ভারত ও পাকিস্তান যুদ্ধবিরতিতে সম্মত: ট্রাম্প
Published: 10th, May 2025 GMT
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ভারত ও পাকিস্তান একটি পূর্ণ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।
ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে এক পোস্টে এ তথ্য জানিয়েছেন।
ট্রাম্প তার পোস্টে লিখেছেন, “মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দীর্ঘ রাত ধরে আলোচনার পর, আমি আনন্দের সাথে ঘোষণা করছি যে ভারত ও পাকিস্তান একটি পূর্ণ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।”
আরো পড়ুন:
মোদির বাসভবনে চলছে উচ্চ পর্যায়ের বৈঠক
ভারত বন্ধ করলে আমরাও করব: পাকিস্তান
ট্রাম্প আরো লিখেছেন, “সাধারণ জ্ঞান এবং দুর্দান্ত বুদ্ধিমত্তা ব্যবহারের জন্য উভয় দেশকে অভিনন্দন।”
ঢাকা/শাহেদ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
সাবেক বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলীর স্ত্রীর আয়কর নথি জব্দের আদেশ
সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলীর স্ত্রী শামীমা জাফরিনের আয়কর নথি জব্দের আদেশ দিয়েছেন আদালত।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আজ মঙ্গলবার ঢাকার বিশেষ জজ আদালত-৫-এর বিচারক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন এ আদেশ দেন।
দুদকের আইনজীবী দেলোয়ার জাহান রুমি এই তথ্য জানান। তিনি বলেন, আজ দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আসামির আয়কর নথি জব্দের নির্দেশ দেন আদালত।
আরও পড়ুনসাবেক প্রতিমন্ত্রী মাহবুব আলী ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে মামলা২৩ এপ্রিল ২০২৫দুদকের আবেদনে বলা হয়, শামীমা জাফরিনের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলা রয়েছে। মামলা সুষ্ঠু তদন্তের স্বার্থে তাঁর আয়কর নথিসহ (২০১২-১৩ করবর্ষ থেকে ২০২৩-২৪ করবর্ষ) প্রয়োজনীয় রেকর্ডপত্র জব্দ করা প্রয়োজন।