আমি প্রবাসীর চ্যাটবট দিয়ে বিনা মূল্যে জীবনবৃত্তান্ত তৈরির সুযোগ
Published: 13th, May 2025 GMT
অভিবাসন খরচ কমানোর পাশাপাশি বিদেশে চাকরির জন্য আগ্রহী বাংলাদেশি নাগরিকদের বিভিন্ন সেবা দিয়ে থাকে আমি প্রবাসী ডিজিটাল প্ল্যাটফর্ম। প্ল্যাটফর্মটির মাধ্যমে অনলাইনে প্রয়োজনীয় সরকারি বিভিন্ন তথ্যও জানা যায়। এবার চাকরিপ্রার্থীদের সহায়তায় মেশিন লার্নিং চ্যাটবটভিত্তিক ‘সিভি বিল্ডার’ সুবিধা চালু করেছে আমি প্রবাসী প্ল্যাটফর্ম। নতুন এ সুবিধা কাজে লাগিয়ে খুব সহজেই চ্যাটবটের সঙ্গে আলোচনা করে মানসম্মত জীবনবৃত্তান্ত তৈরি করা যাবে। আজ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আমি প্রবাসী কর্তৃপক্ষ।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনেকেই নিজে বা অনলাইন টুলস ব্যবহার করে আকর্ষণীয় পেশাগত জীবনবৃত্তান্ত তৈরি করতে পারেন না। আর তাই আমি প্রবাসী প্ল্যাটফর্মে সম্প্রতি সিভি বিল্ডার সুবিধা চালু করা হয়েছে। নিজের দক্ষতা, অভিজ্ঞতা ও শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি তথ্য চ্যাটবটকে জানালেই মাত্র ৫ থেকে ৭ মিনিটের মধ্যে পেশাদার জীবনবৃত্তান্ত তৈরি করে দেবে সিভি বিল্ডার। চ্যাটবটের মাধ্যমে তৈরি জীবনবৃত্তান্ত পিডিএফ ফরম্যাটে ডাউনলোড করে সংরক্ষণ করা যাবে।
আমি প্রবাসী প্ল্যাটফর্মের ওয়েবসাইট ও অ্যাপে প্রবেশ করে সিভি বিল্ডার সুবিধাটি বিনা মূল্যে ব্যবহার করা যাবে। নতুন এ সুবিধা চালুর ফলে যাঁদের প্রযুক্তিগত দক্ষতা কম, তাঁরা সহজে মানসম্পন্ন পেশাদার জীবনবৃত্তান্ত তৈরি করতে পারবেন, যা তাঁদের চাকরি পাওয়ার সম্ভাবনা বৃদ্ধি করবে।
আমি প্রবাসী প্ল্যাটফর্মের ব্যবস্থাপনা পরিচালক তারিক ই হক বলেন, ‘সিভি বিল্ডার সুবিধাটি জীবনবৃত্তান্ত তৈরি অনেক সহজ করে দিয়েছে। বাংলায় মেশিন লার্নিং চ্যাটবটের সঙ্গে চ্যাট করে যে কেউ এখন নিজের জীবনবৃত্তান্ত তৈরি করতে পারবেন।’
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: জ বনব ত ত ন ত ত র প ল য টফর ম চ য টবট প রব স
এছাড়াও পড়ুন:
ইসরায়েলের কাছে ৫১ কোটি ডলারের বোমার সরঞ্জাম বিক্রির সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের
ইসরায়েলের কাছে ৫১ কোটি ডলার মূল্যের বোমার সরঞ্জাম বিক্রির প্রস্তাব অনুমোদন করেছে যুক্তরাষ্ট্র সরকার। এর মধ্যে কোনো হামলায় বোমাকে সুনির্দিষ্ট লক্ষ্যে পৌঁছে দেওয়ার জন্য ব্যবহৃত ‘বম্ব গাইডেন্স কিট’ও আছে।
ইরানের সঙ্গে সাম্প্রতিক সংঘাতে ইসরায়েল প্রচুর গোলাবারুদ ব্যবহার করার পর যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এমন ঘোষণা এল।
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা নিরাপত্তা সহযোগিতা সংস্থা (ডিএসসিএ) এক বিবৃতিতে বলেছে, ‘(প্রস্তাবিত) এ বিক্রি ইসরায়েলকে এখনকার ও ভবিষ্যতের হুমকি মোকাবিলায় সাহায্য করবে। এর মাধ্যমে তারা নিজেদের সীমান্ত, গুরুত্বপূর্ণ স্থাপনা ও মানুষের বসতি আরও ভালোভাবে রক্ষা করতে পারবে।’
২০১৮ সালে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের প্রথম মেয়াদ চলাকালে তিনি ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করেন। কয়েক সপ্তাহ ধরে ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তিতে ফেরার জন্য তিনি কূটনৈতিক সমাধানের পথ খুঁজছিলেন। তবে শেষ পর্যন্ত ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ গ্রহণ করার সিদ্ধান্ত নেন এবং দেশটির পারমাণবিক স্থাপনাগুলোতে মার্কিন হামলার নির্দেশ দেন তিনি।বিবৃতিতে আরও বলা হয়, ‘যুক্তরাষ্ট্র ইসরায়েলের নিরাপত্তা রক্ষায় অঙ্গীকারবদ্ধ। ইসরায়েলের আত্মরক্ষার সক্ষমতা যেন দৃঢ় ও প্রস্তুত থাকে, তা নিশ্চিত করাটা যুক্তরাষ্ট্রের জাতীয় স্বার্থের জন্য খুবই গুরুত্বপূর্ণ।’
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর ইসরায়েলের কাছে এসব সরঞ্জাম বিক্রির অনুমোদন দিয়েছে। আর ডিএসসিএ বিষয়টি কংগ্রেসকে জানিয়েছে। তবে এ ব্যাপারে কংগ্রেস এখনো অনুমতি দেয়নি।
গত ১৩ জুন ইরানের পারমাণবিক কেন্দ্র, বিজ্ঞানী ও শীর্ষ সেনা কর্মকর্তাদের লক্ষ্য করে ইসরায়েল বড় ধরনের বিমান হামলা চালায়। ইসরায়েল চায় ইরান যেন তাদের পারমাণবিক কর্মসূচি বন্ধ করে দেয়। আর ইরান বলে আসছে, তাদের পারমাণবিক কর্মসূচির উদ্দেশ্য বেসামরিক। তবে যুক্তরাষ্ট্র ও এর মিত্ররা মনে করে, ইরান আসলে পারমাণবিক অস্ত্র বানাতে চায়।
২০১৮ সালে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের প্রথম মেয়াদ চলাকালে তিনি ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করেন। কয়েক সপ্তাহ ধরে ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তিতে ফেরার জন্য তিনি কূটনৈতিক সমাধানের পথ খুঁজছিলেন। তবে শেষ পর্যন্ত ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ গ্রহণ করার সিদ্ধান্ত নেন এবং দেশটির পারমাণবিক স্থাপনাগুলোতে মার্কিন হামলার নির্দেশ দেন তিনি।
গত সপ্তাহে ইরান-ইসরায়েল যুদ্ধবিরতি হয়েছে। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, তিনি কখনোই তেহরানকে আবারও পারমাণবিক স্থাপনা গড়ে তুলতে দেবেন না। এতে ভবিষ্যতে আবার সংঘাত হওয়ার আশঙ্কা বাড়ছে।