ভারত যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করছে, পাকিস্তান নয়: নিরাপত্তা সূত্র
Published: 13th, May 2025 GMT
পাকিস্তান ভারতীয় গণমাধ্যমের সাম্প্রতিক প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে, যেখানে বলা হয়েছে যে পাকিস্তানি ড্রোন নিয়ন্ত্রণ রেখা (এলওসি) লঙ্ঘন করেছে।
পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর কর্মকর্তারা ভারতীয় গণমাধ্যমের এই অভিযোগগুলোকে ‘বানোয়াট ও ভিত্তিহীন’ বলে অভিহিত করেছেন।
মঙ্গলবার (১৩ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন।
আরো পড়ুন:
বাঁচতে হলে পাকিস্তানকে সন্ত্রাস নির্মূল করতে হবে: মোদি
নূর খান ঘাঁটিতে ভারতীয় হামলা মার্কিন হস্তক্ষেপের কারণ: এনওয়াইটি
প্রতিবেদনে বলা হয়, নিরাপত্তা সূত্রগুলো জানিয়েছে, ভারতীয় গণমাধ্যম আবারো নিয়ন্ত্রণ রেখার কাছে পাকিস্তানি ড্রোন কার্যকলাপ সম্পর্কে মিথ্যা ও মনগড়া গল্প প্রচার করছে।
নিরাপত্তা সূত্রগুলো দাবি করেছে, পাকিস্তানের কোনো ড্রোন সীমান্ত অতিক্রম করেনি বা ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করেনি।
নিরাপত্তা কর্মকর্তারা ভারতীয় দাবিগুলোকে ‘মিথ্যার আস্তরণ’ হিসাবে বর্ণনা করেছেন, যা তারা ভারতের দীর্ঘদিনের ভুল তথ্যের ধরন হিসাবে চিহ্নিত করেছেন।
ভারত কর্তৃক প্রকৃত লঙ্ঘন করা হচ্ছে বলে জোর দিয়ে নিরাপত্তা সূত্রগুলো উল্লেখ করেছে, পাকিস্তান যুদ্ধবিরতি চুক্তি সম্পূর্ণরূপে মেনে চলেছে।
তারা আরো দাবি করেছে, “বাস্তবে, ভারতীয় ড্রোনই নিয়ন্ত্রণ রেখা এবং কার্যকরী সীমানা বরাবর যুদ্ধবিরতি লঙ্ঘন করছে।”
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপের পর, পাকিস্তান এবং ভারত শনিবার (১০ মে) পূর্ণ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়। কয়েকদিন ধরে তীব্র সামরিক হামলা-পাল্টা হামলার ঘটনায় দুই পারমাণবিক শক্তিধর প্রতিবেশীর মধ্যে পূর্ণ মাত্রার যুদ্ধের আশঙ্কা তৈরি হয়েছিল।
যুদ্ধবিরতির পর, গতকাল সোমবার ভারত ও পাকিস্তানের সামরিক অভিযানের প্রধানদের মধ্যে প্রথমবার হটলাইনে কথা বলেছেন।
গত ২২ এপ্রিল ভারত-নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের পহেলগামে এক মারাত্মক সন্ত্রাসী হামলার পর পাকিস্তান এবং ভারতের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ভারত ওই হামলার সঙ্গে পাকিস্তান সরকারের সংশ্লিষ্টতার অভিযোগ তুলে গত সপ্তাহে পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা চালায়।
ভারতীয় হামলার জবাবে পাকিস্তানের সশস্ত্র বাহিনী ‘অপারেশন বুনিয়ানম মারসুস’ চালু করে প্রতিক্রিয়া জানায়।এরপর ভারত-পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা আসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পক্ষ থেকে। এর মধ্য দিয়ে চার দিনের তীব্র গোলাগুলি ও ক্ষেপণাস্ত্র হামলা বন্ধ হয়। তবে উভয় পক্ষই পরস্পরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের একাধিক অভিযোগ তুলেছে।
ঢাকা/ফিরোজ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
অতিধনীরা কি বেশি সুস্থ থাকে
ছবি: পেক্সেলস