বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বা ‘বিডা’ সম্প্রতি এক চমকপ্রদ বিনিয়োগ সম্মেলনের আয়োজন করেছে। বিডার প্রধান আশিক চৌধুরীর চৌকস ইংরেজি বক্তৃতায় চারদিকে ধন্য ধন্য রব উঠেছে।

কেউ কেউ মন্তব্য করেছেন, বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যৎ নিয়ে এমন বক্তৃতা এই প্রথম শোনা গেল। কেউ বলেছেন, এবার দেশ উন্নত হবেই। কেউ বলছেন, এদের পাঁচ বছর রেখে দিন। ‘কে এই আশিক চৌধুরী’—এই শিরোনামে কেউ কেউ তাঁর জীবনী নিয়ে আলোচনাও শুরু করেছেন।

সরকার তাঁকে প্রতিমন্ত্রীর মর্যাদা দিয়ে দিয়েছে, যদিও কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর পড়ে আছেন ক্যাবিনেট সচিবের নিচে। সব মিলিয়ে এই চাপের সময়েও সরকারের ভাবমূর্তি ভালো হয়েছে। অনুষ্ঠানে উপবিষ্ট উপদেষ্টাদের অতি আনন্দিত ও গর্বিত করেছে।

উপদেষ্টারা গর্বিত হয়েছেন দেখে প্রবাসে বসে আমিও গর্বিত হয়ে পড়েছি। বিশেষ ধন্যবাদ সরকারপ্রধানকে, যিনি আশিক চৌধুরীর মতো মেধাবী বিশেষজ্ঞকে প্রবাস থেকে নিয়ে আসতে পেরেছেন।

অধ্যাপক ইউনূস গুণগ্রাহিতার পরিচয় দিয়েছেন। তিনি আওয়ামী লীগ সরকারের মতো সব প্রতিষ্ঠানের নেতৃত্বে ঝাঁকে ঝাঁকে অবসরপ্রাপ্ত আমলা বসিয়ে দেননি। এভাবে বিগত সরকার আনুগত্যের গ্যারান্টি পেয়েছিল, কিন্তু উদ্ভাবন পায়নি। প্রতিষ্ঠানের মান দিন দিন খারাপ হয়েছিল।

সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা পরিষদের সিংহভাগ পদে অবসরপ্রাপ্ত আমলা বসিয়ে প্রধানমন্ত্রীর অফিসকে এক সমান্তরাল সচিবালয় বানানো হয়েছিল। অন্তর্বর্তী সরকার সে ধারা থেকে বেরিয়ে এসেছে। অনেক প্রবাসী বিশেষজ্ঞকে স্বদেশকর্মে নিয়োজিত করেছে। জনাব চৌধুরীর নিয়োগ এমনই এক দৃষ্টান্ত বটে।

সম্মেলনে অর্ধসহস্রাধিক বিদেশি যুক্ত হয়েছিলেন। আশিক চৌধুরী তাঁদের বাংলাদেশের অপার সম্ভাবনার কথা বলেছেন। বলেছেন, বাংলাদেশ ২০৩৫ সালে সিঙ্গাপুর বা থাইল্যান্ড হবে অথবা হওয়ার পথেই রয়েছে।

কিন্তু বলেননি যে কোন অর্থনৈতিক পথে বাংলাদেশ আগামী ১০ বছরে সিঙ্গাপুর হবে। এখানে কোনো জাদুবিদ্যা কাজ করছে কি না, বোঝা গেল না। তাঁর বক্তৃতার প্রায় পুরোটাই ছিল অনেকটা বিপণনগত চমক বা ‘মার্কেটিং গিমিক’। নিজে ফাইন্যান্সের বিশেষজ্ঞ হয়ে অর্থায়নবিদ্যার প্রতিও সুবিচার করেননি। রিটার্ন অন একুইটি দেখিয়েছেন কোথাও ৫৬ শতাংশ, কোথাও ৮০, যা উদ্ভট ঠেকেছে। এত উচ্চ রিটার্নের পরও বিনিয়োগকারীরা ঝাঁপিয়ে পড়েননি কেন? মধু থাকলে মৌমাছি আসার কথা। এর পাশাপাশি বিডাপতি ‘রিটার্ন অন অ্যাসেট’ দেখালে চিত্রটি পূর্ণ হতো। বিনিয়োগকারীরা শুধু একুইটি রিটার্ন দেখেই ঝাঁপ দেন না।

