হাসপাতালে অসুস্থ মায়ের শয্যাপাশে জুবাইদা রহমান
Published: 7th, May 2025 GMT
চিকিৎসাধীন মা সৈয়দা ইকবাল মান্দ বানুকে দেখতে রাজধানীর পান্থপথে স্কয়ার হাসপাতালে গিয়েছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান। গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে তিনি মায়ের শয্যাপাশে কিছু সময় কাটান।
সৈয়দা ইকবাল মান্দ বানু অসুস্থ অবস্থায় কয়েক দিন ধরে স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন। নৌবাহিনীর সাবেক প্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের স্ত্রী ও সমাজসেবী সৈয়দা ইকবাল মান্দ বানু বার্ধক্যের নানা জটিলতায় ভুগছেন।
সৈয়দা ইকবাল মান্দ বানু ‘সুরভী ফাউন্ডেশন’ নামে একটি প্রতিষ্ঠানের মাধ্যমে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য কাজ করে আসছেন। তিনি ‘স্বাধীনতা পদক’ পেয়েছেন।
বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান গতকাল সন্ধ্যায় জানান, জুবাইদা রহমান তাঁর মাকে দেখতে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে স্কয়ার হাসপাতালে আসেন। এ সময় পরিবারের সদস্যরা তাঁর সঙ্গে ছিলেন। বহুদিন পর মায়ের সঙ্গে দেখা হওয়ায় তাঁকে খুবই উচ্ছ্বসিত দেখা যায়।
এর আগে গতকাল সকাল ১০টা ৪৩ মিনিটে শাশুড়ি ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে যুক্তরাজ্যের লন্ডন থেকে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে দেশে ফেরেন জুবাইদা রহমান।
২০০৮ সালের ১১ সেপ্টেম্বর স্বামী তারেক রহমানের সঙ্গে দেশ ছেড়েছিলেন জুবাইদা রহমান। এখন দেশে ফিরে বাবার ধানমন্ডির ৫ নম্বর রোডে অবস্থিত বাসায় থাকার ইচ্ছা পোষণ করেছেন তিনি।
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ২০০৮ সালের ২৬ সেপ্টেম্বর তারেক রহমান, তাঁর সহধর্মিণী জুবাইদা রহমান ও জুবাইদা রহমানের মা ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে কাফরুল থানায় একটি মামলা করে দুদক। এই মামলায় জুবাইদা রহমানকে ৩ বছরের কারাদণ্ড ও ৩৫ লাখ টাকা অর্থদণ্ড দেন ঢাকার একটি আদালত।
গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে বাংলাদেশে রাজনৈতিক পটপরিবর্তনের পর জুবাইদা রহমানের বিরুদ্ধে বিচারিক আদালতের ওই সাজা স্থগিত হয়।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: ইকব ল ম ন দ ব ন রহম ন র
এছাড়াও পড়ুন:
টিভিতে আজকের খেলা
ক্রিকেট
এশিয়া কাপ
আফগানিস্তান-শ্রীলঙ্কা
সরাসরি, রাত ৮টা ৩০ মিনিট;
টি-স্পোর্টস।
ফুটবল
উয়েফা চ্যাম্পিয়নস লিগ
কোপেনহেগেন-লেভারকুসেন
সরাসরি, রাত ১০টা ৪৫ মিনিট;
টেন ২।
আরো পড়ুন:
টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা
ক্লাব ব্রুজ-মোনাকো
সরাসরি, রাত ১০টা ৪৫ মিনিট;
সনি লিভ।
নিউক্যাসল-বার্সেলোনা
সরাসরি, রাত ১টা;
টেন ২।
ম্যানচেস্টার সিটি-নাপোলি;
সরাসরি, রাত ১টা;
টেন ১।
ফ্রাংকফুর্ট-গালাতাসারেই
সরাসরি, রাত ১টা;
টেন ৫।
ঢাকা/আমিনুল