অভিবাসন খরচ কমানোর পাশাপাশি বিদেশে চাকরির জন্য আগ্রহী বাংলাদেশি নাগরিকদের বিভিন্ন সেবা দিয়ে থাকে আমি প্রবাসী ডিজিটাল প্ল্যাটফর্ম। প্ল্যাটফর্মটির মাধ্যমে অনলাইনে প্রয়োজনীয় সরকারি বিভিন্ন তথ্যও জানা যায়। এবার চাকরিপ্রার্থীদের সহায়তায় মেশিন লার্নিং চ্যাটবটভিত্তিক ‘সিভি বিল্ডার’ সুবিধা চালু করেছে আমি প্রবাসী প্ল্যাটফর্ম। নতুন এ সুবিধা কাজে লাগিয়ে খুব সহজেই চ্যাটবটের সঙ্গে আলোচনা করে মানসম্মত জীবনবৃত্তান্ত তৈরি করা যাবে। আজ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আমি প্রবাসী কর্তৃপক্ষ।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনেকেই নিজে বা অনলাইন টুলস ব্যবহার করে আকর্ষণীয় পেশাগত জীবনবৃত্তান্ত তৈরি করতে পারেন না। আর তাই আমি প্রবাসী প্ল্যাটফর্মে সম্প্রতি সিভি বিল্ডার সুবিধা চালু করা হয়েছে। নিজের দক্ষতা, অভিজ্ঞতা ও শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি তথ্য চ্যাটবটকে জানালেই মাত্র ৫ থেকে ৭ মিনিটের মধ্যে পেশাদার জীবনবৃত্তান্ত তৈরি করে দেবে সিভি বিল্ডার। চ্যাটবটের মাধ্যমে তৈরি জীবনবৃত্তান্ত পিডিএফ ফরম্যাটে ডাউনলোড করে সংরক্ষণ করা যাবে।

আমি প্রবাসী প্ল্যাটফর্মের ওয়েবসাইট ও অ্যাপে প্রবেশ করে সিভি বিল্ডার সুবিধাটি বিনা মূল্যে ব্যবহার করা যাবে। নতুন এ সুবিধা চালুর ফলে যাঁদের প্রযুক্তিগত দক্ষতা কম, তাঁরা সহজে মানসম্পন্ন পেশাদার জীবনবৃত্তান্ত তৈরি করতে পারবেন, যা তাঁদের চাকরি পাওয়ার সম্ভাবনা বৃদ্ধি করবে।

আমি প্রবাসী প্ল্যাটফর্মের ব্যবস্থাপনা পরিচালক তারিক ই হক বলেন, ‘সিভি বিল্ডার সুবিধাটি জীবনবৃত্তান্ত তৈরি অনেক সহজ করে দিয়েছে। বাংলায় মেশিন লার্নিং চ্যাটবটের সঙ্গে চ্যাট করে যে কেউ এখন নিজের জীবনবৃত্তান্ত তৈরি করতে পারবেন।’

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: জ বনব ত ত ন ত ত র প ল য টফর ম চ য টবট প রব স

এছাড়াও পড়ুন:

হজযাত্রী গ্রাহকদের জন্য ইস্টার্ন ব্যাংকের ‘সুখী’ অ্যাপ

হজ পালনকারী ইবিএল গ্রাহকরা গ্রামীন ডিজিটাল হেলথকেয়ার সল্যুশন্স এর উদ্ভাবিত ‘সুখী’ অ্যাপের মাধ্যমে ২৪ ঘণ্টা স্বাস্থ্যসেবা গ্রহণ করতে পারবেন। এর সম্পূর্ণ ব্যয় বহন করবে ইবিএল।

সোমবার ঢাকাস্থ ইবিএল প্রধান কার্যালয়ে উভয় প্রতিষ্ঠানের মধ্যে এতদসংক্রান্ত একটি পার্টনারশীপ চুক্তি স্বাক্ষরিত হয়। বাংলাদেশের ব্যাংকিং খাতে এটি এজাতীয় প্রথম উদ্যোগ। এর লক্ষ্য হলো, হজ পালনকালে গ্রাহকদের মানসিক স্বস্তি এবং অত্যাবশ্যকীয় মেডিকেল সেবাপ্রাপ্তি নিশ্চিত করা। 

ইবিএল ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আলী রেজা ইফতেখার এ প্রসঙ্গে বলেন, ‘এই পার্টনারশীপ গ্রাহকদের অভিজ্ঞতা আরও সুখকর করতে এবং একই সঙ্গে বাংলাদেশের বৃহত্তর স্বাস্থ্যসেবা ইকোসিস্টেমে অর্থপূর্ণ ভূমিকা রাখতে ইবিএল এর অঙ্গীকারের প্রতিফলন।’
 
পার্টনারশীপ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গ্রামীণ ডিজিটাল হেলথকেয়ার সল্যুশন্সের প্রধান নির্বাহী ড. আহমেদ আরমান সিদ্দিকী, সিবিও মো. সোলাইমুন রাসেল, ইবিএল ব্যবস্থাপনা পরিচালক আলী রেজা ইফতেখার, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আহমেদ শাহীন, উপ-ব্যবস্থাপনা পরিচালক রিয়াদ মাহমুদ চৌধুরী, ট্রানজেকশন ব্যাংকিং প্রধান মো. জাবেদুল আলমসহ আরও অনেকে। সংবাদ বিজ্ঞপ্তি

সম্পর্কিত নিবন্ধ