শুধু আলাপচারিতা নয়, ডকুমেন্ট বিনিময় বা ভুল মেসেজ পাঠালেও দ্রুত তা মুছে ফেলা, নিজের পছন্দের ছবি বিনিময় বা স্ট্যাটাস জানাতে গ্রাহকবান্ধব হওয়ায় হোয়াটসঅ্যাপ যেন অপ্রতিরোধ্য। ঠিক এসব কারণেই সাইবার প্রতারক চক্র প্রায়ই কারিগরি কৌশলে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট টার্গেট করে। লিখেছেন সাব্বিন হাসান
সারাবিশ্বে ডিজিটাল সামাজিক যোগাযোগে হোয়াটসঅ্যাপ ছাড়া যেন সবকিছুই অচল। অ্যাপ হিসেবে যা এখন জনপ্রিয়তার শীর্ষে।
ঠিক এসব কারণে সাইবার প্রতারক চক্র প্রায়ই কারিগরি কৌশলে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট টার্গেট করে। সুরক্ষা পেতে তাই কিছু বিষয় জানা একান্ত প্রয়োজন। অ্যাপ ব্যবহারে অবশ্যই তা পাসওয়ার্ড, ফিঙ্গারপ্রিন্ট বা মুখাবয়ব পরিচিতির মাধ্যমে বিশেষভাবে লক করতে হবে। বুঝতে হবে, অ্যাপটি শুধু নিজের মাধ্যমেই ব্যবহার করতে হবে।
কী করা প্রয়োজন
অবশ্যই হোয়াটসঅ্যাপ সেটিংস অপশনে গিয়ে টু-স্টেপ ভেরিফিকেশন সক্রিয় করতে হবে। নিরাপত্তা নিশ্চিতে এটি অন্যতম পদ্ধতি। অন্যদিকে, পিন নম্বর দিয়ে সিস্টেমকে আরও নিরাপদ করা জরুরি। টার্গেট করা প্রতারক চক্র যেন কোনোভাবে আপনার নম্বরটি ভার্চুয়ালি ব্যবহার করে ওই নম্বরে হোয়াটসঅ্যাপের অ্যাকাউন্ট নিয়ন্ত্রেণে না নিতে পারে। যে কোনো অবস্থায় টু-স্টেপ ভেরিফিকেশনের পিন নম্বর কারও সঙ্গে শেয়ার করা থেকে বিরত থাকতে হবে।
ক্লাউড ব্যাকআপ
অ্যাপে এন্ড-টু-এন্ড এনক্রিপশন ব্যবস্থা সক্রিয় হলেও হোয়াটসঅ্যাপের যে ডেটা ক্লাউডে ব্যাকআপ হিসেবে সংরক্ষিত হয়, মূলত তা এনক্রিপটেড নয়, অর্থাৎ খুব বেশি সুরক্ষিত নয়। ঠিক সে কারণে অনেক সময়ে স্মার্টফোন বদলে নিলে ওই নম্বরে হোয়াটসঅ্যাপ ইনস্টল করলে পুরোনো ডেটা স্বয়ংক্রিয় ডাউনলোড হয়ে যায়। তাই এমন ব্যাকআপ প্রতারক চক্র বেহাত করার সুযোগ নিতে পারে। সুতরাং সেটিংস অপশনে গিয়ে চ্যাট ব্যাকআপ এন্ড-টু্-এন্ড এনক্রিপশন অপশন সচল রাখা শ্রেয়।
অ্যাডভান্সড প্রাইভেসি
অ্যাডভান্সড চ্যাট প্রাইভেসি সুবিধা সক্রিয় হলে হোয়াটসঅ্যাপে পাঠানো ভিডিও ও ছবি প্রাপকের ডিভাইস গ্যালারিতে আর স্বয়ংক্রিয় সংরক্ষণ হবে না। সুবিধাটি ব্যক্তিগত বা গ্রুপ– দুই ধরনের চ্যাট অপশনেই ব্যবহারযোগ্য হবে। স্বয়ংক্রিয় ছাড়া প্রচলিত পদ্ধতিতে ভিডিও বা ছবি সংরক্ষণ করা যাবে কিনা– এমন প্রশ্নে মেটা উন্নয়ক বিভাগ তেমন কিছু জানায়নি।
অনেকেই ব্যক্তি বা প্রতিষ্ঠানের প্রয়োজনে হোয়াটসঅ্যাপে নিয়মিত ছবি ও ভিডিও বিনিময় করেন। কিন্তু হোয়াটসঅ্যাপে কেউ ভিডিও বা ছবি পাঠালে তা প্রাপকের ডিভাইসে স্বয়ংক্রিয় ডাউনলোড হয়ে যায়। ফলে অনেকেই পরবর্তী সময়ে বিপত্তির সম্মুখীন হয়ে থাকেন। সমস্যা সমাধানের সঙ্গে ব্যক্তিগত বার্তার গোপনীয়তার সুরক্ষায় ‘অ্যাডভান্সড চ্যাট প্রাইভেসি’ অপশনে নতুন সুবিধার কথা জানাল কর্তৃপক্ষ। ইতোমধ্যে বেটা সংস্করণে নির্দিষ্ট গ্রাহকের মাধ্যমে সুবিধার ভালোমন্দ দিক যাচাই করার কাজ চলছে। অ্যাপে ‘ডিসঅ্যাপিয়ারিং মেসেজ’ অপশন সচল থাকলে নির্দিষ্ট সময় পর সব ধরনের কনটেন্ট বিনিময় ফাইল নিজে থেকেই মুছে যাবে। উল্লিখিত অপশন দিয়ে এক দিন, সাত দিন বা ৯০ দিন আগের সব ধরনের ফাইল মুছে ফেলার সময়সীমা নির্ধারণ করা যায়।
জানা গেছে, অ্যাডভান্সড চ্যাট প্রাইভেসি অপশনটি সক্রিয় হলে মেটা এআই নিজে থেকেই কাজ করবে না। ফলে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারে স্বয়ংক্রিয় চ্যাট অপশনে ছবি তৈরি বা প্রশ্নোত্তর পাওয়া যাবে না। অন্যদিকে, মেটা এআই ব্যবহার করা না গেলেও কনটেন্ট ফরওয়ার্ড বা স্ক্রিনশট নেওয়ার সুযোগ বহাল থাকবে।
ডিসপ্লে পিকচার
অ্যাপে থাকা ডিসপ্লে পিকচারে (ডিপি) ব্যক্তিজীবনের অন্তরঙ্গ মুহূর্তের ছবি সংরক্ষণ করা থেকে বিরত থাকতে হবে। প্রতারক চক্র ওই ছবির স্ক্রিনশট ব্যবহার করে রীতিমতো ব্ল্যাকমেইল করে বসে।
বিশেষ প্রয়োজনে হোয়াটসঅ্যাপ ডিপি বা স্ট্যাটাসে দেওয়া ছবি বা ভিডিও অংশে অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও, ছবি বা তথ্য দিলে যেন অসৎ উদ্দেশ্যে কেউ তা ব্যবহার না করতে পারে, সে জন্য শুধু নির্বাচিত ব্যক্তিদের (সিলেক্টিভ কনট্যাক্ট) তা দেখার অপশন সক্রিয় রাখা প্রয়োজন।
পরিচিত কোনো ব্যক্তির নাম করে আর্থিক সহায়তা চাওয়া বা সন্দেহজনক কোনো চ্যাট দৃশ্যমান হলে হুট করে অ্যাপে তাঁর ছবি দেখে নিশ্চিত না হওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।
কিছু করার আগে অবশ্যই সুনিশ্চিত হতে হবে, তিনি আপনার পরিচিতজন কিনা। আগেই তাঁকে শনাক্ত করা না গেলে তাঁর পরিবার-পরিজনকে ফোন করে নিশ্চিত হতে হবে, আদতে মেসেজ পাঠানো ব্যক্তি তিনি নিজেই কিনা। হুট করে সন্দেহ হচ্ছে বা খটকা লাগছে– এমন ফোনকল বা অচেনা ভিডিও কল ধরা থেকে বিরত থাকতে হবে। কারণ, এভাবেই ফাঁদ পেতে প্রতারক চক্র প্রতিদিন হাজারো হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট নিয়ন্ত্রণ নিয়ে বিব্রত করছে সাধারণ ব্যক্তিজীবনকে।
উৎস: Samakal
কীওয়ার্ড: হ য় টসঅ য প হ য় টসঅ য প ব যবহ র কর ব য কআপ
এছাড়াও পড়ুন:
বিকাশ-এ লেনদেনের তথ্য-শেয়ার এখন আরও সহজ ও নিরাপদ
