রূপগঞ্জে মহাসড়ক আটকিয়ে গণঅধিকার পরিষদের সমাবেশ, ভোগান্তি
Published: 23rd, May 2025 GMT
রূপগঞ্জে ঢাকা সিলেট মহাসড়ক আটকিয়ে গণঅধিকার পরিষদের গনসমাবেশের আয়োজন। যানবাহন চলাচল বন্ধ হয়ে ভোগান্তিতে পড়েছেন গণপরিবহন ও যাত্রি সাধারণ। শুক্রবার (২৩ মে) ভোর থেকেই উপজেলার ভুলতা গোলচত্বর এলাকায় ঢাকা সিলেট মহাসড়কটি বন্ধ করে সমাবেশের আয়োজন কার্যক্রম শুরু করা হয়।
এতে করে চরম ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। ঢাকা সিলেট মহাসড়কে ভুলতা গোলচত্ত্বরে গণসমাবেশের আয়োজন করা হয়। গণ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, গণঅধিকার পরিষদের চেয়ারম্যান ভিপি নুরুল ইসলাম নুর। প্রধান বক্তা হিসেবে থাকবেন কোন অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান।
বৃহস্পতিবার রাত থেকেই মহাসড়কের পাশে চেয়ার ও স্টেজের মালামাল এনে রাখা হয়। শুক্রবার ভোট থেকে ঢাকা সিলেট মহাসড়ক বন্ধ করে সড়কের মাঝখানে স্টেজ তৈরির কাজ শুরু হয়। এতে করে সড়কের উভয় দিকে ভোর থেকেই যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পড়েছেন যাত্রী সাধারণ থেকে পথচারীরাও।
এতে করে চরম ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় ভুলতা গাউছিয়া মার্কেট, তাঁত বাজার, হাজী শপিং কমপ্লেক্স, রেদওয়ান টাওয়ারসহ হাট বাজারের ব্যবসায়ী ও এলাকাবাসী। মহাসড়কের একপাশ বন্ধ হয়ে যাওয়ায় অন্য পাশ দিয়ে উল্টো পথে যানবাহন চলাচল করে যানজটের সৃষ্টি হচ্ছে।
স্থানীয়রা অভিযোগ করে বলেন, সমাবেশ করার জন্য রূপগঞ্জে অনেক মাঠ রয়েছে৷ ঢাকা সিলেট মহাসড়ক দেশে অন্যতম একটি ব্যস্ততম মহাসড়ক। এ সড়কটি দিয়ে প্রতিদিন হাজার হাজার যানবাহন চলাচল করে। এমন ব্যস্ততম একটি মহাসড়ক এভাবে দখল করে সমাবেশের আয়োজনের বিষয়টি নিন্দনীয়।
মহাসড়ক দখল করে সমাবেশের আয়োজন করায় ঢাকা সিলেট মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছে। এতে আমরা সাধারণ মানুষ ভোগান্তিতে পড়ছি। এ সমাবেশের ব্যাপারে আমরা উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।
রুপগঞ্জ উপজেলা গনঅধিকার পরিষদের সভাপতি কাউসার আহমেদ বলেন, আমরা স্থানীয় প্রশাসনকে চিঠি দিয়ে অনুমতি নিয়ে নিয়েছি। সড়কে স্টেজ করলেও আমরা বিকল্প হিসেবে যানবাহন চলাচলের ব্যবস্থা রেখেছি। এতে কোন সমস্যা হবে না।
নারায়ণগঞ্জ জেলা সহকারী পুলিশ সুপার সি সার্কেল মেহেদী ইসলাম বলেন, গণ অধিকার পরিষদ এর পক্ষ থেকে একটি সমাবেশ করবে বলে আমাদের কাছে একটি চিঠি দিয়েছে। তবে ঢাকা সিলেট মহাসড়ক বন্ধ করে স্টেজ করে সেখানে সমাবেশ করবে সেটা তো সম্পূর্ণ বেআইনি। বিষয়টি আমরা দেখছি।
.উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: র পগঞ জ ন র য়ণগঞ জ র পগঞ জ সড়ক র
এছাড়াও পড়ুন:
গনহত্যার বিচার ও দ্রুত সময়ের মধ্যে নির্বাচন চায় জনগণ : ভিপি নুর
আওয়ামীলীগের গনহত্যার বিচার ও দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দেয়ার আহ্বান জানিয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি ভিপি নুরুল হক নুর।
শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জের রূপগঞ্জের গোলাকান্দাইল-সাওঘাট এলাকায় গণঅধিকার পরিষদের আয়োজনে গণ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় নুর আরও বলেন, ১৯৭১ এর স্বাধীনতা যুদ্ধ, ১৯৯০ সৈরাচার বিরোধী আন্দোলন ও ২০২৪ এর গণঅভ্যুত্থানে দেশের খেটে খাওয়া সাধারণ মানুষের রক্তের বিনিময়ে এ দেশটা শোষনমুক্ত ছিল।
কিন্তু বিগত ১৬ বছর আওয়ামিলীগ ৭১ এর চেতনা বিক্রি করে দেশটাকে তার বাবা সম্পদ মনেকরে লুটেপুটে খেয়েছে। তাই ২৪ এর গণঅভ্যুত্থানে এদেশের ছাত্র-জনতা এককাতারে দাড়িয়ে নিজের বুকের তাজা রক্ত দিয়ে দেশকে স্বৈরাচারমুক্ত করেছে।
আগামী নির্বাচনে জনগণ তাদের ভোটের মাধ্যমে পছন্দের দলকে নির্বাচিত করে আগামীর বাংলাদেশ গড়বে। এতে সকলের সহযোগীতা প্রয়োজন।
অনুষ্ঠানের প্রধান বক্তা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন বলেন, নারায়ণগঞ্জের মানুষ তাজা রক্ত দিয়ে এখান থেকে আওয়ামীলীগকে উৎখাত করেছে। দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান করেন তিনি।
সমাবেশে নারায়ণগঞ্জ জেলা গণঅধিকার পরিষদের দপ্তর সম্পাদক ওয়াসিম উদ্দিনের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন গনঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি ফারুক হাসান, সিনিয়র যুগ্ম সম্পাদক হাসান আল মামুন, উচ্চতর পরিষদ সদস্য আবু হানিফ, সহ সভাপতি ওয়াহিদুর রহমান মিল্কী প্রমুখ।