ইউক্রেনের ড্রোন হামলা, মস্কোর সব বিমানবন্দর বন্ধ
Published: 7th, May 2025 GMT
ইউক্রেন টানা দুই রাত ধরে মস্কোয় ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছে রাশিয়া। এ ঘটনায় দেশটির রাজধানী মস্কোর চারটি বিমানবন্দরের সব ক’টিই সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। বিমান চলাচল পর্যবেক্ষণ সংস্থা রোসাভিয়াতসিয়া টেলিগ্রামে জানিয়েছে, নিরাপত্তা নিশ্চিত করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খবর বিবিসি ও সিএনএনের।
মস্কোর মেয়র সের্গেই সোবায়ানিন বলেছেন, সোমবার রাতে কমপক্ষে ১৯টি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করা হয়েছে। রুশ সামরিক বাহিনী জানিয়েছে, তারা সারাদেশে শতাধিক ড্রোন ভূপাতিত করেছে। এর আগে সোমবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, আগের রাতে তারা ২৬টি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করেছে। মস্কোর পাশাপাশি, পেনজা এবং ভোরোনেজসহ রাশিয়ার অন্যান্য শহরের গভর্নররাও বলেছেন, সোমবার রাতে তাদের এলাকা লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছে।
দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইউরোপের বিজয় উপলক্ষে আগামী শুক্রবার মস্কোয় একটি বড় কুচকাওয়াজের তিন দিন আগে এমন ড্রোন হামলার ঘটনা ঘটল। দিবসটি উপলক্ষে ৩ দিনের রাষ্ট্রীয় সফরে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আজ বুধবার মস্কোয় পৌঁছানোর কথা রয়েছে। এ ছাড়া ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা, ভিয়েতনামের প্রেসিডেন্ট টো লাম ও বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোসহ বিভিন্ন দেশের নেতাদের উপস্থিত থাকার কথা রয়েছে।
সোমবার ইউক্রেনীয় সেনারা রাশিয়ার কুরস্ক অঞ্চলে অগ্রসর হওয়ার চেষ্টা করছে– এমন খবর প্রকাশের পর মস্কোয় ড্রোন হামলার বিষয়টি সামনে এলো। ইউক্রেনীয় সামরিক কর্মকর্তাদের বরাত দিয়ে কিয়েভ জানিয়েছে, তারা রোববার রাশিয়ার কুরস্ক অঞ্চলে টিওটকিনো গ্রামের কাছে একটি ড্রোন কমান্ড ইউনিটে আঘাত করেছে।
গত এপ্রিল মাসে মস্কো বলেছিল যে ইউক্রেনীয় বাহিনী আকস্মিক আক্রমণ শুরু করার ৯ মাস পর তারা পুরো অঞ্চলের নিয়ন্ত্রণ ফিরে পেয়েছে। তবে কিয়েভ জোর দিয়ে বলেছে, সীমান্ত পেরিয়ে এখনও তাদের সেনারা কাজ করছে। রুশ কর্মকর্তারা জানিয়েছেন, সোমবার ইউক্রেনের আক্রমণে কুরস্ক অঞ্চলের রিলস্ক শহরের একটি বৈদ্যুতিক সাবস্টেশন বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে গেছে।
ড্রোন হামলার জবাবে ইউক্রেনীয় শহর খারকিভে ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়া। খারকিভের মেয়র জানিয়েছেন, রাশিয়াও রাতে তাঁর শহরে এবং কিয়েভের আশপাশে ড্রোন হামলা চালিয়েছে।
এদিকে, উত্তর-পূর্ব ইউক্রেনের তিওতকিনো থেকে প্রায় ১২ কিলোমিটার দূরে সুমি এলাকায় স্থানীয় কর্তৃপক্ষ দুটি বসতি থেকে লোকজনকে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে বলে রয়টার্স জানায়।
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে সিদ্ধিরগঞ্জ থানা কৃষক দলের বিজয় র্যালি
জুলাই গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় আগস্ট আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে সিদ্ধিরগঞ্জ থানা কৃষক দলের সদস্য সচিব সোহেল রহমানের নেতৃত্বে বিশাল মিছিল নিয়ে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির বিজয় র্যালীতে যোগদান করেন।
র্যালীতে নেতাকর্মীরা ঢাক ঢোল-বাজিয়ে, রংবে রংয়ের ফেস্টুন নিয়ে সু-সজ্জিত হয়ে আনন্দ উল্লাসে শ্লোগানে শ্লোগানে মুখরিত করে তোলে।
মঙ্গলবার (৫ আগষ্ট) বিকালে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে স্বৈরাচারী শেখ হাসিনার পতনের এক বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত বিজয় র্যালীতে অংশগ্রহন করেন সিদ্ধিরগঞ্জ থানা জাতীয়তাবাদী কৃষকদলের নেতৃবৃন্দ।
এসময়, সিদ্ধিরগঞ্জ থানা কৃষকদলের র্যালীতে আরো উপস্থিত ছিলেন থানা কৃষক দলের যুগ্ন আহবায়ক শেখ মোহাম্মদ শিপু, মাহবুবুর রহমান, সোহরাব হোসেন, নুর আলম ও সিদ্ধিরগঞ্জ থানা কৃষক দলের সদস্য মানিক, বিল্লাল হোসেন, আকরাম হোসেন, আজহার, নাজমুল, শাহজাহান, খায়ের, ইসমাইল, রবিন, রনি, কাসেম, রাসেল, রবিউল, সবুজ,মিজান, আবদুর রব, মহিউদ্দিন বেপারী, বাচ্চু, রুবেল, সালামসহ বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা প্রমুখ।