স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণ তিনটি সূচক দিয়ে মূল্যায়ন করা হয়। বাংলাদেশ সাত বছর ধরে তিন সূচকেই মান অতিক্রম করেছে। সূচকগুলো হলো, মাথাপিছু আয়, মানবসম্পদ, অর্থনৈতিক ও পরিবেশগত ভঙ্গুরতা সূচক। এক দশক ধরে এই তিন সূচকেই ক্রমাগত উন্নতি হয়েছে।

কিন্তু বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) হালনাগাদ তথ্যে দেখা গেছে, ২০২৫ সালের হিসাবে মানবসম্পদ সূচকের পরিস্থিতি আগের চেয়ে কিছুটা খারাপ হয়েছে। তবে মাথাপিছু আয় বৃদ্ধির প্রবণতা অব্যাহত আছে। অর্থনৈতিক ও পরিবেশগত ভঙ্গুরতা সূচকে অবস্থান আরও সুদৃঢ় হয়েছে।

বাংলাদেশ নানা ধরনের যাচাই–বাছাই পেরিয়ে ২০২৬ সালের ২৪ নভেম্বর এলডিসি থেকে উত্তরণের জন্য সময় নির্ধারণ করা আছে। বিগত আওয়ামী লীগ সরকারের মতো বর্তমান অন্তর্বর্তী সরকারও এলডিসি থেকে উত্তরণে নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে।

বিবিএসের পরিসংখ্যানের হিসাবে, এলডিসি উত্তরণে মাথাপিছু আয় হিসাবটি গত তিন বছরের গড় হিসাব ধরা হয়। গত জানুয়ারি মাসের হিসাবে গত তিন বছরের গড় মাথাপিছু আয় ২ হাজার ৭৩৪ মার্কিন ডলার। ২০২৪ সালে মাথাপিছু আয় ছিল ২ হাজার ৬৮৪ ডলার। এক বছরের ব্যবধানে মাথাপিছু আয় বেড়েছে। এলডিসি উত্তরণে মাথাপিছু আয়ের মান সীমা থেকে অনেক ওপরে আছে বাংলাদেশ। এলডিসি উত্তরণে মাথাপিছু আয় সূচকে ১ হাজার ৩০৬ ডলারের বেশি থাকতে হবে।

অন্যদিকে মানবসম্পদ সূচকেই এলডিসি উত্তরণের মান সীমা থেকে ওপরে আছে। কিন্তু গত এক বছরে এই সূচকের পরিস্থিতির অবনতি হয়েছে। মানব উন্নয়ন সূচকে ২০২৪ সালে বাংলাদেশ পেয়েছিল ৭৭ দশমিক ৫ পয়েন্ট। ২০২৫ সালে এসে তা কমে ৭৭ দশমিক ১ শতাংশ হয়েছে। এলডিসি উত্তরণে এই সূচকে ৬৬ পয়েন্টের বেশি থাকতে হবে। শিশুমৃত্যু, মাতৃমৃত্যু, সাক্ষরতা, লিঙ্গ সমতাসহ স্বাস্থ্য ও স্বাস্থ্যের সামাজিক উন্নয়ন দিয়ে এই সূচক নির্ণয় করা হয়। গত এক বছরে এসব সূচকের উন্নতি হয়নি। বিশেষ স্বাস্থ্য খাতের সূচক খারাপ হয়েছে। ২০২৪ সালে স্বাস্থ্য খাতে অর্জন ছিল ৭৭ পয়েন্ট। এবার তা কমে ৭৫ দশমিক ৮ পয়েন্ট হয়।

