বিশেষ বিসিএসে ২০০০ চিকিৎসক নিয়োগের উদ্যোগ
Published: 13th, March 2025 GMT
জরুরি ভিত্তিতে বিশেষ বিসিএসের মাধ্যমে দুই হাজার চিকিৎসক নিয়োগের উদ্যোগ নিয়েছে সরকার। এজন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ সায়েদুর রহমান। বৃহস্পতিবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
তিনি বলেন, স্বাস্থ্যসেবা অধিদপ্তর থেকে কোর্স কারিকুলাম সংশোধনের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি একটি সভা করেছে। তারা সংশ্লিষ্ট সকল পক্ষে মতামত সংগ্রহ করে একটি বিজ্ঞানসম্মত, বাংলাদেশের উপযোগী এবং গ্রহণযোগ্য একটি কারিকুলাম প্রণয়নের প্রক্রিয়া চলছে। এর ভিত্তিতে তারা একটি প্রস্তাব তৈরি করবেন।
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী বলেন, চিকিৎসক নিয়োগের একটা কথা আসছে, অনেক চিকিৎসক নিয়োগ করতে হবে। ৪৫, ৪৬ ও ৪৭ এই তিন বিসিএসের মাধ্যমে ৪৫০, ১৬৮২ এবং ১৩৩১ জন চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া চলমান। তারপরও প্রত্যন্ত অঞ্চলে চিকিৎসক অভাবের কথা বিবেচনা করে জরুরি ভিত্তিতে বিশেষ বিসিএসের মাধ্যমে দুই হাজার চিকিৎসক নিয়োগের জন্য চিঠি পাঠানো হয়েছে।
তিনি জানান, চিকিৎসকদের বিসিএসের বয়সসীমা বাড়ানোর জন্য আমরা একটি চিঠি পাঠিয়েছিলাম জনপ্রশাসন মন্ত্রণালয়ে, সেটা হয়নি। গত ৫ মার্চ এ বিষয়টিকে পুনরায় বিবেচনার জন্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে অনুরোধপত্র পাঠানো হয়েছে। এতে চিকিৎসকদের বিসিএস দেওয়ার বয়সসীমা ৩৪ বছর করার প্রস্তাব করা হয়েছে।
উৎস: Samakal
কীওয়ার্ড: ব স এস চ ক ৎসক ব শ ষ ব স এস চ ক ৎসক ন য ব স এস র র জন য
এছাড়াও পড়ুন:
চিকিৎসকদের ডিপফেক ভিডিও দিয়ে ভুয়া স্বাস্থ্যতথ্য ছড়ানোর অভিযোগ
টিকটকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ছে এআই দিয়ে তৈরি চিকিৎসকদের ডিপফেক ভিডিও। ডিপফেক ভিডিওগুলোতে জনপ্রিয় চিকিৎসকদের চেহারা ও কণ্ঠ নকল করে বিভিন্ন পরিপূরক খাদ্য ও ভেষজ পণ্য বিক্রিসহ বিভ্রান্তিকর স্বাস্থ্য তথ্য ছড়ানো হচ্ছে।
তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান ফুল ফ্যাক্ট জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ইতিমধ্যে এমন কয়েক শ ভিডিও শনাক্ত করা হয়েছে। বেশির ভাগ ভিডিওতেই বিভিন্ন চিকিৎসক ও স্বাস্থ্যবিশেষজ্ঞের পুরোনো বক্তব্যকে কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে বদলে দেওয়া হয়েছে। ভিডিওগুলো মানুষকে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান ওয়েলনেস নেস্টের ওয়েবসাইটে গিয়ে প্রোবায়োটিক, হিমালয়ান শিলাজিৎসহ নানা পণ্য কেনার জন্য উৎসাহিত করছে। ফুল ফ্যাক্টের অনুসন্ধানকারী লিও বেনেডিকটাস বলেন, ‘এটি নিঃসন্দেহে ভয়ংকর ও উদ্বেগজনক নতুন কৌশল। ডিপফেক নির্মাতারা ইচ্ছাকৃতভাবে সুপরিচিত চিকিৎসকদের চেহারা ও কণ্ঠ ব্যবহার করে এমনভাবে ভিডিও বানাচ্ছে, যেন তারা এসব পণ্যের কার্যকারিতা সমর্থন করছেন।’
লিভারপুল বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্যবৈষম্যবিষয়ক বিশেষজ্ঞ ডেভিড টেইলর রবিনসনের চেহারাও ব্যবহৃত হয়েছে এমন ডিপফেক ভিডিওতে। গত আগস্টে তিনি জানতে পারেন টিকটকে তাঁর নামে ১৪টি ভিডিও প্রচারিত হচ্ছে, যেখানে তাঁকে নারীদের জন্য রোগ ও চিকিৎসা নিয়ে কথা বলতে দেখা যায়। এক ভিডিওতে তার ‘ক্লোন’ তথাকথিত ‘থার্মোমিটার লেগ’–এর কথা বলে ওয়েলনেস নেস্টের প্রোবায়োটিক কেনার পরামর্শ দিয়েছে। এ বিষয়ে টেইলর রবিনসন বলেন, ‘প্রথমে ব্যাপারটা অত্যন্ত বিভ্রান্তিকর ছিল। একেবারেই অবাস্তব মনে হচ্ছিল। পরে ক্রমে বিরক্তি তৈরি হয়। নিজের গবেষণা ও কাজের ভিত্তিতে কেউ বিভ্রান্তিকর পণ্য বিক্রি করছে, এটা মেনে নেওয়া কঠিন।’ অভিযোগ জানানোর ছয় সপ্তাহ পর টিকটক ভিডিওগুলো অপসারণ করে। ফুল ফ্যাক্ট আরও জানায়, শুধু টিকটক নয় এক্স, ফেসবুক ও ইউটিউবেও ওয়েলনেস নেস্ট এবং যুক্তরাজ্যভিত্তিক ওয়েলনেস নেস্ট ইউকে এর সঙ্গে যুক্ত এমন নকল ভিডিও পাওয়া গেছে। এর মধ্যে বিখ্যাত পুষ্টিবিশেষজ্ঞ টিম স্পেক্টর ও প্রয়াত চিকিৎসক মাইকেল মসলির ডিপফেক ভিডিওও রয়েছে।
এ বিষয়ে টিকটকের এক মুখপাত্র জানিয়েছেন, ‘আমরা টেইলর রবিনসন ও সেলবির বিষয়ে ভিডিওগুলো অপসারণ করেছি। এগুলো আমাদের ক্ষতিকর বিভ্রান্তি ও প্রতারণামূলক আচরণের নীতি ভঙ্গ করেছে। এআই দিয়ে তৈরি বিভ্রান্তিকর কনটেন্ট এখন বড় চ্যালেঞ্জ। টিকটক এ ধরনের ভিডিও শনাক্ত ও অপসারণে নতুন প্রযুক্তিতে বিনিয়োগ করছে।
সূত্র: দ্য গার্ডিয়ান
আরও পড়ুন‘ডিপফেক’ ভিডিও কী, যেভাবে বুঝবেন এটা ভুয়া০৭ নভেম্বর ২০২৩