ভারতে মহেন্দ্র সিং ধোনির চেয়ে বড় ক্রিকেটার কেউ নেই। কারও হয়তো রান বেশি, কারও উইকেট বেশি। কিন্তু ভক্ত–সমর্থক সবচেয়ে বেশি ধোনিরই। আর এমনটাই মনে করেন ভারতের সাবেক ক্রিকেটার হরভজন সিং।

হরভজন কথাগুলো বলেছেন এমন এক দিনে, যখন বিরাট কোহলিকে ট্রিবিউট দিতে এম চিন্নাস্বামী গ্যালারিতে তাঁর ১৮ নম্বর জার্সি পরে হাজির হয়েছেন দর্শক। হরভজনের মতে, ধোনির ভক্তরাই আসল ভক্ত। বাকি যা দেখা যায় ভাড়াটে।

এক সপ্তাহ বন্ধ থাকার পর ফের আইপিএল শুরু হয়েছে শনিবার। এদিন বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে ছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও কলকাতা নাইট রাইডার্সের ম্যাচ। এটি ছিল কোহলি টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণার পর বেঙ্গালুরুর ঘরের মাঠে প্রথম ম্যাচ। যে কারণে সাবেক অধিনায়কের টেস্ট ক্যারিয়ারকে সম্মান জানাতে তাঁর নাম ও নম্বরের জার্সি পরে হাজির হয়েছিলেন দর্শক। গ্যালারিতে ছিল বড় বড় ব্যানারও।

কোহলির সম্মানে তাঁর টেস্ট জার্সি পরে বেঙ্গালুরু ম্যাচের গ্যালারিতে হাজির হন সমর্থকেরা।.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

আসল ভক্ত শুধু ধোনিরই আছে, বাকি সব ভাড়াটে—কাকে খোঁচা দিলেন হরভজন

ভারতে মহেন্দ্র সিং ধোনির চেয়ে বড় ক্রিকেটার কেউ নেই। কারও হয়তো রান বেশি, কারও উইকেট বেশি। কিন্তু ভক্ত–সমর্থক সবচেয়ে বেশি ধোনিরই। আর এমনটাই মনে করেন ভারতের সাবেক ক্রিকেটার হরভজন সিং।

হরভজন কথাগুলো বলেছেন এমন এক দিনে, যখন বিরাট কোহলিকে ট্রিবিউট দিতে এম চিন্নাস্বামী গ্যালারিতে তাঁর ১৮ নম্বর জার্সি পরে হাজির হয়েছেন দর্শক। হরভজনের মতে, ধোনির ভক্তরাই আসল ভক্ত। বাকি যা দেখা যায় ভাড়াটে।

এক সপ্তাহ বন্ধ থাকার পর ফের আইপিএল শুরু হয়েছে শনিবার। এদিন বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে ছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও কলকাতা নাইট রাইডার্সের ম্যাচ। এটি ছিল কোহলি টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণার পর বেঙ্গালুরুর ঘরের মাঠে প্রথম ম্যাচ। যে কারণে সাবেক অধিনায়কের টেস্ট ক্যারিয়ারকে সম্মান জানাতে তাঁর নাম ও নম্বরের জার্সি পরে হাজির হয়েছিলেন দর্শক। গ্যালারিতে ছিল বড় বড় ব্যানারও।

কোহলির সম্মানে তাঁর টেস্ট জার্সি পরে বেঙ্গালুরু ম্যাচের গ্যালারিতে হাজির হন সমর্থকেরা।

সম্পর্কিত নিবন্ধ