রমজান মাসে দিনের বেলা হোটেলে খাবার খাওয়ায় কান ধরে উঠবস করানোর ঘটনায় ক্ষমা চেয়েছেন লক্ষ্মীপুর পৌর শহরের চকবাজার এলাকার বণিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আবদুল আজিজ। ভুক্তভোগী দু’জনকে সঙ্গে নিয়ে সদর থানা এলাকায় এক ভিডিও বার্তায় ক্ষমা চান তিনি। 

ভিডিও বার্তায় আব্দুল আজিজ বলেন, ‘কয়েকজন হোটেলে খাবারের জন্য ঢুকেছেন। রমজানের পবিত্রতা রক্ষায় তাৎক্ষণিক আমি গিয়ে উনাদের বলেছি, আপনারা কেন খাচ্ছেন। আপনারা তো মুসলমান। সেক্ষেত্রে তারা বলেছেন, রোজা রাখেননি। আমি বলেছি, আপনারা রোজা রাখবেন। আমি আসলে যে কাজটি করেছি, এটি অন্যায়, অপরাধ। এটা ধর্মীয় অনুভূতি, সেজন্য এটা আমার করা ঠিক হয়নি। এজন্য আমি উনাদের কাছে ক্ষমা চাই। উনারা যেন আমাকে ক্ষমা করে দেন। আমি এ ধরনের পুনরাবৃত্তি আর কখনও করব না। এ ধরনের কাজের সঙ্গে জড়িত হব না।’

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ বলেন, ‘আবদুল আজিজকে থানায় ডেকে আনা হয়। তবে ভুক্তভোগী কেউ তার বিরুদ্ধে থানায় কোন অভিযোগ দেননি। এছাড়া আব্দুল আজিজ এ ঘটনায় নিজেও ক্ষমা চেয়েছেন। কোন অভিযোগ না থাকায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে।’

পুলিশ জানিয়েছে, কান ধরে উঠবস করানোর ঘটনায় বুধবার রাতে সদর থানায় তাকে বেশ কিছুক্ষণ আটক রাখা হয়। আবদুল আজিজ জানিয়েছেন, তিনি তার ভুল বুঝতে পেরেছেন। পরে কয়েকজন ব্যবসায়ীর অনুরোধে রাত ১২টার দিকে মুচলেকা নিয়ে তাকে মুক্তি দেওয়া হয়। মুচলেকায় লেখা আছে- পুলিশ যেকোনো সময় তাকে থানায় হাজির হতে বললে তিনি হাজির হবেন। এছাড়া দেশের আইন মেনে চলবেন। এমন শর্তে তার জামিন হয় বলে ব্যবসায়ীদের কয়েকজন জানান।

বুধবার দুপুরে লক্ষ্মীপুর শহরের থানা রোড এলাকায় হিন্দুদের কয়েকটি পর্দা লাগানো খাবার হোটেলে লাঠি হাতে বণিক সমিতি নেতা আজিজকে অভিযান চালাতে দেখা যায়। ওই সময় তিনি কয়েকজন যুবকসহ এক বৃদ্ধকে হোটেল থেকে বের করে রাস্তায় এনে প্রকাশ্যে কানে ধরে উঠবস করতে বাধ্য করেন। সেই সঙ্গে দিনের বেলায় মুসলিম কেউ দোকানে খেলে সে দোকান পুরো রমজান মাস বন্ধ করে দেওয়া হবে বলেও হুমকি দেওয়া হয়। ঘটনাটির কিছু ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় অনেক গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। এ নিয়ে শুরু হয় নানা সমালোচনা। 

নাম প্রকাশ না করা শর্তে এক ব্যক্তিরা বলেন, ‘আমরা প্রকাশ্যে খাবার খাইনি। পর্দার আড়ালে খাবার খেয়েছি। দোষের কি? এ জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইব। তাই বলে প্রকাশ্যে কান ধরে এভাবে সাজা দিল ভাবতে পারিনি। ওনি প্রশাসনের লোক ছিলেন না।’ 

এ ঘটনা স্থানীয় ব্যবসায়ীরা ইতিবাচক হিসেবে নেয়নি বলে অভিযোগ করেছেন অনেকে। তারা বলেন, এমনিতে বেচাকেনা কম, তার উপর ক্রেতাদের সঙ্গে এমন আচরণ। এতে বেচাকেনা কমে গেছে।
 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: দ ল আজ জ ব যবস য় ঘটন য়

এছাড়াও পড়ুন:

একের পর এক ক্যাচ মিসে অস্ট্রেলিয়াকে এগিয়ে দিল ইংল্যান্ড

একটি, দুটি নয়—ব্রিসবেন টেস্টের প্রথম ইনিংসে ইংল্যান্ড ক্যাচ ছেড়েছে পাঁচটি। শুরু ট্রাভিস হেডের ক্যাচ ছেড়ে আর আপাতত শেষ অ্যালেক্স ক্যারিকে ‘জীবন’ দিয়ে। ক্যাচিংয়ে ইংল্যান্ডের এমন বাজে দিনের সুযোগ ভালোভাবেই নিয়েছে অস্ট্রেলিয়া।

