‘এখানেই থামছি না’, স্বপ্নভঙ্গের পর ইয়ামালদের লড়াইয়ের বার্তা
Published: 7th, May 2025 GMT
ইতালির মাটিতে স্বপ্নের ঠিক এক কদম দূর থেকে ফিরে এল বার্সেলোনা। ২০২৪-২৫ মৌসুমের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে ইন্টার মিলানের বিপক্ষে রুদ্ধশ্বাস ম্যাচে অতিরিক্ত সময়ে ৪-৩ গোলে হেরে বিদায় নিতে হলো কাতালান ক্লাবটিকে। অথচ ম্যাচের শেষ মুহূর্ত পর্যন্ত ফাইনালে পা রাখার স্বপ্ন ছিল লেভা-ইয়ামালদের।
ম্যাচশেষে হতাশা আর কৃতজ্ঞতা মিলিয়ে আবেগঘন বার্তা দিয়েছেন বার্সার তিন তারকা লামিন ইয়ামাল, রবার্ট লেভান্ডোভস্কি ও রাফিনিয়া। ইনস্টাগ্রামে তারা ভক্তদের উদ্দেশে জানিয়েছেন, স্বপ্নচ্যুতি সত্ত্বেও তারা থেমে যাবেন না।
মাত্র ১৭ বছর বয়সেই বার্সার আক্রমণভাগের অন্যতম ভরসা হয়ে উঠেছেন ইয়ামাল। হারের পর ভক্তদের উদ্দেশে নিজের ভেরিফায়েড ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে তিনি লিখেছেন, ‘আমরা সবকিছু দিয়েছি, কিন্তু এবারেরটা আমাদের ছিল না। আমরা আবার ফিরব, কোনো সন্দেহ নেই।’
তিনি আরও যোগ করেন, ‘এই ক্লাবকে যেখানে থাকার কথা, সেখানেই নিয়ে যেতে আমরা থামব না। আমি কথা দিচ্ছি—এই শিরোপা বার্সেলোনায় ফিরবেই।’
পোস্টের শেষে একটি অনুপ্রেরণামূলক বার্তাও যুক্ত করেন ইয়ামাল, ‘যদি পড়ে যাই, আবার উঠে দাঁড়াবো। কারণ যখন আমার কিছুই ছিল না, তখন আমি কঠোর পরিশ্রম আর ভালোবাসা দিয়ে সবকিছু অর্জন করেছি। তাই আমি যতবারই পড়ি না কেন, আমি আবার উঠবো, একজন যোদ্ধার মতো।’
ম্যাচের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়ে মাঠে ছিলেন না রবার্ট লেভান্ডোভস্কি। বাম পায়ের পুরনো সমস্যার কারণে পুরো ম্যাচ খেলতে পারেননি তিনি, খেলেছেন মাত্র ৩০ মিনিট। তবে ইনস্টাগ্রামে তিনি বার্তা দিয়েছেন ক্লাব ও সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে, ‘আমরা আমাদের সবটা দিয়েছি, আর খুব কাছে পৌঁছে গিয়েছিলাম। এই পথচলায় আমি গর্বিত, আর কৃতজ্ঞ তোমাদের ভালোবাসা ও সমর্থনের জন্য। সামনে আরও অনেক কিছু আসছে, আমরা একসঙ্গে এগিয়ে যাবো।’
লড়াইয়ের বার্তা দিয়েছেন রাফিনিয়াও। তিনি লিখেছেন, ‘আমরা আরও শক্তিশালী হয়ে ফিরে আসব। ধন্যবাদ বার্সার সব সমর্থককে। আমরা এখনো ঐক্যবদ্ধ আছি। এই মৌসুম এখনো শেষ হয়নি। যতই দিন যাচ্ছে, এই জার্সি নিয়ে আমি আরও বেশি গর্বিত হচ্ছি। এই দল নিয়ে গর্বিত হচ্ছি। বার্সা দীর্ঘজীবী হোক।’
চ্যাম্পিয়ন্স লিগে বিদায়ের পরও মৌসুমে বার্সেলোনার অর্জন কম নয়। হান্সি ফ্লিকের দল ইতোমধ্যে জিতেছে স্প্যানিশ সুপার কাপ ও কোপা দেল রে। দুইবারই হারিয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে। এখন তারা লা লিগার শীর্ষে, ৭৯ পয়েন্ট নিয়ে। দ্বিতীয়স্থানে থাকা রিয়ালের চেয়ে এগিয়ে ৪ পয়েন্টে। এই রোববার বার্সেলোনা মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদের বিপক্ষে। ম্যাচটি হবে কাতালুনিয়ার লুইস কোম্পানিস অলিম্পিক স্টেডিয়ামে। জয় বা ড্র পেলেই ফ্লিকের শিষ্যরা লিগ শিরোপার আরও কাছাকাছি চলে যাবে। তাই ক্লিকের দলের এখন একটাই লক্ষ্য, লিগ শিরোপা জয়।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
আজ টিভিতে যা দেখবেন (২১ সেপ্টেম্বর ২০২৫)
এশিয়া কাপের সুপার ফোরে মুখোমুখি ভারত ও পাকিস্তান। ইংলিশ প্রিমিয়ারে আর্সেনাল খেলবে ম্যানচেস্টার সিটির বিপক্ষে। লা লিগায় আজ মাঠে নামবে বার্সেলোনা ও আতলেতিকো।
অ্যাথলেটিকসবিশ্ব চ্যাম্পিয়নশিপ
সকাল ৬টা ও বেলা ২টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১ ও ২
ভারত–পাকিস্তান
রাত ৮-৩০ মি., টি স্পোর্টস ও নাগরিক
সান্ডারল্যান্ড-অ্যাস্টন ভিলা
সন্ধ্যা ৭টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১
বোর্নমাউথ-নিউক্যাসল
সন্ধ্যা ৭টা, স্টার স্পোর্টস সিলেক্ট ২
আর্সেনাল-ম্যানচেস্টার সিটি
রাত ৯-৩০ মি., স্টার স্পোর্টস সিলেক্ট ১
মায়োর্কা-আতলেতিকো
রাত ৮-১৫ মি., বিগিন অ্যাপ
বার্সেলোনা-হেতাফে
রাত ১টা, বিগিন অ্যাপ
লাৎসিও-রোমা
বিকেল ৪-৩০ মি., ডিএজেডএন অ্যাপ/ওয়েবসাইট
তুরিনো-আতালান্তা
সন্ধ্যা ৭টা, ডিএজেডএন অ্যাপ/ওয়েবসাইট
ইন্টার মিলান-সাসসুয়োলো
রাত ১২-৪৫ মি., ডিএজেডএন অ্যাপ/ওয়েবসাইট
ফ্রাঙ্কফুর্ট-ইউনিয়ন বার্লিন
সন্ধ্যা ৭-৩০ মি., সনি স্পোর্টস ২
লেভারকুসেন-ম’গ্লাডবাখ
রাত ৯-৩০ মি., সনি স্পোর্টস ২
ডর্টমুন্ড-ভলফসবুর্গ
রাত ১১-৩০ মি., সনি স্পোর্টস ২
লেভার কাপ
রাত ১টা, সনি স্পোর্টস ৫
গায়ানা-ত্রিনবাগো
আগামীকাল সকাল ৬টা, স্টার স্পোর্টস ২