সাঁকো ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন ১১ গ্রাম
Published: 18th, May 2025 GMT
রৌমারীতে অতিবৃষ্টিতে জিঞ্জিরাম নদীর পানি বৃদ্ধি পেয়েছে। তীব্র স্রোতে বাঁশ ও কাঠের একটি সাঁকো ভেঙে গেছে। এ কারণে উপজেলা সদরের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে ১১টি গ্রাম। গত শনিবার দুপুরে যাদুরচর ইউনিয়নের লালকুড়া এলাকায় ভেঙে যায় সাঁকোটি।
গতকাল রোববার বিকেলে সরেজমিন জানা গেছে, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয় থেকে ২০২৪ সালে জিঞ্জিরাম নদীর ওপরে কাঠ ও বাঁশ দিয়ে তৈরি হয় সাঁকোটি। যা অল্প কয়েকদিনের মধ্যে নড়বড়ে হয়ে যায়। এর পরও সাঁকোটির ওপর দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছিলেন ১১ গ্রামের মানুষ। সাঁকোটি ভেঙে যাওয়ায় উপজেলা সদরের সঙ্গে গ্রামগুলোর যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে গেছে।
বকবান্ধা এলাকার সবুজ মিয়া, খেওয়ারচর এলাকার হায়দার আলী, লালকুড়া এলাকার জহুরুল ইসলাম জানান, লালকুড়ার জিঞ্জিরাম নদীর ওপর সাঁকোটি নির্মাণ করা হয় ২০২৪ সালে। নদীর পানি বৃদ্ধি পাওয়ায় শনিবার স্রোতে সাঁকোটি ভেঙে গেছে। এতে চলাচল করতে অনেক সমস্যা হচ্ছে তাদের।
যাদুরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরবেশ আলী বলেন, জিঞ্জিরাম নদীর পানির তীব্র স্রোতে শনিবার দুপুরে ভেঙে যায় কাঠের সাঁকোটি। এতে উপজেলা সদরে যাতায়াতে সমস্যায় পড়ছেন বেশ কিছু গ্রামের বাসিন্দা। বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানানো হয়েছে।
রৌমারীর ইউএনও উজ্জ্বল কুমার হালদার বলেন, সাঁকোটি দ্রুত মেরামতের জন্য সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানকে নির্দেশ দেওয়া হয়েছে।
উৎস: Samakal
কীওয়ার্ড: নদ জ ঞ জ র ম নদ র উপজ ল
এছাড়াও পড়ুন:
জুলাই বিপ্লবের এক বছর: ঝালকাঠিতে মোমবাতি প্রজ্বলন
জুলাই বিপ্লবের এক বছর পূর্তিতে ঝালকাঠিতে মোমবাতি প্রজ্বলন করা হয়েছে।
মঙ্গলবার (১ জুলাই) সন্ধ্যায় জেলা শহরের ফায়ার সার্ভিস মোড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে অংশ নেয় জেলা ছাত্রদল, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঝালকাঠি শাখা ও বিভিন্ন মিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
২০২৪ সালের জুলাই-আগস্টে তৎকালীন আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে ছাত্র-জনতার রক্তাক্ত আন্দোলনের বার্ষিকী উপলক্ষে এ কর্মসূচির আয়োজন করা হয়।
আন্দোলনকারীরা দাবি করেন, গণঅভ্যুত্থানের মাধ্যমে ‘গণশক্তির জাগরণে’ তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশত্যাগে বাধ্য হন। এর মাধ্যমে ১৬ বছরের ফ্যাসিবাদি শাসনামলের অবসান ঘটে।
মোমবাতি প্রজ্বলনের আগে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঝালকাঠি জেলার প্রধান সমন্বয়ক মাইনুল ইসলাম মান্না, জেলা ছাত্রদলের সদস্য ইমরান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক রাইয়ান শাইয়ান।
বক্তারা বলেন, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান ছিল স্বৈরাচার ফ্যাসিস্টদের বিরুদ্ধে। ছাত্র-জনতার এই নবজাগরণ দেশকে দিয়েছে এক নবযুগের সূচনা। সেই ঐতিহাসিক মুহূর্তের এক বছর পূর্তিতে আমাদের প্রত্যয়- ১৬ বছরের দুঃশাসনের বিচার, জুলাই গণহত্যার বিচার ও গণতান্ত্রিক সংস্কার নিশ্চিত করা।
ঢাকা/অলোক/মাসুদ