মডেল: হীরা, সাজ: রেড বিউটি পারলার, ছবি: কবির হোসেন
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
নাটোরে ২ ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
নাটোর সদর উপজেলার দুই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (২২ জুন) মধ্যরাতে নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- হালসা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিক ও লক্ষ্মীপুর খোলাবারিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নুরুজ্জামান কালু।
নাটোর সদর থানার ওসি মাহবুবুর রহমান জানান, লক্ষ্মীপুর খোলাবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুজ্জামান কালুকে একটি হত্যা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হামলাসহ বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
আরো পড়ুন:
ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে দিনমজুরের মৃত্যু
কান্নার শব্দ পেয়ে ঝোপ থেকে নবজাতক উদ্ধার
তিনি আরো জানান, হালশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিককে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়ে ছাত্র-জনতার ওপর হামলাসহ কয়েকটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আইন গত প্রক্রিয়া শেষে গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হবে।
গ্রেপ্তারকৃতরা গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে রাজনীতিতে নিষিদ্ধ আওয়ামী লীগের মনোনীত প্রার্থীর বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়ে জয়ী হন। তারা আওয়ামী লীগ সমর্থক হিসেবে এলাকায় পরিচিত।
ঢাকা/আরিফুল/মাসুদ