গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ নার্সিং কলেজে জামাল উদ্দীন ভূঁইয়াকে অধ্যক্ষ পদে পদায়ন করায় বিক্ষুব্ধ হয়ে উঠেছেন শিক্ষার্থীরা। গতকাল মঙ্গলবার সকালে কলেজের প্রশাসনিক ভবনের সামনে শিক্ষার্থীরা এর প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করেন।
শিক্ষার্থীরা জানান, গত রোববার এক অফিস আদেশে জামাল ভূঁইয়াকে শহীদ তাজউদ্দীন আহমদ নার্সিং কলেজের আয়-ব্যয়ের ক্ষমতাসহ অধ্যক্ষ ও অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়। কিন্তু তিনি ওই পদের ‘যোগ্য নন’ বলে অভিযোগ তোলেন শিক্ষার্থীরা। জামাল ভূঁইয়াকে অযোগ্য আখ্যায়িত করে শিক্ষার্থীরা সোমবার আন্দোলন শুরু করেন। 
গতকাল মঙ্গলবারও তারা অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করেন।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, জামাল ভূঁইয়াকে পদায়নের আদেশের কপি মেহেদী হাসান নামে এক শিক্ষার্থী তাঁর ফেসবুক আইডিতে পোস্ট করায় তাঁকে মোবাইল ফোনে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনার পর শিক্ষার্থীরা আরও বিক্ষুব্ধ হয়ে ওঠেন। খান মুহাম্মদ মফিজ উদ্দিন নামে এক ব্যক্তি হুমকি দেওয়ার পরপরই গত রোববার মেহেদী গাজীপুর মহানগরের সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন।  জামাল ভূঁইয়াকে প্রত্যাহারের দাবিতে তাদের আন্দোলন চলবে বলেও জানায় শিক্ষার্থীরা। কোনোভাবেই জামাল ভূঁইয়াকে অধ্যক্ষের চেয়ারে দেখতে চান না তারা। পদায়নপ্রাপ্ত অধ্যক্ষ জামাল ভূঁইয়া বলেন, তিনি নিজের ইচ্ছায় এই দায়িত্ব নেননি। কর্তৃপক্ষ দিয়েছে। তারা যদি প্রত্যাহার করে তাহলে চলে যাবেন।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

টেকনাফে মোটরসাইকেলে বাসের ধাক্কা, নিহত ১

কক্সবাজার-টেকনাফ সড়কে বাসের ধাক্কায় জকির আহমদ জেকি (৪০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। 

শুক্রবার (৩১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার হ্নীলা বালিকা উচ্চ বিদ্যালয় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জকির আহমদ জেকি হোয়াইক্যং হোয়াব্রাং এলাকার মৃত নাগু সওদাগরের ছেলে।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জায়েদ নুর বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

তিনি জানান, ‘পালকি পরিবহন’ নামের একটি যাত্রীবাহী বাস হ্নীলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বাসের সামনে চলে আসে। এতে মোটরসাইকেলটি বাসের নিচে চাপা পড়ে। বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের লবণ মাঠে উল্টে যায়। সেসময় স্থানীয়রা ছুটে গিয়ে আহতদের উদ্ধার করে হ্নীলা ও টেকনাফের বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় জকির আহমদ জেকি মারা যান। 

দুর্ঘটনার খবর পেয়ে হোয়াইক্যং নয়াপাড়া হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালায় এবং সড়কের যান চলাচল স্বাভাবিক করে।

সালাহউদ্দিন নামের এক প্রত্যক্ষদর্শী বলেন, “মোটরসাইকেলটি অতিরিক্ত গতিতে চলছিল। হ্নীলা স্টেশন থেকে হোয়াব্রাংয়ের দিকে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাসের সামনে ঢুকে পড়ে, মুহূর্তেই বাসটি উল্টে যায়।”

স্থানীয়দের অভিযোগ, হ্নীলা-টেকনাফ সড়কে বেপরোয়া গতিতে যান চলাচলের কারণে দুর্ঘটনা বেড়ে গেছে। এ জায়গায় ট্রাফিক নিয়ন্ত্রণ ও নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন তারা।

ঢাকা/তারেকুর/এস

সম্পর্কিত নিবন্ধ

  • রাজধানীর দক্ষিণখানে নিজ বাসা থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
  • নির্বাচনের আগে একটি দল জাতির মধ্যে বিভক্তি সৃষ্টি করতে চায়: সালাহউদ্দিন আহমদ
  • টেকনাফে মোটরসাইকেলে বাসের ধাক্কা, নিহত ১