মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বিদ্যালয়, যশোরের অধীনে সব শিক্ষাপ্রতিষ্ঠানের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের দশম শ্রেণির শিক্ষার্থীদের ছাড়পত্রের অনলাইনে শাখা, বিষয় ও ছবি সংশোধনের প্রক্রিয়া শুরু হয়েছে।

সংশোধন ফি ব্যতীত আবেদনের সময় ৩০ এপ্রিল শেষ হয়েছে। শিক্ষার্থী প্রতি ৮০০ টাকা করে ফি দিয়ে নিবন্ধন কার্ড সংশোধন করার আবেদন চলবে ১ মে ২০২৫ থেকে ৩০ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত।

শাখা, বিষয় ও ছবি সংশোধনের নিয়ম—

ক) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের (এসএসসি ২০২৬) শাখা, বিষয় ও ছবি সংশোধনের নিয়মাবলি নিচে দেওয়া হলো:

১.

যশোর বোর্ডের ওয়েবসাইট (www.Jashoreboard.gov.bd) ভিজিট করতে হবে।

২. বাঁ পাশে Our Service থেকে Institute Panel বাটনে ক্লিক করতে হবে।

৩. প্রতিষ্ঠানের EIIN ও Password দিয়ে লগইন করতে হবে।

৪. বাঁ পাশের মেনুবার থেকে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে (এসএসসি ২০২৬) Group, Subject & Photo Change > Create Application মেনুতে ক্লিক করতে হবে।

৫. শ্রেণি নির্বাচন করে শিক্ষার্থীর Student ID দিয়ে Find বাটনে ক্লিক করতে হবে।

৬. ফরমটি যথাযথভাবে পূরণ করে Submit করতে হবে।

৭. Print Sonali Sheba বাটনে ক্লিক করে সোনালী সেবা প্রিন্ট করে সোনালী ব্যাংকে ফিস জমা করতে হবে।

আরও পড়ুনকম খরচ এবং সহজে ভিসার কারণে উচ্চশিক্ষায় বেছে নিতে পারেন এই ৫ দেশ০৮ মে ২০২৫জেনে নিন আরও দরকারি তথ্য—

খ) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে (এসএসসি ২০২৬) সালের নিবন্ধন কার্ডে ছবি, বিভাগ, বিষয় কোডে কোনো প্রকার ভুলত্রুটি পরিলক্ষিত হলে সংশোধনসহ ফ্রেশ নিবন্ধন বাবদ শিক্ষার্থী প্রতি ৮০০ টাকা ফিস প্রদান করে পরীক্ষা শুরুর আগের দিনের মধ্যে অবশ্যই সংশোধন করে নিতে হবে। পরীক্ষা শুরুর পর এ–সংক্রান্ত ত্রুটি কোনোভাবেই সংশোধন করা যাবে না। নির্ধারিত সময়ের মধ্যে ভুল সংশোধন না করলে তার সকল দায়দায়িত্ব প্রতিষ্ঠানপ্রধানের ওপর বর্তাবে।

গ) কোনো নিবন্ধন কার্ড পাওয়া না গেলে Student Management থেকে Final Submit নিশ্চিত করতে হবে।

* বিস্তারিত তথ্য জানতে ওয়েবসাইট: www.jessoreboard.gov.bd

আরও পড়ুনজাপানের স্টাডি সাপোর্ট স্কলারশিপ, ইংরেজি ও জাপানিজ দুই ভাষার দক্ষতা প্রয়োজন০৮ মে ২০২৫

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ক ল ক কর

এছাড়াও পড়ুন:

এসএসসি পরীক্ষায় বাংলা দ্বিতীয় পত্রে বেশি নম্বর পেতে সাতটি কৌশল

প্রিয় পরীক্ষার্থী, তোমাদের সবার সব বিষয়ের পরীক্ষা অবশ্যই ভালো হয়েছে। বাকি আছে একটি মাত্র পরীক্ষা, বাংলা দ্বিতীয় পত্র। এটি হলে তোমাদের পরীক্ষা শেষ। এ বিষয়ের পরীক্ষা শেষ করার মধ্য দিয়ে স্কুলজীবন শেষ হবে। সংশোধিত সময়সূচির কারণে বাংলা দ্বিতীয় পত্র বিষয়টির পরীক্ষা শেষে পড়েছে (১৩ মে)। এ বিষয়ের প্রস্তুতি নেওয়ার জন্য অনেক সময় পেয়েছ। আর বাংলা বিষয়ে এ+ পেতে বাংলা দ্বিতীয় পত্রে বেশি নম্বর পাওয়ার কোনো বিকল্প নেই।

