লভ্যাংশ ঘোষণা করেছে ডিবিএইচ, বেড়েছে মুনাফা
Published: 6th, May 2025 GMT
২০২৪ সালে মুনাফা বেড়েছে ডিবিএইচ ফিন্যান্সের। গত ৩১ ডিসেম্বর শেষ হওয়া বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছে ৫ টাকা ০৭ পয়সা। আগের বছর যেখানে তাদের শেয়ারপ্রতি আয় হয়েছিল ৪ টাকা ৯৫ পয়সা, ২০২২ সালে যা ছিল ৫ টাকা ১১ পয়সা।
ডিবিএইচ ফিন্যান্সের পরিচালনা পর্ষদের বৈঠকে ২০২৪ সালের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার বিষয়ে সুপারিশ করা হয়। সেই সঙ্গে ২ শতাংশ স্টক লভ্যাংশ দেওয়ার ঘোষণাও দেওয়া হয়েছে। অর্থাৎ মোট ১৭ শতাংশ লভ্যাংশ দেবে কোম্পানিটি। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
আগামী ১৯ জুন ডিবিএইচের বার্ষিক সাধারণ সভা বা এজিএম অনুষ্ঠিত হবে। সে জন্য রেকর্ড তারিখ ঘোষণা করা হয়েছে ২৭ মে। ২০২৪ সালে ডিবিএইচের শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য ছিল ৪৭ টাকা ২৫ পয়সা এবং শেয়ারপ্রতি নিট অপারেটিং নগদ প্রবাহ ছিল মাইনাস ৩৮ পয়সা। ২০২৩ সালে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদমূল্য ছিল ৪৩ টাকা ৬৩ পয়সা। ২০২৩ সালে কোম্পানির নেট অপারেটিং ক্যাশ ফ্লো পার শেয়ার বা শেয়ারপ্রতি নগদ অর্থের প্রবাহ ছিল ৪৩ টাকা ১৮ পয়সা।
শেয়ারপ্রতি নগদ অর্থ প্রবাহ ঋণাত্মক হয়ে যাওয়ার কারণ হিসেবে বলা হয়েছে, গত বছর কোম্পানিটির ঋণ ও আগাম অর্থ গ্রহণের পরিমাণ বেড়েছে। সেই সঙ্গে ব্যাংক ও অন্যান্য গ্রাহকের আমানতের পরিমাণ কমেছে।
এদিকে চলতি বছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে ডিবিএইচ। সেখানে বলা হয়েছে, এ বছরের জানুয়ারি-মার্চ প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) কমেছে। এই সময় ইপিএস হয়েছে ৭৮ পয়সা, যেখানে আগের বছর ইপিএস ছিল ৮৭ পয়সা।
২০২৩ সালের জন্য ডিবিএইচ ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। ২০২২ সালে মোট ১৭ শতাংশ লভ্যাংশ দিয়েছিল ডিবিএইচ। এর মধ্যে ১৫ শতাংশ ছিল নগদ লভ্যাংশ; বাকি ২ শতাংশ ছিল বোনাস লভ্যাংশ।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ড ব এইচ
এছাড়াও পড়ুন:
দেহব্যবসায় নামানোর চেষ্টার অভিযোগে স্বামীর বিরুদ্ধে সানাইয়ের মামলা
আলোচিত মডেল-অভিনেত্রী সুপ্রভা মাহবুব বিনতে সানাই মাহবুব তার স্বামী আবু সালেহ মুসার বিরুদ্ধে যৌতুকের দাবি, শারীরিক-মানসিক নির্যাতন এবং জোর করে দেহব্যবসায় নামানোর চেষ্টার অভিযোগে মামলা করেছেন। বুধবার (৬ আগস্ট) ঢাকার মহানগর হাকিম মাহবুবুর রহমানের আদালতে মামলাটি দায়ের করা হয়।
সানাই মাহবুবের আইনজীবী মিঠুন সাহা বলেন, “২২ লাখ টাকা যৌতুকের অভিযোগ এনে স্বামীর বিরুদ্ধে সুপ্রভা মাহবুব বিনতে সানাই মাহবুব আদালতে মামলা করেছেন। টাকার জন্য তার স্বামী তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করত। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে আসামিকে আদালতে হাজির হতে সমন জারি করেছেন।”
