নতুন উদ্যোগ নিয়ে আসছেন বিজ্ঞাপনচিত্র, নাটক ও চলচ্চিত্র নির্মাতা অমিতাভ রেজা। আগামী প্রজন্মের চলচ্চিত্র নির্মাতাদের প্রশিক্ষণের জন্য ভার্চ্যুয়াল ফিল্ম স্কুল চালুর উদ্যোগ নিয়েছেন তিনি। ‘সিনেমা পাঠশালা’ নামের এই ভার্চ্যুয়াল ফিল্ম স্কুল আগামী মার্চে শুরু করবেন। চলচ্চিত্র বানাতে আগ্রহী ব্যক্তিরা এ স্কুলে ভর্তি হতে পারবেন। আজ বৃহস্পতিবার দুপুরে প্রথম আলোকে খবরটি জানিয়েছেন অমিতাভ রেজা।

দীর্ঘদিন ধরে বিজ্ঞাপনচিত্র ও নাটক বানাচ্ছেন অমিতাভ রেজা। বড় পর্দার জন্য বানিয়েছেন ‘আয়নাবাজি’ চলচ্চিত্রও। সম্প্রতি এই পরিচালকের ‘রিকশা গার্ল’ চলচ্চিত্রও দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। নির্মাতা অমিতাভ রেজা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নির্মাণ বিষয়ে ক্লাসও করিয়ে থাকেন। কী উদ্দেশ্যে এমন উদ্যেগ নিয়েছেন, তা জানতে চাইলে অমিতাভ রেজা বলেন, ‘ভবিষ্যতের জন্য আমি একটা দল বানাতে চাই, যারা চলচ্চিত্র বানাবে। আমি নিজেও শিখতে চাই। আমি যেহেতু এখন দেশের বাইরের বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করছি, তাই বিশ্ববিদ্যালয়ে যে ক্লাস নিই, সেটা আর পারব না। তাই ভেবেছি, নির্মাণ বিষয়ে কিছু একটা করি, যেখানে ফিল্মে উদ্যমীরা যুক্ত হবে। পড়ালেখা করবে। তাদের সঙ্গে কথাবার্তার মাধ্যমে অভিজ্ঞতা ভাগাভাগি করব। আমি আমার অভিজ্ঞতা শেয়ার করব, তারা তাদের অভিজ্ঞতা আমাকে জানাবে—এমন ডিজাইনে তারা ফিল্ম মেকিং কোর্স করবে। পরবর্তী সময়ে তারা একটা করে সিনেমা বানানোর জন্য প্রস্তুত হবে। আমি ২০ জন তরুণকে নিয়ে এ পরিকল্পনা বাস্তবায়ন করতে চাই। তারা সবাই ২০টি করে শর্টফিল্মের জন্য তৈরি হবে। তারপর তারা তাদের মতো করে তহবিল সংগ্রহ করে সেসব ছবি বানাবে। ছবি বানানোর ব্যাপারে তাদের সম্পূর্ণ একটা জার্নির মধ্য দিয়ে নিয়ে যেতে চাই।’

কবে এমনটা ভেবেছেন, তা জানতে চাইলে অমিতাভ বলেন, ‘মাস তিনেক আগে এমনটা ভেবেছিলাম। আমি প্রস্তুতি নিচ্ছিলাম, এ বছর নতুন কী করব। সেই ভাবনা থেকেই আমার উদ্যোগ সিনেমা পাঠশালা। এটার পরিসর ধীরে ধীরে বড় হবে।’
কথা প্রসঙ্গে অমিতাভ রেজা বলেন, ‘এখানে তরুণদের আগ্রহটাই আমার কাছে প্রধান। সবার সঙ্গে আমি আলাদাভাবে মিটিং করব। ইন্টারভিউ করব। এর মাধ্যমে তাদের আগ্রহটা বুঝতে চেষ্টা করব। একেবারে নতুনের পাশাপাশি নতুন কেউ কাজ কারছে, তারাও এখানে যুক্ত হতে পারবে।’

অমিতাভ রেজা জানান, ক্লাস শুরু হবে আগামী মার্চে। এই কোর্স সপ্তাহের প্রতি বৃহস্পতি, শুক্র ও শনিবার অনলাইনে অনুষ্ঠিত হবে। বাংলাদেশসহ বিশ্বের যেকোনো স্থান থেকে আগ্রহী ব্যক্তিদের অংশ নেওয়ার সুযোগ করে দেবে এই প্ল্যাটফর্ম। অমিতাভ বলেন, ‘এটা একটা পেশাদার প্রশিক্ষণ। এক ব্যাচে ২০ জনের বেশি থাকবে না। এর মধ্যে ৪০ জনের মতো আবেদন করেছে। বাংলাদেশের বাইরের বাঙালিরাও আবেদন করেছে। অতিথি হিসেবেও কেউ কেউ ক্লাস নেবেন।’