অন্যদিকে অর্থনৈতিক ও পরিবেশগত ভঙ্গুরতা সূচকেও পরিস্থিতির সামান্য উন্নতি হয়েছে। এই সূচকে ২০২৪ সালে বাংলাদেশের অর্জিত পয়েন্ট ছিল ২১ দশমিক ৯। ২০২৫ সালে তা আরও কমে ২১ দশমিক ৮ হয়েছে। এই সূচকে ৩২ পয়েন্ট বা এর কম থাকতে হয়। এই সূচক জিডিপিতে কৃষি, শিল্প ও সেবার অবদান, পণ্য রপ্তানি নিবিড়তা, পণ্য ও সেবা রপ্তানির অস্থিতিশীলতা, জনসংখ্যার হার (উপকূলীয় নিম্নাঞ্চলে), জনসংখ্যার হার, কৃষি উৎপাদনে অস্থিতিশীলতা, দুর্যোগের শিকার—এসব উপসূচক দিয়ে নির্ধারণ করা হয়। গত এক বছরে জিডিপিতে কৃষি, শিল্প ও সেবার অবদান এই উপখাত ছাড়া অন্য সূচকগুলোর উন্নতি হয়নি, আবার অবনতিও হয়নি। ওই সূচকে অবস্থা অপরিবর্তিত আছে।

এলডিসি থেকে উত্তরণ হলে একটি দেশের মানমর্যাদা আরও বৃদ্ধি পায়। আন্তর্জাতিক পরিমণ্ডলে নিজেদের ভাবমূর্তি উজ্জ্বল ও অর্থনৈতিক সক্ষমতার বহিঃপ্রকাশ হয়। এতে বিদেশি বিনিয়োগকারী আস্থা রাখতে পারেন। অন্যদিকে এলডিসি তালিকায় থাকলে ওই দেশকে নানা ধরনের সুবিধা দিয়ে এগিয়ে যাওয়ার সুযোগ করে দেয় উন্নত দেশগুলো। এটি অনেকটা পরনির্ভরশীলতায় থাকার মতো বিষয়।

এলডিসি থেকে উত্তরণের নিয়ম

এলডিসি থেকে কোন দেশ বের হবে, সে বিষয়ে সুপারিশ করে জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি (সিডিপি)। এ জন্য প্রতি তিন বছর পরপর এলডিসিগুলোর ত্রিবার্ষিক মূল্যায়ন করা হয়। মাথাপিছু আয়, মানবসম্পদ, অর্থনৈতিক ও পরিবেশগত ভঙ্গুরতা—এই তিন সূচক দিয়ে একটি দেশ এলডিসি থেকে উত্তরণ হতে পারবে কি না, সেই যোগ্যতা নির্ধারণ করা হয়। যেকোনো দুটি সূচকে যোগ্যতা অর্জন করতে হয় কিংবা মাথাপিছু আয় নির্দিষ্ট সীমার দ্বিগুণ করতে হয়। এই মানদণ্ড সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তিত হয়।

সিডিপি পরপর দুটি ত্রিবার্ষিক মূল্যায়নে এসব মান অর্জন করলেই এলডিসি থেকে বের হওয়ার চূড়ান্ত সুপারিশ করে। সিডিপির সুপারিশ প্রথমে জাতিসংঘের ইকোসকে যায়। প্রস্তুতির জন্য তিন বছর সময় দেওয়া হয়। তিন বছর পর জাতিসংঘের সাধারণ অধিবেশনে অনুমোদনের জন্য ওঠে। এরপর চূড়ান্তভাবে এলডিসি থেকে উত্তরণ হয়ে যায় ওই দেশ।

বাংলাদেশ ২০১৮ ও ২০২১ সালের ত্রিবার্ষিক মানদণ্ডের তিনটিতেই উত্তীর্ণ হয়। ২০২১ সালেই বাংলাদেশ চূড়ান্ত সুপারিশ পায় যে ২০২৪ সালে এলডিসি থেকে উত্তরণ হতে পারে। ২০২৪ সালে এলডিসি থেকে বের হওয়ার কথা থাকলেও করোনাভাইরাসের কারণে প্রস্তুতির জন্য আরও দুই বছর পিছিয়ে দেওয়া হয়। বাংলাদেশ যদি এলডিসি থেকে উত্তীর্ণ হয়, তাহলে বাংলাদেশই হবে প্রথম দেশ, যারা তিনটি সূচকেই উত্তীর্ণ হয়ে বের হবে। অর্থনৈতিক ও সামাজিক পটভূমি বিবেচনা করে উন্নয়নশীল ও উন্নত, এই দুই শ্রেণিতে সব দেশকে ভাগ করে থাকে জাতিসংঘ। তবে উন্নয়নশীল দেশগুলোর মধ্যে যে দেশগুলো তুলনামূলক দুর্বল, তাদের নিয়ে ১৯৭১ সালে স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা হয়। স্বল্পোন্নত দেশ হলেও এসব দেশ একধরনের উন্নয়নশীল দেশ। বর্তমানে বিশ্বে ৪৪টি স্বল্পোন্নত দেশ রয়েছে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ২০২৪ স ল পর স থ ত ত ন বছর এক বছর র জন য দশম ক এলড স

