মহিলা আ’লীগের সাংগঠনিক সম্পাদকসহ চার নেতা গ্রেপ্তার
Published: 7th, May 2025 GMT
রাজধানীর বিভিন্ন স্থান থেকে আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের চার নেতাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার বিকেল থেকে রাত পর্যন্ত পরিচালিত অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা রয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইসমত আরা হ্যাপি, ৩৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি আজিম মো.
ডিবি সূত্র জানায়, মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে ধানমন্ডি এলাকা থেকে ইসমত আরাকে গ্রেপ্তার করে ডিবির ওয়ারী বিভাগের একটি দল। অন্যদিকে ডিবির লালবাগ বিভাগের একটি দল রাত ১০টার দিকে কোতোয়ালি এলাকা থেকে মাহবুব আলমকে গ্রেপ্তার করে। এর ঘণ্টাখানেক পর ইসলামপুর এলাকা থেকে সাইফুল ইসলামকে গ্রেপ্তার করে ডিবির সাইবার বিভাগের একটি দল। এর আগে বিকেলে ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম উত্তর বিভাগের একটি দল বসিলা এলাকা থেকে তানজিম রহমানকে গ্রেপ্তার করে।
ডিবির ভাষ্য, গ্রেপ্তারকৃতরা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটিয়ে দেশকে অস্থিতিশীল করাসহ ঝটিকা মিছিল করে জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত ছিলেন।
উৎস: Samakal
কীওয়ার্ড: আওয় ম ল গ গ র প ত র কর ব ভ গ র একট
এছাড়াও পড়ুন:
আওয়ামী লীগের অঙ্গসংগঠনের ৪ নেতা ডিবির অভিযানে গ্রেপ্তার
রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের চার নেতাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা (ডিবি) বিভাগ। তাঁদের মধ্যে রয়েছেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইসমত আরা হ্যাপি।
আজ বুধবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার সন্ধ্যায় ধানমন্ডি এলাকা থেকে ইসমত আরা হ্যাপিকে গ্রেপ্তার করে ডিবি-ওয়ারী বিভাগের একটি টিম। একই দিন রাত ১০টার দিকে কোতোয়ালি এলাকা থেকে যুবলীগ নেতা আজিম মো. মাহবুব আলমকে গ্রেপ্তার করে ডিবি-লালবাগ বিভাগ।
এ ছাড়া রাত ১১টার দিকে কোতোয়ালি থানার ইসলামপুর এলাকা থেকে ছাত্রলীগের সাবেক নেতা মো. সাইফুল ইসলাম সাগরকে গ্রেপ্তার করে ডিবি-সাইবার বিভাগের সদস্যরা। এর আগে গতকাল বিকেলে মোহাম্মদপুর থানাধীন বসিলা এলাকা থেকে মোহাম্মদপুর থানা ছাত্রলীগের সহ-সাধারণ সম্পাদক তানজিম রহমান আকাশ দেওয়ানকে গ্রেপ্তার করা হয়।
ডিবি বলছে, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা রয়েছে। তারা রাজধানীর বিভিন্ন এলাকায় ঝটিকা মিছিল ও আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার ষড়যন্ত্রে যুক্ত ছিলেন।