পাঁচ বছর পর ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে খালেদ হোসেনকে (মাহবুব) সভাপতি ও সিরাজুল ইসলামকে সাধারণ সম্পাদক করা হয়েছে। আজ শুক্রবার দুপুরে বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

খালেদ হোসেন বিএনপির কেন্দ্রীয় অর্থনীতিবিষয়ক সম্পাদক। তিনি ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসন থেকে একাধিকবার ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করেছেন। সিরাজুল ইসলাম আগের আহ্বায়ক কমিটির সদস্যসচিব ছিলেন।

জেলা বিএনপির কমিটি নিয়ে দীর্ঘদিন ধরে জেলায় বিক্ষোভসহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। কমিটি নিয়ে নেতা-কর্মীরা দুই ভাগে বিভক্ত ছিলোন। দীর্ঘ জটিলতার পর জেলা বিএনপির কমিটি ঘোষণা করা হলো। ১৫১ সদস্যবিশিষ্ট কমিটিতে ৩২ জনকে উপদেষ্টা, ১৮ জনকে সহসভাপতি, ৮ জনকে যুগ্ম সাধারণ সম্পাদক, ৪ জনকে সাংগঠনিক সম্পাদক ও ৬৮ জনকে সদস্য করা হয়েছে।

জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও আহ্বায়ক কমিটির সদস্য জহিরুল হককে নতুন কমিটিতে জ্যেষ্ঠ সহসভাপতি, সাবেক সভাপতি ও আহ্বায়ক কমিটির সদস্য হাফিজুর রহমান মোল্লাকে নতুন কমিটিতে এক নম্বর সদস্য এবং আহ্বায়ক কমিটির সদস্য কবির আহমদ ভূঁইয়াকে দুই নম্বর সদস্য করা হয়েছে। কবির আহমদ লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ব্যক্তিগত সহকারী আবদুর রহমানের বড় ভাই। আগের কমিটির আহ্বায়ক আবদুল মান্নানকে তিন নম্বর সদস্য করা হয়েছে।

পাঁচবারের সাবেক সংসদ সদস্য হারুন-আল রশিদ, সাবেক সচিব ও সাবেক সংসদ সদস্য মুশফিকুর রহমান, সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য রুমিন ফারহানা, সাবেক সংসদ সদস্য আবদুল খালেকসহ ৩২ জনকে উপদেষ্টা করা হয়েছে।

নতুন কমিটিতে মো.

শফিকুল ইসলাম, গোলাম সারোয়ার, মো. আনিসুল ইসলাম ঠাকুর, মো. আনিসুর রহমান, এ বি এম মোমিনুল হক, সদর উপজেলা বিএনপির সভাপতি তরিকুল ইসলাম খান, জেলা আইনজীবী সমিতির সভাপতি কামরুজ্জামান, জসীম উদ্দিন, মো. নজির উদ্দিন আহমেদ, মো. মলাই মিয়া, জেলা কৃষক দলের আহ্বায়ক আবু শামীম মো. আরিফ, মেহেদী হাসান, মো. ইলিয়াস, আবদুল আল-বাকী, শাহজাহান মিয়া, মো. জাকির হোসেন ও চিকিৎসক মো. মেজবাহ উদ্দিন চৌধুরীকে সহসভাপতি করা হয়েছে।

কমিটিতে মো. আলী আজমকে জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক; বেলাল উদ্দিন সরকার, নূরে আলম সিদ্দিকী, মো. আজিম, মো. মনির হোসেন, মাইনুল হোসেন, মো. জামাল হোসেন ও মো. নাজমুল হুদা খন্দকারকে যুগ্ম সম্পাদক করা হয়েছে। মো. মিজানুর রহমানকে কোষাধ্যক্ষ, মো. আসাদুজ্জামান, তানিম শাহেদ, জেলা যুবদলের সভাপতি মো. শামীম মোল্লা ও আবুল মনসুরকে সাংগঠনিক সম্পাদক, মো. সামসুজ্জামানকে দপ্তর সম্পাদক, মো. মাহিনকে প্রচার সম্পাদক, মো. ফারুক মিয়াকে মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক, মো. আলমগীর হোসেনকে প্রকাশনা সম্পাদক করা হয়েছে।