ইংল্যান্ডের প্রথম ইনিংসের ৩৩৪ রান ছাড়িয়ে ৬ উইকেটে ৩৭৮ রান তুলে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে স্টিভ স্মিথের দল। ইংল্যান্ডের চেয়ে এগিয়ে ৪৪ রানে। ব্রিসবেনে টানা নবম অ্যাশেজ টেস্টে এ নিয়ে প্রথম ইনিংসে লিড পেয়েছে অস্ট্রেলিয়া।

ইনিংসের শুরুতে ব্যক্তিগত ৩ রানে ‘জীবন’ পান হেড। জফরা আর্চারের বলে ক্যাচ ছাড়েন জেমি স্মিথ। হেড অবশ্য অনেক বড় ইনিংস খেলতে পারেননি। ৩৩ রান করে ব্রাইডন কার্সের বলে ফিরেছেন হঠাৎই টেস্ট ওপেনার হয়ে যাওয়া হেড। এরপরও অবশ্য অস্ট্রেলিয়া ৭৭ রানের ওপেনিং জুটি পায়।

এরপর ইংল্যান্ড ক্যাচ মিস করে অ্যালেক্স ক্যারির। তা–ও একবার নয়, দুবার। ক্যামেরন গ্রিনকে ৪৫ রানে ফেরানোর পর উইকেটে আসেন ক্যারি। ইনিংসের প্রথম বলেই গালিতে সহজ ক্যাচ দেন ক্যারি, তবে কার্সের বলে ওঠা সেই ক্যাচ নিতে পারেননি বেন ডাকেট। ওই সময় দ্রতই গ্রিন ও স্মিথকে ফিরিয়েছিল ইংল্যান্ড। ক্যারিকে ফেরাতে পারলে ম্যাচের চেহারা অন্য রকম হতে পারত।

দিনের শেষ দিকে ব্যক্তিগত ২৫ রানে আর্চারের বলে স্লিপে ক্যাচ দেন ক্যারি। নিতে পারেননি রুট। এটা অবশ্য খানিকটা কঠিনই ছিল। এই দুই ক্যাচ ইংল্যান্ডকে বেশ ভোগাতে পারে। ক্যারি ৪৬ রানে অপরাজিত থেকে দিন শেষ করেছেন। লোয়ার অর্ডার ব্যাটসম্যান হিসেবে সংগ্রহটাকে অনেক বড় করতে পারেন এই উইকেটকিপার ব্যাটসম্যান।

এ ছাড়া ‘জীবন’ পেয়েছেন জশ ইংলিস ও মাইকেল নেসারও। ইংলিসের ক্যাচ ছেড়েছেন ডাকেট, তিনি অবশ্য এরপরই ২৩ রান করে বোল্ড হয়েছেন। তবে কার্সের ক্যাচ মিসে ‘জীবন’ পাওয়া নেসার এখনো অপরাজিত, ১৫ রান করে দিন শেষ করেছেন তিনি।

আজ অস্ট্রেলিয়ার হয়ে ফিফটি করেছেন তিনজন। ওপেনার জ্যাক ওয়েদারাল্ড পেয়েছেন টেস্ট ক্যারিয়ারের প্রথম ফিফটি। আউট হয়েছেন ৭২ রান করে। তিনে খেলা লাবুশেন করেছেন ৬৫, স্মিথ ৬১। ৬৬ বলে টেস্ট ক্যারিয়ারে নিজের ২৫তম ফিফটি তুলে নেন লাবুশেন। এই পথে দিবারাত্রির টেস্টে প্রথম ব্যাটসম্যান হিসেবে ১ হাজার রানের দেখাও পেয়েছেন।

একের পর এক ক্যাচ ছাড়া ইংলিশরা দারুণ একটা ক্যাচও নিয়েছেন। কার্সের বলে ডিপ স্কয়ার লেগে এক হাতে দুর্দান্ত ক্যাচ নিয়ে স্মিথকে ফিরিয়েছেন উইল জ্যাকস। ক্যাচটা এতটাই দুর্দান্ত ছিল যে বিবিসি রেডিওতে সাবেক ইংলিশ অধিনায়ক মাইকেল ভন বলেন, ‘আমার মনে হয় উইল জ্যাকস তাঁর দলে থাকার যোগ্যতা প্রমাণ করেছে। এই ম্যাচে তাঁর আর অন্য কিছু করার দরকার নেই।’

ইংল্যান্ডের হয়ে আজ সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন কার্স, স্টোকসের উইকেট ২টি আর আর্চার নিয়েছেন ১টি উইকেট।

এর আগে ৭৪ ওভারে ৯ উইকেটে ৩২৫ রান নিয়ে প্রথম দিন পার করা ইংল্যান্ডের শেষ উইকেটজুটি আজ মাত্র ৯ রান যোগ করতে পেরেছে।

সম্পর্কিত নিবন্ধ