জেনে নাও নম্বর বণ্টন

১. বাংলা দ্বিতীয় পত্রে মোট ১০০ নম্বর। বহুনির্বাচনি অংশে ৩০ নম্বর ও রচনামূলক অংশে ৭০ নম্বর।

২. বহুনির্বাচনি অংশের ৩০ নম্বরের প্রশ্ন থাকবে পুরোপুরি ‘ব্যাকরণ অংশ’ থেকে আর রচনামূলক অংশের ৭০ নম্বরের প্রশ্ন থাকবে পুরোপুরি ‘নির্মিতি অংশ’ থেকে।

৩. এনসিটিবির নির্ধারিত বাংলা ভাষার ব্যাকরণ পাঠ্যবই থেকেই ৩০টি নৈর্ব্যক্তিক প্রশ্ন থাকবে, ৩০টি প্রশ্নের উত্তর করতে হবে।

৪. নির্মিতি অংশের বিষয়গুলো হলো অনুচ্ছেদ লিখন, সারাংশ/সারমর্ম লিখন, প্রতিবেদন লিখন, পত্রলিখন, ভাবসম্প্রসারণ লিখন ও প্রবন্ধ লিখন। প্রতিটির লেখার নিয়মকানুন বা গঠনরীতিতে কিন্তু আলাদা নম্বর বরাদ্দ থাকে। বিষয়টি অনেক পরীক্ষার্থী খেয়াল করে না বা জানে না। ফলে পৃষ্ঠা ভরে অনেক বেশি লেখার পরও কাঙ্ক্ষিত নম্বর পাওয়া যায় না। তাই মনোযোগ দিয়ে নির্মিতি অংশের লেখার কৌশলগুলো জেনে নিলে অবশ্যই ভালো নম্বর পাবে।

*অনুচ্ছেদ লিখন: নম্বর–১০

[উত্তর করতে হবে ২টি থেকে ১টির]

অনুচ্ছেদ লিখন বলতে যেকোনো একটি বিষয় সম্পর্কে একটি অনুচ্ছেদ লিখতে হবে। ওই বিষয়ের সামগ্রিক পরিচিতিমূলক তথ্য একটি প্যারায় বা অনুচ্ছেদে লিখতে হবে। কোনো ব্যাখ্যা–বিশ্লেষণ বা অপ্রাসঙ্গিক কোনো তথ্য লেখার দরকার নেই। বিষয়টি কী, এর পরিপ্রেক্ষিত কী, কীভাবে উত্পত্তি হলো, এর বিষয়বস্তু, প্রয়োজনীয়তা, আমাদের জীবনে এর প্রভাব অর্থাৎ উপকারিতা বা অপকারিতা ইত্যাদি প্রাসঙ্গিক তথ্য দিয়ে একটি প্যারা বা অনুচ্ছেদ লিখতে হবে। একাধিক প্যারা না করাই ভালো। অনুচ্ছেদের নির্ধারিত বিষয়টিকে ‘মাঝখানে’ বা ‘মূল কেন্দ্রে’ রেখে চারপাশে তার সম্পর্কে প্রাসঙ্গিক তথ্য দিয়ে অনুচ্ছেদটি লিখতে হবে। অনুচ্ছেদের ভাষা হতে হবে সহজ–সরল।

*সারাংশ বা সারমর্ম লিখন: নম্বর–১০

[উত্তর করতে হবে ২টি থেকে ১টির]