এ ছাড়া নুরুজ্জামান লস্করকে আইনবিষয়ক সম্পাদক, শামসুন্নাহারকে মহিলাবিষয়ক সম্পাদক, মো. নিয়ামুল হককে যুববিষয়ক সম্পাদক, মো. রাশেদ কবির আখন্দকে ছাত্রবিষয়ক সম্পাদক, মো. মোস্তফা মিয়াকে শ্রম সম্পাদক, এইচ এম আবুল বাশারকে স্বেচ্ছাসেবক সম্পাদক, মো. নুরুল হুদা সরকারকে প্রশিক্ষণ সম্পাদক, আরমান উদ্দিনকে তথ্য ও গবেষণা সম্পাদক, অধ্যাপক মোতাহের হোসেনকে প্রবাসীকল্যাণ সম্পাদক, কাজী নাজমুল হোসেনকে অর্থনীতিবিষয়ক সম্পাদক, মো. সাব্বির হোসেনকে ধর্ম সম্পাদক, মো. ইসহাক মিয়াকে মানবাধিকার সম্পাদক, সুপ্রিয় রায়কে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সম্পাদক, মজিবুর রহমানকে পরিবেশ সম্পাদক, এ কে এম নুরুল হাসান আলমকে শিশু সম্পাদক, মো. কাওছার কমিশনারকে ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক, মো. মহসিন মিয়াকে ক্ষুদ্রঋণ ও সমবায়বিষয়ক সম্পাদক, মাইনুল হোসেনকে ক্রীড়া সম্পাদক করা হয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, ২০২০ সালের ১৩ নভেম্বর জিল্লুর রহমানকে আহ্বায়ক করে জেলা বিএনপির ৩১ সদস্যের আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়। ২০২৩ সালের ২৯ মে জিল্লুর রহমানের মৃত্যু হয়। এরপর ২০২৩ সালের ১০ আগস্ট জেলা বিএনপির পাঁচ সদস্যের আংশিক আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছিল। ওই পাঁচ সদস্যের কমিটি দুই ভাগে বিভক্ত হয়ে যায়। বিরোধ না মিটিয়েই ২০২৪ সালের ২ নভেম্বর আবার ৩২ সদস্যের আহ্বায়ক কমিটি করা হয়। ২০২৩ সালের আগস্ট থেকে দুই পক্ষ পৃথকভাবে দলীয় কর্মসূচি পালন করে আসছিল।

নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, দীর্ঘদিন পর জেলা বিএনপি পূর্ণাঙ্গ কমিটি পেয়েছে। সব বিরোধ ও বিভেদ দূর হবে। তাঁরা সবাই একসঙ্গে মিলেমিশে রাজনীতির মাঠে এগিয়ে যাবেন।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ল ইসল ম সদস য র র রহম ন ব এনপ র র কম ট কম ট ত

এছাড়াও পড়ুন:

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষা, ফরম পূরণের সময় বাড়ল ২৫ সেপ্টেম্বর পর্যন্ত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪ সালের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার ফরম পূরণের প্রক্রিয়ার সময় ২৫ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।

ফরম পূরণের বর্ধিত সময়—

১. আবেদন ফরম পূরণের বর্ধিত তারিখ: ২৫ সেপ্টেম্বর ২০২৫।

২. ডাটা এন্ট্রি নিশ্চয়নের শেষ তারিখ: ২৮ সেপ্টেম্বর ১১:৫৯ মিনিট পর্যন্ত।

৩. সোনালী সেবার মাধ্যমে টাকা জমার শেষ তারিখ: ২৯ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর ২০২৫ বিকেল ৪টা পর্যন্ত।

