Samakal:
2025-09-18@14:15:08 GMT

ইন্টারনেট ব্যবহারে সচেতনতা

Published: 26th, May 2025 GMT

ইন্টারনেট ব্যবহারে সচেতনতা

প্রযুক্তি, ইন্টারনেট কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমের বাইরে জীবনযাপন করা এখন প্রায় অসম্ভব। ইন্টারনেট সুবিধা বিস্তৃত হওয়ায় এর বহুমাত্রিক ব্যবহার বেড়েছে বিশ্বজুড়ে। বাংলাদেশও বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে চলছে। ইন্টারনেটের অপব্যবহারও ব্যাপক হারে বেড়েছে। ইন্টারনেটের মাধ্যমে হাজারো সুফলের পাশাপাশি কিছু কুফলও পেয়ে বসেছে। সামাজিক মাধ্যমে ফেক নিউজ, গুজব, বিকৃতির সঙ্গে ইন্টারনেটে জুয়া, পর্নোগ্রাফি, অমূলক সব বিষয়ে শিশুকিশোররা জড়িয়ে পড়ছে। ইন্টারনেটের ফাঁদে সর্বস্ব হারাচ্ছেন অনেকে। বিষয়টি বিবেচনায় নিয়ে নিরাপদ ইন্টারনেট ব্যবহারে স্কুল-কলেজের শিক্ষার্থীদের সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ‘সাইবার নিরাপত্তায় সচেতনতা’বিষয়ক কর্মসূচি শুরু করেছেন সুহৃদরা। ১৫ মে পঞ্চগড় সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের হলরুমে পঞ্চগড় সুহৃদ সমাবেশ এ কর্মসূচির আয়োজন করে।
‘নিরাপদ ইন্টারনেট, দক্ষ প্রজন্ম’ প্রতিপাদ্যে জেলা শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কয়েকশ শিক্ষার্থীর অংশগ্রহণে কর্মসূচি পালিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো.