সাধারণত গদ্যে লিখিত কোনো উদ্ধৃতির মূলভাব লিখনকে সারাংশ বলে। আর কবিতায় লিখিত কোনো উদ্ধৃতির মূলভাব লিখনকে সারমর্ম বলে। সারাংশের জন্য প্রদত্ত উদ্ধৃতিতে সাধারণত মূলভাব প্রকাশিতই থাকে এবং সঙ্গে বিভিন্ন যুক্তিতর্ক, উদাহরণ, উপমা, দৃষ্টান্ত ইত্যাদি উল্লিখিত থাকে। আর সারমমে৴র জন্য প্রদত্ত উদ্ধৃতিতে সাধারণত মূলভাবটি লুকায়িত থাকে এবং লেখক বিভিন্ন রূপক, প্রতীক বা উদাহরণ–উপমা দিয়ে সেই মূলভাব ব্যক্ত করার চেষ্টা করেন। সারমর্ম লেখার সময় আমাদের কবির মর্মে বা অন্তরে লুকিয়ে থাকা ওই গোপন কথাটি অর্থাৎ মূলভাবটি খুঁজে বের করতে হয়।

সারাংশ/সারমর্ম লেখার কতগুলো সাধারণ সূত্র রয়েছে, যেমন

১. সারাংশ/সারমর্মের আয়তন ২/৩ বাক্যের বেশি হবে না। প্রথম বাক্যটিতে সাধারণত কোনো দার্শনিক তত্ত্ব বা সত্য প্রকাশ পায় এবং অবশিষ্ট বাক্য প্রথম বাক্যের সহযোগী হিসেবে থাকে।

২. সারাংশ/সারমর্মে সব ধরনের বাহুল্য বর্জনীয় অর্থাৎ মূল উদ্ধৃতির সব উদাহরণ, উপমা, যুক্তিতর্ক, ব্যাখ্যা–বিশ্লেষণ ইত্যাদি বাদ দিতে হয়।

৩. কোনোক্রমে একই ভাবের পুনরাবৃত্তি করা যাবে না এবং নতুন কোনো ভাবের অবতারণাও করা যাবে না।

৪. সারাংশ/সারমর্ম লিখনের উদ্দেশ্য হলো কোনো একটি উদ্ধৃতি পড়ে তার মূল সুরটি ধরতে পারা এবং অল্প কথায় সঠিক শব্দ ব্যবহার করে মূলকথা তুলে ধরা। এখানে বিস্তারিতভাবে লেখার সুযোগ নেই।

৫. সারাংশ/সারমর্ম সাধারণত ভাববাচ্যে বা পরোক্ষ ভঙ্গিতে লিখতে হয়। সরাসরি প্রত্যক্ষ ভঙ্গিতে উত্তম পুরুষ ব্যবহার করে লেখা যায় না।

আরও পড়ুনক্যাডেট কলেজে আপনার সন্তানকে ভর্তি করতে চান?০৭ মে ২০২৫

*প্রতিবেদন লিখন: নম্বর–১০

[উত্তর করতে হবে ২টি থেকে ১টির]

ইংরেজি ‘Report Writing’–এর পারিভাষিক রূপ ‘প্রতিবেদন লিখন’। আমাদের চারপাশে ঘটে যাওয়া কোনো ঘটনা, বিষয় বা প্রসঙ্গ সম্পর্কে নিরপেক্ষভাবে তথ্যমূলক বিবৃতি লিখনকেই বলে প্রতিবেদন লিখন। এসএসসি পরীক্ষায় শুধু সংবাদ প্রতিবেদন লিখতে হবে।

সংবাদ প্রতিবেদন কী: সাধারণত নাগরিক জীবনের বিভিন্ন সমস্যা, কোথাও ঘটে যাওয়া জাতীয় গুরুত্বপূর্ণ কোনো ঘটনা, দুর্ঘটনা বা বিষয়/প্রসঙ্গ সম্পর্কে তথ্যমূলক বিবৃতি তুলে ধরে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করাই সংবাদ প্রতিবেদনের লক্ষ্য। এ ক্ষেত্রে একজন রিপোর্টার হিসেবে সংবাদপত্রে প্রকাশ উপযোগী করে আমাদের এ ধরনের প্রতিবেদন লিখতে হয়। সংবাদ প্রতিবেদন লিখতে কর্তৃপক্ষের কাছে বা সম্পাদকের কাছে কোনো আবেদনপত্র লিখতে হয় না। হেডলাইন (শিরোনাম) লিখে এরপর ডেটলাইন (নিজস্ব প্রতিবেদক, তারিখ ও স্থান) লিখতে হয় এবং তারপর মূল প্রতিবেদন।

