বর্তমান বিশ্ব কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কারণে প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে। নতুন প্রজন্মকে সেই পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নিজেদের প্রযুক্তি–দক্ষতা বাড়াতে হবে। তাহলে বৈশ্বিক লড়াইয়ে টিকে থাকা সম্ভব হবে। ‘বাংলাদেশ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অলিম্পিয়াড ২০২৫ ’-এর জাতীয় পর্বের অতিথি ও আয়োজকেরা এ আহ্বান জানান।

বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) ও বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির (বিইউবিটি) আয়োজনে এবং রিভচ্যাটের পাওয়ার্ড বাই পৃষ্ঠপোষকতায় মিরপুরের বিইউবিটি ক্যাম্পাসে গতকাল শনিবার এআই অলিম্পিয়াডের জাতীয় পর্ব অনুষ্ঠিত হয়।

প্রায় এক হাজার নিবন্ধিত প্রতিযোগীর মধ্যে বাছাইপর্বে নির্বাচিত ৪০০ জন জাতীয় পর্বে অংশ নেন। সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ বি এম শওকত আলী অলিম্পিয়াডের উদ্বোধন করেন। এরপর আয়োজিত হয় পাঁচ ঘণ্টাব্যাপী ‘মেশিন লার্নিং ও প্রোগ্রামিং কনটেস্ট’ ও এআই কুইজ প্রতিযোগিতা।

কুইজ প্রতিযোগিতা শেষে শিক্ষার্থীদের জন্য আয়োজন করা হয় ‘লিভিং ইন এআই এরা’ শীর্ষক প্যানেল আলোচনা ও প্রশ্নোত্তর পর্ব এবং ক্যাগল প্ল্যাটফর্ম ব্যবহার বিষয়ক কর্মশালা। বিকেলে শিক্ষার্থীদের সঙ্গে কথোপকথনে অংশ নেন বিক্রুটের প্রতিষ্ঠাতা ধনঞ্জয় বিশ্বাস।

বিকেলে সমাপনী পর্বের গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের বিশিষ্ট অধ্যাপক মোহাম্মদ কায়কোবাদ। তিনি শিক্ষার্থীদের হাল না ছেড়ে নিরন্তরভাবে সমস্যা সমাধানে লেগে থাকার আহ্বান জানান। এই পর্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের যুগ্ম সচিব ও ডিজিটাল নিরাপত্তা এজেন্সির মহাপরিচালক মো.

তৈয়বুর রহমান, আইকিউএসির পরিচালক অধ্যাপক শান্তি নারায়ণ গোষ, সিএসই বিভাগের চেয়ারম্যান মো. সাইফুর রহমান, রিভচ্যাটের ব্যবস্থাপনা পরিচালক এম রেজাউল হাসান ও বিডিএআইওর দলনেতা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যপ্রযুক্তি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক বি এম মইনুল হোসেন।

সমাপনী পর্বে মেশিন লার্নিং প্রতিযোগিতায় ১২ জন এবং কুইজ প্রতিযোগিতায় ২০ জনকে বিজয়ী ঘোষণা করে পুরস্কৃত করা হয়। আয়োজকেরা জানান, পরবর্তী সময়ে ক্যাম্পের মাধ্যে আগামী আগস্টে চীনে অনুষ্ঠেয় দ্বিতীয় আন্তর্জাতিক এআই অলিম্পিয়াডের জন্য বাংলাদেশ দল নির্বাচন করা হবে। এ আয়োজনের পার্টনার ছিল কিশোর আলো ও বিজ্ঞান চিন্তা।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: অল ম প য় ড

এছাড়াও পড়ুন:

খুলনায় বিএনপি নেতার অফিসে বোমা-গুলি, শিক্ষক নিহত

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) আইটি গেট সংলগ্ন বিএনপি নেতার দলীয় কার্যালয়ে গুলি ও বোমা হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। এ ঘটনায় ইমদাদুল নামে এক শিক্ষক নিহত হয়েছেন। যোগীপোল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ইউপি সদস্য মামুন শেখ (৪৫) ও মিজানুর রহমান নামে দুই ব্যক্তি আহত হয়েছেন।

রবিবার (২ নভেম্বর) রাত ৯টার দিকে ঘটনাটি ঘটে। বিষয়টি নিশ্চিত করে আড়ংঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ খায়রুল বাশার।

আরো পড়ুন:

ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিপক্ষের হামলা: গুলিবিদ্ধ যুবকের মৃত্যু

নবীনগরে গুলিবিদ্ধ ৩

তিনি বলেন, ‍“ঘটনাস্থল থেকে একটি ব্যাগ উদ্ধার করা হয়েছে। তার ভেতর ভুসি রাখা ছিল। ধারণা করা হচ্ছে, এর ভেতরেই বোমা নিয়ে আসা হয়েছিল।” পেশাদার কিলারের সম্পৃক্তা থাকতে পারে বলে ধারণা করছেন ওসি।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৯টার দিকে বিএনপি নেতা মামুন শেখ স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে অফিসে বসেছিলেন। এ সময় সন্ত্রাসীরা অফিস লক্ষ্য করে পরপর দুইটি বোমা ও চার রাউন্ড গুলি ছুড়ে নির্বিঘ্নে পালিয়ে যায়। পরে নেতাকর্মী ও স্বজনরা গুরুতর আহত মামুনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

খানজাহান আলী থানা বিএনপির সভাপতি কাজী মিজানুর রহমান বলেন, “যোগীপোল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মামুন শেখকে সন্ত্রাসীরা গুলি করেছে। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।”

যোগীপোল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মীর শওকত হোসেন হিট্টু বলেন, “ঘটনার সময় আমি ফুলবাড়িগেটে ছিলাম। শুনেছি, আমাদের সাংগঠনিক সম্পাদক মামুনকে সন্ত্রাসীরা গুলি করেছে। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।”

ঢাকা/নূরুজ্জামান/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