যারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হতে চান তাদের জন্য আসছে বড় নিয়োগ। সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগের নতুন বিধিমালা চূড়ান্ত হলে আগামী দুই থেকে তিন মাসের মধ্যে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে বলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে। যেখানে থাকবে না পোষ্য ও নারী কোটা। ৯৩ শতাংশ মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, ‘সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তিতে আমরা কখনো পদের সংখ্যা উল্লেখ করি না। তাই কত পদের নিয়োগ বিজ্ঞপ্তি আসবে, সেটা বলা ঠিক হবে না। তবে বর্তমানে সহকারী শিক্ষক পদে ৮ হাজার ৪৩ শূন্য পদ রয়েছে। বিজ্ঞপ্তি প্রকাশের সময় এই শূন্য পদ বেড়ে ১০ থেকে ১২ হাজার হতে পারে। এ ছাড়া সংগীত ও শারীরিক শিক্ষা বিষয়ের জন্য ৫ হাজার ১৬৬ সহকারী শিক্ষক নিয়োগ দেওয়া হবে। অপর দিকে প্রায় ৩০ হাজার সহকারী শিক্ষকের পদোন্নতির মাধ্যমে প্রধান শিক্ষক হিসেবে যোগদানের প্রক্রিয়া চলমান। তাঁরা পদোন্নতি পেলে এসব পদেও নতুন করে সহকারী শিক্ষক নেওয়া হবে। তাই বলা যায়, সামনে যে বিজ্ঞপ্তি দেওয়া হবে, সেখান থেকে বেশিসংখ্যক প্রার্থী নেওয়া হবে। আবেদনের সময় পদ বাছাই করে দেওয়ার সুযোগ পাবেন প্রার্থীরা।’

প্রাথমিকের ২০২৫ সালের নতুন বিধিমালায় কোটা থাকবে না। তবে ২০ শতাংশ বিজ্ঞান বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রিধারী প্রার্থীদের অগ্রাধিকার থাকবে।

নতুন নিয়োগ বিধিমালার অগ্রগতির বিষয়ে জানতে চাইলে ওই কর্মকর্তা বলেন, ‘সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা–২০২৫ অনুমোদনের জন্য বর্তমানে জনপ্রশাসন মন্ত্রণালয়ে রয়েছে। ইতিমধ্যে এ বিধিমালা নিয়ে একটি বৈঠকও হয়েছে সেখানে। এখন সচিব কমিটির বৈঠক বাকি রয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় অনুমোদন দিলে এরপর সেটি অর্থ মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয় ও সরকারি কর্ম কমিশনে মতামতের জন্য পাঠানো হবে। বিধিমালা যেদিন প্রজ্ঞাপন আকারে প্রকাশ হবে, তার পরদিনই আমাদের নতুন বিজ্ঞপ্তি প্রকাশের প্রস্তুতি নিতে বলা হয়েছে। আমরা সেভাবেই প্রস্তুতি নিচ্ছি।’

প্রাথমিকের বর্তমান শিক্ষক নিয়োগ বিধিমালা ২০১৯–এ সহকারী শিক্ষক পদে ৬০ শতাংশ নারী কোটা, ২০ শতাংশ পোষ্য কোটা ও ২০ শতাংশ পুরুষ কোটা রয়েছে। ২০২৫ সালের নতুন বিধিমালায় এই তিন কোটা থাকবে না, তবে ২০ শতাংশ বিজ্ঞান বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রিধারী প্রার্থীদের অগ্রাধিকার থাকবে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে, উচ্চ আদালতের রায় ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সর্বশেষ প্রজ্ঞাপন অনুসারে, সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের চাকরির সব গ্রেডে মেধার ভিত্তিতে নিয়োগ হবে ৯৩ শতাংশ। বাকি ৭ শতাংশ নিয়োগ হবে কোটার ভিত্তিতে। প্রাথমিকের সহকারী শিক্ষক পদটি ১৩তম গ্রেডের। তাই এই পদের নিয়োগে ৭ শতাংশের বেশি কোটা রাখার সুযোগ নেই। ৭ শতাংশ কোটার মধ্যে রয়েছে বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানের জন্য ৫ শতাংশ; ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জন্য ১ শতাংশ এবং প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের নাগরিকদের জন্য ১ শতাংশ কোটা। অন্য ৯৩ শতাংশ মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে।

