গত বৃহস্পতিবার (১ মে) মুম্বই ইন্ডিয়ান্সের বিপক্ষে রাজস্থান রয়্যালসের ম্যাচ চলছিল জয়পুরে। হঠাৎ ক্যামেরা রাজস্থানের ভিয়াইপি বক্সে তাক করলে চোখ ছানাবড়া হয়ে যায় ক্রিকেটপ্রেমীদের। রাজস্থান র‍য়্যালসের জার্সি গায়ে খেলা দেখছেন গ্যারেথ সাউথগেট! হ্যাঁ, আপনি ঠিকই পড়ছেন। ইংল্যান্ড জাতীয় ফুটবল দলের দ্বিতীয় সফল কোচ সাউথগেট।

আইপিএল প্রেমীদের জন্য সুখব হচ্ছে আজও (৪ মে) ইডেনের ভিআইপি বক্সে থাকবেন গ্যারেথ সাউথগেট। আইপিএলে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) বনাম রাজস্থানের ম্যাচ দেখবেন তিনি। আজ গ্যালারিতে আরও থাকবেন রাজস্থানের বিস্ময়বালক বৈভব সুরিয়াবানশির বাবা-মাও; এই প্রথম তারা ছেলের খেলা মাঠে বসে দেখবেন।

মুম্বইয়ের বিপক্ষে রাজস্থানের ম্যাচও দেখেছেন সাউথগেট। রাজস্থানের গোলাপি জার্সি পরে জয়পুরের সওয়াই মানসিংহ স্টেডিয়ামে বৈভব সূর্যবংশীদের হয়ে গলা ফাটিয়েছেন তিনি। এই মুহূর্তে পরিবার নিয়ে ভারত সফরে সাউথগেট।

আরো পড়ুন:

ধোনিদের বিপক্ষে কোহলির পাঁচ রেকর্ড

ধোনি-কোহলির শেষ লড়াইয়ে রেকর্ডের বন্যা

রাজস্থান রয়্যালসের সিইও জেক লাশ ম্যাকক্রামের মাধ্যমে এই যোগাযোগ। ম্যাকক্রামের কারণেই রাজস্থানের সমর্থক হয়েছেন সাউথগেট। তাই ভারত সফরে এসে আইপিএলের ম্যাচও দেখছেন। তবে সোমবার গুজরাত টাইটানসের বিরুদ্ধে বৈভবের ঝড় দেখা হয়নি তাঁর। আজ ইডেনে সেই সুযোগ হয়ত মিলবে।

২০১৬ থেকে ২০২৪ এই আট বছর ইংল্যান্ড জাতীয় ফুটবল দলের কোচ ছিলেন সাউথগেট। ২০১৮ বিশ্বকাপে ইংল্যান্ড সেমিফাইনালে ওঠে। পরের বার কোয়ার্টার ফাইনালে। ২০২০ এবং ২০২৪-এর ইউরোয় ইংল্যান্ড রানার্স হয়। ২০২৪ ইউরোর পরেই জাতীয় দলের দায়িত্ব ছেড়ে দেন সাউথগেট। ১৯৬৬ সালে ইংল্যান্ডের বিশ্বজয়ী কোচ স্যর আলফ্রেড রামসির পর সাউথগেটই থ্রি লায়ন্সদের সফলতম কোচ।

ঢাকা/নাভিদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

ইসরায়েলকে অস্ত্র দেবে না কানাডা

গাজায় মানবিক পরিস্থিতি অবনতির প্রেক্ষাপটে ইসরায়েলে সমরাস্ত্র রপ্তানিতে নিষেধাজ্ঞা বহাল রাখার সিদ্ধান্ত পুনর্ব্যক্ত করেছে কানাডা। রবিবার (৩ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে তুরস্কের বার্তাসংস্থা আনাদোলু।

শনিবার কানাডার পররাষ্ট্রমন্ত্রী আনিতা আনন্দ এক বিবৃতিতে জানান, গাজায় ব্যবহারের সম্ভাবনা আছে- এমন সামগ্রী রপ্তানির জন্য ২০২৪ সালের জানুয়ারি থেকে কোনো নতুন লাইসেন্স অনুমোদন করা হয়নি।