আরও পড়ুনএসএসসি পরীক্ষা ২০২৫-এর রুটিন, কোন পরীক্ষা কবে২০ মার্চ ২০২৫

প্রতিবেদন লেখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয়:

# যে ঘটনা, বিষয় বা প্রসঙ্গ সম্পর্কে প্রতিবেদন লিখতে বলা হয়, প্রথমেই সেটি সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করতে হবে। প্রতিবেদন লেখার মূলকথা হলো তথ্য, তথ্য ও তথ্য। এরপর সেসব তথ্য যাচাই–বাছাই শেষে ‘5W1H Formula’ ব্যবহার করে প্রতিবেদনের প্রথম প্যারা লিখতে পারলে সবচেয়ে ভালো।

অর্থাৎ

W= What,

W= Where,

W= When,

W= Who,

W= Why

এবং H= How-এই প্রশ্নগুলোর উত্তর একত্র করে প্রথম প্যারা এবং পরে এই তথ্যগুলো বিস্তারিতভাবে অন্যান্য প্যারায় লিখতে পারো।

১. প্রতিবেদনের জন্য বিষয়ভিত্তিক সুন্দর শিরোনাম নির্ধারণ একান্তভাবে কাম্য। শিরোনামটি এমন হবে, যেটি পড়েই ওই প্রতিবেদনের বিষয়বস্তু সম্পর্কে স্পষ্ট বা পরিষ্কার হয়ে যায়।

২. প্রতিবেদন লিখনে আবেগের প্রাধান্য দেওয়া যাবে না এবং কোনো পক্ষপাতিত্বও করা যাবে না। প্রতিবেদন লিখতে হবে সম্পূর্ণ নিরপেক্ষভাবে।

৩. প্রতিবেদনের ভাষা হওয়া উচিত সহজ, সরল ও সাবলীল। কারণ, সমাজের সব ধরনের মানুষই প্রতিবেদনের পাঠক হয়ে থাকে। আকর্ষণীয় উপস্থাপনা ও বর্ণনার কৌশল প্রতিবেদনের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য।

৪. প্রতিবেদন লেখায় কোনো খাম দিতে হয় না। দেখা যায়, প্রতিবেদন শেষে একটি বক্স করে সেখানে প্রতিবেদনের শিরোনাম, প্রতিবেদকের নাম, প্রতিবেদন জমাদানের তারিখ, প্রতিবেদন তৈরির স্থান—এসব কথা লেখা থাকে, যা একেবারেই অপ্রাসঙ্গিক ও বাহুল৵।

*পত্রলিখন: নম্বর–১০

[উত্তর করতে হবে ২টি থেকে ১টির]

এসএসসি পরীক্ষায় সাধারণত আবেদনপত্র, ব্যক্তিগত পত্র, সংবাদপত্রে প্রকাশিত পত্র, ব্যবসায়িক পত্র ইত্যাদি থেকে যেকোনো দুই ধরনের পত্র থাকে, যার মধ্যে একটির উত্তর লিখতে বলা হয়। প্রতিটি পত্রেরই নিয়মকানুন আলাদা, যেমন—

*ব্যক্তিগত পত্র

একান্ত ব্যক্তিগত বা জাতীয় গুরুত্বপূর্ণ যেকোনো বিষয় নিয়ে মা–বাবা, ভাইবোন, আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধবের কাছে যে পত্র লেখা হয়, সেটিই ব্যক্তিগত পত্র। বাংলার নিজস্ব রীতিতে ব্যক্তিগত পত্র লিখতে হয়। অর্থাৎ লেখার ক্রমানুসারে ব্যক্তিগত পত্রের পাঁচটি অংশ থাকে, যেমন—

