গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ নার্সিং কলেজে জামাল উদ্দীন ভূঁইয়াকে অধ্যক্ষ পদে পদায়ন করায় বিক্ষুব্ধ হয়ে উঠেছেন শিক্ষার্থীরা। গতকাল মঙ্গলবার সকালে কলেজের প্রশাসনিক ভবনের সামনে শিক্ষার্থীরা এর প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করেন।
শিক্ষার্থীরা জানান, গত রোববার এক অফিস আদেশে জামাল ভূঁইয়াকে শহীদ তাজউদ্দীন আহমদ নার্সিং কলেজের আয়-ব্যয়ের ক্ষমতাসহ অধ্যক্ষ ও অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়। কিন্তু তিনি ওই পদের ‘যোগ্য নন’ বলে অভিযোগ তোলেন শিক্ষার্থীরা। জামাল ভূঁইয়াকে অযোগ্য আখ্যায়িত করে শিক্ষার্থীরা সোমবার আন্দোলন শুরু করেন। 
গতকাল মঙ্গলবারও তারা অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করেন।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, জামাল ভূঁইয়াকে পদায়নের আদেশের কপি মেহেদী হাসান নামে এক শিক্ষার্থী তাঁর ফেসবুক আইডিতে পোস্ট করায় তাঁকে মোবাইল ফোনে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনার পর শিক্ষার্থীরা আরও বিক্ষুব্ধ হয়ে ওঠেন। খান মুহাম্মদ মফিজ উদ্দিন নামে এক ব্যক্তি হুমকি দেওয়ার পরপরই গত রোববার মেহেদী গাজীপুর মহানগরের সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন।  জামাল ভূঁইয়াকে প্রত্যাহারের দাবিতে তাদের আন্দোলন চলবে বলেও জানায় শিক্ষার্থীরা। কোনোভাবেই জামাল ভূঁইয়াকে অধ্যক্ষের চেয়ারে দেখতে চান না তারা। পদায়নপ্রাপ্ত অধ্যক্ষ জামাল ভূঁইয়া বলেন, তিনি নিজের ইচ্ছায় এই দায়িত্ব নেননি। কর্তৃপক্ষ দিয়েছে। তারা যদি প্রত্যাহার করে তাহলে চলে যাবেন।

.