ইংলিশ প্রিমিয়ার লিগের সাবেক চ্যাম্পিয়ন লেস্টার সিটির মিডফিল্ডার হামজা চৌধুরী বর্তমানে ধারে খেলছেন শেফিল্ড ইউনাইটেডে। এবার তার ভবিষ্যৎ নিয়ে জল্পনা তৈরি হয়েছে, কারণ প্রিমিয়ার লিগে ফেরার এক ধাপ দূরে আছে শেফিল্ড।

বাংলাদেশি বংশোদ্ভূত হামজার দল বৃহস্পতিবার রাতে চ্যাম্পিয়নশিপ প্লে-অফ সেমিফাইনালের প্রথম লেগে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে ব্রিস্টল সিটিকে। এই জয়ে ফাইনালে ওঠা অনেকটাই নিশ্চিত করে ফেলেছে ক্রিস ওয়াইল্ডারের শিষ্যরা। প্রিমিয়ার লিগে ওঠার লড়াইয়ে ২৪ মে ওয়েম্বলিতে মুখোমুখি হবে সান্দারল্যান্ড বা কভেন্ট্রি সিটির।

গত মৌসুমে প্রিমিয়ার লিগ থেকে নামা শেফিল্ড এবার চ্যাম্পিয়নশিপে তৃতীয় স্থানে থেকে লিগ শেষ করে প্লে-অফে জায়গা করে নেয়। সরাসরি প্রমোশন পেয়েছে লিডস ইউনাইটেড ও বার্নলি। শীর্ষ স্তরে ফেরার লড়াইয়ে এবার প্লে-অফই শেফিল্ডের শেষ আশ্রয়।

শেফিল্ড যদি শেষ পর্যন্ত প্রিমিয়ার লিগে উঠতে পারে, তাহলে হামজার ভবিষ্যৎ নিয়ে নতুন সিদ্ধান্ত আসতে পারে। লেস্টারে এখনো তার চুক্তি থাকলেও, নিয়মিত খেলার সুযোগ না পাওয়ায় ধারে পাঠানো হয় তাকে। লেস্টারের হয়ে ১৩১ ম্যাচ খেলেছেন হামজা, যার মধ্যে ৯১টি ম্যাচ ছিল ইপিএলে। ছয় মৌসুমে ইপিএলে তার মোট খেলার সময় ২৫৯৩ মিনিট।

শেফিল্ড যদি প্রিমিয়ার লিগে ফিরে যায়, সেক্ষেত্রে তারা হামজাকে স্থায়ীভাবে দলে ভেড়ানোর চেষ্টা করতে পারে। সে ক্ষেত্রে পরের মৌসুমে ইংলিশ লিগের সর্বোচ্চ মঞ্চে আরও বেশি সময় মাঠে দেখা যেতে পারে বাংলাদেশি ফুটবলপ্রেমীদের প্রিয় তারকাকে।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

গাজা যুদ্ধবিরতি আলোচনার জন্য কাতারে প্রতিনিধি দল পাঠাবে ইসরায়েল

গাজায় যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি চুক্তির সর্বশেষ প্রস্তাব নিয়ে হামাসের সঙ্গে পরোক্ষ আলোচনা করার জন্য রোববার কাতারে একটি প্রতিনিধি দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল।

আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার রাতের শেষদিকে এক বিবৃতিতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দপ্তর জানায়, তিনি আলোচকদের নির্দেশ দিয়েছেন—  তারা যাতে মধ্যস্থতাকারীদের আলোচনার আমন্ত্রণ গ্রহণ করে।

তবে মধ্যস্থতাকারী দেশ কাতার, যুক্তরাষ্ট্র ও মিসরের দেওয়া যুদ্ধবিরতি পরিকল্পনায় হামাস যে পরিবর্তনের শর্ত দিয়েছে, সেটিকে ‘অগ্রহণযোগ্য’ বলে আখ্যা দিয়েছেন নেতানিয়াহু।

গত শুক্রবার রাতে হামাস জানায়, তারা ৬০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাবে ‘ইতিবাচক প্রতিক্রিয়া’ দেখিয়েছে এবং তারা আলোচনার জন্য প্রস্তুত।

তবে একজন ফিলিস্তিনি কর্মকর্তা জানান, হামাস যুদ্ধবিরতি প্রস্তাবে এমন কিছু সংশোধন চেয়েছে যার মধ্যে একটি হলো— স্থায়ী যুদ্ধবিরতির আলোচনা ব্যর্থ হলেও নিশ্চিত করতে হবে যে, নতুন করে কোনো হামলা হবে না।

গাজার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শনিবার ইসরায়েলি হামলা ও গুলিতে অন্তত ৩৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

খান ইউনিস শহরের একটি হাসপাতালের বরাতে জানানো হয়, আল-মাওয়াসি এলাকায় তাঁবুগুলোর ওপর বোমা হামলায় এক চিকিৎসক ও তাঁর তিন সন্তানসহ সাতজন নিহত হন।

এদিকে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র-সমর্থিত বিতর্কিত ত্রাণ বিতরণ সংস্থা গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশনের দুই মার্কিন কর্মী খান ইউনিস এলাকায় একটি গ্রেনেড হামলায় আহত হয়েছেন বলে সংস্থাটি জানিয়েছে।

ইসরায়েল ও যুক্তরাষ্ট্র এ হামলার জন্য হামাসকে দায়ী করেছে। যদিও হামাস এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে ঢুকে ভয়াবহ হামলা চালায় হামাস। এর জবাবে সেদিন থেকে গাজায় তাণ্ডব চালাচ্ছে ইসরায়েলি সেনাবাহিনী। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, তখন থেকে এ পর্যন্ত গাজায় অন্তত ৫৭ হাজার ৩৩৮ জন নিহত হয়েছেন।

সম্পর্কিত নিবন্ধ