আরও পড়ুন ‘রিকশা গার্ল’ নিয়ে জাপানে অমিতাভ রেজা০২ মার্চ ২০২৪

এদিকে অমিতাভ রেজা ফেসবুক স্ট্যাটাসে লেখেন, ‘এত দিন ধরে আমি যে ছায়ার রাজ্যে ঘুরে বেড়াচ্ছি, তার নাম সিনেমা। ৩০ বছরের এই যাত্রা আমার জন্য শুধু পেশা নয়, এটা আমার বাড়ি, আমার উন্মাদনা—আমার পৃথিবীকে বোঝার উপায়। গল্প বলা কখনোই শেষ হয় না; এটা একটা অনন্ত পথচলা। আর এখন, এই পথের মাঝখানে দাঁড়িয়ে, আমি খুঁজছি কিছু নতুন সহযাত্রী, যারা ছবিতে শ্বাস নেয়, যারা স্বপ্ন দেখে, আর শব্দের গভীরে হারিয়ে যায়। সেই কারণেই আমি শুরু করছি ভার্চ্যুয়াল সিনেমা পাঠশালা। নতুন এই উদ্যোগটি আমি সাজিয়েছি ছয় সপ্তাহের পাইলট অনলাইন কোর্স দিয়ে।’

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: চলচ চ ত র র জন য

এছাড়াও পড়ুন:

খাগড়াছড়িতে দুই চীনা নাগরিক আটক, ব্যবসায়ী পরিচয়ে নিয়েছিলেন বাসা ভাড়া

খাগড়াছড়ির রামগড় উপজেলার একটি আবাসিক ভবন থেকে দুই চীনা নাগরিককে হেফাজতে নিয়েছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার পৌরসভার বাজার এলাকার আবাসিক ভবনের চতুর্থ তলা থেকে তাঁদের আটক করা হয়। আজ শুক্রবার সন্ধ্যা পর্যন্ত তাঁরা পুলিশি হেফাজতে রয়েছেন।

ওই দুই নাগরিক হলেন জিয়াং ছেংথং (২৬) ও টেং তংগু (৩১)। আটকের সময় তাঁদের থেকে মুঠোফোন, ল্যাপটপসহ বিভিন্ন প্রযুক্তি যন্ত্র জব্দ করা হয়।

পুলিশ ও স্থানীয় বাসিন্দা সূত্র যায়, তাঁরা দুজনই গত বুধবার চট্টগ্রামের সীতাকুণ্ডের কুমিরায় অবস্থিত একটি অ্যালুমিনিয়াম কোম্পানির ফোরম্যান মো. রোকন উদ্দিনের মাধ্যমে রামগড় উপজেলায় আসেন। পরে কোনো নথিপত্র ছাড়াই ৩০ হাজার টাকা অগ্রিম দিয়ে একটি বাসা ভাড়া নেন। বাড়ির মালিককে এ সময় তাঁরা ব্যবসায়ী পরিচয় দিয়েছিলেন। ইলেকট্রনিক সামগ্রী আমদানি-রপ্তানি করতে খাগড়াছড়িতে এসেছেন—এমনটা বাসার মালিককে জানিয়েছেন।

পুলিশ জানায়, প্রায় দেড় মাস আগে তাঁরা দুজন বাংলাদেশে আসেন। শুরুতে তাঁরা চট্টগ্রামের খুলশী এলাকায় ছিলেন। সেখান থেকেই খাগড়াছড়িতে যান। তাঁরা পুলিশকেও ব্যবসায়িক কাজে খাগড়াছড়িতে এসেছেন বলে জানিয়েছেন। কারণ, রামগড় স্থলবন্দর চালু হবে—এমনটা তাঁরা জেনেছিলেন।

জানতে চাইলে রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাঈন উদ্দিন প্রথম আলোকে বলেন, স্থানীয় বাসিন্দাদের থেকে তথ্য পেয়ে দুই চীনা নাগরিককে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী পার্বত্য চট্টগ্রামে আসতে হলে বিদেশি নাগরিকের আগে থেকে অনুমতি নিতে হয়। তবে তাঁরা কেউ অনুমতি নেননি। তাঁদের কাছ থেকে জব্দ করা যন্ত্র যাচাই-বাছাইয়ে বিটিআরসির সহযোগিতা চাওয়া হয়েছে।

সম্পর্কিত নিবন্ধ

  • খাগড়াছড়িতে দুই চীনা নাগরিক আটক, ব্যবসায়ী পরিচয়ে নিয়েছিলেন বাসা ভাড়া