আসল ভক্ত শুধু ধোনিরই আছে, বাকি সব ভাড়াটে—কাকে খোঁচা দিলেন হরভজন
Published: 18th, May 2025 GMT
ভারতে মহেন্দ্র সিং ধোনির চেয়ে বড় ক্রিকেটার কেউ নেই। কারও হয়তো রান বেশি, কারও উইকেট বেশি। কিন্তু ভক্ত–সমর্থক সবচেয়ে বেশি ধোনিরই। আর এমনটাই মনে করেন ভারতের সাবেক ক্রিকেটার হরভজন সিং।
হরভজন কথাগুলো বলেছেন এমন এক দিনে, যখন বিরাট কোহলিকে ট্রিবিউট দিতে এম চিন্নাস্বামী গ্যালারিতে তাঁর ১৮ নম্বর জার্সি পরে হাজির হয়েছেন দর্শক। হরভজনের মতে, ধোনির ভক্তরাই আসল ভক্ত। বাকি যা দেখা যায় ভাড়াটে।
এক সপ্তাহ বন্ধ থাকার পর ফের আইপিএল শুরু হয়েছে শনিবার। এদিন বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে ছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও কলকাতা নাইট রাইডার্সের ম্যাচ। এটি ছিল কোহলি টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণার পর বেঙ্গালুরুর ঘরের মাঠে প্রথম ম্যাচ। যে কারণে সাবেক অধিনায়কের টেস্ট ক্যারিয়ারকে সম্মান জানাতে তাঁর নাম ও নম্বরের জার্সি পরে হাজির হয়েছিলেন দর্শক। গ্যালারিতে ছিল বড় বড় ব্যানারও।
কোহলির সম্মানে তাঁর টেস্ট জার্সি পরে বেঙ্গালুরু ম্যাচের গ্যালারিতে হাজির হন সমর্থকেরা।.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
আবার ‘লাস্ট মিনিট শো’, জন্মদিনের রাতে স্লটকে জয় উপহার ফন ডাইকের
লিভারপুল ৩–২ আতলেতিকো মাদ্রিদ
জন্মদিনের রাতে এর চেয়ে ভালো উপহার আর কী হতে পারে!
রেফারি শেষ বাঁশি বাজাতেই মাঠে ঢুকে পড়লেন আর্নে স্লট। লিভারপুলের সমর্থকেরা তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে থাকলেন, দল জেতায় অভিনন্দনও জানালেন। মুখে চওড়া হাসি নিয়ে হাত নেড়ে স্লট সেই অভিবাদনের জবাব দিলেন।
ভার্জিল ফন ডাইকের সঙ্গে আলিঙ্গনের সময় স্লটকে একটু বেশিই খুশি মনে হলো। কারণ, লিভারপুল অধিনায়ক ফন ডাইক ত্রাতার ভূমিকায় আবির্ভূত না হলে তাঁর বিশেষ রাতটা যে অনেকটাই পানসে হয়ে যেত!
২০২৫–২৬ মৌসুমে শেষ মুহূর্তে জয়সূচক গোল করাকে অভ্যাস বানিয়ে ফেলেছে লিভারপুল। যেটিকে বলা হচ্ছে লাস্ট মিনিট শো, কয়েকটি সংবাদমাধ্যম নাম দিয়েছে স্লট টাইম।
এবার সেই শো–এর নায়ক ফন ডাইক। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে তাঁর হেডারেই আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ড্রয়ের পথে থাকা ম্যাচটা ৩–২ গোলে জিতে চ্যাম্পিয়নস লিগে শুভসূচনা করল লিভারপুল।
এ নিয়ে এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা পাঁচ ম্যাচ জিতল লিভারপুল। সবকটি ম্যাচে অলরেডরা জয়সূচক গোল করল ৮০ মিনিটের পর; এর তিনটিই যোগ করা সময়ে।