সিদ্ধিরগঞ্জে পিস্তল ও গুলিসহ দুই সন্ত্রাসী আটক
Published: 5th, May 2025 GMT
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পিস্তল-ম্যাগজিন ও তাজা গুলিসহ দুই সন্ত্রাসীকে আটক করেছে পুলিশ। আটকরা হলো- জেলার সদর থানার খানপুর এলাকার গিয়াসউদ্দিনের ছেলে আমির হোসেন ওরফে সনেট (৪০) এবং একই থানার গোপালের সজীব (২৩)। তারা উভয় খানপুর এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করতেন।
রবিবার (৫ মে) রাত সাড়ে ৩ টার সময় নাসিক ৮ নং ওয়ার্ডের ধনকুন্ডা খালপাড় এলাকায় পুলিশ রাউন্ড ডিউটি করাকালীন সময়ে আটকদের সন্দেহ হলে তল্লাশির জন্যে থামানোর চেষ্টা করে। তখন তারা পুলিশকে উদ্দেশ্য করে গুলি চালানোর জন্য পিস্তল তাক করেন। একপর্যায়ে পুলিশের অতিরিক্ত ফোর্সের সহযোগিতায় ধরতে সক্ষম হন।
স্থানীয় সুত্রে জানা গেছে, আটকরা নারায়ণগঞ্জ:৪ আসনের সাবেক সাংসদ একেএম শামীম ওসমানের ভাতিজা আজমেরী ওসমানের ক্যাডার হিসেবে পরিচয়। তারা আজমেরীর ছত্রছায়া থেকে খানপুর এলাকায় মাদক, সন্ত্রাসীসহ বিভিন্ন অপরাধ সংগঠিত করে আসছিল।
সিদ্ধিরগঞ্জ থানার (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম এর সত্যতা নিশ্চিত করে বলেন, আটকদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনের দুটি মামলা রয়েছে। আমরা তাদের বিষয়ে আরও খোঁজ নিচ্ছি।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: স দ ধ রগঞ জ ন র য়ণগঞ জ ওসম ন
এছাড়াও পড়ুন:
নারায়ণগঞ্জে নির্মাণাধীন নকশাবহির্ভূত পাঁচটি ভবনে রাজউকের অভিযান, জরিমানা
নকশা ছাড়া ও ইমারত নির্মাণ আইন অমান্য করে ভবন নির্মাণ করায় নারায়ণগঞ্জের ভুঁইগড় শান্তিধারা এলাকায় পাঁচটি ভবনে অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। আজ রোববার বেলা ১১টা থেকে ২টা পর্যন্ত রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা পারভীনের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাজউকের ভ্রাম্যমাণ আদালত প্রথমে একটি পাঁচতলা ভবনে অভিযান শুরু করেন। ভবনটি অনুমোদিত নকশা অমান্য করে ও রাস্তার জায়গা না ছেড়ে নির্মাণ করায় বর্ধিতাংশ শ্রমিক দিয়ে ভেঙে ফেলা হয়। একই অভিযোগে একটি দোতলা ও একটি একতলা ভবনের নকশাবহির্ভূত অংশ ভেঙে ফেলা হয়। অপর দিকে একটি নির্মাণাধীন ভবনের বেজমেন্টের কলামের রড কেটে ফেলেন ভ্রাম্যমাণ আদালত।
রাজউকের অনুমোদন ও নকশা ব্যতিরেকে নির্মিত আরেকটি পাঁচতলা ভবনের মালিক আবদুল আজিজ ভূঁইয়াকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানের সময় অন্য চারটি ভবনের মালিক উপস্থিত না থাকায় তাঁদের বিদ্যুৎ–সংযোগ বিচ্ছিন্ন ও বৈদ্যুতিক মিটার জব্দ করা হয়। ভবনগুলোর নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দেন আদালত।
রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা পারভীন প্রথম আলোকে বলেন, পাঁচটি ভবনে অভিযান পরিচালনা করা হয়েছে। এর মধ্যে একটি অনুমোদনহীন ভবনের মালিককে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অন্য চারটি ভবনের ক্ষেত্রে মালিকেরা উপস্থিত না থাকায় বিদ্যুৎ–সংযোগ বিচ্ছিন্ন করে মিটার জব্দ করা হয়েছে এবং নকশাবহির্ভূত অংশ ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। ভবনমালিকদের নিয়ম মেনে নির্মাণকাজ পরিচালনার জন্য নোটিশ দেওয়া হবে। তিনি আরও বলেন, রাজউকের আওতাধীন এলাকায় মোট ৩ হাজার ৩৮২টি নির্মাণাধীন ভবন চিহ্নিত করা হয়েছে। এসব ভবনের মধ্যে কেউ কেউ অনুমোদিত নকশার ব্যত্যয় ঘটিয়েছেন, কেউ আবার নকশা ছাড়াই নির্মাণ করছেন। এসব ভবনে পর্যায়ক্রমে অভিযান পরিচালনা করা হবে।