কিশোরগঞ্জে আ’লীগ-জামায়াত-এনসিপি নিয়ে যে স্লোগান দিলেন বিএনপি নেতাকর্মীরা
Published: 19th, May 2025 GMT
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা সদরে রোববার দুপুরে বিএনপি ও সহযোগী সংগঠন বিক্ষোভ মিছিল করে। আওয়ামী লীগের বিচার ও দ্রুত জাতীয় নির্বাচনের দাবিতে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. কামাল উদ্দিনের নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল হয়। মিছিলে ‘একটা একটা লীগ ধর, ধইরা ধইরা জবাই কর’, ‘একটা একটা জামায়াত ধর, ধইরা ধইরা জবাই কর’, ‘একটা একটা এনসিপি ধর, ধইরা ধইরা জবাই কর’ স্লোগান দেন নেতাকর্মীরা। এ স্লোগানে জামায়াত ও এনসিপি তীব্র ক্ষোভ প্রকাশ করেছে।
জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মো.
জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ইকরাম হোসেন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিক্ষোভ মিছিলের ভিডিও শেয়ার করেছেন। তিনি জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম স্টোকহোল্ডার এনসিপি এবং জামায়াতের বিরুদ্ধে এ ধরনের আক্রমণাত্মক স্লোগানের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তিনি বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকা অস্বাভাবিক নয়। কিন্তু জুলাই গণঅভ্যুত্থানে অগ্রণী ভূমিকা পালনকারী একটি দল অন্য দলের বিরুদ্ধে এমন রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত স্লোগান দেবে, তা কোনোভাবেই কাম্য নয়। এই ধরনের স্লোগান যারা দেন, তারা কখনও একটি দলের শুভাকাঙ্ক্ষী হতে পারে না। এ সমস্ত উগ্র স্লোগান যারা দিয়েছেন, তাদের বিষয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করার জন্য দায়িত্বশীল নেতৃত্বের প্রতি আহ্বান জানাচ্ছি।’
এ বিষয়ে পাকুন্দিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. কামাল উদ্দিন বলেন, ‘এটা দলীয় কোনো স্লোগান না, মিছিলে ছাত্রদলের নেতাকর্মীরা ছিল, তারাই এ স্লোগান দিয়েছে।’
উপজেলা বিএনপির আহ্বায়ক জেলা জজ আদালতের পিপি মো. জালাল উদ্দিন বলেন, ‘এটা উপজেলা বিএনপি ঘোষিত কোনো কর্মসূচি নয়। কেন্দ্রীয় কোনো কর্মসূচিও ছিল না। আমি নিজেও ওই মিছিলে ছিলাম না। যারা এ ধরনের স্লোগান দিয়েছেন, এর দায় তাদের। এ ধরনের স্লোগান বিএনপি সমর্থন করে না, দলের এ রকম কোনো নির্দেশনাও নেই।’
উৎস: Samakal
কীওয়ার্ড: ক শ রগঞ জ ব এনপ আওয় ম ল গ জ ম য় ত ইসল ম এনস প এ ধরন র স ল গ ন ব এনপ র এনস প উপজ ল
এছাড়াও পড়ুন:
রূপগঞ্জে ৩১ দফা বাস্তবায়নের লক্ষে লিফলেট বিতরণ
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে নারায়ণগঞ্জের রূপগঞ্জে লিফলেট বিতরণ করা হয়েছে।
শুক্রবার সকালে নারায়ণগঞ্জ জেলা জজ কোর্টের পিপি এডভোকেট আবুল কালাম আজাদের নেতৃত্বে (জাকির) উপজেলার মুড়াপাড়া বাজার এলাকায় এ লিফলেট বিতরণ করা হয়।
এসময় জেলা জজ কোর্টের পিপি এডভোকেট আবুল কালাম আজাদ বলেন, গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ বিনির্মাণে ৩১ দফা মানুষের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার মূলমন্ত্র। বিগত ১৭ বছর দেশের মানুষ তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত ছিল।
মানুষের কথা বলার অধিকার ছিল না। ভোটের অধিকার ছিলনা। তাই ২৪’এর গণঅভ্যুত্থানের সৃষ্টি হয়েছিল। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট চান তিনি।
এসময় উপস্থিত ছিলেন যুবদল নেতা আল আমিন, সৈয়দ গোলাপ, মোক্তার, কাজী শান্ত, সেচ্ছাসেবকদলের দেলোয়ার হোসেন প্রধান, আসাদ, মোশাররফ, ছাত্রদলের লাদেন হোসেন, শিপন, আবির, আপন প্রমুখ।