স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণ তিনটি সূচক দিয়ে মূল্যায়ন করা হয়। বাংলাদেশ সাত বছর ধরে তিন সূচকেই মান অতিক্রম করেছে। সূচকগুলো হলো, মাথাপিছু আয়, মানবসম্পদ, অর্থনৈতিক ও পরিবেশগত ভঙ্গুরতা সূচক। এক দশক ধরে এই তিন সূচকেই ক্রমাগত উন্নতি হয়েছে।

কিন্তু বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) হালনাগাদ তথ্যে দেখা গেছে, ২০২৫ সালের হিসাবে মানবসম্পদ সূচকের পরিস্থিতি আগের চেয়ে কিছুটা খারাপ হয়েছে। তবে মাথাপিছু আয় বৃদ্ধির প্রবণতা অব্যাহত আছে। অর্থনৈতিক ও পরিবেশগত ভঙ্গুরতা সূচকে অবস্থান আরও সুদৃঢ় হয়েছে।

বাংলাদেশ নানা ধরনের যাচাই–বাছাই পেরিয়ে ২০২৬ সালের ২৪ নভেম্বর এলডিসি থেকে উত্তরণের জন্য সময় নির্ধারণ করা আছে। বিগত আওয়ামী লীগ সরকারের মতো বর্তমান অন্তর্বর্তী সরকারও এলডিসি থেকে উত্তরণে নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে।

বিবিএসের পরিসংখ্যানের হিসাবে, এলডিসি উত্তরণে মাথাপিছু আয় হিসাবটি গত তিন বছরের গড় হিসাব ধরা হয়। গত জানুয়ারি মাসের হিসাবে গত তিন বছরের গড় মাথাপিছু আয় ২ হাজার ৭৩৪ মার্কিন ডলার। ২০২৪ সালে মাথাপিছু আয় ছিল ২ হাজার ৬৮৪ ডলার। এক বছরের ব্যবধানে মাথাপিছু আয় বেড়েছে। এলডিসি উত্তরণে মাথাপিছু আয়ের মান সীমা থেকে অনেক ওপরে আছে বাংলাদেশ। এলডিসি উত্তরণে মাথাপিছু আয় সূচকে ১ হাজার ৩০৬ ডলারের বেশি থাকতে হবে।

অন্যদিকে মানবসম্পদ সূচকেই এলডিসি উত্তরণের মান সীমা থেকে ওপরে আছে। কিন্তু গত এক বছরে এই সূচকের পরিস্থিতির অবনতি হয়েছে। মানব উন্নয়ন সূচকে ২০২৪ সালে বাংলাদেশ পেয়েছিল ৭৭ দশমিক ৫ পয়েন্ট। ২০২৫ সালে এসে তা কমে ৭৭ দশমিক ১ শতাংশ হয়েছে। এলডিসি উত্তরণে এই সূচকে ৬৬ পয়েন্টের বেশি থাকতে হবে। শিশুমৃত্যু, মাতৃমৃত্যু, সাক্ষরতা, লিঙ্গ সমতাসহ স্বাস্থ্য ও স্বাস্থ্যের সামাজিক উন্নয়ন দিয়ে এই সূচক নির্ণয় করা হয়। গত এক বছরে এসব সূচকের উন্নতি হয়নি। বিশেষ স্বাস্থ্য খাতের সূচক খারাপ হয়েছে। ২০২৪ সালে স্বাস্থ্য খাতে অর্জন ছিল ৭৭ পয়েন্ট। এবার তা কমে ৭৫ দশমিক ৮ পয়েন্ট হয়।

অন্যদিকে অর্থনৈতিক ও পরিবেশগত ভঙ্গুরতা সূচকেও পরিস্থিতির সামান্য উন্নতি হয়েছে। এই সূচকে ২০২৪ সালে বাংলাদেশের অর্জিত পয়েন্ট ছিল ২১ দশমিক ৯। ২০২৫ সালে তা আরও কমে ২১ দশমিক ৮ হয়েছে। এই সূচকে ৩২ পয়েন্ট বা এর কম থাকতে হয়। এই সূচক জিডিপিতে কৃষি, শিল্প ও সেবার অবদান, পণ্য রপ্তানি নিবিড়তা, পণ্য ও সেবা রপ্তানির অস্থিতিশীলতা, জনসংখ্যার হার (উপকূলীয় নিম্নাঞ্চলে), জনসংখ্যার হার, কৃষি উৎপাদনে অস্থিতিশীলতা, দুর্যোগের শিকার—এসব উপসূচক দিয়ে নির্ধারণ করা হয়। গত এক বছরে জিডিপিতে কৃষি, শিল্প ও সেবার অবদান এই উপখাত ছাড়া অন্য সূচকগুলোর উন্নতি হয়নি, আবার অবনতিও হয়নি। ওই সূচকে অবস্থা অপরিবর্তিত আছে।