ধরি ‘বস্টন’ নামক এক কোম্পানির অ্যাসেট ১০০ টাকা। উন্নত দেশে এই সম্পদের ৩০ শতাংশ ঋণের অংশে থাকে। বাকি ৭০ ভাগ মালিকানার অংশ বা একুয়িটি। বস্টন কোম্পানি যদি ১৪ টাকা আয় করে, তাহলে অ্যাসেট রিটার্ন হবে শতকরা ১৪ ভাগ আর একুয়িটি রিটার্ন হবে শতকরা (১৪/৭০) = ২০ ভাগ।

ধরা যাক, বাংলাদেশে হিম্মত আলী এ রকম এক কোম্পানি চালাচ্ছেন। হিম্মত আলী সরকারি দলকে টাকাপয়সা দিয়ে এমপি হয়েছেন এবং ব্যাংক লুট করার ‘রাজনৈতিক অনুমতি’ পেয়েছেন। এতে তিনি তাঁর ব্যবসার পুঁজিকাঠামো বিকৃতভাবে সাজাবেন।

যেহেতু ব্যাংকের টাকা অনেকটা ‘ফ্রি’, সেহেতু তার পুঁজিকাঠামোতে থাকবে ৯০ টাকার ঋণ। বাকি ১০ টাকা মালিকানার অংশ। হিম্মত কোম্পানি যদি মাত্র ১০ টাকা আয় করে, তাহলে অ্যাসেট রিটার্ন হবে শতকরা ১০ ভাগ, যা বস্টন কোম্পানির চেয়ে কম। কিন্তু হিম্মতের একুয়িটি রিটার্ন হবে শতকরা (১০/১০) = ১০০ ভাগ, যা বস্টন কোম্পানির চেয়ে পাঁচ গুণ বেশি দেখাচ্ছে। অথচ হিম্মত কোম্পানি উচ্চমাত্রায় ঝুঁকিপূর্ণ। যেকোনো সময় চিতপটাং হবে। তাই বিনিয়োগকারীরা দুটোই দেখেন। তাঁরা সেয়ানা। চিকিৎসকের মতো জিব, চোখ, নাড়ি সব পরখ করেন।

‘দ্য গ্লোবাল ইকোনমি’র তথ্যভান্ডার থেকে দেখা যায় যে ‘রিটার্ন অন একুইটি’র বৈশ্বিক তালিকায় ১৩৬টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৫৩তম। খুব একটা মন্দ নয়। ২১ বছরের গড় হিসেবে এটি শতকরা ১৩ দশমিক ৮৫ ভাগ। কিন্তু ‘রিটার্ন অন অ্যাসেট’ তালিকায় বাংলাদেশ নেমে পড়ে ৯৬তম স্থানে, যেখানে রিটার্ন শতকরা শূন্য দশমিক ৯৬ ভাগ। এটি ভারত, নেপাল, ভুটান , শ্রীলঙ্কা ও পাকিস্তানের চেয়ে নিচে। আশিক চৌধুরী এমবিএ করেছেন। কিন্তু রাষ্ট্রের ‘সোয়াট অ্যানালাইসিস’ এড়িয়ে গেছেন। যেখানে শক্তি, দুর্বলতা, সুযোগ ও হুমকি—এই সবকিছুই থাকতে হয়। দুর্বলতাকেও সুযোগ হিসেবে দেখানোর উপায় থাকে।

সম্মেলনের সময়ে একদিকে বিদেশিদের নিজ নিজ ব্র্যান্ড নিয়ে বাংলাদেশ আসতে বলা হচ্ছে। অন্যদিকে বাটা, কোকাকোলা বা কেএফসি-জাতীয় বিদেশি ব্র্যান্ডের দোকানে ভাঙচুর হচ্ছে। চরম অসহিষ্ণু মব সংস্কৃতি এই বার্তা দিচ্ছে যে—হে বিদেশিরা, তোমরা এই দেশ ছাড়ো। কী চমৎকার বহুত্ববাদ! আশিক চৌধুরী চটে উঠেছিলেন। সম্ভবত সে কারণেই স্বরাষ্ট্র উপদেষ্টা এই প্রথমবারের মতো কিছুটা কর্মতৎপরতা দেখিয়েছেন ‘প্রশ্রয়প্রাপ্ত’ মব সংস্কৃতির বিরুদ্ধে। কিন্তু এর কিছুদিন আগেই নিউইয়র্ক টাইমস এর প্রতিবেদনে বাংলাদেশকে যথেষ্ট ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে চিত্রিত করা হয়েছে। 

এরপরও এসবকে পাশ কাটিয়ে আশিক চৌধুরী বাংলাদেশের অগ্রযাত্রার পথনকশা রচনা করেছেন। তাঁর কথায়, বাংলাদেশ হয়ে উঠবে আঞ্চলিক উৎপাদনকর্মের এক কেন্দ্রবিন্দু বা ‘রিজিওনাল ম্যানুফ্যাকচারিং হাব’। আঞ্চলিক প্রতিবেশীদের সঙ্গে যে সম্পর্ক চলছে, সে বিষয়টি জনাব চৌধুরীর ‘ক্যালকুলেশন’ থেকে বাদ পড়ে গেছে বলে মনে হয়। অথবা তিনি পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আলাপ করে নেননি।

বিগত সরকার উন্নয়নের কাজের চেয়ে বাজনা বেশি বাজিয়েছে। শুনেছি ২০৪১ সালে নাকি বাংলাদেশ ‘উন্নত দেশ’ হবেই হবে। তখন প্রধানমন্ত্রী অফিসের দু-একজন ‘ড-বিসর্গ’ বোধ হয় হিসাবটি দিয়েছিলেন। কোনো অর্থনীতিবিদ এই সালটি ঠিক করেননি। এর সম্ভাব্যতা নিয়ে গাণিতিক সংশয় প্রকাশ করায় বাংলাদেশ ব্যাংকে থাকতে আমাকে ভর্ৎসনা শুনতে হয়েছিল।

এখন জনাব চৌধুরী মাত্র ১০ বছরে বাংলাদেশকে সিঙ্গাপুর বানানোর যে স্বপ্ন দেখালেন, সেটি তার চেয়েও অদ্ভুত। বিশ্বব্যাংকের তথ্যমতে, ২০২৩-এ বাংলাদেশের মাথাপিছু আয় ২ হাজার ৫৫১ ডলার। সিঙ্গাপুরে সেটি ৮৪ হাজার ৭৩৪ ডলার। বাংলাদেশের ৩৩ গুণ বেশি। সুখবর হচ্ছে, বাংলাদেশের ৫ দশমিক ৮ ভাগের প্রবৃদ্ধি সিঙ্গাপুরের ১ দশমিক ১ ভাগের প্রবৃদ্ধির চেয়ে যথেষ্ট মাত্রায় বেশি। ফলে ওকে ধরা যাবে। তবে এই তথ্যের ভিত্তিতে তার জন্য সময় লাগবে ৭৭ বছর। যদি ১০ বছরে নেহাত সিঙ্গাপুরকে ধরতেই হয়, তাহলে প্রতিবছর প্রবৃদ্ধির হার হতে হবে ৩৩ শতাংশের ওপর, যা পৃথিবীতে আজ পর্যন্ত কোথাও অর্জিত হয়নি। বিডাপতি অর্থনীতির হিসাব-নিকাশ ঠিক না করেই অর্থনীতি–সম্পর্কিত বিনিয়োগ সম্মেলন ডেকেছেন। তঁার ভাষায়, এই স্বপ্ন, এই কল্পনা আর এই দূরদৃষ্টি শুরু হয়েছে মাত্র আট মাস আগে। এটি তো অন্তর্বর্তী সরকারের একটি অংশের দাবি। এর আগে কি কেউ বাংলাদেশকে নিয়ে স্বপ্ন বা দূরদৃষ্টি বা পরিকল্পনা রচনা করেননি?

বিনিয়োগ কোনো দৈবপ্রাপ্ত ধন নয়। এর দীর্ঘ ধারাবাহিকতা থাকে। বাংলাদেশেও তা রয়েছে। বিনিয়োগ জিডিপি প্রবৃদ্ধি বাড়িয়েছে। আবার প্রবৃদ্ধিও বিনিয়োগ বাড়িয়েছে। একটি দেশের প্রবৃদ্ধির ইতিহাস ও প্রবণতারেখা না বিচার করে কখনো স্বপ্নতাড়িত হয়েই বিদেশি বিনিয়োগ আসে না। বাংলাদেশে আশির দশকে গড় প্রবৃদ্ধি ছিল ৩ দশমিক ৫৪ ভাগ, নব্বইয়ে তা বেড়ে হয় ৪ দশমিক ৭১ ভাগ, দুই হাজারের দশকে তা বেড়ে হয় ৫ দশমিক ৬ ভাগ এবং দুই হাজার দশের দশকে তা সর্বোচ্চে উঠে দাঁড়ায় ৬ দশমিক ৬ ভাগে।