এছাড়াও পড়ুন:

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ভারতীয় ক্রিকেটার

আইপিএলের মাঝপথেই নেতিবাচক খবরের শিরোনামে এলো ভারতের ক্রিকেট। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে যৌন সম্পর্কের অভিযোগে শিবালিক শর্মা নামের এক ক্রিকেটারকে গ্রেফতার করেছে যোধপুরের কুড়ি ভগতাসনি হাউজিং বোর্ড থানার পুলিশ। ২৬ বছর বয়সী শিবালিক ভারতের ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেট খেলেন। আইপিএলে গত বছর মুম্বাই ইন্ডিয়ান্সে ছিলেন।

ভারতের একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে, শিবালিকের বিরুদ্ধে ‘বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ’-এর অভিযোগ তুলেছেন এক তরুণী। যোধপুরের কুড়ি ভগতাসনি থানায় মামলা দায়েরের পরই তাকে আটক করা হয়। বর্তমানে তিনি বিচার বিভাগীয় হেফাজতে রয়েছেন।

পুলিশ জানায়, ২০২৩ সালে বরোদার এই ক্রিকেটারের সঙ্গে পরিচয় হয় অভিযোগকারীর। সম্পর্ক ঘনিষ্ঠ হলে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তরুণীর সঙ্গে শারীরিক সম্পর্কে জড়ান শিবালিক। তবে ২০২৪ সালের আগস্টে তাকে বরোদায় ডেকে পাঠান এবং সেখানকার পারিবারিক এক আলোচনায় জানানো হয়, শিবালিকের বিয়ে অন্যত্র ঠিক করা হয়েছে। এরপরই থানায় অভিযোগ জানান তরুণী।

শিবালিক শর্মা বরোদা দলের হয়ে ঘরোয়া ক্রিকেটে অংশ নেন। বাঁ-হাতি ব্যাটিংয়ের পাশাপাশি পার্টটাইম স্পিন বোলিংও করেন তিনি। ২০২৩ সালের ডিসেম্বরে সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টি টুর্নামেন্টে সিকিমের বিপক্ষে ১৭ বলে ৫৫ রানের ঝড়ো ইনিংস খেলেন এই ক্রিকেটার।

২০২৪ আইপিএল মৌসুমে ২০ লাখ রুপিতে তাকে দলে নিয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্স। তবে স্কোয়াডে থাকা সত্ত্বেও মাঠে নামার সুযোগ পাননি তিনি।

সম্পর্কিত নিবন্ধ

  • বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ভারতীয় ক্রিকেটার
  • মাতারবাড়ি বিদ্যুৎ প্রকল্প বাতিলের দাবি
  • ওরিয়নের কয়লা বিদ্যুৎ প্রকল্প বাতিলের দাবি
  • ফনিক্স ইন্স্যুরেন্সের ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা
  • অর্থনীতিতে কি ‘ম্যাজিক’ শুরু হয়েছে
  • শ্রমিক অসন্তোষ বনাম টেকসই বৈদেশিক বিনিয়োগ পরিবেশ 
  • সুরিয়াবানশির খেলা দেখতে ইডেনে থাকবেন সাউথগেট
  • আটাব সভাপতি-মহাসচিবের বিরুদ্ধে এয়ার টিকিটের মূল্য কারসাজির অভিযোগ  
  • বার্ষিক হিসাব চূড়ান্ত করতে পারেনি অধিকাংশ ব্যাংক