অধ্যাদেশ বাতিল না হওয়া পর্যন্ত এনবিআরে কলমবিরতির ঘোষণা
Published: 18th, May 2025 GMT
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্তির অধ্যাদেশ সংশোধন নয়, সরাসরি বাতিল চেয়েছেন সংস্থাটির কর্মকর্তা-কর্মচারীদের সমন্বয়ে গঠিত প্ল্যাটফর্ম ‘এনবিআর সংস্কার ঐক্য পরিষদ’। দাবি আদায় না হওয়া পর্যন্ত কলমবিরতি কর্মসূচি চলমান রাখার ঘোষণা দিয়েছেন পরিষদ। রোববার আগারগাঁও এনবিআর ভবনে এক সংবাদ সম্মেলনে এসব ঘোষণা দেন ঐক্য পরিষদের কর্মকর্তারা।
সংবাদ সম্মেলনে ঐক্য পরিষদের নেতারা বলেন, গত চার দিনের ধারাবাহিকতায় সোমবার সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ৬ ঘণ্টা কর্মসূচি চলবে।
সংগঠনের পক্ষে অতিরিক্ত কর কমিশনার সেহেলা সিদ্দিকী বলেন, গুরুত্বপূর্ণ অংশীজনদের মতামত উপেক্ষা ও সংস্কার কমিটির সুপারিশ প্রকাশ না করে নজিরবিহীনভাবে দ্রুত ও গোপনীয়তার সঙ্গে অধ্যাদেশ জারি করা হয়েছে। এই সংস্কারের উদ্দেশ্য ও কার্যকারিতা নিয়ে ইতোমধ্যে রাজনৈতিক, ব্যবসায়ী মহল, পলিসি থিংক-ট্যাংকসহ বিভিন্ন মহল প্রশ্ন তুলেছেন।
তিনি বলেন, রাজস্ব ব্যবস্থা সংস্কারের নামে ৫০ বছরের ঐতিহ্যবাহী এনবিআরকে বিলুপ্ত করে দেওয়া হয়েছে কোনো কারণ ছাড়াই। যেখানে রাজস্ব এজেন্সিকে সংস্কারের মাধ্যমে শক্তিশালী করা প্রয়োজন। সেখানে এটিকে বিলুপ্ত করে রাজস্ব কার্যক্রম পরিচালনার জন্য অর্থ মন্ত্রণালয়ে দুটি বিভাগ সৃষ্টি করা হচ্ছে; যা রাজস্ব ব্যবস্থাপনার আন্তর্জাতিক রীতিনীতির সম্পূর্ণ পরিপন্থি।
বিলুপ্ত নয়, এনবিআরকে স্বতন্ত্র ও শক্তিশালী এজেন্সি হিসেবে রাখতে হবে এমন দাবি করে সেহেলা সিদ্দিকী বলেন, এনবিআরে গত ৪৫ বছর ধরে ফুলটাইম চেয়ারম্যান নেই। অভ্যন্তরীণ সম্পদ বিভাগের যিনি সচিব তিনি সচিবালয়ে দায়িত্বের পাশাপাশি এনবিআরের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। যদিও এই দুইটা ভিন্ন পদ। পোর্টফোলিও ভিন্ন। এই সচিবরা ভিন্ন ক্যাডার থেকে আসেন। ফলে তাদের আয়কর, ভ্যাট এবং কাস্টমসসহ রাজস্ব আইন ও পদ্ধতি অভিজ্ঞতা এবং পেশাগত জ্ঞান থাকে না। এতে এনবিআরের কাজকর্ম মারাত্মকভাবে ব্যাহত হয়।
আন্দোলনে সাময়িক অসুবিধার জন্য করদাতা ও সেবাপ্রার্থীদের কাছে দুঃখ প্রকাশ করেছে ঐক্য পরিষদ। সংগঠনের পক্ষে উপকমিশনার সানজিদা খানম বলেন, রাজস্ব নীতি ও ব্যবস্থাপনা আলাদা করার পক্ষে। কিন্তু সেটি হতে হবে বাস্তবমুখী, অংশীজনের মতামতভিত্তিক এবং কর্মকর্তা-কর্মচারীদের দক্ষতা ও অভিজ্ঞতার সর্বোচ্চ মূল্যায়নের মাধ্যমে। দাবি আদায় হলে নির্ধারিত অফিস সময়ের বাইরে অতিরিক্ত সময়ে কাজ করে এনবিআরের অনিষ্পন্ন কার্যক্রম সম্পন্ন করা হবে।
এদিকে আজ এনবিআরের জনসংযোগ কর্মকর্তা আল আমিন শেখ এক ক্ষুদেবার্তায় জানিয়েছেন, অর্থ উপদেষ্টা ড.
