গবেষণাভিত্তিক বিভিন্ন কাজে সহজে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহারের সুযোগ দিতে বেশ কার্যকর গুগলের তৈরি ‘নোটবুকএলএম’ টুল। এআই প্রযুক্তিনির্ভর টুলটি কাজে লাগিয়ে গবেষণার বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য সহজেই নোট আকারে সংরক্ষণ করা যায়। এবার গবেষকদের সংরক্ষণ করা বিভিন্ন তথ্য বা নোটকে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওতে রূপান্তরের জন্য নোটবুকএলএম টুলে ‘ভিডিও ওভারভিউস’ নামের সুবিধা যুক্ত করতে যাচ্ছে গুগল। সুবিধাটি চালু হলে ব্যবহারকারীর সহজেই সংরক্ষিত নোট থেকে স্বয়ংক্রিয়ভাবে ভিডিও তৈরি করতে পারবেন।

নোটবুকএলএম এআই টুলে ভিডিও ওভারভিউস সুবিধার কার্যকারিতা পরখ করছে গুগল। ধারণা করা হচ্ছে, গুগলের ‘ভিও ২’ প্রযুক্তি ব্যবহার করে ভিডিও ওভারভিউস সুবিধাটি চালু করা হবে। গুগলের দাবি, ভিও ২ প্রযুক্তি মানুষের নড়াচড়া এবং মুখাবয়বের অভিব্যক্তি বিশ্লেষণ করে অত্যন্ত বাস্তবধর্মী ভিডিও তৈরি করতে পারে। এ প্রযুক্তি দিয়ে কয়েক মিনিট দৈর্ঘ্যের ভিডিও তৈরি করা সম্ভব।

২০২৩ সালের সেপ্টেম্বরে গুগল ‘অডিও ওভারভিউস’ ফিচার চালু করে। এ সুবিধার মাধ্যমে ব্যবহারকারীরা সংরক্ষিত নোট থেকে একটি পূর্ণাঙ্গ পডকাস্ট তৈরি করতে পারেন। এবার সেই সুবিধার পাশেই নোটবুকএলএমের ড্যাশবোর্ডে ভিডিও ওভারভিউস নামে একটি নতুন অপশন দেখা যাবে।

প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম অ্যান্ড্রয়েড অথরিটির তথ্য মতে, চলতি মাসে অনুষ্ঠেয় গুগল আই/ও ২০২৫ সম্মেলনে ভিডিও ওভারভিউসের আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। এরই মধ্যে নোটবুকএলএমের ‘স্টুডিও’ বিভাগে কিছু পরিবর্তন এনেছে গুগল। ব্যবহারকারীর অভিজ্ঞতা বাড়াতে নতুন ইন্টারফেসসহ ‘এডিটরস পিকস’ নামের একটি বিভাগ যুক্ত করা হয়েছে।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ব যবহ র স রক ষ

এছাড়াও পড়ুন:

ফেডারেল রিজার্ভের প্রধানকে পদত্যাগের আহ্বান

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের প্রধান জেরোম পাওয়েলকে এখনই পদত্যাগ করার আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লিখেছেন, অনেক দেরি হয়ে গেছে, অবিলম্বে পদত্যাগ করা উচিত।

পোস্টে ট্রাম্প একটি সংবাদের লিংকও যুক্ত করেন। ওই সংবাদে মার্কিন আবাসন খাত নিয়ন্ত্রক সংস্থার একজন কর্মকর্তা ওয়াশিংটনে ফেডারেল রিজার্ভের সদরদপ্তরের সংস্কার বিষয়ে পাওয়েলের দেওয়া সাক্ষ্য তদন্ত করে দেখার আহ্বান জানিয়েছেন।

ট্রাম্পের হাত ধরেই ফেডারেল রিজার্ভের প্রধান হন পাওয়েল। প্রেসিডেন্ট হিসেবে নিজের প্রথম মেয়াদে পাওয়েলকে নিয়োগ দেন ট্রাম্প। তবে পাওয়েলকে পদচ্যুত করার ক্ষমতা প্রেসিডেন্টের হাতে আছে কিনা, স্পষ্ট নয়। বিবিসি।

সম্পর্কিত নিবন্ধ