রৌমারীতে অতিবৃষ্টিতে জিঞ্জিরাম নদীর পানি বৃদ্ধি পেয়েছে। তীব্র স্রোতে বাঁশ ও কাঠের একটি সাঁকো ভেঙে গেছে। এ কারণে উপজেলা সদরের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে ১১টি গ্রাম। গত শনিবার দুপুরে যাদুরচর ইউনিয়নের লালকুড়া এলাকায় ভেঙে যায় সাঁকোটি।
গতকাল রোববার বিকেলে সরেজমিন জানা গেছে, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয় থেকে ২০২৪ সালে জিঞ্জিরাম নদীর ওপরে কাঠ ও বাঁশ দিয়ে তৈরি হয় সাঁকোটি। যা অল্প কয়েকদিনের মধ্যে নড়বড়ে হয়ে যায়। এর পরও সাঁকোটির ওপর দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছিলেন ১১ গ্রামের মানুষ। সাঁকোটি ভেঙে যাওয়ায় উপজেলা সদরের সঙ্গে গ্রামগুলোর যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে গেছে।
বকবান্ধা এলাকার সবুজ মিয়া, খেওয়ারচর এলাকার হায়দার আলী, লালকুড়া এলাকার জহুরুল ইসলাম জানান, লালকুড়ার জিঞ্জিরাম নদীর ওপর  সাঁকোটি নির্মাণ করা হয় ২০২৪ সালে। নদীর পানি বৃদ্ধি পাওয়ায় শনিবার স্রোতে সাঁকোটি ভেঙে গেছে। এতে চলাচল করতে অনেক সমস্যা হচ্ছে তাদের। 
যাদুরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরবেশ আলী বলেন, জিঞ্জিরাম নদীর পানির তীব্র স্রোতে শনিবার দুপুরে ভেঙে যায় কাঠের সাঁকোটি। এতে উপজেলা সদরে যাতায়াতে সমস্যায় পড়ছেন বেশ কিছু গ্রামের বাসিন্দা। বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানানো হয়েছে।
রৌমারীর ইউএনও উজ্জ্বল কুমার হালদার  বলেন, সাঁকোটি দ্রুত মেরামতের জন্য সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানকে নির্দেশ দেওয়া হয়েছে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: নদ জ ঞ জ র ম নদ র উপজ ল

এছাড়াও পড়ুন:

বিশ্বজুড়ে খাদ্য সংকট চরমে: জাতিসংঘ

বিশ্বজুড়ে ক্ষুধা পরিস্থিতি ২০২৪ সালে নতুন মাত্রায় পৌঁছেছে বলে জানিয়েছে জাতিসংঘ। গত বছর ৫৩টি দেশ ও অঞ্চলে ২৯৫ মিলিয়নেরও বেশি মানুষ চরম খাদ্য সংকটে ছিল। ২০২৫ সালে এ পরিস্থিতি আরও খারাপ হবে বলে আশঙ্কা করা হচ্ছে। 

জাতিসংঘের সহযোগিতায় তৈরি ‘গ্লোবাল রিপোর্ট অন ফুড ক্রাইসিস-২০২৫’ বলছে, টানা ছয় বছর ধরে বাড়ছে খাদ্য সংকট ও শিশু অপুষ্টির হার। সংঘাত, চরম আবহাওয়া এবং অর্থনৈতিক ধাক্কাই এ অবস্থার মূল কারণ। 

২০২৪ সালে শুধু সংঘাতের কারণে ২০টি দেশে ১৪ কোটিরও বেশি মানুষ খাদ্য সংকটে পড়েছে। সুদান, গাজা, হাইতি ও মালিতে এ পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ। ইতোমধ্যে দুর্ভিক্ষ শুরু হয়েছে সুদানে। দাতা দেশগুলোর তহবিল কমিয়ে দেওয়ায় ২০২৫ সালের পূর্বাভাস ‘উদ্বেগজনক’ বলে সতর্ক করেছে জাতিসংঘ। আলজাজিরা।

সম্পর্কিত নিবন্ধ

  • আন্দোলন শেষে ক্লাস পরীক্ষায় শিক্ষার্থীরা, প্রথম বর্ষের ক্লাস শুরু ২২ জুন
  • দেশে বেকার ২৬ লাখ ১০ হাজার জন
  • সরকারি চাকরির পরীক্ষা একদিনে কেন
  • ধানমন্ডির পুরোনো ২৭ নম্বর সড়ক এখন ‘শহীদ ফারহান ফাইয়াজ সড়ক’
  • দুই কোম্পানির ক্রেডিট রেটিং নির্ণয়
  • পর্যবেক্ষণের পাশাপাশি ব্যয় পরিবীক্ষণ জরুরি
  • বেরোবিতে ঢাবির পুনঃভর্তি পরীক্ষায় উপস্থিতি ৭৪.৭৮ শতাংশ
  • প্রযুক্তি ব্যবহারে আজও পিছিয়ে নারীরা
  • বিশ্বজুড়ে খাদ্য সংকট চরমে: জাতিসংঘ