ইংলিশ প্রিমিয়ার লিগের সাবেক চ্যাম্পিয়ন লেস্টার সিটির মিডফিল্ডার হামজা চৌধুরী বর্তমানে ধারে খেলছেন শেফিল্ড ইউনাইটেডে। এবার তার ভবিষ্যৎ নিয়ে জল্পনা তৈরি হয়েছে, কারণ প্রিমিয়ার লিগে ফেরার এক ধাপ দূরে আছে শেফিল্ড।

বাংলাদেশি বংশোদ্ভূত হামজার দল বৃহস্পতিবার রাতে চ্যাম্পিয়নশিপ প্লে-অফ সেমিফাইনালের প্রথম লেগে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে ব্রিস্টল সিটিকে। এই জয়ে ফাইনালে ওঠা অনেকটাই নিশ্চিত করে ফেলেছে ক্রিস ওয়াইল্ডারের শিষ্যরা। প্রিমিয়ার লিগে ওঠার লড়াইয়ে ২৪ মে ওয়েম্বলিতে মুখোমুখি হবে সান্দারল্যান্ড বা কভেন্ট্রি সিটির।

গত মৌসুমে প্রিমিয়ার লিগ থেকে নামা শেফিল্ড এবার চ্যাম্পিয়নশিপে তৃতীয় স্থানে থেকে লিগ শেষ করে প্লে-অফে জায়গা করে নেয়। সরাসরি প্রমোশন পেয়েছে লিডস ইউনাইটেড ও বার্নলি। শীর্ষ স্তরে ফেরার লড়াইয়ে এবার প্লে-অফই শেফিল্ডের শেষ আশ্রয়।

শেফিল্ড যদি শেষ পর্যন্ত প্রিমিয়ার লিগে উঠতে পারে, তাহলে হামজার ভবিষ্যৎ নিয়ে নতুন সিদ্ধান্ত আসতে পারে। লেস্টারে এখনো তার চুক্তি থাকলেও, নিয়মিত খেলার সুযোগ না পাওয়ায় ধারে পাঠানো হয় তাকে। লেস্টারের হয়ে ১৩১ ম্যাচ খেলেছেন হামজা, যার মধ্যে ৯১টি ম্যাচ ছিল ইপিএলে। ছয় মৌসুমে ইপিএলে তার মোট খেলার সময় ২৫৯৩ মিনিট।

শেফিল্ড যদি প্রিমিয়ার লিগে ফিরে যায়, সেক্ষেত্রে তারা হামজাকে স্থায়ীভাবে দলে ভেড়ানোর চেষ্টা করতে পারে। সে ক্ষেত্রে পরের মৌসুমে ইংলিশ লিগের সর্বোচ্চ মঞ্চে আরও বেশি সময় মাঠে দেখা যেতে পারে বাংলাদেশি ফুটবলপ্রেমীদের প্রিয় তারকাকে।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

ঢাকার তেজগাঁওয়ে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

গতকাল রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তেজগাঁও সাউদার্ন পাম্পের পাশে সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

নিহত খন্দকার সাইদুর রহমান (৩৮) পেশায় মার্চেন্ডাইজার ছিলেন। তাঁর বাড়ি ঢাকার পল্লবীর বাউনিয়ার আলাবদিরটেক এলাকায়। তাঁর বাবার নাম খন্দকার মোফাজ্জল হায়দার।

মৃতের ভাই মোস্তাফিজুর রহমান জানান, রাতে সাইদুর মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন। পথে একটি ট্রাকের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। পথচারীরা তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মোটরসাইকেলে সাইদুরের সঙ্গে তাঁর এক সহকর্মীও ছিলেন। তবে তিনি অল্পের জন্য প্রাণে বেঁচে যান বলে তেজগাঁও শিল্পাঞ্চল থানার উপপরিদর্শক (এসআই) আবদুল্লাহ আল মারুফ জানিয়েছেন।

আবদুল্লাহ আল মারুফ বলেন, যে ট্রাকটি সাইদুরের মোটরসাইকেলে ধাক্কা দিয়েছিল, তা আটক করা হয়েছে, তবে এর চালক পালিয়ে গেছেন।

পরিবারের লিখিত আবেদনের ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়াই সাইদুরের মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা আল মারুফ।

সম্পর্কিত নিবন্ধ