বর্তমান বিশ্ব কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কারণে প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে। নতুন প্রজন্মকে সেই পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নিজেদের প্রযুক্তি–দক্ষতা বাড়াতে হবে। তাহলে বৈশ্বিক লড়াইয়ে টিকে থাকা সম্ভব হবে। ‘বাংলাদেশ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অলিম্পিয়াড ২০২৫ ’-এর জাতীয় পর্বের অতিথি ও আয়োজকেরা এ আহ্বান জানান।

বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) ও বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির (বিইউবিটি) আয়োজনে এবং রিভচ্যাটের পাওয়ার্ড বাই পৃষ্ঠপোষকতায় মিরপুরের বিইউবিটি ক্যাম্পাসে গতকাল শনিবার এআই অলিম্পিয়াডের জাতীয় পর্ব অনুষ্ঠিত হয়।

প্রায় এক হাজার নিবন্ধিত প্রতিযোগীর মধ্যে বাছাইপর্বে নির্বাচিত ৪০০ জন জাতীয় পর্বে অংশ নেন। সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ বি এম শওকত আলী অলিম্পিয়াডের উদ্বোধন করেন। এরপর আয়োজিত হয় পাঁচ ঘণ্টাব্যাপী ‘মেশিন লার্নিং ও প্রোগ্রামিং কনটেস্ট’ ও এআই কুইজ প্রতিযোগিতা।

কুইজ প্রতিযোগিতা শেষে শিক্ষার্থীদের জন্য আয়োজন করা হয় ‘লিভিং ইন এআই এরা’ শীর্ষক প্যানেল আলোচনা ও প্রশ্নোত্তর পর্ব এবং ক্যাগল প্ল্যাটফর্ম ব্যবহার বিষয়ক কর্মশালা। বিকেলে শিক্ষার্থীদের সঙ্গে কথোপকথনে অংশ নেন বিক্রুটের প্রতিষ্ঠাতা ধনঞ্জয় বিশ্বাস।

বিকেলে সমাপনী পর্বের গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের বিশিষ্ট অধ্যাপক মোহাম্মদ কায়কোবাদ। তিনি শিক্ষার্থীদের হাল না ছেড়ে নিরন্তরভাবে সমস্যা সমাধানে লেগে থাকার আহ্বান জানান। এই পর্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের যুগ্ম সচিব ও ডিজিটাল নিরাপত্তা এজেন্সির মহাপরিচালক মো.

তৈয়বুর রহমান, আইকিউএসির পরিচালক অধ্যাপক শান্তি নারায়ণ গোষ, সিএসই বিভাগের চেয়ারম্যান মো. সাইফুর রহমান, রিভচ্যাটের ব্যবস্থাপনা পরিচালক এম রেজাউল হাসান ও বিডিএআইওর দলনেতা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যপ্রযুক্তি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক বি এম মইনুল হোসেন।

সমাপনী পর্বে মেশিন লার্নিং প্রতিযোগিতায় ১২ জন এবং কুইজ প্রতিযোগিতায় ২০ জনকে বিজয়ী ঘোষণা করে পুরস্কৃত করা হয়। আয়োজকেরা জানান, পরবর্তী সময়ে ক্যাম্পের মাধ্যে আগামী আগস্টে চীনে অনুষ্ঠেয় দ্বিতীয় আন্তর্জাতিক এআই অলিম্পিয়াডের জন্য বাংলাদেশ দল নির্বাচন করা হবে। এ আয়োজনের পার্টনার ছিল কিশোর আলো ও বিজ্ঞান চিন্তা।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: অল ম প য় ড

এছাড়াও পড়ুন:

আজ টিভিতে যা দেখবেন (১৮ সেপ্টেম্বর ২০২৫)

এশিয়া কাপে আজ মুখোমুখি শ্রীলঙ্কা ও আফগানিস্তান। চ্যাম্পিয়নস লিগে মাঠে নামবে ম্যানচেস্টার সিটি, নাপোলি, বার্সেলোনা।

সিপিএল: কোয়ালিফায়ার-১

গায়ানা-সেন্ট লুসিয়া
সকাল ৬টা, স্টার স্পোর্টস ২

এশিয়া কাপ ক্রিকেট

আফগানিস্তান-শ্রীলঙ্কা
রাত ৮-৩০ মি., টি স্পোর্টস ও নাগরিক

অ্যাথলেটিকস

বিশ্ব চ্যাম্পিয়নশিপ
বেলা ৩টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১

উয়েফা চ্যাম্পিয়নস লিগ

কোপেনহেগেন-লেভারকুসেন
রাত ১০-৪৫ মি., সনি স্পোর্টস ২

ম্যানচেস্টার সিটি-নাপোলি
রাত ১টা, সনি স্পোর্টস ১

নিউক্যাসল-বার্সেলোনা
রাত ১টা, সনি স্পোর্টস ২

ফ্রাঙ্কফুর্ট-গালাতাসারাই
রাত ১টা, সনি স্পোর্টস ৫

সম্পর্কিত নিবন্ধ