আরও পড়ুনপ্রাথমিক শিক্ষকদের বেতন এক ধাপ বাড়ানোর উদ্যোগ, ভিন্নমত শিক্ষকদের২৮ এপ্রিল ২০২৫

প্রাথমিকে সহকারী শিক্ষক পদে ৯৩ শতাংশ মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে বলে আগেই জানিয়েছিলেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক বিধান রঞ্জন রায় পোদ্দার। গত বছরের ৮ ডিসেম্বর খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে খুলনা বিভাগের বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছিলেন, প্রাথমিকে ৯৩ শতাংশ মেধার ভিত্তিতে শিক্ষক নিয়োগ দেওয়া হবে। থাকবে না কোনো পোষ‍্য কোটা।

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সংগীত ও শারীরিক শিক্ষাবিষয়ক প্রশিক্ষণ দিতে সংগীত ও শারীরিক শিক্ষা বিষয়ের শিক্ষক নিয়োগের যোগ্যতার বিষয়টিও নতুন নিয়োগ বিধিমালায় চূড়ান্ত করা হয়েছে। ওই কর্মকর্তা জানান, সংগীত ও শারীরিক শিক্ষা বিষয়ের শিক্ষক নিয়োগের কাম্য যোগ্যতার বিষয়টি ঠিক করা হয়েছে নতুন বিধিমালায়। নতুন বিধিমালা প্রজ্ঞাপন আকারে প্রকাশিত হলে এই পদে বিজ্ঞপ্তি প্রকাশে আর কোনো বাধা থাকবে না।

আরও পড়ুনইসলামিক ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত৩০ এপ্রিল ২০২৫

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা যায়, ক্লাস্টারের ভিত্তিতে সংগীত ও শারীরিক শিক্ষা বিষয়ের শিক্ষক নিয়োগ দেওয়া হবে। একেকটি জেলা–উপজেলায় ২০ থেকে ২৫টি বিদ্যালয় মিলে একটি করে ক্লাস্টার হয়। এই হিসাবে সারা দেশে প্রাথমিক বিদ্যালয়ের মোট ক্লাস্টার রয়েছে ২ হাজার ৫৮৩টি। একটি ক্লাস্টারের জন্য একজন করে সংগীত ও শারীরিক শিক্ষক নেওয়া হবে। ২০ থেকে ২৫টি বিদ্যালয়ের জন্য একজন করে সংগীত ও শারীরিক শিক্ষক নিয়োগ দেওয়া হবে। ক্লাস্টারের হিসাবে দুটি পদ মিলে মোট ৫ হাজার ১৬৬ সহকারী শিক্ষক নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে সংগীত বিষয়ে ২ হাজার ৫৮৩ ও শারীরিক শিক্ষা বিষয়ে ২ হাজার ৫৮৩ জন।

আরও পড়ুনআস-সুন্নাহ ফাউন্ডেশনে চাকরি, বেতন ৭০,০০০-১০০,০০০ টাকা০৩ মে ২০২৫.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: নত ন ব ধ ম ল কর মকর ত র নত ন ব র জন য সহক র সরক র

এছাড়াও পড়ুন:

সাধারণ জ্ঞান-৬: এপ্রিল ২০২৫: বাংলাদেশ ও আন্তর্জাতিক বিশ্ব

১. কাশ্মীরের পেহেলগামকে বলা হয়—মিনি সুইজারল্যান্ড

২. ‘রিউমর স্ক্যানার’ হলো—একটি তথ্য যাচাই বা ফ্যাক্ট চেক প্রতিষ্ঠান

৩. জাতিসংঘ সদর দপ্তরে নতুন পতাকা উত্তোলন করা হয়েছে—সিরিয়ার

৪. ভারত ও পাকিস্তানের মধ্যে পানিবণ্টন–সংক্রান্ত ‘সিন্ধু পানি চুক্তি’র মধ্যস্থতাকারী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে—বিশ্বব্যাংক

৫. ‘নতুন পোপ’ বেছে নেওয়ার জটিল প্রক্রিয়াকে বলা হয়—‘কনক্লেভ’

৬. ১১৬তম জব্বারের বলীখেলার ২০২৫ সালের আসরে চ্যাম্পিয়ন হয়েছেন—কুমিল্লার শরীফ

৭. সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পণ্য নিয়ে প্রথম কার্গো ফ্লাইট গেছে—স্পেনে। ৬০ টন পণ্য নিয়ে।

