কিশোরগঞ্জে আ’লীগ-জামায়াত-এনসিপি নিয়ে যে স্লোগান দিলেন বিএনপি নেতাকর্মীরা
Published: 19th, May 2025 GMT
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা সদরে রোববার দুপুরে বিএনপি ও সহযোগী সংগঠন বিক্ষোভ মিছিল করে। আওয়ামী লীগের বিচার ও দ্রুত জাতীয় নির্বাচনের দাবিতে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. কামাল উদ্দিনের নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল হয়। মিছিলে ‘একটা একটা লীগ ধর, ধইরা ধইরা জবাই কর’, ‘একটা একটা জামায়াত ধর, ধইরা ধইরা জবাই কর’, ‘একটা একটা এনসিপি ধর, ধইরা ধইরা জবাই কর’ স্লোগান দেন নেতাকর্মীরা। এ স্লোগানে জামায়াত ও এনসিপি তীব্র ক্ষোভ প্রকাশ করেছে।
জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মো.
জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ইকরাম হোসেন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিক্ষোভ মিছিলের ভিডিও শেয়ার করেছেন। তিনি জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম স্টোকহোল্ডার এনসিপি এবং জামায়াতের বিরুদ্ধে এ ধরনের আক্রমণাত্মক স্লোগানের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তিনি বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকা অস্বাভাবিক নয়। কিন্তু জুলাই গণঅভ্যুত্থানে অগ্রণী ভূমিকা পালনকারী একটি দল অন্য দলের বিরুদ্ধে এমন রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত স্লোগান দেবে, তা কোনোভাবেই কাম্য নয়। এই ধরনের স্লোগান যারা দেন, তারা কখনও একটি দলের শুভাকাঙ্ক্ষী হতে পারে না। এ সমস্ত উগ্র স্লোগান যারা দিয়েছেন, তাদের বিষয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করার জন্য দায়িত্বশীল নেতৃত্বের প্রতি আহ্বান জানাচ্ছি।’
এ বিষয়ে পাকুন্দিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. কামাল উদ্দিন বলেন, ‘এটা দলীয় কোনো স্লোগান না, মিছিলে ছাত্রদলের নেতাকর্মীরা ছিল, তারাই এ স্লোগান দিয়েছে।’
উপজেলা বিএনপির আহ্বায়ক জেলা জজ আদালতের পিপি মো. জালাল উদ্দিন বলেন, ‘এটা উপজেলা বিএনপি ঘোষিত কোনো কর্মসূচি নয়। কেন্দ্রীয় কোনো কর্মসূচিও ছিল না। আমি নিজেও ওই মিছিলে ছিলাম না। যারা এ ধরনের স্লোগান দিয়েছেন, এর দায় তাদের। এ ধরনের স্লোগান বিএনপি সমর্থন করে না, দলের এ রকম কোনো নির্দেশনাও নেই।’
উৎস: Samakal
কীওয়ার্ড: ক শ রগঞ জ ব এনপ আওয় ম ল গ জ ম য় ত ইসল ম এনস প এ ধরন র স ল গ ন ব এনপ র এনস প উপজ ল
এছাড়াও পড়ুন:
কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব
বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি
২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।
তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।
আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।
কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।
নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন