‘কেউ হৃদয় ভাঙলে আলমারি পরিষ্কার করি’
Published: 1st, July 2025 GMT
বলিউড অভিনেতা আদিত্য রায় কাপুর। ক্যারিয়ারের ১২ যুগ পার করেছেন এই অভিনেতা। এরই মধ্যে বেশ কটি সফল সিনেমা উপহার দিয়েছেন। কাজের পাশাপাশি প্রেম জীবন নিয়ে বহুবার খবরের শিরোনাম হয়েছেন ৩৯ বছরের আদিত্য।
আদিত্যর পরবর্তী সিনেমা ‘মেট্রো ইন দিনো’। এ সিনেমায় কথিত প্রেমিকা সারা আলী খানের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন তিনি। এটি পরিচালনা করেছেন অনুরাগ বসু। আগামী ৪ জুলাই মুক্তি পাবে সিনেমাটি। এ উপলক্ষে সিনেমাটির টিম নিয়ে একটি পডকাস্টে হাজির হন আদিত্য। আর সেখানে বেশ বিব্রতকর পরিস্থিতিতে পড়েন এই নায়ক।
এ আলাপচারিতায় সঞ্চালক আদিত্যর কাছে জানতে চান, কেউ হৃদয় ভাঙলে (প্রেম ভেঙে গেলে) কী করেন? জবাবে আদিত্য রায় কাপুর বলেন, “কেউ হৃদয় ভাঙলে আলমারি পরিষ্কার করি।” এ কথা শুনে সঞ্চালক জানতে চান, আপনার আলমারি কী অপরিষ্কার থাকে? এ কথা শুনে হাসতে থাকেন আদিত্যসহ অন্যরা।
আরো পড়ুন:
নারীরা তাদের স্বামীদের জন্য বিপজ্জনক হতে পারেন, সম্পর্কের বিবর্তন নিয়ে অনুপম
কাদা ছোড়াছুড়ির পর ‘হেরা ফেরি থ্রি’ সিনেমায় ফিরছেন পরেশ
এ সময় সারা আলী খানের কাছেও একই প্রশ্ন রাখা হয়। তবে সাইফ আলী খানের কন্যা পরিষ্কার জানান, তার কখনো কেউ ভাঙেনি। মাঝে মধ্যে মন খারাপ হয়। একই প্রশ্ন রাখা হয় ‘মেট্রো ইন দিনো’ সিনেমার অন্যতম অভিনেত্রী কঙ্কনা সেন শর্মার কাছেও।
কঙ্কনা সেন শর্মা বলেন, “সত্যি বলতে এসব আমি মনে রাখি না। কিছু সময় মন খারাপ থাকে। তখন পরিষ্কার করি। নিজেকে কোনো কাজে ব্যস্ত রাখি।”
ঢাকা/শান্ত
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর চলচ চ ত র পর ষ ক র
এছাড়াও পড়ুন:
কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব
বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি
২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।
তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।
আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।
কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।
নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন