ভারতের গণমাধ্যমগুলো বিনোদন মাধ্যমে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, ভারতীয় গণমাধ্যমে দায়িত্বশীল কোনো সাংবাদিকতা নেই। বাংলাদেশে ফ্যাসিস্টের পতনে ভারতের মাথা নষ্ট হয়ে গেছে। এ জন্য তারা আমাদের গণমাধ্যমের সম্প্রচার বন্ধ করেছে। জবাবে আমরা তা করতে চাই না।

শনিবার যশোরের কেশবপুরের পাথরা পল্লী উন্নয়ন মাধ্যমিক বিদ্যালয়ের পুনর্মিলনীতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রেস সচিব। তিনি আরও বলেন, ফ্যাসিস্ট সরকারের মন্ত্রী ও নেতারা সব চুরি করে বিদেশে নিয়ে গেছে। এখন চলছে ভঙ্গুর অর্থনীতি মেরামতের কাজ।

শফিকুল আলম আরও বলেন, সাবেক রাষ্ট্রপতি মো.

আবদুল হামিদ ফ্যাসিস্ট ছিলেন। তার দেশত্যাগের ব্যাপারে সরকারের পক্ষ থেকে একটা বিবৃতি দেওয়া হয়েছে। এ ঘটনায় জড়িতদের ব্যাপারে খোঁজখবর নেওয়া হচ্ছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র বাসসের বিশেষ প্রতিনিধি এস এম রাশিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন যশোরের জেলা প্রশাসক আজাহারুল ইসলাম, পুলিশ সুপার রওনক জাহান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আছাদুজ্জামান, কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন, যশোর প্রেস ক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুন প্রমুখ।

পুনর্মিলনীতে দূর-দূরান্ত থেকে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা অংশ নেন। পরিবার-পরিজন নিয়ে তাদের উপস্থিতিতে অনুষ্ঠান পরিণত হয় উৎসবে।

উৎস: Samakal

কীওয়ার্ড: যশ র ক শবপ র

এছাড়াও পড়ুন:

‘নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে কমিশন সর্বাত্মক ব্যবস্থা নেবে’

নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ বলেছেন, “ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ৩০০ আসনের তফসিল প্রচলিত নিয়ম অনুযায়ী সন্ধ্যা ৬টায় প্রধান নির্বাচন কমিশনারের জাতির উদ্দেশে ভাষণের মাধ্যমে ঘোষণা করা হবে।”

বুধবার (১০ ডিসেম্বর) আগারগাঁও নির্বাচন ভবনে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

আরো পড়ুন:

ম্যাজিস্ট্রেট নিয়োগে জনপ্রশাসনকে চিঠি পাঠালো ইসি

তফসিল ঘিরে নির্বাচন ভবনে অতিরিক্ত নিরাপত্তা, কড়া নজরদারি 

তিনি বলেন, “তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় পরিপত্রগুলো প্রকাশের সব প্রস্তুতি সম্পন্ন রয়েছে। নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে কমিশন সর্বাত্মক ব্যবস্থা নেবে। যাতে কোনো রাজনৈতিক দলই বৈষম্য বা পক্ষপাতিত্বের অভিযোগ করার সুযোগ না পায়। তবে সংশ্লিষ্ট পক্ষগুলো নিয়ম না মানলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

আখতার আহমেদ জানান, গাজীপুর ও বাগেরহাট জেলার কিছু আসনের সীমানা নির্ধারণ সংশোধনের কাজ চলছে। এ প্রক্রিয়া মাননীয় আদালতের আদেশ অনুযায়ী সম্পন্ন করা হচ্ছে। কাজ শেষ হলে বিষয়টি জানানো হবে।

রিটার্নিং অফিসার কারা হবেন এ তথ্য তফসিল ঘোষণার পরপরই পরিপত্রের মাধ্যমে জানানো হবে বলে জানান তিনি। এ বিষয়ে তফসিল ঘোষণার আগে মন্তব্য করা সমীচীন নয়।

তিনি বলেন, “প্রশাসনিক রদবদল একটি চলমান প্রক্রিয়া। যেখানে যেটুকু প্রয়োজন হবে, নির্বাচন কমিশনের সম্মতি ও অনুমতি নিয়েই তা করা হবে। আগেভাগে কতজনকে বদলি করা হবে এ নিয়ে কোনো পূর্বধারণা করা ঠিক নয়।”

ঢাকা/এএএম/এসবি

সম্পর্কিত নিবন্ধ