পাকিস্তান তেহরিক–ই–ইনসাফের (পিটিআই) ৮২ কর্মীকে চার মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে তাঁদের প্রত্যেককে দেড় লাখ রুপি জরিমানা করা হয়েছে। পাকিস্তানের রাওয়ালপিন্ডির একটি সন্ত্রাসবিরোধী আদালত গত শুক্রবার এ আদেশ দেন। গত বছরের ২৬ নভেম্বর সহিংস বিক্ষোভের ঘটনায় করা মামলায় দোষ স্বীকার করায় এ আদেশ দেওয়া হয়েছে।
দলের প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে মুক্তি দিতে সরকারের ওপর চাপ সৃষ্টি করতে গত বছরের ২৬ নভেম্বর ব্যাপক বিক্ষোভ করে পিটিআই। ক্রিকেটার থেকে রাজনীতিক বনে যাওয়া ৭১ বছর বয়সী ইমরান খান ২০২৩ সালের আগস্ট থেকে কারাগারে। তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। যার মধ্যে দুর্নীতি থেকে শুরু করে সন্ত্রাসবাদের অভিযোগও আছে। এর আগে ২০২২ সালের এপ্রিল মাসে বিরোধী দলের অনাস্থা প্রস্তাবের মাধ্যমে তিনি ক্ষমতাচ্যুত হন।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়লে সাবেক ক্ষমতাসীন দলটির তিন দিনব্যাপী বিক্ষোভ হঠাৎ বন্ধ হয়ে যায়। সংঘর্ষে অন্তত তিনজন রেঞ্জার্স সদস্য এবং একজন পুলিশ সদস্য নিহত হন।
ওই ঘটনায় ৮২ জন অভিযুক্ত বিচারকের সামনে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তাঁরা একটি হলফনামাও দাখিল করেন, যেখানে তাঁরা বলেন, পিটিআইয়ের নেতারা বিক্ষোভে অংশ নিতে তাঁদের উসকানি দিয়েছিলেন। ভবিষ্যতে আর কোনো বিক্ষোভে অংশ নেবেন না, এই মর্মে আদালতকে লিখিত দেন অভিযুক্ত ব্যক্তিরা।
উল্লেখ্য, শুনানির সময় আদালতে উপস্থিত ১ হাজার ৬০৯ জন অভিযুক্তের মধ্যে ৫৬০ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। এদিকে গত বছরের ৯ মের ঘটনায় করা মামলায় সিনেটর ইজাজ চৌধুরী এবং ফারহাত আব্বাসের জামিন মঞ্জুর করেছেন সুপ্রিম কোট। তাঁদের এক লাখ রুপির জামিন বন্ড জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। বিচারপতি আখতার আফগানকে প্রধান করে করা তিন সদস্যের বেঞ্চ এ আদেশ দিয়েছেন।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
শেয়ারহোল্ডারদের লভ্যাংশ দেবে না ওয়াইম্যাক্স ইলেকট্রোডস
পুঁজিবাজারে ওয়াইম্যাক্স ইলেকট্রোডস লিমিটেডের পরিচালনার পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ না দেওয়ার ঘোষণা দিয়েছে।
২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য এমন সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটির পরিচালনা পর্ষদ।
বুধবার (৫ নভেম্বর) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে মঙ্গলবার (৪ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানিগুলোর পরিচালনা পর্ষদ সভায় সর্বশেষ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নিয়েছে।
তথ্য মতে, লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত শেয়ারহোল্ডারদের সম্মতি অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩০ ডিসেম্বর হাইব্রড সিস্টেমে অনুষ্ঠিত হবে। আর এ জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৪ ডিসেম্বর।
২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.০৩ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা ছিল ০.৭৮ টাকা।
এদিকে কোম্পানিটির ঋণাত্মক শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে (৪৩.৪৪) টাকা হয়েছে। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির ঋণাত্মক শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো ছিল (১৪.৫০) টাকা।
আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩.২৭ টাকায়।
এই করপোরেট ঘোষণার পরিপ্রেক্ষিতে এদিন কোম্পানিটির শেয়ারের লেনদেনের কোনো মূল্য সীমা থাকবে না।
ঢাকা/এনটি/ইভা