গুগলের নোটবুকএলএম এআই টুলে যুক্ত হচ্ছে ভিডিও ওভারভিউস, যে সুবিধা পাওয়া যাবে
Published: 18th, May 2025 GMT
গবেষণাভিত্তিক বিভিন্ন কাজে সহজে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহারের সুযোগ দিতে বেশ কার্যকর গুগলের তৈরি ‘নোটবুকএলএম’ টুল। এআই প্রযুক্তিনির্ভর টুলটি কাজে লাগিয়ে গবেষণার বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য সহজেই নোট আকারে সংরক্ষণ করা যায়। এবার গবেষকদের সংরক্ষণ করা বিভিন্ন তথ্য বা নোটকে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওতে রূপান্তরের জন্য নোটবুকএলএম টুলে ‘ভিডিও ওভারভিউস’ নামের সুবিধা যুক্ত করতে যাচ্ছে গুগল। সুবিধাটি চালু হলে ব্যবহারকারীর সহজেই সংরক্ষিত নোট থেকে স্বয়ংক্রিয়ভাবে ভিডিও তৈরি করতে পারবেন।
নোটবুকএলএম এআই টুলে ভিডিও ওভারভিউস সুবিধার কার্যকারিতা পরখ করছে গুগল। ধারণা করা হচ্ছে, গুগলের ‘ভিও ২’ প্রযুক্তি ব্যবহার করে ভিডিও ওভারভিউস সুবিধাটি চালু করা হবে। গুগলের দাবি, ভিও ২ প্রযুক্তি মানুষের নড়াচড়া এবং মুখাবয়বের অভিব্যক্তি বিশ্লেষণ করে অত্যন্ত বাস্তবধর্মী ভিডিও তৈরি করতে পারে। এ প্রযুক্তি দিয়ে কয়েক মিনিট দৈর্ঘ্যের ভিডিও তৈরি করা সম্ভব।
২০২৩ সালের সেপ্টেম্বরে গুগল ‘অডিও ওভারভিউস’ ফিচার চালু করে। এ সুবিধার মাধ্যমে ব্যবহারকারীরা সংরক্ষিত নোট থেকে একটি পূর্ণাঙ্গ পডকাস্ট তৈরি করতে পারেন। এবার সেই সুবিধার পাশেই নোটবুকএলএমের ড্যাশবোর্ডে ভিডিও ওভারভিউস নামে একটি নতুন অপশন দেখা যাবে।
প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম অ্যান্ড্রয়েড অথরিটির তথ্য মতে, চলতি মাসে অনুষ্ঠেয় গুগল আই/ও ২০২৫ সম্মেলনে ভিডিও ওভারভিউসের আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। এরই মধ্যে নোটবুকএলএমের ‘স্টুডিও’ বিভাগে কিছু পরিবর্তন এনেছে গুগল। ব্যবহারকারীর অভিজ্ঞতা বাড়াতে নতুন ইন্টারফেসসহ ‘এডিটরস পিকস’ নামের একটি বিভাগ যুক্ত করা হয়েছে।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
৫ দফা দাবিতে জামায়াতের বিক্ষোভ সমাবেশ শুরু
আগামী ফেব্রুয়ারিতে জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠানসহ ৫ দফা দাবিতে জামায়াতে ইসলামীর পূর্বঘোষিত বিক্ষোভ সমাবেশ শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেল ৫টায় রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ ফটকে এই সমাবেশ শুরু হয়।
সমাবেশে সভাপতিত্ব করছেন জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল। দলের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ও সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ কেন্দ্রীয় ও ঢাকা মহানগর কমিটির নেতারা সমাবেশে বক্তব্য দেবেন। জামায়াতের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার উদ্যোগে এ কর্মসূচি পালিত হচ্ছে।
জামায়াত সূত্র জানিয়েছে, সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হবে। মিছিলটি বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ ফটক থেকে বের হয়ে পুরানা পল্টন মোড়, জাতীয় প্রেসক্লাব ও মৎস্য ভবনের পাশ দিয়ে শাহবাগ পর্যন্ত যেতে পারে।
এর আগে গত ১৫ সেপ্টেম্বর জামায়াতের কেন্দ্রীয় কার্যালয় সংলগ্ন আল ফালাহ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ৫ দফা দাবিতে তিনদিনের কর্মসূচি ঘোষণা করে দলটি।
জামায়াতের দাবিগুলো হলো- জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করা; আগামী জাতীয় নির্বাচনে সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা; অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড (সবার জন্য সমান সুযোগ) নিশ্চিত করা; ফ্যাসিস্ট সরকারের সব জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা এবং স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।
একই দাবিতে আগামীকাল ১৯ সেপ্টেম্বর দেশের সব বিভাগীয় শহরে বিক্ষোভ মিছিল এবং ২৬ সেপ্টেম্বর দেশের সব জেলা বা উপজেলায় বিক্ষোভ মিছিল করবে জামায়াতে ইসলামী।