ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে মঙ্গলবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়েছে ইউনিলিভার বাংলাদেশের ‘গ্লো অ্যান্ড বিয়ন্ড বাই গ্লো অ্যান্ড লাভলি’। এতে গ্লো অ্যান্ড লাভলির নতুন ইনোভেশন, ‘ব্রাইটেনিং ফেস সিরাম’-এর মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে জনপ্রিয় নারী ইনফ্লুয়েন্সার ফারহানা বীথি, সুনেহরা তাসনিম, ঈশায়া তাহসীন, ইশরাত জাহিনসহ প্রায় ৪০ জন কনটেন্ট ক্রিয়েটর উপস্থিত ছিলেন। এ ছাড়া গ্লো অ্যান্ড লাভলির ব্র্যান্ড অ্যাম্বাসাডর সাবিলা নূর ও উপস্থাপক সারাহ আলম অনুষ্ঠানে অংশ নেন।

গ্লো অ্যান্ড লাভলি সব সময় নারীদের সৌন্দর্যচর্চার প্রয়োজনীয়তা মাথায় রেখে নতুন স্কিন কেয়ার প্রোডাক্ট নিয়ে আসে। এবার ব্র্যান্ডটি এনেছে ‘গ্লো অ্যান্ড লাভলি ব্রাইটেনিং ফেস সিরাম’, যা নায়াসিনামাইডসহ বিশেষ উপাদানে তৈরি। এটি ৪ গুণ বেশি উজ্জ্বলতা দেয়।

বিকেল থেকে শুরু হওয়া এই আয়োজনে ইনফ্লুয়েন্সাররা স্কিন কেয়ার নিয়ে কথা বলেন। অনুষ্ঠানের শুরুতে সাবিলা নূর নতুন প্রোডাক্টের ঘোষণা দেন। এরপর ইনফ্লুয়েন্সাররা প্রোডাক্ট টেস্টিং বুথে সিরাম ব্যবহার করে রিভিউ তৈরি করেন এবং কনটেন্ট তৈরি করেন।

সাবিলা নূর ইনফ্লুয়েন্সারদের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানতে চান এবং তাঁদের মতামত শোনেন। তিনি বলেন, ‘তাঁরাই সামনের দিনের ট্রেন্ডসেটার। এটি আমাকে ভীষণ অনুপ্রাণিত করেছে।’ নতুন প্রোডাক্ট সম্পর্কে তিনি বলেন, ‘সিরাম এখন স্কিন কেয়ারের গুরুত্বপূর্ণ অংশ। গ্লো অ্যান্ড লাভলি এটি সহজলভ্য করে সবাইকে চমকে দিয়েছে।’

অনুষ্ঠানে গ্লো অ্যান্ড লাভলির সাদা ও গোলাপি থিমের সজ্জা ছিল লক্ষণীয়। পুরো আয়োজনটি পরিচালনা করে স্পেস মিডিয়া প্রোডাকশন। অনুষ্ঠানের শেষ মুহূর্তে ইনফ্লুয়েন্সারদের সঙ্গে গ্রুপ ছবি তোলার মাধ্যমে পর্দা নামে ‘গ্লো অ্যান্ড বিয়ন্ড বাই গ্লো অ্যান্ড লাভলি’-এর এক গ্লোয়িং সন্ধ্যার। সংবাদ বিজ্ঞপ্তি।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ইনফ ল য় ন স র

এছাড়াও পড়ুন:

শিল্প ও সড়ক পরিবহন মন্ত্রণালয়ের ২ প্রকল্পে ২৫৩ কোটি টাকা ব্যয়ের অনুমোদন

শিল্প ও সড়ক পরিবহন মন্ত্রণালয়ের দুটি প্রকল্পে ২৫৩ কোটি টাকা ব্যয়ের অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি। 

বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি) এর জন্য ৩০ হাজার মেট্রিক টন ব্যাগড ইউরিয়া সার ক্রয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের ‘সাতক্ষীরা-সখিপুর-কালীগঞ্জ ও কালীগঞ্জ-শ্যামনগর-ভেটখালী মহাসড়ক উন্নয়ন’ প্রকল্পের মোট ২৫৩ কোটি ৪১ লাখ ১১ হাজার ৩৫৪ টাকা ব্যয় হবে।

মঙ্গলবার (৮ জুলাই) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে এই অনুমোদন দেওয়া হয়। সভায় কমিটির সদস্য ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রথম প্রস্তাবে, কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো) থেকে ৩০ হাজার মেট্রিক টন ব্যাগড গ্র্যানুলার ইউরিয়া সার ক্রয়ের জন্য অনুমোদন দেওয়া হয়। ২০২৪-২৫ অর্থবছরের পরিকল্পনা অনুযায়ী ১৮তম লটে সার কেনার জন্য কাফকোর সঙ্গে চুক্তি করা হয়েছে। প্রতি মেট্রিক টনের দাম নির্ধারণ করা হয়েছে ৩৯৭.৭৫ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৪৬ কোটি ৫৩ লাখ টাকা।

দ্বিতীয় প্রস্তাবে, সাতক্ষীরা-সখিপুর-কালীগঞ্জ এবং কালীগঞ্জ-শ্যামনগর-ভেটখালী মহাসড়ক উন্নয়ন প্রকল্পের প্যাকেজ নং-ডব্লিউপি-০৩ এর পূর্ত কাজের ক্রয় প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে। দরপত্র আহ্বানে চারটি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে, যার মধ্যে মো.মঈনুদ্দিন (বাঁশি) লিমিটেড সর্বনিম্ন দর দিয়ে প্রকল্পটি বাস্তবায়নের দায়িত্ব পেয়েছে। এ প্রকল্পে ব্যয় ধরা হয়েছে প্রায় ১০৬ কোটি ৮৮ লাখ টাকা।

ঢাকা/হাসনাত/ইভা 

সম্পর্কিত নিবন্ধ