বিকাশ অ্যাপে লেনদেন করে তার তথ্য সংশ্লিষ্ট ব্যক্তিকে পাঠানো এখন আরও সহজ, নিরাপদ এবং সুরক্ষিত। বিল দেওয়া, পেমেন্ট, বিশেষ করে কাউকে টাকা পাঠানোর পর স্ক্রিনশট শেয়ার করার বিষয়টি চর্চিত এবং প্রায় অবধারিত। গ্রাহকের এই প্রয়োজনকে সহজ করতে বিকাশ অ্যাপে যুক্ত হয়েছে এক-ক্লিকেই শেয়ার অপশন।
বিকাশ অ্যাপ থেকে সেন্ডমানি করার সাথে সাথেই স্ক্রিনে শেয়ার অপশন দেখতে পান গ্রাহক। যে অ্যাকাউন্ট থেকে টাকা পাঠানো হয়েছে এবং যে অ্যাকাউন্টে পাঠানো হয়েছে, ট্রানজেকশন আইডি, টাকার পরিমাণ, সময়-তারিখ এবং রেফারেন্স -এই তথ্যগুলো শেয়ার স্ক্রিনে দেওয়া থাকে। গ্রাহক এক ট্যাপেই হোয়াটসঅ্যাপ, ম্যাসেঞ্জার, ই-মেইলসহ যেকোনো পছন্দের মাধ্যমে সংশ্লিষ্ট ব্যক্তিকে তথ্য শেয়ার করে দিতে পারেন।
এই পদ্ধতিতে তথ্য শেয়ারের সময় গ্রাহকের সবশেষ ব্যালেন্স স্বয়ংক্রিয়ভাবে বাদ দিয়ে দেওয়া হয়, ফলে গ্রাহকের অ্যাকাউন্ট-ব্যালেন্সের তথ্য থাকে সুরক্ষিত।
কোনো গ্রাহক এই শেয়ার অপশন না ব্যবহার করে স্ক্রিনশট দিয়ে তথ্য শেয়ার করতে চাইলেও বর্তমান ব্যালেন্সকে এক ট্যাপেই হাইড করা সম্ভব। বর্তমান ব্যালেন্সের ঠিক পাশেই থাকা ‘আই’ (চোখ) -আইকনে ক্লিক করে বর্তমান ব্যালেন্স হাইড করে রাখতে পারেন।
অনেক গ্রাহক আছেন যারা ম্যাসেজ পাঠানো বা শেয়ারের চেয়ে কল করতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। সেসব গ্রাহকদের কথা বিবেচনায় রেখে টাকা পাঠানোর সাথে সাথে পরের স্ক্রিনেই সংশ্লিষ্ট ব্যক্তিকে সরাসরি কল করার অপশনও যুক্ত করা হয়েছে। এতে আর ঐ ব্যক্তিকে কন্টাক্ট লিস্টে গিয়ে কল করতে হয় না। ফলে তার সময় বাঁচে। গ্রাহক পেয়ে যান বাড়তি স্বাচ্ছন্দ্য।
অনেক গ্রাহক আছেন লেনদেন করার পর কেবল ট্রানজেকশন আইডিটি কপি করে কাউকে পাঠান বা কোনো ফরম পূরণ করতেও ব্যবহার করেন। তেমন গ্রাহকদের জন্য এই স্ক্রিনেই কেবল ট্রানজেকশন আইডি কপি করার সুযোগ রয়েছে। ট্রানজেকশন আইডির পাশেই ‘কপি’ চিহ্নিত আইকন ট্যাপ করলেই নম্বরটি ক্লিপবোর্ডে কপি হয়ে যায়। পরে গ্রাহক তার প্রয়োজন অনুসারে যেকোনো উইন্ডোতে পেস্ট করে তথ্যটি কাজে লাগাতে পারেন।
একইভাবে, পেমেন্ট, বিল পে সহ অন্যান্য তথ্য সহজেই শেয়ার করতে পারছেন গ্রাহক। বর্তমান সময়ে এসে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল ব্যক্তিগত তথ্যের সুরক্ষা। গ্রাহকের সুবিধার কথা বিবেচনায় তাই এমন ছোট ছোট গুরুত্বপূর্ণ সেবার সংযোজনে গ্রাহকের লেনদেনের তথ্য নিয়ন্ত্রিতভাবে কাজে লাগানোর সাথে সাথে তার সুরক্ষাকে নিশ্চিত করা হচ্ছে।
ঢাকা/টিপু