প্রবৃদ্ধির এই ত্বরণের ইতিহাস এই উপমহাদেশে শুধু বাংলাদেশ আর ভারতেরই রয়েছে। এটিই বিনিয়োগ আকর্ষণের সবচেয়ে বড় যুক্তি। জনাব চৌধুরী স্বপ্ন দেখতে গিয়ে অনেক বড় স্বপ্নই দেখে ফেলেছেন। কিন্তু অর্থনীতির হিসাব-নিকাশে সুবিচার করেননি। তার চেয়েও বড় বাস্তবতা হচ্ছে রাজনৈতিক স্থিতিশীলতা এলেই বিদেশি বিনিয়োগ বাড়ে। গত আট মাসে বিদেশি বিনিয়োগ তাই ২০ শতাংশ কমে গেছে। তাই সরকারকে এই বাস্তবতা মেনে দ্রুত উত্তরণের পথ খুঁজতে হবে।

 ● ড.

বিরূপাক্ষ পাল স্টেট ইউনিভার্সিটি অব নিউইয়র্ক অ্যাট কোর্টল্যান্ডের অর্থনীতির অধ্যাপক। সাম্প্রতিক গ্রন্থদ্বয় সংকটকালের অর্থনীতি এবং বাংলাদেশের অর্থনীতির সংস্কার

উৎস: Prothomalo

কীওয়ার্ড: জন ব চ ধ র র প রব দ ধ প রব দ ধ র র ট র ন অন র ট র ন হব উপদ ষ ট মন ত র হ ম মত কর ছ ন হয় ছ ল দশম ক সরক র

এছাড়াও পড়ুন:

রাস্তায় শিক্ষকেরা, সিদ্ধান্তহীন সরকার

রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর পাস করেছেন মো. ইসমাইল হোসেন। গত বছরের সেপ্টেম্বরে তিনি ঢাকার উত্তরখান হাইস্কুলে কৃষিশিক্ষা বিষয়ে সহকারী শিক্ষক হিসেবে যোগ দিয়েছেন। এমপিওভুক্ত (বেতন বাবদ সরকারের অনুদান) শিক্ষক হিসেবে সাকল্যে বেতন পান ১৮ হাজার ৩০০ টাকা।

ইসমাইল হোসেনের মোট বেতনের মধ্যে মূল বেতন ১৬ হাজার টাকা। বাড়িভাড়া ভাতা ১ হাজার টাকা। চিকিৎসা ভাতা ৫০০ টাকা। এর বাইরে সামান্য কিছু টাকা অন্যান্য সুবিধা হিসেবে পাওয়া যায়। তবে স্কুল থেকে কোনো আর্থিক সুবিধা তিনি পান না।

ইসমাইল হোসেন ভাড়া বাসায় থাকেন। অনেকটা মেসের মতো, এক কক্ষে তিনজন। তাঁকে দিতে হয় পাঁচ হাজার টাকা। তিনি প্রথম আলোকে বলেন, এখনকার বেতন দিয়ে চলতে তাঁর খুব কষ্ট হয়।

বাড়িভাড়া বাড়ানোসহ তিন দফা দাবিতে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা গতকাল বুধবার শাহবাগ মোড় অবরোধ করেন। কর্মসূচিতে যোগ দিতে এসেছিলেন ইসমাইল হোসেন। সেখানেই কথা হয় তাঁর সঙ্গে। এ সময় পাশে থাকা অন্য একাধিক শিক্ষক বলেন, কৃষিশিক্ষা, শারীরিক শিক্ষা এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তির শিক্ষকদের বেতন কিছুটা বেশি। কিন্তু বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞানসহ সাধারণ বিষয়ের শিক্ষকদের শুরুতে মূল বেতন থাকে সাড়ে ১২ হাজার টাকা। সঙ্গে ভাতাসহ বাড়তি কিছুটা সুবিধা যোগ হয়। কিন্তু এই টাকা দিয়ে তাঁদের চলে না।

