ভারত ও পাকিস্তান যুদ্ধবিরতিতে সম্মত: ট্রাম্প
Published: 10th, May 2025 GMT
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ভারত ও পাকিস্তান একটি পূর্ণ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।
ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে এক পোস্টে এ তথ্য জানিয়েছেন।
ট্রাম্প তার পোস্টে লিখেছেন, “মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দীর্ঘ রাত ধরে আলোচনার পর, আমি আনন্দের সাথে ঘোষণা করছি যে ভারত ও পাকিস্তান একটি পূর্ণ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।”
আরো পড়ুন:
মোদির বাসভবনে চলছে উচ্চ পর্যায়ের বৈঠক
ভারত বন্ধ করলে আমরাও করব: পাকিস্তান
ট্রাম্প আরো লিখেছেন, “সাধারণ জ্ঞান এবং দুর্দান্ত বুদ্ধিমত্তা ব্যবহারের জন্য উভয় দেশকে অভিনন্দন।”
ঢাকা/শাহেদ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
সিলেট মহানগরের ৬ থানার ওসিকে বদলি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে সিলেট মহানগর পুলিশের (এসএমপি) ছয় থানার অফিসার ইনচার্জকে (ওসি) বদলি করা হয়েছে। সিলেট মহানগর পুলিশের মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাতে এসএমপি কমিশনার আবদুল কুদ্দুস স্বাক্ষরিত এক অফিস আদেশে ওসিদের বদলি করা হয়। পুলিশ বলছে, দায়িত্ব পালনের ধারাবাহিকতা বজায় রাখা ও মাঠপর্যায়ের কার্যক্রম আরো জোরদার করতেই তাদের বদলি করা হয়েছে।
আরো পড়ুন:
সিলেট-৪ আসনে বিএনপির প্রার্থী হচ্ছেন সাবেক মেয়র আরিফুল
বর্ণিল আয়োজনে ১৯তম সিকৃবি দিবস উদযাপন
অদেশ অনুযায়ী, সিলেট কোতোয়ালি থানার ওসি মো. মোস্তাফিজুর রহমানকে শাহপরাণ থানায়, শাহপরাণ থানার ওসি খান মো. মাইনুল জাকিরকে কোতোয়ালি থানায় বদলি করা হয়েছে।
এয়ারপোর্ট থানার ওসি সৈয়দ আনিসুর রহমানকে দক্ষিণ সুরমা থানায়, জালালাবাদ থানার ওসি শাহ মো. মোবাশ্বিরকে এয়ারপোর্ট থানায়, মোগলাবাজার থানার ওসি শামসুল হাবিবকে জালালাবাদ থানায় পাঠানো হয়েছে। ইন্সপেক্টর মনির হোসেনকে মোগলাবাজার থানার নতুন ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
ঢাকা/রাহাত/মাসুদ