গোলাপ শাহ মাজার মোড় অবরোধ করে ইশরাক সমর্থকদের বিক্ষোভ
Published: 19th, May 2025 GMT
বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে ঢাকার গোলাপ শাহ মাজার মোড়ে অবরোধ করে বিক্ষোভ করছেন তার সমর্থকরা।
সোমবার (১৯ মে) বেলা ১১টার পর থেকে তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকেই বিক্ষোভকারীরা গুলিস্তান এলাকায় জড়ো হতে শুরু করেন। বেলা ১১টার দিকে তারা গোলাপ শাহ মাজার মোড় অবরোধ করেন। এর ফলে আশপাশের এলাকায় তীব্র যানজট তৈরি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
আরো পড়ুন:
কেসিসি নির্বাচন: হাতপাখার প্রার্থীকে জয়ী দাবি করে মামলা
নগর ভবনের সামনে আজও ইশরাক সমর্থকদের বিক্ষোভ
আলী হোসেন নামে এক বিক্ষোভকারী বলেন, “যতদিন ইশরাককে দায়িত্ব দেওয়া না হবে, ততদিন আমরা নগর ভবনের ফটকের তালা খুলব না।”
বিক্ষোভ চলাকালে সমর্থকদের 'দফা এক, দাবি এক—আসিফের পদত্যাগ' স্লোগান দিতে দেখা যায়। আন্দোলনকারীরা বলছেন, স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে তারা নগর ভবনে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করেছেন। এখন তার পদত্যাগও চাইছেন তারা।
৫৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা তরিকুল বলেন, “দেশের বিচার ব্যবস্থার প্রতি যদি সরকারেরই সম্মান না থাকে, তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে? আদালতের রায় বাস্তবায়নে সরকার এত ভয় পাচ্ছে কেন?”
ইশরাককে মেয়র হিসেবে পেতে গত কয়েকদিন টানা আন্দোলন করে আসছেন তার সমর্থকরা। তারা নগর ভবনের ফটকে অবস্থানের পাশাপাশি ভেতরের বিভিন্ন ফটকে তালা ঝুলিয়ে দিয়েছেন। এতে সেখানে সব ধরনের কার্যক্রম বন্ধ আছে।
২০২০ সালের ১ ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটির সবশেষ নির্বাচন হয়। তাতে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসেনকে পৌনে ২ লাখ ভোটের ব্যবধানে হারিয়ে মেয়র হন আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপস।
ক্ষমতার পট পরিবর্তনের পর গেল ২৭ মার্চ ঢাকার নির্বাচনি ট্রাইব্যুনাল সেই ফল বাতিল করে ইশরাককে মেয়র ঘোষণা করেন।
এরপর ২৭ এপ্রিল ইশরাককে ডিএসসিসি মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। তবে ইশরাকের শপথ অনুষ্ঠান এখনও হয়নি।
ঢাকা/এএএম/ইভা
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর নগর ভবন ইশর ক
এছাড়াও পড়ুন:
ফেডারেল রিজার্ভের প্রধানকে পদত্যাগের আহ্বান
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের প্রধান জেরোম পাওয়েলকে এখনই পদত্যাগ করার আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লিখেছেন, অনেক দেরি হয়ে গেছে, অবিলম্বে পদত্যাগ করা উচিত।
পোস্টে ট্রাম্প একটি সংবাদের লিংকও যুক্ত করেন। ওই সংবাদে মার্কিন আবাসন খাত নিয়ন্ত্রক সংস্থার একজন কর্মকর্তা ওয়াশিংটনে ফেডারেল রিজার্ভের সদরদপ্তরের সংস্কার বিষয়ে পাওয়েলের দেওয়া সাক্ষ্য তদন্ত করে দেখার আহ্বান জানিয়েছেন।
ট্রাম্পের হাত ধরেই ফেডারেল রিজার্ভের প্রধান হন পাওয়েল। প্রেসিডেন্ট হিসেবে নিজের প্রথম মেয়াদে পাওয়েলকে নিয়োগ দেন ট্রাম্প। তবে পাওয়েলকে পদচ্যুত করার ক্ষমতা প্রেসিডেন্টের হাতে আছে কিনা, স্পষ্ট নয়। বিবিসি।