‘এখানেই থামছি না’, স্বপ্নভঙ্গের পর ইয়ামালদের লড়াইয়ের বার্তা
Published: 7th, May 2025 GMT
ইতালির মাটিতে স্বপ্নের ঠিক এক কদম দূর থেকে ফিরে এল বার্সেলোনা। ২০২৪-২৫ মৌসুমের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে ইন্টার মিলানের বিপক্ষে রুদ্ধশ্বাস ম্যাচে অতিরিক্ত সময়ে ৪-৩ গোলে হেরে বিদায় নিতে হলো কাতালান ক্লাবটিকে। অথচ ম্যাচের শেষ মুহূর্ত পর্যন্ত ফাইনালে পা রাখার স্বপ্ন ছিল লেভা-ইয়ামালদের।
ম্যাচশেষে হতাশা আর কৃতজ্ঞতা মিলিয়ে আবেগঘন বার্তা দিয়েছেন বার্সার তিন তারকা লামিন ইয়ামাল, রবার্ট লেভান্ডোভস্কি ও রাফিনিয়া। ইনস্টাগ্রামে তারা ভক্তদের উদ্দেশে জানিয়েছেন, স্বপ্নচ্যুতি সত্ত্বেও তারা থেমে যাবেন না।
মাত্র ১৭ বছর বয়সেই বার্সার আক্রমণভাগের অন্যতম ভরসা হয়ে উঠেছেন ইয়ামাল। হারের পর ভক্তদের উদ্দেশে নিজের ভেরিফায়েড ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে তিনি লিখেছেন, ‘আমরা সবকিছু দিয়েছি, কিন্তু এবারেরটা আমাদের ছিল না। আমরা আবার ফিরব, কোনো সন্দেহ নেই।’
তিনি আরও যোগ করেন, ‘এই ক্লাবকে যেখানে থাকার কথা, সেখানেই নিয়ে যেতে আমরা থামব না। আমি কথা দিচ্ছি—এই শিরোপা বার্সেলোনায় ফিরবেই।’
পোস্টের শেষে একটি অনুপ্রেরণামূলক বার্তাও যুক্ত করেন ইয়ামাল, ‘যদি পড়ে যাই, আবার উঠে দাঁড়াবো। কারণ যখন আমার কিছুই ছিল না, তখন আমি কঠোর পরিশ্রম আর ভালোবাসা দিয়ে সবকিছু অর্জন করেছি। তাই আমি যতবারই পড়ি না কেন, আমি আবার উঠবো, একজন যোদ্ধার মতো।’
ম্যাচের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়ে মাঠে ছিলেন না রবার্ট লেভান্ডোভস্কি। বাম পায়ের পুরনো সমস্যার কারণে পুরো ম্যাচ খেলতে পারেননি তিনি, খেলেছেন মাত্র ৩০ মিনিট। তবে ইনস্টাগ্রামে তিনি বার্তা দিয়েছেন ক্লাব ও সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে, ‘আমরা আমাদের সবটা দিয়েছি, আর খুব কাছে পৌঁছে গিয়েছিলাম। এই পথচলায় আমি গর্বিত, আর কৃতজ্ঞ তোমাদের ভালোবাসা ও সমর্থনের জন্য। সামনে আরও অনেক কিছু আসছে, আমরা একসঙ্গে এগিয়ে যাবো।’
লড়াইয়ের বার্তা দিয়েছেন রাফিনিয়াও। তিনি লিখেছেন, ‘আমরা আরও শক্তিশালী হয়ে ফিরে আসব। ধন্যবাদ বার্সার সব সমর্থককে। আমরা এখনো ঐক্যবদ্ধ আছি। এই মৌসুম এখনো শেষ হয়নি। যতই দিন যাচ্ছে, এই জার্সি নিয়ে আমি আরও বেশি গর্বিত হচ্ছি। এই দল নিয়ে গর্বিত হচ্ছি। বার্সা দীর্ঘজীবী হোক।’
চ্যাম্পিয়ন্স লিগে বিদায়ের পরও মৌসুমে বার্সেলোনার অর্জন কম নয়। হান্সি ফ্লিকের দল ইতোমধ্যে জিতেছে স্প্যানিশ সুপার কাপ ও কোপা দেল রে। দুইবারই হারিয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে। এখন তারা লা লিগার শীর্ষে, ৭৯ পয়েন্ট নিয়ে। দ্বিতীয়স্থানে থাকা রিয়ালের চেয়ে এগিয়ে ৪ পয়েন্টে। এই রোববার বার্সেলোনা মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদের বিপক্ষে। ম্যাচটি হবে কাতালুনিয়ার লুইস কোম্পানিস অলিম্পিক স্টেডিয়ামে। জয় বা ড্র পেলেই ফ্লিকের শিষ্যরা লিগ শিরোপার আরও কাছাকাছি চলে যাবে। তাই ক্লিকের দলের এখন একটাই লক্ষ্য, লিগ শিরোপা জয়।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
চাঁদার টাকায় মোটরসাইকেল কেনেন জানে আলম
গুলশানে সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় গিয়ে চাঁদা নেওয়ার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের নেতা জানে আলম ওরফে অপু।
ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের ম্যাজিস্ট্রেট জামশেদ আলম আজ বুধবার জানে আলমের জবানবন্দি রেকর্ড করেন। পরে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। এর আগে জানে আলমকে আদালতে হাজির করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার পরিদর্শক মোখলেছুর রহমান।
আদালতসংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, জানে আলম ওরফে অপু আদালতে স্বীকার করেছেন, সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসা থেকে ১০ লাখ টাকা চাঁদা নেন তাঁরা। চাঁদার পাঁচ লাখ টাকা তিনি নেন। চাঁদার টাকায় তিনি একটি ইয়ামাহা এফজেড মোটরসাইকেল কেনেন।
চাঁদাবাজির টাকায় কেনা জানে আলমের সেই মোটরসাইকেল পুলিশ জব্দ করেছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
এ মামলায় এর আগে গত রোববার গণতান্ত্রিক ছাত্রসংসদের নেতা আবদুর রাজ্জাক বিন সোলাইমান ওরফে রিয়াদ দোষ স্বীকার করে আদালতে জবানবন্দি দেন।
আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের গুলশানের বাসায় চাঁদাবাজির টাকা আনতে গিয়ে গত ২৬ জুলাই রাতে গ্রেপ্তার হন আবদুর রাজ্জাকসহ পাঁচজন। তাঁরা সবাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও গণতান্ত্রিক ছাত্রসংসদের বিভিন্ন পর্যায়ের নেতা। আবদুর রাজ্জাক ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম আহ্বায়ক। পরে তাঁকে গণতান্ত্রিক ছাত্রসংসদের কেন্দ্রীয় সংসদের সদস্য করা হয়। চাঁদাবাজির ঘটনায় গ্রেপ্তার হওয়ার পর ওই রাতে আবদুর রাজ্জাকসহ অন্যদের বহিষ্কার করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও গণতান্ত্রিক ছাত্রসংসদ। জানে আলম সে সময় গ্রেপ্তার না হলেও এ ঘটনায় তাঁর সম্পৃক্ততার প্রমাণ পেয়ে গণতান্ত্রিক ছাত্রসংসদের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়কের পদ থেকে তাঁকেও বহিষ্কার করা হয়।
পরে গত শুক্রবার সকালে রাজধানীর ওয়ারী এলাকা থেকে জানে আলমকে গ্রেপ্তার করে পুলিশ। মামলার কাগজপত্রের তথ্য অনুযায়ী, ১৭ জুলাই গুলশানে আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাম্মী আহমেদের বাসায় গিয়ে নিজেদের ‘সমন্বয়ক’ পরিচয় দেন আবদুর রাজ্জাক বিন সোলাইমান ওরফে রিয়াদসহ কয়েকজন। তাঁরা শাম্মী আহমেদের স্বামী সিদ্দিক আবু জাফরকে ভয়ভীতি দেখিয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেন। সিদ্দিক আবু জাফর তাঁদের ১০ লাখ টাকা চাঁদা দেন।
আরও পড়ুনগুলশানে চাঁদাবাজির ঘটনায় গণতান্ত্রিক ছাত্র সংসদের বহিষ্কৃত নেতা গ্রেপ্তার০১ আগস্ট ২০২৫২৬ জুলাই রাতে চাঁদার বাকি টাকা আনতে আবার ওই বাসায় যান তাঁরা। ঘটনাস্থল থেকে রাজ্জাকসহ পাঁচজন পুলিশের হাতে ধরা পড়েন। বাকি চারজন হলেন ইব্রাহিম হোসেন ওরফে মুন্না, সাকাদাউন সিয়াম, সাদমান সাদাব ও অপ্রাপ্তবয়স্ক একজন। ঘটনাস্থল থেকে গ্রেপ্তার হওয়া প্রাপ্তবয়স্ক চার আসামিকে সাত দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। আর প্রাপ্তবয়স্ক না হওয়ায় আরেকজনকে টঙ্গীর কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠান আদালত।
পুলিশ জানায়, শাম্মী আহমেদের বাসা থেকে ১০ লাখ টাকা চাঁদা নেওয়ার পর রাজ্জাকসহ কয়েকজন তা ভাগ-বাঁটোয়ারা করে নেন। নিজের ভাগের পাঁচ লাখ টাকা রাজ্জাক তাঁর বাড্ডার ভাড়া বাসায় (মেস বাসা) রাখেন। এর মধ্যে ২ লাখ ৯৮ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ।