জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রিলিমিনারি টু মাস্টার্সের রেজিস্ট্রেশন কার্ড ডাউনলোড শুরু
Published: 8th, May 2025 GMT
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন ২০২১-২২ শিক্ষাবর্ষে প্রিলিমিনারি টু মাস্টার্স (নিয়মিত ও প্রাইভেট) প্রোগ্রামে ভর্তি করা শিক্ষার্থীদের অনলাইন রেজিস্ট্রেশন কার্ড ডাউনলোড শুরু হয়েছে। আগামী ৩০ জুন পর্যন্ত রেজিস্ট্রেশন কার্ড ডাউনলোড করা যাবে। সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষ নিচের করণীয় ও সময়সূচি অনুসরণ করে ইস্যু করা রেজিস্ট্রেশন কার্ড ডাউনলোড করতে পারবেন।
রেজিস্ট্রেশন কার্ড ডাউনলোড করার নিয়ম১.
২. যেসব কলেজ রেজিস্ট্রেশন কার্ড Download করার জন্য Password সংগ্রহ করে নাই, তাদের কলেজ কোড, কলেজের নাম, ঠিকানা, নিবন্ধিত মুঠোফোন নম্বর ও সঠিক ই-মেইল অ্যাড্রেসসহ ডিন দপ্তরের অফিশিয়াল ই-মেইল ([email protected]) এ আবেদনপত্র প্রেরণ করতে হবে। পরবর্তী সময় সংশ্লিষ্ট কলেজের ই-মেইলে User ID ও Password প্রেরণ করা হবে। পরবর্তী সময় সংশ্লিষ্ট কলেজের ই-মেইলে User ID ও Password প্রেরণ করা হবে। উল্লেখ্য যে ২০২০-২১ শিক্ষাবর্ষে প্রিলিমিনারি টু মাস্টার্স (নিয়মিত ও প্রাইভেট) প্রোগ্রামে রেজিস্ট্রেশন কার্ড ডাউনলোড করার জন্য সংশ্লিষ্ট কলেজগুলোতে যে User ID ও Password দেওয়া হয়েছে, তা বহাল থাকবে।
৩. ২০২১-২২ শিক্ষাবর্ষে অথবা তার আগে প্রিলিমিনারি টু মাস্টার্স (নিয়মিত ও প্রাইভেট) ভর্তি কার্যক্রম সম্পর্কিত কোনো ফি বকেয়া থাকলে সংশ্লিষ্ট কলেজে রেজিস্ট্রেশন কার্ড ইস্যু করা হবে না।
আরও পড়ুনজাপানের স্টাডি সাপোর্ট স্কলারশিপ, ইংরেজি ও জাপানিজ দুই ভাষার দক্ষতা প্রয়োজন৮ ঘণ্টা আগে৪. মাস্টার্স (নিয়মিত/প্রাইভেট) অথবা প্রিলিমিনারি টু মাস্টার্স (নিয়মিত/প্রাইভেট) অথবা মাস্টার্স (প্রফেশনাল) প্রোগ্রামে (যে শিক্ষাবর্ষে হোক না কেন) বর্তমানে অধ্যয়নরত কোনো শিক্ষার্থী ২০২১-২২ শিক্ষাবর্ষে প্রিলিমিনারি টু মাস্টার্স (নিয়মিত ও প্রাইভেট) প্রোগ্রামের অধীন ভর্তি হয়ে থাকলে তাঁর রেজিস্ট্রেশন কার্ড ইস্যু করা হবে না। এখানে উল্লেখ্য, ২০২১-২২ শিক্ষাবর্ষে প্রিলিমিনারি টু মাস্টার্স (নিয়মিত ও প্রাইভেট) প্রোগ্রামে ভর্তি করা কোনো শিক্ষার্থী নিজ ছবি ব্যতীত অন্যের ছবি দিয়ে ভর্তি হয়ে থাকলে ওই শিক্ষার্থীর ভর্তি ও রেজিস্ট্রেশন বাতিল বলে গণ্য হবে। সে ক্ষেত্রে ছবি পরিবর্তনের জন্য আবেদন গ্রহণযোগ্য হবে না।
৫. জেনে রাখুন: ২০২১-২২ শিক্ষাবর্ষে প্রিলিমিনারি টু মাস্টার্স (নিয়মিত ও প্রাইভেট) প্রোগ্রামে ইস্যু করা রেজিস্ট্রেশন কার্ডে শিক্ষার্থীর নিজের নাম/মাতা–পিতার নামে কোনো ভুল থাকলে কার্ড ইস্যুর পরবর্তী এক মাসের মধ্যে তা সংশোধনের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে।
* বিস্তারিত তথ্য জানতে ওয়েবসাইট:
আরও পড়ুনজাপানের স্টাডি সাপোর্ট স্কলারশিপ, ইংরেজি ও জাপানিজ দুই ভাষার দক্ষতা প্রয়োজন৮ ঘণ্টা আগেআরও পড়ুনজাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের রুটিন প্রকাশ, পরীক্ষা ৮ জুলাই শুরু, প্রতিদিন ওয়েবসাইটে ঢুঁ মারার পরামর্শ পরীক্ষার্থীদের০৬ মে ২০২৫উৎস: Prothomalo
কীওয়ার্ড: স শ ল ষ ট কল জ পরবর ত কল জ র র জন য
এছাড়াও পড়ুন:
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশাল নিয়োগ, পদ ১১৭
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রাজস্ব খাতভুক্ত দুটি শূন্য পদে জনবল নিয়োগে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই বিজ্ঞপ্তির মাধ্যমে অস্থায়ী ভিত্তিতে মোট ১১৭ জনকে নিয়োগ দেওয়া হবে। অনলাইনে আবেদন শুরু হবে ১০ আগস্ট থেকে।
পদের নাম ও সংখ্যা—
১. সেপাই
পদসংখ্যা: ১০৫
বেতন স্কেল: ৯,০০০-২১,৮০০ টাকা
আরও পড়ুন৫০তম বিসিএসের বিজ্ঞপ্তি ঘোষিত রোডম্যাপ অনুযায়ী ১ নভেম্বরে০৭ আগস্ট ২০২৫আবেদনে শিক্ষাগত যোগ্যতা:
(ক) কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ;
(খ) উচ্চতা (অন্যূন): পুরুষ ৫ ফুট ৬ ইঞ্চি বা ১.৬৮ (১ দশমিক ৬৮) মিটার; মহিলা ৫ ফুট ২ ইঞ্চি বা ১.৫৭ (১ দশমিক ৫৭) মিটার;
(গ) বুকের মাপ (অন্যূন): উভয় ক্ষেত্রে ৩১ ইঞ্চি বা ৭৮ সেমি., সম্প্রসারিত ৩২ ইঞ্চি বা ৮২ (বিরাশি) সেমি
(ঘ) ওজন (অন্যূন): পুরুষ ৫০ কেজি; মহিলা ৪৬ কেজি; এবং
(ঙ) অবিবাহিত হতে হবে।
আরও পড়ুনহার্ভার্ডসহ ১০ বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ বাংলাদেশি বংশোদ্ভূত সালমানের, বাবা–মা’র তিন সূত্রেই বাজিমাত০৬ আগস্ট ২০২৫২. ওয়্যারলেস অপারেটর
পদসংখ্যা: ১২টি
বেতন স্কেল: ৮,৮০০-২১,৩১০ টাকা
আবেদনে শিক্ষাগত যোগ্যতা:
(ক) কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ;
(খ) উচ্চতা (অন্যূন): পুরুষ ৫ ফুট ৬ ইঞ্চি বা ১.৬৮ (১ দশমিক ৬৮) মিটার;
মহিলা-৫ ফুট ২ ইঞ্চি বা ১.৫৭ (১ দশমিক ৫৭) মিটার;
(গ) বুকের মাপ (অন্যূন): উভয় ক্ষেত্রে ৩১ ইঞ্চি বা ৭৮ সেমি;
সম্প্রসারিত ৩২ ইঞ্চি বা ৮২ সেমি,
(ঘ) ওজন (অন্যূন): পুরুষ ৫০ কেজি;
মহিলা-৪৬ কেজি; এবং
(ঙ) অবিবাহিত হতে হবে।
আরও পড়ুনস্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন নিয়োগ, ৫ পদে নেবে ১৫৫ জন০৬ আগস্ট ২০২৫আবেদনকারীর বয়স—
আবেদনকারীর বয়স ৩১ আগস্ট ২০২৫ তারিখে সেপাই পদের ক্ষেত্রে ১৮ বছর থেকে ২০ বছর এবং ওয়্যারলেস অপারেটর পদের ক্ষেত্রে ১৮ বছর থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। শারীরিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা পরবর্তী (প্রাথমিক বাছাই, লিখিত ও মৌখিক) পরীক্ষার জন্য বিবেচিত হবেন। লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ–ডিএ প্রদান করা হবে না। এ নিয়োগ বিজ্ঞপ্তি–সম্পর্কিত যেকোনো পরিবর্তন–সংশোধন (যদি থাকে) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নিজস্ব ওয়েবসাইটে (www.dnc.gov.bd) পাওয়া যাবে।
আবেদন শেষ কবে—
পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীদের http://dnc.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে হবে। আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ৩১ আগস্ট ২০২৫, বিকেল ৫টা।
আবেদন ফি কত—
অনলাইনে আবেদন সাবমিট করার ৭২ ঘণ্টার মধ্যে আবেদন ফি বাবদ ৫০ টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ ৬ টাকাসহ মোট ৫৬ টাকা টেলিটক প্রিপেইড নম্বরের মাধ্যমে জমা দিতে হবে।
পরীক্ষাসংক্রান্ত তথ্য—
শারীরিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের প্রাথমিক বাছাই, লিখিত ও মৌখিক পরীক্ষার জন্য বিবেচনা করা হবে। পরীক্ষার তারিখ, সময় ও স্থান পরবর্তী সময়ে অধিদপ্তরের ওয়েবসাইটে জানানো হবে।
*আবেদনের বিস্তারিত তথ্যর জন্য জানতে এখানে ক্লিক করুন