যারা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে—

২০২২-২০২৩ শিক্ষাবর্ষের নিয়মিত, ২০১৯-২০২০, ২০২০-২০২১ ও ২০২১-২০২২ শিক্ষাবর্ষের অনিয়মিত ও গ্রেড উন্নয়ন এবং ২০১৭-২০১৮ ও ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের শুধুমাত্র Promoted শিক্ষার্থীরা ‘F’ গ্রেড পাওয়া কোর্সে ২০২৪ সালের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে।

নিয়মিত পরীক্ষার্থীদের জন্য—

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে রেজিস্ট্রেশন করা অনার্স কোর্সের সকল ছাত্রছাত্রী ২০২৩ সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষায় অংশগ্রহণ করে Promoted হয়ে ২০২৪ সালের অনার্স দ্বিতীয় বর্ষের কোর্স সম্পন্ন করেছে তারা নিয়মিত পরীক্ষার্থী হিসেবে অনার্স কোর্সের সিলেবাস ও সংশোধিত রেগুলেশন অনুযায়ী পরীক্ষায় অংশগ্রহণ করবে।

আরও পড়ুনআয়ারল্যান্ড সরকারের বৃত্তি: মাস্টার্স ও পিএইচডি শিক্ষার্থীদের জন্য সুযোগ৮ ঘণ্টা আগেঅনিয়মিত পরীক্ষার্থীদের জন্য—

২০১৯-২০২০, ২০২০-২০২১ ও ২০২১-২০২২ শিক্ষাবর্ষের যেসব শিক্ষার্থী অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষায় অংশগ্রহণ করে Not Promoted হয়েছে অথবা পরীক্ষায় অংশগ্রহণ করেনি ওই সব শিক্ষার্থী অনিয়মিত পরীক্ষার্থী হিসেবে ২০২৪ সালের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবে। Not Promoted শিক্ষার্থীকে আগের বছরের পাস করা কোর্সের পরীক্ষা দিতে হবে না। তবে যারা ২০২৩ সালের অনার্স দ্বিতীয় বর্ষে প্রথমবারের মতো পরীক্ষায় অংশগ্রহণ করে ‘C’ বা ‘D’ গ্রেড পেয়েছে শুধুমাত্র তারাই ২০২৪ সালের পরীক্ষায় উচ্চতর গ্রেডে উন্নীত করার জন্য পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে সর্বোচ্চ দুটি কোর্সে এবং ‘F’ গ্রেড প্রাপ্ত সব কোর্সে পরীক্ষা দিতে হবে।

# বিস্তারিত তথ্য জানতে ওয়েবসাইট

আরও পড়ুনবিনা মূল্যে ২ লাখ টাকার প্রশিক্ষণ, নন-আইটি স্নাতক শিক্ষার্থীদের সুযোগ ১৮ সেপ্টেম্বর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ

  • আংশিক স্বচ্ছ ব্যালট বাক্সে হবে ভোট: চাকসু নির্বাচন কমিশন
  • অবসর ভেঙে ওয়ানডেতে ফিরলেন ডি কক, তিন সংস্করণে তিন অধিনায়ক দক্ষিণ আফ্রিকার
  • হল সংসদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতছেন ২১ নারী
  • চট্টগ্রাম নগরে নেতৃত্বশূন্য যুবদল, হতাশ তৃণমূলের নেতা-কর্মীরা
  • কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ ও ছাত্রলীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার
  • কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের আট নেতা-কর্মী গ্রেপ্তার
  • এবার ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিল পর্তুগাল
  • মোদির সফরের এক সপ্তাহ পর মণিপুরে নিরাপত্তা বাহিনীর ওপর হামলায় দুজন নিহত
  • জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষা, ফরম পূরণের সময় বাড়ল ২৫ সেপ্টেম্বর পর্যন্ত