শিল্পে উৎপাদন খরচ কমানোর ব্যবস্থা থাকা জরুরি
Published: 26th, May 2025 GMT
দেশে ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে এখন বড় চ্যালেঞ্জ পণ্যের উৎপাদন খরচ বেড়ে যাওয়া। একদিকে বেড়েছে ব্যাংকঋণের সুদহার, অন্যদিকে কমেছে পণ্যের কাঁচামাল ও প্রস্তুত পণ্যের মধ্যকার ট্যারিফ বা কর ব্যবধান। সেই সঙ্গে জ্বালানি খরচও গত দু-তিন বছরে উল্লেখযোগ্য পরিমাণে বেড়ে গেছে। এসব কারণে পণ্যের উৎপাদন খরচ উল্লেখযোগ্য পরিমাণে বেড়ে গেছে। এ অবস্থায় প্রতিযোগী দেশগুলোর সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে আমাদের হিমশিম খেতে হচ্ছে। গত কয়েক বছরে যে পরিমাণে উৎপাদন খরচ বেড়েছে, সেই তুলনায় পণ্যের দাম বাড়ানো সম্ভব হয়নি। কারণ, কয়েক বছর ধরেই দেশে উচ্চ মূল্যস্ফীতি বিরাজ করছে। এ অবস্থায় পণ্যের দাম বাড়াতে গেলে ব্যবসায় তার নেতিবাচক প্রভাব পড়বে।
ব্যাংক খাতে একদিকে সুদহার বেড়েছে, অন্যদিকে ঋণের মেয়াদও প্রতিযোগী দেশগুলোর তুলনায় কম। বর্তমানে মূলধনি বিনিয়োগের ক্ষেত্রে ঋণের সর্বোচ্চ মেয়াদ পাঁচ থেকে ছয় বছর। অথচ ভারতসহ আমাদের প্রতিযোগী অনেক দেশে মূলধনি বিনিয়োগের ক্ষেত্র তুলনামূলক কম সুদে ১২ থেকে ১৫ বছর মেয়াদি ঋণ পাওয়া যায়। উচ্চ সুদে কম মেয়াদি ঋণ নিয়ে প্রতিযোগিতামূলক দামে পণ্য উৎপাদন ও বাজারজাত করতে গেলে বড় অঙ্কের লোকসান গুনতে হচ্ছে। এসব কারণে বড় বড় অনেক প্রতিষ্ঠান ও শিল্পোদ্যোগ বড় ধরনের ঝুঁকির মুখে পড়েছে।
এমন পরিস্থিতিতে বাজেট সামনে রেখে সরকারের কাছে আমাদের অন্যতম প্রত্যাশা, যতভাবে পণ্যের উৎপাদন খরচ কমানোর ব্যবস্থা নেওয়া যায়, সবগুলোরই প্রতিফলন যেন বাজেটে থাকে। কর কমানো থেকে শুরু করে নীতি সহায়তা, ব্যাংকঋণের সুদ কমানোর ঘোষণা দেখতে চাই আমরা বাজেটে। কারণ, নতুন বিনিয়োগ দূরে থাক, বিদ্যমান শিল্প টিকিয়ে রাখা এখন উদ্যোক্তাদের সামনে কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ব্যবসায়ীদের পক্ষ থেকে আগামী বাজেটে আমরা করসুবিধার পাশাপাশি নীতির ধারাবাহিকতা দেখতে চাই।
বর্তমান অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে দেশি-বিদেশি বিনিয়োগ বাড়াতে নানাভাবে চেষ্টা চালানো হচ্ছে। নীতির ধারাবাহিকতা, ব্যবসার পরিবেশের উন্নতি, সর্বক্ষেত্রে আইনের শাসন প্রতিষ্ঠা, সরকারি সেবাপ্রাপ্তির সহজীকরণ ও সবখানে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। এসব বিষয়ের উন্নতি না হলে দেশি-বিদেশি বিনিয়োগ কাঙ্ক্ষিত মাত্রায় বাড়বে না। যখন কোনো বিনিয়োগকারী বা উদ্যোক্তা কোনো বিনিয়োগের সিদ্ধান্ত নেন, তখন তিনি সরকার ঘোষিত নীতির ভিত্তিতে দীর্ঘ মেয়াদে বিনিয়োগ করেন। কিন্তু আমাদের দেশে নীতির ধারাবাহিকতার ক্ষেত্রে বড় ধরনের ঘাটতি দেখা যায়। আগামী বাজেটে আমরা সেই ধরনের কোনো পদক্ষেপ দেখতে চাই না।
দীর্ঘদিন ধরেই আমরা দেখে আসছি, এ দেশে নীতি সিদ্ধান্ত ও কর সুবিধা দেওয়ার ক্ষেত্রে তৈরি পোশাক খাতকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়। পোশাকের সংযোগ শিল্পের ক্ষেত্রে সুবিধা কম। তাই সরকারি নীতিনির্ধারণ ও সুবিধার ক্ষেত্রে শুধু পোশাকনির্ভর না হয়ে অন্যান্য খাতের ব্যবসা-বাণিজ্যকেও সমান গুরুত্ব দেওয়া উচিত।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
কিশোরগঞ্জ-৪ আসনে বিএনপির প্রার্থী ফজলুর রহমান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ২৩৭টি আসনে প্রার্থী ঘোষণা করেছে। সোমবার (৩ নভেম্বর) দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক সংবাদ সম্মেলনে তাদের নাম ঘোষণা করেন।
কিশোরগঞ্জ-৪ (ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম) আসন থেকে প্রাথমিকভাবে বিএনপি নেতা ফজলুর রহমানের নাম ঘোষণা করেছে দলটি।
মির্জা ফখরুল বলেন, ‘‘আসন্ন নির্বাচনে কিশোরগঞ্জ-৪ আসন থেকে ভোটের মাঠে লড়বেন অ্যাডভোকেট ফজলুর রহমান। তবে, ঘোষিত প্রার্থী তালিকা পরিবর্তন হতে পারে।’’
সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সহ-সাংগঠনিক সম্পাদকরা উপস্থিত ছিলেন।
২০২৬ সালের ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। সেই লক্ষ্যে জোর প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। আগামী ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা করার কথা রয়েছে।
ঢাকা/রাজীব