১. প্রথমেই পত্রের ওপরে ডান দিকে পত্র লেখার তারিখ ও প্রেরকের সংক্ষিপ্ত ঠিকানা,

২. পত্রের শুরুতেই প্রাপকের উদ্দেশে সম্ভাষণ/সম্বোধন,

৩. মূল চিঠি/পত্র গর্ভ,

৪. পত্রের শেষে নিচে ডান দিকে ইতি/বিদায় সম্ভাষণ এবং সবশেষে

৫. শিরোনাম/খাম।

অনেকেরই একটা ভুল ধারণা, শুধু খাতার বাঁ পৃষ্ঠা থেকে পত্র লিখতে হয়। আসলে যেকোনো জায়গা থেকেই পত্র লেখা শুরু করা যায়। মূলত দুই থেকে তিন পৃষ্ঠার মধ্যে ভালো একটি ব্যক্তিগত পত্র লিখতে পারো।

*সংবাদপত্রে প্রকাশিত পত্র

সাধারণত নাগরিক জীবনের বিভিন্ন সমস্যার কথা উল্লেখ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তার প্রতিকার চেয়ে সংবাদপত্রে প্রকাশের জন্য সম্পাদকের কাছে পত্র লিখতে হয়। আবার কখনো জাতীয় গুরুত্বপূর্ণ কোনো সমস্যার বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষে৵ও সংবাদপত্রে পত্র লিখতে হয়। এ ধরনের পত্র লেখার জন্য প্রথমেই পত্রিকার সম্পাদকের কাছে একটি সাধারণ আবেদনপত্র লিখবে, যেখানে পত্রটি ছাপানোর জন্য সম্পাদককে অনুরোধ করা হবে। এরপর শিরোনাম লিখে সমস্যাসংবলিত মূল পত্রটি লিখতে হবে। মূল পত্রের শেষে কোনো ইতি/বিনীত নিবেদক এসব কথা লেখা যাবে না, শুধু...(অমুক) এলাকাবাসীর পক্ষে...(অমুক) লিখতে হবে। আর সবশেষে শিরোনাম বা খাম এঁকে ডান পাশে সম্পাদক ও পত্রিকার ঠিকানা এবং বাঁ পাশে তোমার ঠিকানা লিখতে হবে। সাধারণত এক পৃষ্ঠায় সম্পাদকের কাছে আবেদনপত্র এবং বাকি দুই থেকে তিন পৃষ্ঠায় মূল পত্র লিখতে পারো।

*আবেদনপত্র

বিভিন্ন বিষয় বা প্রসঙ্গে বিভিন্ন কর্তৃপক্ষের কাছে বিভিন্ন ধরনের আবেদনপত্র লিখতে হয়। আবেদনপত্রের মূল বিষয় হলো, তুমি যে বিষয়ে আবেদন করছ, সেটি তথ্য–উপাত্তের সাহায্যে যুক্তিগ্রাহ্য করে মানবিকভাবে উপস্থাপন করতে হবে। অর্থাৎ তোমার আবেদনপত্রটি পড়ে কর্তৃপক্ষের যেন মন গলে যায় এবং তিনি যেন তোমার আবেদনটি গ্রহণ করতে সম্মত হন। আবেদনপত্র লিখতে পত্রের সব অংশে বাঁ দিক থেকে শুরু করতে হবে।

*ভাবসম্প্রসারণ লিখন: নম্বর–১০

[উত্তর করতে হবে ২টি থেকে ১টির]

চিন্তাশীল কবি–সাহিত্যিকদের কোনো কোনো উক্তির মধ্যে গভীর কোনো ভাব নিহিত থাকে। ব্যাখ্যা–বিশ্লেষণের মাধ্যমে এ ভাবকে সহজবোধ্য করে তোলার নামই ভাবসম্প্রসারণ। ভাবসম্প্রসারণ করার কতগুলো রীতি রয়েছে, যেমন—

১. যে উক্তি বা অংশের ভাবসম্প্রসারণ করতে হবে, তা ভালোভাবে পড়ে মূলভাবটি উদ্‌ঘাটন করতে হবে।

২. যুক্তিতর্কের মাধ্যমে ভাবটিকে বিশ্লেষণ করতে হবে অর্থাৎ প্রাসঙ্গিক দৃষ্টান্ত/উদাহরণ/উপমা/উদ্ধৃতি দিতে হবে।