মামলার অভিযোগে বলা হয়েছে, ২০২২ সালের ২৭ মে আবু সালেহ মুসাকে বিয়ে করেন সানাই। বিয়ের সময় সানাই মাহবুবের পরিবারের পক্ষ থেকে বিভিন্ন আসবাবপত্র এবং ১৫ ভরি স্বর্ণ দেয়া হয়; যা আসামির বাসায় রয়েছে। চাকরির পাশাপাশি ব্যবসা করবে জানিয়ে সানাই মাহবুবকে তার পরিবারের কাছ থেকে টাকা এনে দিতে বলেন আবু সালেহ মুসা। সানাই মাহবুব নিজের জমানো ১২ লাখ এবং বাবার কাছ থেকে ৭ লাখ সর্বমোট ১৯ লাখ টাকা এনে দেন। কিন্তু আবু সালেহ মুসা ওই টাকা নষ্ট করে ফেলেন।
আরো পড়ুন:
ডিপজলের জমি দখলের অভিযোগ
বাংলাদেশি অভিনেত্রীকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগে মুখ খুললেন শ্রাবন্তীর প্রাক্তন স্বামী
ব্যক্তিগত ঋণ পরিশোধের জন্য স্ত্রীকে দেহব্যবসায় নামানোর জোর চেষ্টা করেন আবু সালেহ মুসা। পুনরায় আবু সালেহ মুসা সানাই মাহবুবের কাছে ২২ লাখ টাকা যৌতুক দাবি করেন। তবে তা দিতে অস্বীকৃতি জানালে তার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন করে আসামি।
অভিযোগে বলা হয়, গত বছরের ১৫ সেপ্টেম্বর আসামি বাদীকে শারীরিক ও মানসিক নির্যাতন করে বাসা থেকে বের হয়ে যান। দাবি করা ২২ লাখ টাকা না দিলে সংসার করবে না মর্মে জানান। মোটা অংকের টাকা নিয়ে অন্যত্র বিয়ে করার হুমকিও দেন আসামি।
সানাই মাহবুবের পরিবার তাকে বুঝানোর চেষ্টা করেন এবং সশরীরে এসে কথা বলার জন্য বলেন। গত ১২ মে আবু সালেহ মুসা সানাই মাহবুবের আফতাবনগরের বাসায় যান। কথাবার্তার একপর্যায়ে পুনরায় ২২ লাখ টাকা যৌতুক দাবি করেন তিনি। তবে সানাইয়ের পরিবার যৌতুক দিতে অস্বীকৃতি জানায়। এ কথা শুনে আবু সালেহ মুসা ক্ষিপ্ত হয়ে সংসার করবে না জানিয়ে দিয়ে বাসা থেকে বের হয়ে যান। অন্যত্র বিয়ে করারও হুমকি দেন।
সানাই মাহবুব যৌতুকবিহীন সংসার করার জন্য একাধিকবার পারিবারিক ও সামাজিকভাবে চেষ্টা করেছেন মর্মে মামলার অভিযোগে উল্লেখ করেন। সংসার করার জন্য সানাই মাহবুব গত ৭ ও ২২ জুলাই আবু সালেহ মুসাকে লিগ্যাল নোটিশ পাঠান। আবু সালেহ মুসা ৭ জুলাইয়ের লিগ্যাল নোটিশ গ্রহণ করে ১৭ জুলাই অসন্তোষ, মিথ্যা, বানোয়াট ও মানহানিকর জবাব দেন।
৩১ জুলাই আবু সালেহ মুসা সানাই মাহবুবের আফতাবনগরের বাসায় গিয়ে বলে, “তুই শতবার সংসার করার জন্য লিগ্যাল নোটিশ পাঠালেও আমি লিগ্যাল নোটিশ আর গ্রহণ করব না এবং যৌতুকবাবদ আমার দাবিকৃত ২২ লাখ টাকা না দিলে সংসার করব না।”
মডেলিংয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু করেন সানাই মাহবুব। বেশ কয়েকটি গানের মিউজিক ভিডিওতে কাজ করেছেন তিনি। ‘ময়নার ইতিকথা’, দেওয়ান নাজমুলের ‘শালবনের মহুয়া’ চলচ্চিত্রের শুটিং শেষ করেছেন। কিন্তু তার কোনো সিনেমা এখনো মুক্তি পায়নি।
বেশ আগে শোবিজের রঙিন দুনিয়াকে বিদায় জানান আলোচিত মডেল-অভিনেত্রী সানাই মাহবুব। তারপর ধর্মে মনোযোগী হন। ২০২২ সালের ২৭ মে আবু সালেহ মুসার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন সানাই মাহবুব। কিন্তু বিয়ের এক বছর পূর্ণ না হওয়ার আগেই দাম্পত্য কলহ শুরু হয়।
ঢাকা/রাহাত/শান্ত