রাজনৈতিক দল নির্বাচন চাইলে ট্রল অনৈতিক: ব্যারিস্টার ফুয়াদ
Published: 4th, May 2025 GMT
রাজনৈতিক দল নির্বাচন চাইবে এটা যৌক্তিক, হাজার বার চাওয়াটাও যৌক্তিক, চাইলে তাদের ট্রল করা, হেয় করা একদম অনৈতিক বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক আইনজীবী আসাদুজ্জামান ফুয়াদ।
শনিবার বরিশাল প্রেস ক্লাব মিলনায়তনে বরিশালের উন্নযনবিষয়ক নাগরিক সমাবেশে ফুয়াদ এ মন্তব্য করেন। তিনি বলেন, নির্বাচন, সংস্কার ও বিচার কোনোটা সাংঘর্ষিক নয়। পুরোটা মিলে গণঅভ্যুত্থান। অভ্যুত্থানের পক্ষের দলগুলো গত ১৭-১৮ বছর ধরে ধারাবাহিকভাবে নির্বাচন দাবী করে আসছে।
তিনি বলেন, আওয়ামী লীগ হলো প্রোপাগান্ডার মেশিন। তারা অনলাইন এবং অফলাইনে সক্রিয়। পরিকল্পিতভাবে বিএনপি সেজে এনসিপিকে অ্যাটাক করছে, আবার এনসিপি সেজে বিএনপিকে অ্যাটাক করছে। যে কারণে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিএনপি এবং এনসিপি নেতাকর্মীরা দ্বন্দ্ব-সংঘাতে জড়াচ্ছেন।
মিয়ানমারের মানবিক করিডোর বিষয়ে ফুয়াদ বলেন, দুনিয়ার অনেক অভিজ্ঞতায় দেখা গেছে, মানবিক করিডোর দিন শেষে আর মানবিক থাকে না, অমানবিক-সামরিক হয়ে যায়। আমাদের ভূ-রাজনীতি ও অর্থনীতি বিবেচনা করতে হবে। আমি এখানে পরাশক্তির ফুটবল হতে পারব না। অন্তর্বর্তীকালীন সরকারকে এ বিষয়ে সিরিয়াসলি পরামর্শ এবং ঐকমত্যের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া দরকার।
স্থানীয় সরকার নাকি জাতীয় নির্বাচন আগে হবে প্রসঙ্গে ফুয়াদ বলেন, স্থানীয় সরকার নির্বাচন করার মাধ্যমেই অন্তর্বর্তীকালীন সরকারের নিরপেক্ষতা, সক্ষমতা এবং নির্বাচন কমিশনের নিরপেক্ষতা-সক্ষমতা যাচাই-বাচাই করার সুযোগ আছে। কিন্তু এ বিষয়ে প্রয়োজন ঐকমত্য।
নির্বাচন কবে এ নিয়ে তিনি বলেন, প্রফেসর ড.
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
এক সপ্তাহের মধ্যে রাজনৈতিক দলগুলোকে ‘ঐকমত্য সুপারিশ’ দেওয়ার আহ্বান
গণভোটের বিষয়ে আগামী এক সপ্তাহের মধ্যে রাজনৈতিক দলগুলোকে ‘ঐকমত্য সুপারিশ’ জমা দেওয়ার আহ্বান জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।
সোমবার (৩ নভেম্বর) দুপুর ১২টায় উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।
বিস্তারিত আসছে...
ঢাকা/ইভা