তিনি বলেন, “গাজায় ব্যবহৃত হতে পারে- এমন সামরিক পণ্যের লাইসেন্স আমরা ২০২৪ সালের শুরুতেই স্থগিত করেছি এবং এখনও তা স্থগিতই রয়েছে। কোনো অনুমোদন দেওয়া হয়নি।”

আরো পড়ুন:

গাজায় ইসরায়েলি হামলায় প্রাণ গেল আরো ৬৮ ফিলিস্তিনির

ফিলিস্তিনকে স্বীকৃতি: কানাডার সিদ্ধান্তের বিরুদ্ধে ট্রাম্পের হুুঁশিয়ারি

গত ২৯ জুলাই প্রকাশিত একটি প্রতিবেদনে দাবি করা হয়, কানাডা থেকে ইসরায়েলে এখনও অস্ত্র যাচ্ছে। এ প্রসঙ্গে আনন্দ বলেন, ‘প্রতিবেদনের বেশ কিছু দাবি বিভ্রান্তিকর এবং বাস্তবতা বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে।’

তিনি ব্যাখ্যা করেন, “প্রতিবেদনে যেগুলোকে গুলি বলা হয়েছে, সেগুলো আসলে পেইন্টবল ধাঁচের। এগুলোর সঙ্গে এমন যন্ত্রও ছিল, যা আগ্নেয়াস্ত্রকে সাধারণ গোলাবারুদ ব্যবহারে অকার্যকর করে তোলে। এগুলো যুদ্ধক্ষেত্রে ব্যবহারের উপযোগী নয়। যদি কেউ এমন কিছু ব্যবহারের চেষ্টা করে, তা হলেও সেটির জন্য লাইসেন্স লাগবে- আর সেই লাইসেন্স কখনোই দেওয়া হতো না।”

তিনি আরো নিশ্চিত করেন, “লাইসেন্স স্থগিত হওয়ার আগ থেকেই কোনো কানাডীয় প্রতিষ্ঠান ইসরায়েলে মর্টার সরবরাহ করেনি- সরাসরি বা পরোক্ষভাবে কোনও ভাবেই নয়।”

কানাডার পররাষ্ট্রমন্ত্রী সতর্ক করে আরো বলেন, “বৈধ লাইসেন্স ছাড়া কেউ সামরিক পণ্য রপ্তানি করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এর মধ্যে রয়েছে জরিমানা, মালামাল জব্দ এবং ফৌজদারি মামলা।”

তিনি জোর দিয়ে বলেন, “আমরা কখনোই কানাডায় তৈরি অস্ত্রকে এই সংঘাতে ব্যবহৃত হতে দেব না।”

ঢাকা/ফিরোজ

সম্পর্কিত নিবন্ধ

  • ‘জুলাই ঘোষণাপত্র’ ও ‘জুলাই জাতীয় সনদ’ কী
  • প্রভাতী ইন্স্যুরেন্সের চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যান পুনর্নির্বাচ
  • জুলাই সনদ ঘোষণায় শুরু হচ্ছে নতুন অধ্যায়
  • চাকরিপ্রত্যাশীদের জন্য জুলাই অভ্যুত্থানের ঘটনাপ্রবাহ
  • জুলাই মাসে প্রবাসী আয় বেড়েছে ২৯%
  • জুলাইয়ে রেমিট্যান্স এসেছে ২৪৮ কোটি ডলার
  • ইসলামী কমার্শিয়াল ইনস্যুরেন্সের ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা
  • এখন আমার মোবাইলে ওর কোনো ফোন আসে না
  • ইসরায়েলকে অস্ত্র দেবে না কানাডা
  • গৃহপরিচারিকাকে ধর্ষণের মামলায় দেবগৌড়ার নাতি সাবেক এমপি প্রজ্বলের যাবজ্জীবন