প্রাকৃতিক অক্সিজেন রক্ষা দিবস উপলক্ষে গ্রীন ভয়েসের ছাত্র-যুব সমাবেশ
Published: 7th, May 2025 GMT
‘প্রাকৃতিক অক্সিজেন রক্ষা দিবস ২০২৫’ উপলক্ষে পরিবেশবাদী সংগঠন গ্রীন ভয়েস আজ বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে এক ছাত্র-যুব সমাবেশ ও র্যালির আয়োজন করে।
সমাবেশটি সঞ্চালনা করেন গ্রীন ভয়েসের সহসমন্বয়ক আরিফুর রহমান। সভাপতিত্ব করেন সংগঠনের প্রধান সমন্বয়ক মো. আলমগীর কবির।
সমাবেশে বিশেষ বক্তা ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) রুহিন হোসেন প্রিন্স, বাপার নির্বাহী সদস্য জাভেদ জাহান, যুব ইউনিয়নের সভাপতি খান আসাদুজ্জামান মাসুম, সাংবাদিক ও গবেষক আনিস রায়হান প্রমুখ।
রুহিন হোসেন প্রিন্স বলেন, উন্নয়নের নামে গাছ কাটা এখন যেন রাষ্ট্রীয় নীতিতে পরিণত হয়েছে। পরিবেশ রক্ষার প্রশ্নে কোনো রাজনৈতিক দল বা মতের বিভেদ নয়, সবাইকে ঐক্যবদ্ধভাবে পরিবেশবান্ধব আন্দোলনে নামতে হবে।
গ্রীন ভয়েসের সমন্বয়ক আলমগীর কবির বলেন, অক্সিজেন ছাড়া জীবন অসম্ভব। অথচ এই অক্সিজেন সরবরাহকারী গাছগুলোই উন্নয়নের নামে কেটে ফেলা হচ্ছে। ব্যক্তিস্বার্থ, ধর্মীয় উসকানি বা ভ্রান্ত ধারণায় যারা পরিবেশ ধ্বংস করছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে।
আজকের সমাবেশে ঢাকা শহরের অন্তত ২০টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ৩০০ শিক্ষার্থী অংশগ্রহণ করেন। সমাবেশ শেষে একটি সচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: গ র ন ভয় স পর ব শ
এছাড়াও পড়ুন:
রবীন্দ্রজয়ন্তীতে নানা আয়োজন
আজ ২৫ বৈশাখ, রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪ তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে নানা অনুষ্ঠানের আয়োজন করেছে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়, শিল্পকলা একাডেমি ও ছায়ানট।
কুষ্টিয়ার শিলাইদহের রবীন্দ্র কুঠিবাড়িতে তিন দিনব্যাপী ‘রবীন্দ্রনাথ ও বাংলাদেশ’ শীর্ষক অনুষ্ঠানমালার আয়োজন করেছে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়। আয়োজনে সহযোগিতা করছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি, ব্যবস্থাপনায় থাকছে কুষ্টিয়া জেলা প্রশাসন।
আজ থেকে শুরু হওয়া অনুষ্ঠানটি শেষ হবে শনিবার। এতে আবৃত্তি, একক গান ও সমবেত নৃত্য থাকবে। আবৃত্তি করবেন সফিউল আলম ও বন্যা; গান পরিবেশন করবেন সুমা রানী রায়, বুলবুল ইসলাম। নাচবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির নৃত্যশিল্পীরা।
রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে দুই দিনব্যাপী রবীন্দ্র-উৎসব আয়োজন করেছে ছায়ানট। আজ ও আগামীকাল শুক্রবার ছায়ানট মিলনায়তনে সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হবে অনুষ্ঠান। এতে একক ও সম্মেলক গান, নৃত্য, পাঠ-আবৃত্তি থাকছে। অনুষ্ঠানে ছায়ানটের শিল্পী ছাড়াও আমন্ত্রিত শিল্পী ও দল অংশ নেবেন। উৎসবটি সবার জন্য উন্মুক্ত। আয়োজনটি ছায়ানটের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলেও সরাসরি সম্প্রচার করা হবে।
রবীন্দ্রজয়ন্তীতে আজ সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে ‘হেলেন কেলার’ নাটকের মঞ্চায়ন করবে স্বপ্নদল। হেলেন কেলারের জীবনযুদ্ধে রবীন্দ্রদর্শন কীভাবে সহায় হয়ে ওঠে, তা তুলে ধরা হয়েছে নাটকে। আজ রাত ১১টায় বিটিভিতে রবীন্দ্রজয়ন্তীর বিশেষ অনুষ্ঠানমালায় স্বপ্নদলের কাব্যনাট্য ‘চিত্রাঙ্গদা’ প্রচারিত হবে।