অনুপ্রবেশের দায়ে রাঙামাটির বরকল উপজেলার সীমান্তবর্তী ছোটহরিণা বাজার এলাকা থেকে দুই ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি। বুধবার (২৬ মার্চ) দুপুরে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- জ্ঞান রঞ্জন চাকমা (৪৫) ও পিংকু চাকমা (২২)। তারা ভারতের মিজোরাম রাজ্যের বাসিন্দা।

বিজিবি জানায়, ছোটহরিণা বাজার এলাকায় দুই ব্যক্তিকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে তল্লাশি করে বিজিবির একটি টহল দল। এ সময় তাদের কাছে ভারতীয় আধার কার্ড পাওয়া যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ভারতীয় নাগরিক বলে স্বীকার করেছেন।

বিজিবি ১২ ব্যাটালিয়নের অধিনায়ক লে.

কর্নেল মোহম্মদ মাহমুদুর রহমান নিয়াজ বলেন, ‘‘আটক দুই ভারতীয় নাগরিককে বরকল থানায় হস্তান্তর করা হয়েছে।’’

ঢাকা/শংকর/রাজীব

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

‘জয় বাংলা’ স্লোগান থামাতে বলায় যুবদল নেতাকে পিটুনি

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় ‘জয় বাংলা’ স্লোগান থামাতে বলায় যুবদল নেতা কাইয়ুম মাতুব্বর (৩২) কে পিটিয়ে আহত করা হয়েছে। সোমবার (১ ডিসেম্বর) সকালে উপজেলার কাইচাইল নতুন বাজারে তাকে পিঠিয়ে আহত করা হয়। আহত কাইয়ুম মাতুব্বর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কাইচাইল ইউনিয়ন যুবদলের আহ্বায়ক কাইয়ুম মাতুব্বর সকালে কাইচাইল নতুন বাজারের রুহুল আমিনের চায়ের দোকানে বসেছিলেন। সেখানে তাকে বেধড়ক পিটিয়ে আহত করা হয়। 

আরো পড়ুন:

খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা, প্রজ্ঞাপন জারি

খালেদা জিয়ার চিকিৎসা সংক্রান্ত তথ্য জানাবেন ডা. জাহিদ

আহত যুবদল নেতা কাইয়ুম মাতুব্বর বলেন, ‘‘আমি চায়ের দোকানে বসেছিলাম। আজগার ও তার সহযোগীরা এসে ‘জয় বাংলা’ স্লোগান দেয়। আমি থামতে বললে তারা আমাকে এলোপাথাড়ি পিটিয়ে গুরুতর আহত করে। বর্তমানে আমি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।’’

এ ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তবে অভিযুক্তদের সঙ্গে তাৎক্ষণিকভাবে যোগাযোগ করা সম্ভব হয়নি।

নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জানান, আহত যুবদল নেতার পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

ঢাকা/তামিম/বকুল 

সম্পর্কিত নিবন্ধ