অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও মাহফুজ আলমের পদত্যাগ চেয়েছে বিএনপি। এ প্রসঙ্গে আজ রোববার সকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘যে দুজন উপদেষ্টার কথা বলেছেন, তাঁরা গণ-অভ্যুত্থানের প্রতিনিধি হিসেবে এ সরকারের প্রতিনিধিত্ব করছেন। তাঁরা কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি বা এনসিপির প্রতিনিধি হিসেবে এ সরকারে নেই। তাঁদের দলীয় পরিচয় করানোর মধ্য দিয়ে ট্যাগ দেওয়ার চেষ্টা করা হচ্ছে।’

এনসিপির চট্টগ্রাম দক্ষিণ জেলার পথসভা কর্মসূচি শুরু হওয়ার আগে নগরের দুই নম্বর গেট এলাকার বিপ্লব উদ্যানে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন হাসনাত আবদুল্লাহ। এ সময় এক সাংবাদিক জানতে চান, দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগের বিষয়ে গতকাল শনিবার প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে তাঁরা কী জানিয়েছেন। প্রশ্নের পরিপ্রেক্ষিতে হাসনাত বলেন, ‘আমরা জানিয়েছি যে দুজন ছাত্র উপদেষ্টা সরকারে রয়েছে, তাঁরা গণ-অভ্যুত্থানের প্রতিনিধি হিসেবে রয়েছেন। সুতরাং এ বিষয়কে প্রাধান্য দিয়ে তাঁদের সম্মানহানি যেন না হয়। প্রতিনিয়ত তাঁদের (দুই ছাত্র উপদেষ্টা) যেভাবে এনসিপির সঙ্গে যুক্ত করা হচ্ছে, আমরা সে বিষয়ের নিন্দা জানিয়েছি।’

এক প্রশ্নের জবাবে হাসনাত বলেন, ‘পলিসির জায়গায় রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য থাকবে। আবার যখন সংকট আসে, তখন বিভেদ কাটিয়ে উঠে আমরা ঐক্যবদ্ধ হই। এটাই হচ্ছে আমাদের জাতীয় চরিত্র। ফলে পলিসির জায়গা থেকে বিভেদ-মতপার্থক্য, এ বিষয়গুলো যেমন চলমান রয়েছে, আবার জাতীয় সংকট থেকে উত্তরণের জন্য সামগ্রিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে। যখনই জাতীয় সংকট এসেছে, যখনই দেশি-বিদেশি বা অভ্যন্তরীণ দেশবিরোধী কোনো ষড়যন্ত্রের চেষ্টা হয়েছে, সামগ্রিকভাবেই আমরা গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারী প্রতিটি রাজনৈতিক দল এবং ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক শক্তি ঐক্যবদ্ধভাবে সে ষড়যন্ত্র প্রতিরোধ করেছি।’

পথসভা আয়োজনের বিষয়ে হাসনাত বলেন, ‘বিচার, সংস্কার ও আগামী নির্বাচন নিয়ে আমরা কী ভাবছি, তা মানুষকে জানানোর জন্য এই কর্মসূচি। একই সঙ্গে মানুষ কী ভাবছে, তা–ও আমরা জানার চেষ্টা করছি।’ তিনি আরও বলেন, ‘সংস্কার, নতুন সংবিধান, গণপরিষদ ও আইনসভা নির্বাচন এবং আহত ও শহীদ পরিবারে পুনর্বাসন—এসব বিষয়কে আমরা গতকাল প্রধান উপদেষ্টার কাছে জানিয়েছি। দ্রুততম সময়ের মধ্যে বিচার, সংস্কার এবং নির্বাচনের রোডম্যাপ প্রকাশ করা—এই সার্বিক বিষয়গুলো নিয়ে জনগণের যে মতামত রয়েছে, সেগুলো জানার জন্যই আমরা চট্টগ্রাম দক্ষিণের মধ্য দিয়ে পথসভা শুরু করেছি।’

আজ দিনব্যাপী চট্টগ্রামের কর্ণফুলী, আনোয়ারা, বাঁশখালী, সাতকানিয়া, লোহাগাড়া, দোহাজারী, চন্দনাইশ, পটিয়া ও বোয়ালখালীতে পথসভা করবে এনসিপি। এতে হাসনাত আবদুল্লাহ ছাড়াও উপস্থিত আছেন দলের জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা, যুগ্ম সদস্যসচিব মীর আরশাদুল হক প্রমুখ।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ছ ত র উপদ ষ ট উপদ ষ ট র র জন ত ক এনস প র সরক র

এছাড়াও পড়ুন:

একসঙ্গে দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না: হাসনাত আবদুল্লাহ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, বাংলাদেশে আর একসঙ্গে দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না। কেউ একচ্ছত্র ক্ষমতার অধিকারী হতে পারবে না। জনগণের চেয়ে রাষ্ট্রব্যবস্থায় আর কেউ বেশি ক্ষমতা রাখতে পারবে না। তাই এ বাংলাদেশে বিনির্মাণে আমরা চট্টলাবাসীর সহযোগিতা চাই।

রোববার দুপুর ১২টার দিকে চট্টগ্রামের আনোয়ারার চাতুরী চৌমুহনী বাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পথসভায় তিনি এসব কথা বলেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, দীর্ঘ লড়াইয়ের পর জুলাই-আগস্টে শহীদ ও আহতদের রক্তের বিনিময়ে নতুন বাংলাদেশ পেয়েছি। এ বাংলাদেশে যেমন কথা বলতে, প্রশ্ন করতে ভয় লাগে না তেমনি পরবর্তী বাংলাদেশকে অবশ্যই জবাবদিহিতামূলক করে গড়ে তুলতে হবে। যে বাংলাদেশে আর ইউএনও, ওসি দিয়ে রাতের নির্বাচন হবে না। যে বাংলাদেশ হবে- ইসলাম নিয়ে যারা চর্চা করে তাদের আর নির্যাতন করা হবে না, যে বাংলাদেশ হবে সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ।

পথসভায় এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা বলেন, এনসিপি চায় সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করতে। আমরা চাই এমন বাংলাদেশ, যে দেশে জনসাধারণের জন্য রাষ্ট্র কাজ করবে। দুর্নীতি দমন কমিশন, পুলিশ, প্রত্যেকটি মন্ত্রণালয়, সচিবালয় জনগণের জন্য কাজ করবে। তাই সকলের সহযোগিতা নিয়ে নতুন বাংলাদেশ গড়তে চাই। এনসিপির পথচলা অনেক লম্বা, অনেক বাধাবিপত্তি ও আসবে। তাই দেশবাসী পাশে থাকলে আমরা সংগ্রাম চালিয়ে যেতে পারবো। 

এসময় উপস্থিত ছিলেন, এনসিপির যুগ্ম সদস্য সচিব মীর আরশাদুল হক, যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা আলম মিতু, মো. আতাউল্লাহ, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জুবাইরুল আলম মানিক, সংগঠক আরমান হোসাইন, আজিজুর রহমান রিজভী প্রমুখ।

সম্পর্কিত নিবন্ধ

  • দেশে কেউ একচ্ছত্র ক্ষমতার অধিকারী হতে পারবে না: হাসনাত আবদুল্লাহ
  • একসঙ্গে দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না: হাসনাত আবদুল্লাহ
  • একটি পক্ষ সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়েছে, ষড়যন্ত্র করছে: হাসনাত আবদুল্লাহ