আরও পড়ুনইসলামী উন্নয়ন ব্যাংকের ওয়াইপিপি প্রোগ্রাম, আরবি অথবা ফরাসি ভাষায় দক্ষতায় বাড়তি সুযোগ০৩ মে ২০২৫

৮. বাংলাদেশ বিমানবাহিনীর ২০২৫ সালের বার্ষিক মহড়ার নাম—‘আকাশ বিজয়’

৯. বিটিএমসি ৭৪টি বস্ত্রকল নিয়ে গঠিত হয়—১৯৭২ সালে

১০. বিশ্বের দীর্ঘতম প্রিফ্যাব্রিকেটেড (সড়ক ও রেল সুড়ঙ্গ) তৈরি হচ্ছে ডেনমার্ক ও জার্মানির মধ্যে, নাম ফেরাবে টানেল (দৈর্ঘ্য ১৮ কিমি)। এটি বাল্টিক সাগরের নিচে অবস্থিত

১১. আন্তর্জাতিক জ্বালানি সম্মেলন ২০২৫ সালের ২৪ এপ্রিল শুরু হয়—লন্ডনে

১২. বিশ্ব ধরিত্রী দিবস-২০২৫–এর প্রতিপাদ্য বিষয় ছিল—‘আমাদের শক্তি, আমাদের পৃথিবী’

১৩. বাংলাদেশের হাজিদের জন্য ২০২৫ সালে চালু করেছে—‘লাব্বাইক’ অ্যাপ

১৪. ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের উদ্যোগে সর্বপ্রথম ‘আনন্দ শোভাযাত্রা’ প্রবর্তিত হয়—১৯৮৯ সালে

আরও পড়ুনআইইউটির ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ, সেরা হলেন যে ১০ জন০৩ মে ২০২৫

১৫. আনন্দ শোভাযাত্রার নাম পরিবর্তন করে ‘মঙ্গল শোভাযাত্রা’ নামকরণ করা হয়—১৯৯৬ সালে

১৬. ‘মঙ্গল শোভাযাত্রা’ ইউনেসকোর সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি তালিকায় পায়—২০১৬ সালে

১৭. বাংলা নববর্ষ ১৪৩২ আয়োজিত ‘বর্ষবরণ শোভাযাত্রায়’ বাংলাদেশের—২৮টি জাতিগোষ্ঠী অংশ নিয়েছে

১৮. বাংলাদেশ স্যাটেলাইট-১ তৈরি করেছে ফ্রান্সের স্পেস প্রতিষ্ঠান—থ্যালেস অ্যালেনিয়া

১৯. বিশ্বের সবচেয়ে দূষিত শহর হলো—ভারতের বার্নিহাট। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্ধারিত দূষণমাত্রার চেয়ে ২৫ গুণ বেশি

২০. বিশ্বের স্যাটেলাইট ক্লাবে বাংলাদেশ যুক্ত হয়েছে—৫৭তম দেশ হিসেবে

আরও পড়ুনথাইল্যান্ডের এআইটি স্কলারশিপে উচ্চশিক্ষার সুযোগ, জেনে নিন সব তথ্য২ ঘণ্টা আগে

সম্পর্কিত নিবন্ধ

  • ইউনাইটেড ইন্স্যুরেন্সের প্রথম প্রান্তিকে মুনাফা বেড়েছে ২৫ শতাংশ
  • তিন মাসে ব্র্যাক ব্যাংকের ৫ হাজার কোটি টাকার নিট ডিপোজিট প্রবৃদ্ধি
  • তেলের দাম কমলেও সৌদি আরব এতটা নির্ভার কীভাবে
  • তরুণদের উদ্ভাবনী শক্তিকে উৎসাহিত করতে অনুষ্ঠিত হলো এআই অলিম্পিয়াড বাংলাদেশ ২০২৫
  • এক্সপ্রেস ইন্স্যুরেন্সের প্রথম প্রান্তিকে মুনাফা কমেছে
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্পর্কে মাস্টার্স, ক্লাস শুক্র ও শনিবার
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইসলামিক স্টাডিজে মাস্টার্স, সিজিপিএ ২ থাকলেই আবেদন
  • রেনাটার ৯ মাসে মুনাফা কমেছে ৩০ শতাংশ
  • সাধারণ জ্ঞান-৬: এপ্রিল ২০২৫: বাংলাদেশ ও আন্তর্জাতিক বিশ্ব