মানসম্মত শিক্ষা নিশ্চিত ও জীবনযাত্রার মানোন্নয়নে শিক্ষক-কর্মচারীরা বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন। এর মধ্যে তাঁরা এখন মূল বেতনের ২০ শতাংশ (ন্যূনতম ৩ হাজার টাকা) বাড়িভাড়া, চিকিৎসা ভাতা দেড় হাজার টাকা করা এবং কর্মচারীদের উৎসব ভাতা ৭৫ শতাংশ বাড়ানোর দাবিতে চার দিন ধরে ঢাকায় কর্মসূচি পালন করছেন। কখনো জাতীয় প্রেসক্লাবের সামনের রাস্তায়, কখনো কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বা হাইকোর্টের সামনের সড়কে এসব কর্মসূচি পালিত হচ্ছে। বিভিন্ন রাজনৈতিক দল দাবির প্রতি সংহতিও জানিয়েছে।

দাবি পূরণ করে প্রজ্ঞাপন জারির দাবিতে গতকাল রাজধানীর গুরুত্বপূর্ণ শাহবাগ মোড় অবরোধ করেন শিক্ষকেরা। বেলা আড়াইটার দিকে শাহবাগ মোড় অবরোধ শুরু হয়। শেষ হয় বিকেল সাড়ে চারটার দিকে। ‘এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট’–এর সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী সে সময় বলেন, সরকার তাঁদের দাবি মেনে না নিলে আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে লংমার্চ করবেন তাঁরা। বর্তমানে তাঁরা কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করছেন।

শিক্ষক-কর্মচারীরা যখন ঢাকায় এমন কর্মসূচি পালন করছেন, তখন একই দাবিতে সারা দেশে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে চলছে কর্মবিরতি। এমন পরিস্থিতিতে শিক্ষাবর্ষের শেষ সময়ে এসে শিক্ষার্থীদের পড়াশোনা ক্ষতির মুখে পড়েছে। আর রাস্তার আন্দোলনে শিক্ষকদের যেমন কষ্ট হচ্ছে, তেমনি সাধারণ মানুষকেও ভোগান্তিতে পড়তে হচ্ছে। তবে এমন পরিস্থিতি চললেও সরকারের পক্ষ থেকে, বিশেষ করে অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে তা নিরসনে এখন পর্যন্ত কার্যকর পদক্ষেপ নিতে দেখা যায়নি। বরং গত ৩০ সেপ্টেম্বর এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ভাতা মাত্র ৫০০ টাকা বাড়ানোর বিষয়ে অর্থ বিভাগের সম্মতিপত্র প্রকাশ করা হয়। এ নিয়ে শিক্ষকদের মধ্যে অসন্তোষ বেড়েছে। শিক্ষকদের ভাষ্য, এই ‘সামান্য’ ভাতা বৃদ্ধি তাঁদের জন্য লজ্জাকর। তাঁরা চান মূল বেতনের শতকরা ২০ শতাংশ বাড়িভাড়া ভাতা। শতকরা হারে বাড়িভাড়া ভাতা চাওয়ার পেছনে শিক্ষকদের যুক্তি হলো, এটি করা হলে স্বয়ংক্রিয়ভাবে, বিশেষ করে পরবর্তী নতুন বেতন স্কেল করার সময় বাড়িভাড়া ভাতার পরিমাণ বাড়বে।

কী ভাবছে সরকার, কত টাকা দরকার

মৌলিক অধিকার শিক্ষা সাশ্রয়ী ও সহজলভ্য করার জন্য বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীদের বেতন–ভাতার জন্য আর্থিক অনুদান দেয় সরকার, যা এমপিও (মান্থলি পে অর্ডার) নামে পরিচিত। বর্তমানে সারা দেশে ছয় লাখের বেশি শিক্ষক-কর্মচারী এমপিওভুক্ত। এর মধ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের অধীনে আছেন ৩ লাখ ৯৮ হাজার, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের অধীনে পৌনে ২ লাখের মতো এবং কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীনে আছেন ২৩ হাজারের বেশি শিক্ষক ও কর্মচারী। যেসব শিক্ষাপ্রতিষ্ঠানের আয় বেশি, তারা এমপিওর বাইরে শিক্ষক ও কর্মচারীদের টাকা দেয়। তবে বেশির ভাগ শিক্ষাপ্রতিষ্ঠানের সেই সক্ষমতা থাকে না।