মহসিন আলী। এতে দিনাজপুর সরকারি সিটি কলেজের সহকারী অধ্যাপক মো. দেলোয়ার হোসেন দিলু প্রধান অতিথি এবং পঞ্চগড়ের জ্যেষ্ঠ সাংবাদিক শহীদুল ইসলাম শহীদ, পৌরসভার সাবেক কাউন্সিলর আব্দুল্লাহ আল মামুন বাবু, পঞ্চগড় বিএম কলেজের প্রভাষক রফিকুল ইসলাম, সুহৃদ উপদেষ্টা তরিকুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। আলোচনায় আরও অংশ নেন শিক্ষক মো. আফজাল হোসেন, সুহৃদ সমন্বয়ক ও সমকাল পঞ্চগড় প্রতিনিধি সফিকুল আলম। সঞ্চালনা করেন সুহৃদ উপদেষ্টা ও সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক শহিদুল ইসলাম।
এতে সুহৃদ আবু বক্কর সিদ্দিক, রিদুয়ান রাহী আরমান, মোহাম্মদ স্বাক্ষরসহ সুহৃদরা উপস্থিত ছিলেন। আলোচনা পর্বে বক্তারা ইন্টারনেটের নিরাপদ ব্যবহারের গুরুত্ব, মোবাইল ও ইন্টারনেট ব্যবহারে সচেতনতার পাশাপাশি প্রযুক্তির ইতিবাচক ব্যবহার সম্পর্কে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। 
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক দেলোয়ার হোসেন দিলু বলেন, এআই মানবসভ্যতায় গোপনীয়তার জন্য বড় ঝুঁকি। এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে মানব শরীরের সব তথ্য এমনকি হাতের আঙুলের ছাপ পর্যন্ত নকল করা যায়। ফলে যে কোনো মানুষের জিনতাত্ত্বিক বৈশিষ্ট্য এবং ফরেনসিক পরিবর্তন করে তার হুবহু নকল বা প্রতিরূপ তৈরি করা যায়। এর ফলে সহজ হয়ে যাবে সাইবার প্রতারণা ও জালিয়াতি কর্মকাণ্ড। নানাভাবে মানুষকে ব্ল্যাকমেইল করার জন্য ব্যবহৃত হতে পারে এটি। তাই বাঁচতে হলে জানতে হবে। বুঝতে হবে সাইবার অপরাধ কী? কীভাবে এখান থেকে পরিত্রাণ পাওয়া যায়।
অনেক সময় টাকার লোভ দেখিয়ে দেওয়া হয় কিছু ফিশিং লিংক। এসব লিংকের মাধ্যমে বাগিয়ে নিতে পারে ব্যক্তিগত তথ্য এবং গোপন পাসওয়ার্ড, বিপুল পরিমাণ অর্থ। তাই বাঁচতে হলে এ বিষয়ে সচেতন হতে হবে।
সভাপতির বক্তব্যে মো. মহসীন আলী বলেন, ইন্টারনেটের মতো সমসাময়িক বিষয়ে কর্মশালা এবং আলোচনা অত্যন্ত জরুরি। শিক্ষার্থীদের জন্য সময়োপযোগী কর্মশালা আয়োজনের জন্য সুহৃদ সমাবেশের প্রতি কৃতজ্ঞতা। 
আফজাল হোসেন বলেন, স্মার্টফোনের এলগারিদম এতটাই সংবেদনশীল আপনি যে ধরনের ছবি বা ভিডিও দেখতে থাকবেন ঠিক সেই ধরনের ছবি বা ভিডিও বারবার আপনার কাছে আসতে থাকবে। এগুলো আপনার তথ্যভান্ডারে জমা হতে থাকবে। কাজেই আপনার মোবাইল ফোন চেক করলে আপনার যাবতীয় তথ্য বেরিয়ে আসবে।
সফিকুল আলম স্বাগত বক্তব্যে বলেন, ‘মোবাইল আপনার আমার অগোচরেই সব ধরনের কর্মকাণ্ডের তথ্য সংরক্ষণ করতে পারে এবং এসব তথ্য থেকে মানুষের গতিবিধি নিরূপণ করা যায়। কাজেই মোবাইল এবং ইন্টারনেটের ইতিবাচক ব্যবহার প্রত্যাশিত।’ v
সভাপতি সুহৃদ সমাবেশ, পঞ্চগড়

উৎস: Samakal

কীওয়ার্ড: স হ দ সম ব শ ল ইসল ম ব যবহ র র জন য আপন র

এছাড়াও পড়ুন:

বন্দরে বিভিন্ন ওয়ারেন্টে গ্রেপ্তার ৪  

বন্দরে একাধিক মামলার ওয়ারেন্টভূক্ত আসামীসহ  বিভিন্ন ওয়ারেন্টে ৪ পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের  বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর)  দুপুরে উল্লেখিত ওয়ারেন্টে আদালতে প্রেরণ করা হয়েছে।

এর আগে গত বুধবার (১৭ সেপ্টেম্বর) রাতে বন্দর থানার বিভিন্ন এলাকায় ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো বন্দর থানার ২২ নং ওয়ার্ডের লের্জাস ১নং গল্লী এলাকার মৃত আজিম মিয়ার ছেলে বন্দর থানা ও নারায়ণগঞ্জ সদর থানার একাধিক জিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী রুবেল (৩৪) একই থানার সোনাকান্দা মসজিদ এলাকার ইব্রাহিম মিয়ার ছেলে জিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী জনি (৩৫)|r

একই থানার রামনগর এলাকার মৃত সিদ্দিক মুন্সী ছেলে সিআর মামলার ওয়ারেন্টভূক্ত  আব্দুল কুদ্দুস (৫২) ও গকুলদাশেরবাগ এলাকার আনোয়ার মিয়ার ছেলে সিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী ইব্রাহিম (৩০)। 
 

সম্পর্কিত নিবন্ধ