পাকিস্তান তেহরিক–ই–ইনসাফের (পিটিআই) ৮২ কর্মীকে চার মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে তাঁদের প্রত্যেককে দেড় লাখ রুপি জরিমানা করা হয়েছে। পাকিস্তানের রাওয়ালপিন্ডির একটি সন্ত্রাসবিরোধী আদালত গত শুক্রবার এ আদেশ দেন। গত বছরের ২৬ নভেম্বর সহিংস বিক্ষোভের ঘটনায় করা মামলায় দোষ স্বীকার করায় এ আদেশ দেওয়া হয়েছে।

দলের প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে মুক্তি দিতে সরকারের ওপর চাপ সৃষ্টি করতে গত বছরের ২৬ নভেম্বর ব্যাপক বিক্ষোভ করে পিটিআই। ক্রিকেটার থেকে রাজনীতিক বনে যাওয়া ৭১ বছর বয়সী ইমরান খান ২০২৩ সালের আগস্ট থেকে কারাগারে। তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। যার মধ্যে দুর্নীতি থেকে শুরু করে সন্ত্রাসবাদের অভিযোগও আছে। এর আগে ২০২২ সালের এপ্রিল মাসে বিরোধী দলের অনাস্থা প্রস্তাবের মাধ্যমে তিনি ক্ষমতাচ্যুত হন।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়লে সাবেক ক্ষমতাসীন দলটির তিন দিনব্যাপী বিক্ষোভ হঠাৎ বন্ধ হয়ে যায়। সংঘর্ষে অন্তত তিনজন রেঞ্জার্স সদস্য এবং একজন পুলিশ সদস্য নিহত হন।

ওই ঘটনায় ৮২ জন অভিযুক্ত বিচারকের সামনে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তাঁরা একটি হলফনামাও দাখিল করেন, যেখানে তাঁরা বলেন, পিটিআইয়ের নেতারা বিক্ষোভে অংশ নিতে তাঁদের উসকানি দিয়েছিলেন। ভবিষ্যতে আর কোনো বিক্ষোভে অংশ নেবেন না, এই মর্মে আদালতকে লিখিত দেন অভিযুক্ত ব্যক্তিরা।

উল্লেখ্য, শুনানির সময় আদালতে উপস্থিত ১ হাজার ৬০৯ জন অভিযুক্তের মধ্যে ৫৬০ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। এদিকে গত বছরের ৯ মের ঘটনায় করা মামলায় সিনেটর ইজাজ চৌধুরী এবং ফারহাত আব্বাসের জামিন মঞ্জুর করেছেন সুপ্রিম কোট। তাঁদের এক লাখ রুপির জামিন বন্ড জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। বিচারপতি আখতার আফগানকে প্রধান করে করা তিন সদস্যের বেঞ্চ এ আদেশ দিয়েছেন।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

সৌদি-পাকিস্তান চুক্তি: বাড়ছে জল্পনা

রিয়াদ-ইসলামাবাদের নতুন প্রতিরক্ষা চুক্তি নিয়ে পরস্পরবিরোধী মন্তব্যে চুক্তির পারমাণবিক দিক নিয়ে জল্পনা বেড়েছে। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ প্রথমে সৌদি আরবকে পারমাণবিক সক্ষমতা দেওয়ার ইঙ্গিত দেন, পরে তা অস্বীকার করেন। পররাষ্ট্র মন্ত্রণালয় কৌশলগত নীরবতা অবলম্বন করেছে। পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার জানান, অন্য দেশগুলোও এ ধরনের চুক্তি করতে আগ্রহী। চুক্তিটি দুই দেশের দীর্ঘদিনের প্রতিরক্ষা সহযোগিতাকে আরও শক্তিশালী করবে।

সম্পর্কিত নিবন্ধ