৩. কথার পুনরাবৃত্তি যাতে না ঘটে, সেদিকে খেয়াল রাখতে হবে।

৪. রচনা সহজ, সরল ও সহজবোধ্য করতে হবে।

৫. উত্তরের কলেবর বা আয়তনের কোনো মাপকাঠি নেই। ভাবটি সম্প্রসারিত হওয়ামাত্রই উত্তর শেষ করতে হবে। তবে তিন থেকে সাড়ে তিন পৃষ্ঠার মধ্যে একটি ভালো মানের ভাবসম্প্রসারণ লেখা যায়। ভাবসম্প্রসারণ করার ক্ষেত্রে মূলভাব, সম্প্রসারিত ভাব, মন্তব্য—এগুলো লেখার প্রয়োজন নেই।

আরও পড়ুনকম খরচ এবং সহজে ভিসার কারণে উচ্চশিক্ষায় বেছে নিতে পারেন এই ৫ দেশ০৮ মে ২০২৫

*প্রবন্ধ লিখন: নম্বর–২০

[উত্তর করতে হবে ৩টি থেকে ১টির]

তিনটি বিষয় থেকে যেকোনো একটি বিষয়ের ওপর প্রবন্ধ লিখতে হবে। কোনো সংকেত দেওয়া থাকবে না। তুমি তোমার সুবিধা অনুযায়ী সংকেত ব্যবহার করে প্রবন্ধটি লিখতে পারো। মনে রেখো, ‘রচনা লিখন’ ও ‘প্রবন্ধ লিখন’–এর মধ্যে অনেক পার্থক্য। অষ্টম শ্রেণি পর্যন্ত লিখতে হয় রচনা, এসএসসি–এইচএসসিতে লিখতে হয় প্রবন্ধ।

অর্থাৎ তথ্যমূলক, জ্ঞানগর্ভ ও যুক্তিগ্রাহ্য বক্তব্যের সাহায্যে প্রকৃষ্টরূপে বন্ধনকৃত রচনা করাকে বলা হয় প্রবন্ধ। সাধারণত কয়েকটি বিশেষ দিক থেকে প্রবন্ধ লিখতে বলা হয়, যেমন বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক, চিন্তামূলক, সমস্যা ও প্রতিকারবিষয়ক, ঋতু ও প্রকৃতিবিষয়ক, ইতিহাস–ঐতিহ্যবিষয়ক, সমসাময়িক ঘটনাপ্রবাহ ইত্যাদি। এ বিষয়গুলোর ওপর ভালো দখল থাকলে তুমি ভালো একটি প্রবন্ধ লিখতে পারবে। প্রবন্ধে প্রয়োজনমতো শিরোনামও দেওয়া যাবে, প্যারাও করা যাবে।

*লেখক: মোহাম্মদ হুমায়ূন কবীর, প্রভাষক, সেন্ট যোসেফ উচ্চমাধ্যমিক বিদ্যালয়, ঢাকা

সম্পর্কিত নিবন্ধ

  • এসএসসি পরীক্ষার্থীকে হত্যা মামলার আসামি গ্রেপ্তার
  • কাফুর পছন্দ ছেনি ও গাউচু, কেমন কোচ তারা 
  • এইচএসসির প্রাইভেট শিক্ষার্থীদের আবার রেজিস্ট্রেশনের সুযোগ
  • প্রাথমিক শিক্ষা সপ্তাহের উদ্বোধন ও পদক বিতরণ আজ
  • এসএসসি পরীক্ষায় বাংলা দ্বিতীয় পত্রে বেশি নম্বর পেতে সাতটি কৌশল
  • বন্দরে সন্ত্রাসী হামলায় এসএসসি পরীক্ষার্থীসহ আহত ২, মামলা 
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে তিন ইউনিটের প্রথম মেধাতালিকা প্রকাশ, ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য যত নির্দেশনা
  • ভারত-পাকিস্তান নিয়ে ক্রীড়াঙ্গনে অস্থিরতা
  • ২০২৬ বিশ্বকাপে কি খেলতে পারবে রাশিয়া, যা জানালেন ট্রাম্প