এলডিসি থেকে উত্তরণ হলে একটি দেশের মানমর্যাদা আরও বৃদ্ধি পায়। আন্তর্জাতিক পরিমণ্ডলে নিজেদের ভাবমূর্তি উজ্জ্বল ও অর্থনৈতিক সক্ষমতার বহিঃপ্রকাশ হয়। এতে বিদেশি বিনিয়োগকারী আস্থা রাখতে পারেন। অন্যদিকে এলডিসি তালিকায় থাকলে ওই দেশকে নানা ধরনের সুবিধা দিয়ে এগিয়ে যাওয়ার সুযোগ করে দেয় উন্নত দেশগুলো। এটি অনেকটা পরনির্ভরশীলতায় থাকার মতো বিষয়।

এলডিসি থেকে উত্তরণের নিয়ম

এলডিসি থেকে কোন দেশ বের হবে, সে বিষয়ে সুপারিশ করে জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি (সিডিপি)। এ জন্য প্রতি তিন বছর পরপর এলডিসিগুলোর ত্রিবার্ষিক মূল্যায়ন করা হয়। মাথাপিছু আয়, মানবসম্পদ, অর্থনৈতিক ও পরিবেশগত ভঙ্গুরতা—এই তিন সূচক দিয়ে একটি দেশ এলডিসি থেকে উত্তরণ হতে পারবে কি না, সেই যোগ্যতা নির্ধারণ করা হয়। যেকোনো দুটি সূচকে যোগ্যতা অর্জন করতে হয় কিংবা মাথাপিছু আয় নির্দিষ্ট সীমার দ্বিগুণ করতে হয়। এই মানদণ্ড সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তিত হয়।

সিডিপি পরপর দুটি ত্রিবার্ষিক মূল্যায়নে এসব মান অর্জন করলেই এলডিসি থেকে বের হওয়ার চূড়ান্ত সুপারিশ করে। সিডিপির সুপারিশ প্রথমে জাতিসংঘের ইকোসকে যায়। প্রস্তুতির জন্য তিন বছর সময় দেওয়া হয়। তিন বছর পর জাতিসংঘের সাধারণ অধিবেশনে অনুমোদনের জন্য ওঠে। এরপর চূড়ান্তভাবে এলডিসি থেকে উত্তরণ হয়ে যায় ওই দেশ।

বাংলাদেশ ২০১৮ ও ২০২১ সালের ত্রিবার্ষিক মানদণ্ডের তিনটিতেই উত্তীর্ণ হয়। ২০২১ সালেই বাংলাদেশ চূড়ান্ত সুপারিশ পায় যে ২০২৪ সালে এলডিসি থেকে উত্তরণ হতে পারে। ২০২৪ সালে এলডিসি থেকে বের হওয়ার কথা থাকলেও করোনাভাইরাসের কারণে প্রস্তুতির জন্য আরও দুই বছর পিছিয়ে দেওয়া হয়। বাংলাদেশ যদি এলডিসি থেকে উত্তীর্ণ হয়, তাহলে বাংলাদেশই হবে প্রথম দেশ, যারা তিনটি সূচকেই উত্তীর্ণ হয়ে বের হবে। অর্থনৈতিক ও সামাজিক পটভূমি বিবেচনা করে উন্নয়নশীল ও উন্নত, এই দুই শ্রেণিতে সব দেশকে ভাগ করে থাকে জাতিসংঘ। তবে উন্নয়নশীল দেশগুলোর মধ্যে যে দেশগুলো তুলনামূলক দুর্বল, তাদের নিয়ে ১৯৭১ সালে স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা হয়। স্বল্পোন্নত দেশ হলেও এসব দেশ একধরনের উন্নয়নশীল দেশ। বর্তমানে বিশ্বে ৪৪টি স্বল্পোন্নত দেশ রয়েছে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ২০২৪ স ল পর স থ ত ত ন বছর এক বছর র জন য দশম ক এলড স

এছাড়াও পড়ুন:

সমাজসেবা কর্মকর্তার বিরুদ্ধে প্রতিবন্ধীর ৩০ হাজার টাকা আত্মসাতের

সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার সাবেক সমাজসেবা কর্মকর্তা ও বর্তমান বাগেরহাট জেলা সমাজসেবা অফিসের প্রবেশন কর্মকর্তা শেখ শহিদুর রহমানের বিরুদ্ধে এক প্রতিবন্ধীর নামে ভিক্ষুক পুনর্বাসন খাতের বরাদ্দকৃত ৩০ হাজার টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে।

কালীগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়নের চরদাহ গ্রামের আবুল কাসেমের ছেলে প্রতিবন্ধী আলমগীর কবির তার বরাদ্দকৃত টাকা ফেরত এবং সমাজসেবা কর্মকর্তা শেখ শহিদুর রহমানের বিচারের দাবিতে সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক, বিভাগীয় পরিচালক ও জেলা প্রশাসকসহ বিভিন্ন অধিদপ্তরে আবেদন করেছেন।

সমাজসেবা প্রবেশন কর্মকর্তা শেখ শহিদুর রহমান তার বিরুদ্ধে আনীত অভিযোগ সঠিক নয় বলে জানিয়েছেন। তিনি জানান, ৩০ হাজার টাকা আলমগীর কবিরের মাকে দিয়েছেন। 

প্রতিবন্ধী আলমগীর কবির তার আবেদনে উল্লেখ করেছেন, ‘‘কালীগঞ্জ উপজেলা ভিক্ষুক পুনর্বাসন প্রকল্পের মাধ্যমে ২০২৪ সালের ২০ অক্টোবর সমাজসেবা অফিস হতে ট্রাই সাইকেল কেনার জন্য আমার নামে ৩০ হাজার টাকা বরাদ্দ হয়। ২০২৪ সালের নভেম্বর মাসে সমাজসেবা কর্মকর্তা শহিদুর রহমান আমার কাছ থেকে দরখাস্ত নিয়ে তার অফিসের হুমায়ন কবিরকে দিয়ে প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র, সাতক্ষীরা থেকে আমার নামে একটি ট্রাই সাইকেল গ্রহণ করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে আমাকে ওই বছরের ২৮ নভেম্বর একটি ট্রাই সাইকেল দেওয়া হয়। ভিক্ষুক পুনর্বাসন প্রকল্প হতে বরাদ্দকৃত ৩০ হাজার টাকা আমাকে না দিয়ে সমাজসেবা কর্মকর্তা শহিদুর রহমান আত্মসাৎ করেছেন।’’

সমাজসেবা কর্মকর্তা শেখ শহিদুর রহমান বলেন, ‘‘ভিক্ষুক পুনর্বাসন খাতের বরাদ্দকৃত ট্রাই সাইকেল বাবদ ৩০ হাজার টাকা প্রতিবন্ধী আলমগীর কবিরের মায়ের হাতে দেওয়া হয়েছে। এছাড়া প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র হতে প্রাপ্ত ট্রাই সাইেকেলটি তার হাতে দেওয়া হয়েছে।’’ 

ঢাকা/শাহীন/বকুল

সম্পর্কিত নিবন্ধ

  • ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক জহুরুল ইসলামকে চাকরি থেকে অপসারণ
  • মেধাক্রম ৩২ হাজার: পোষ্য কোটায় ভর্তি হলেন ববি উপাচার্যের মেয়ে
  • ইবির আইন বিভাগের শিক্ষককে চাকরিচ্যুত
  • সমাজসেবা কর্মকর্তার বিরুদ্ধে প্রতিবন্ধীর ৩০ হাজার টাকা আত্মসাতের
  • গণ-অভ্যুত্থান ঘটেছে বাংলাদেশি জাতীয়তাবাদের মূলমন্ত্রেই: মঈন
  • ১৩ কোটি ৭৭ লাখ টাকায় জমি কিনবে ক্রাউন সিমেন্ট
  • টিকটকের অ্যালগরিদমের নিয়ন্ত্রণ থাকবে যুক্তরাষ্ট্রের হাতে
  • কর্মী ভিসায় ট্রাম্পের ফি আরোপে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে কোন দেশ
  • ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে চার পদে নিয়োগ
  • ভাঙ্গায় থানা ভাঙচুর মামলায় বিদেশে থেকে আসামি হলেন পৌর আওয়ামী লীগের সভাপতি