রদ্ধা, কৃতজ্ঞতা, সমর্থন, প্রশংসা এমনকি গ্রহণ, প্রত্যাখ্যান বা দ্বিমতের মতো পরস্পরবিরোধী বক্তব্যেও অবলীলায় ব্যবহার করতে পারেন সেই শব্দ। হ্যাঁ, ঠিক ধরেছেন, ধন্যবাদ।

এই যে শব্দটি খুঁজে পেয়েছেন বলে আপনাকে যে ধন্যবাদ জানানো হলো, এটা প্রশংসাসূচক ধন্যবাদ। এবার উল্লিখিত অন্যান্য অনুভূতির সঙ্গেও মিলিয়ে দেখুন। দেখবেন কী দারুণ মিলে যায়। তবে সন্দেহ নেই, আমাদের দৈনন্দিন জীবনে ‘ধন্যবাদ’ শব্দটি সবচেয়ে বেশি ব্যবহৃত হয় কৃতজ্ঞতা প্রকাশের জন্য। একটিমাত্র শব্দ, সহজ ও সরল। কিন্তু কৃতজ্ঞতা জ্ঞাপনের সর্বাধিক শক্তিশালী বহিঃপ্রকাশ। বিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ ইংরেজ লেখক ও দার্শনিক গিলবার্ট কিথ চেস্টারটন ‘ধন্যবাদ জ্ঞাপন’কে মানুষের চিন্তার সর্বোচ্চ রূপ হিসেবে বিবেচনা করেছেন। তাঁর ভাষায়, ‘আমি মনে করি যে ধন্যবাদ তথা কৃতজ্ঞতা হলো চিন্তার সর্বোচ্চ রূপ এবং কৃতজ্ঞতা এমন এক আনন্দ, যা বিস্ময়ে দ্বিগুণ হয়’। অর্থাৎ কৃতজ্ঞতা থেকে সৃষ্ট আনন্দ কেবল মামুলি আনন্দ মাত্র নয়। এ যেন সত্য, সুন্দর ও মহানুভবতার বিস্ময়কর ও সশ্রদ্ধ অভিজ্ঞতা।

ছোট্ট একটি ধন্যবাদ, একটুখানি আন্তরিক কৃতজ্ঞতাবোধের প্রভাব বিপুল ও সুদূরপ্রসারী.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

ফরিদপুরে দুই শিশুর মারামারিকে কেন্দ্র করে হামলা-ভাঙচুর ও সংঘর্ষ, আহত ১৫

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় নদীতে গোসলের সময় দুই শিশুর মধ্যে মারামারিকে কেন্দ্র করে হামলা, ভাঙচুর ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন। আজ সোমবার সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত সময়ে পরমেশ্বরদী ইউনিয়নের পশ্চিমপাড়ায় চলা এ হামলায় ১৮টি বসতঘর ও ৫টি দোকানঘর ভাঙচুর হয়। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ১৬ নভেম্বর উপজেলার পরমেশ্বরদী পশ্চিমপাড়ার রাকিব শেখের ছেলে রাজ (৭) ও হারুন শেখের ছেলে রহমতের (১০) মধ্যে নদীতে গোসল করা নিয়ে মারামারির ঘটনা ঘটে। এ ঘটনার মীমাংসার জন্য ২২ নভেম্বর রাতে স্থানীয়ভাবে সালিস বৈঠক হয়। তবে ওই সালিসে সন্তুষ্ট হতে পারেননি হারুন শেখ।

স্থানীয় একাধিক বাসিন্দার দাবি, এ ঘটনার পেছনে রয়েছে স্থানীয় আধিপত্যের বিরোধ। রাকিব শেখ ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মান্নান মোল্লার সমর্থক। অন্যদিকে হারুন শেখ বিএনপির সমর্থক মাসুদুর রহমানের অনুসারী। আজ সকাল ৭টার দিকে হারুন শেখ ও মাসুদুর রহমানের অনুসারীরা একতরফা হামলা চালান। এতে পাশের সালথা উপজেলার যদুনন্দী ইউনিয়নের বড় খারদিয়া গ্রামের লোকজনও অংশ নেন। তাঁরা দেশীয় অস্ত্র রামদা ও ঢাল-সড়কি ব্যবহার করে বাড়িঘর ভাঙচুর ও লুটপাট চালান।  

হামলার খবর ছড়িয়ে পড়লে পরমেশ্বরদী, দুর্গাপুর ও তেলজুড়ী গ্রামে মাইকিং করে প্রতিরোধের আহ্বান জানানো হয়। পরে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে অন্তত ১৫ জন আহত হন। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ সময় দেশীয় অস্ত্রসহ দুজনকে আটক করা হয়। আহতদের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ক্ষতিগ্রস্ত আজাদ শেখ অভিযোগ করেন, ‘ঘুম থেকে উঠতে উঠতেই দেখি পরমেশ্বরদী গ্রামের মাসুদুর, ফয়সাল ও মকসেদের খারদিয়া গ্রামের কয়েক শ লোকজন ঢাল-সড়কি দিয়ে হামলা চালাচ্ছেন। তাঁরা ঘরে ঢুকে ভাঙচুর করে টাকা, দেড় ভরি স্বর্ণালংকার ও দুটি গাভি নিয়ে গেছেন।’

বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা নাজমুল আলম জানান, ওই ঘটনায় আহত হয়ে ১৩ জন ভর্তি হয়েছিলেন। তাঁদের মধ্যে ৫ জনকে ফরিদপুর মেডিকেলে পাঠানো হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন।

ঘটনাস্থল পরিদর্শনকারী মধুখালী সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আজম খান বলেন, বাড়িঘর কোপানো হয়েছে। তবে লুটপাটের বিষয়টি কেউ সরাসরি বলেননি। ঘটনাস্থল থেকে দেশীয় অস্ত্রসহ দুজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।

সম্পর্কিত নিবন্ধ