এ বিষয়ে সানজিদা বলেন, মিডিয়ার মাধ্যমে জানা গেছে, অর্থ উপদেষ্টা আলোচনায় বসবেন। কিন্তু আনুষ্ঠানিকভাবে কোনো সুনির্দিষ্ট প্রস্তাব আসেনি। অর্থ উপদেষ্টার নির্দেশনায় যদি বসতে হয়, তাহলে সেখানে ঐক্য পরিষদের প্রতিনিধি দল থাকতে হবে। শুধু অর্থ উপদেষ্টা থাকলে হবে না। প্রধান সংশ্লিষ্ট অন্য উপদেষ্টাদেরও আলোচনায় রাখতে হবে। কারণ এনবিআর চেয়ারম্যান একাধিকবার অর্থ উপদেষ্টার সঙ্গে বসেছেন। কিন্তু তাতে কোনো ফলাফল আসেনি।
অধ্যাদেশ বাতিল নাকি সংযোজন-বিয়োজন হলেও আলোচনায় বসবেন, এমন প্রশ্নের জবাবে সেহেলা সিদ্দিকী বলেন, এখন আর অধ্যাদেশ সংযোজন-বিয়োজনের পথ নেই। কোনো সংশোধন নয়, সরাসরি বাতিল করতে হবে।
অতিরিক্ত কর কমিশনার মোনালিসা শাহরীন সুস্মিতা বলেন, মিডিয়ার মাধ্যমে জানা গেছে, অর্থ উপদেষ্টা সঙ্গে বসতে চান। কিন্তু অফিসিয়ালি কোনো প্রস্তাবনা না পাওয়ায় দ্বিধা তৈরি হয়েছে। অর্থ উপদেষ্টার সঙ্গে বৈঠকে আর কেউ থাকছেন কিনা, এই আলোচনায় বসার বিষয়ে প্রধান উপদেষ্টার নির্দেশনা আছে কিনা- এসব সুস্পষ্ট করতে হবে। এটি বাতিল করার আগ পর্যন্ত অর্থ উপদেষ্টার সঙ্গে আলোচনায় বসা হবে না।
উৎস: Samakal
কীওয়ার্ড: এনব আর কর মকর ত ব যবস
এছাড়াও পড়ুন:
এনবিআর বিলুপ্তির প্রতিবাদে আজ তৃতীয় দিনেও চলছে কলমবিরতি
আজও চলছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তা-কর্মচারীদের কলমবিরতি। আজ শনিবার তৃতীয় দিনের মতো চলছে এই কর্মসূচি। ফলে দেশের আমদানি বাণিজ্যসহ রাজস্ব খাতের কর্মকাণ্ড বিঘ্নিত হচ্ছে। ঢাকা, চট্টগ্রাম, যশোরের বেনাপোলসহ দেশের প্রায় সব কাস্টম হাউসের পাশাপাশি শুল্ক-কর কার্যালয়গুলোতেও তেমন কোনো কার্যক্রম চলছে না। বাড়ছে আমদানি-সংক্রান্ত ব্যবসা-বাণিজ্যের ভোগান্তি।
সকাল থেকে ঢাকা কাস্টমস হাউসে কোনো কাজ চলছে না। এ ছাড়া রাজধানীর অন্য ভ্যাট ও কর কার্যালয়েও তেমন কাজ হচ্ছে না। তবে অধিকাংশ কর্মকর্তা-কর্মচারী অফিসে এসেছেন।
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্তির অধ্যাদেশ জারির প্রতিবাদে ক্যাডার ও নন-ক্যাডার কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে রাজস্ব খাতে কলমবিরতি কর্মসূচি চলছে। গত বুধ ও বৃহস্পতিবারের ধারাবাহিকতায় আজ তৃতীয় দিনে সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত কলমবিরতি পালিত হচ্ছে। উল্লেখ্য, ঈদের ছুটি সমন্বয় করতে সরকারি নির্দেশে আজ শনিবার সব কার্যালয় খোলা। ফলে কলমবিরতি আজও চলছে।
আজ কলমবিরতির শেষ দিন। বিকেলে তিনটায় নতুন কর্মসূচি ঘোষণা করতে সংবাদ সম্মেলন ডেকেছে।
আজ সকাল সোয়া দশটায় ঢাকা কাস্টমস হাউসের একাংশ