শিক্ষকেরা এখন ভাতা বাড়ানোর দাবি করছেন। শিক্ষা মন্ত্রণালয়ও চায় মূল বেতনের শতকরা হারে বাড়িভাড়া ভাতা বাড়ানো উচিত। এ জন্য ৫০০ টাকা বাড়ানোর বিষয়ে অর্থ বিভাগ সম্মতিপত্র দিলেও সেটি কার্যকরের বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় প্রশাসনিক আদেশ জারি করেনি। বরং মন্ত্রণালয়ের পক্ষ থেকে বাড়িভাড়ার সম্ভাব্য চার ধরনের হার ঠিক করে তাতে কত টাকা লাগবে, তার প্রাক্কলন করে অর্থ বিভাগকে দিয়েছে। সেখান থেকে সরকারের সামর্থ্য অনুযায়ী অর্থ বিভাগ যেন এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া বৃদ্ধির বিষয়টি বিবেচনা করে, তার অনুরোধ করা হয়েছে।

শতকরা হারে বাড়িভাড়া বৃদ্ধির বিষয়ে শিক্ষকদের দাবির পরিপ্রেক্ষিতে ৫ অক্টোবর অর্থ বিভাগকে অনুরোধপত্র পাঠায় শিক্ষা মন্ত্রণালয়। তাতে উল্লেখ করা হয়, ২০ শতাংশ হারে বাড়িভাড়া দিলে বছরে ৩ হাজার ৪০০ কোটি টাকা, ১৫ শতাংশ হারে দিলে ২ হাজার ৪৩৯ কোটি, ১০ শতাংশ হারে দিলে ১ হাজার ৭৬৯ কোটি এবং ৫ শতাংশ হারে দিলে ১ হাজার ৩৭১ কোটি টাকা প্রয়োজন হবে।

এ বিষয়ে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরার এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব রেহানা পারভীনের বক্তব্য নিতে যোগাযোগের চেষ্টা করেও সম্ভব হয়নি। তবে নাম প্রকাশে অনিচ্ছুক শিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা গতকাল বুধবার প্রথম আলোকে বলেন, শিক্ষা উপদেষ্টা শিক্ষকদের যৌক্তিক দাবির সঙ্গে একমত। এখন সিদ্ধান্ত দেবে অর্থ বিভাগ।

জানা গেছে, অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ ও অর্থ বিভাগের সচিব মো. খায়েরুজ্জামান মজুমদার বিশ্বব্যাংক ও আইএমএফের (আন্তর্জাতিক মুদ্রা তহবিল) বার্ষিক সম্মেলনে অংশ নিতে যুক্তরাষ্ট্রে রয়েছেন। ২২ অক্টোবর তাঁদের দেশে ফেরার কথা। তাঁরা দেশে না থাকায় এ বিষয়ে সিদ্ধান্তও নেওয়া যাচ্ছে না বলে সরকারি সূত্রগুলো জানিয়েছে। নাম প্রকাশ না করার শর্তে অর্থ বিভাগের দায়িত্বশীল একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেছেন, বিষয়টি অর্থসচিবকে জানানো হয়েছে। এখন এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় ও অর্থ বিভাগের দুজন কর্মকর্তা কাজ করছেন।

‘আমরা মানবেতর জীবন যাপন করি’

কেউ কেউ মনে করেন, চলতি বছরের বাজেটে অর্থ সংস্থান করা হয়নি। মাঝামাঝি এসে মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়িভাড়া নির্ধারণ কঠিন। সরকারের একটি ভাবনা হলো ১০ শতাংশ হারে বাড়িভাড়া বাড়ানো। কিন্তু আন্দোলনকারী শিক্ষকেরা বলছেন এটা তাঁরা মানবেন না। কারণ, তাতে তেমন লাভ হবে না।

অন্যদিকে কেউ কেউ চান সিদ্ধান্তটি পরবর্তী নির্বাচিত সরকার বাস্তবায়ন করুক। তবে আন্দোলনকারী শিক্ষকেরা হুমকি দিয়েছেন, এবার দাবি আদায় না করে তাঁরা বাড়ি ফিরবেন না। প্রয়োজনে আমরণ অনশন করবেন।

ঢাকার আন্দোলনে অংশ নিতে নরসিংদীর মনোহরদী থেকে আসা একজন শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে গতকাল বিকেলে প্রথম আলোকে বলেন, ‘আমরা মানবেতর জীবন যাপন করি। আমাদের যে বেতন, তা দিয়ে কিছুই হয় না। তাই আমাদের যৌক্তিক দাবি যেন সরকার মেনে নেয়।’

সম্পর্কিত নিবন্ধ

  • রাস্তায় শিক্ষকেরা, সিদ্ধান্তহীন সরকার